মুসাফির

মুসাফির ভ্রমণের নেশা, ভ্রমণ পেশা।
মিলেমিশে একাকার.....

ভ্রমON করলেই ভ্রমণ হবে।
(2)

06/08/2022

ময়মনসিংহ রেলস্টেশনে বসে বই পড়া মানুষটি হলেন সৈয়দ নজরুল কলেজের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক সুভাষ স্যার।

যারা উনার ক্লাস করার সুযোগ পেয়েছেন তারা নিঃসন্দেহে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।
এই বয়সে তিনি গফরগাঁও থেকে ট্রেনে এসে(প্রায় ৪০কিমি) ক্লাস নিয়ে আবার ট্রেনে চলে যান। টিফিন বক্সে খাবার নিয়ে আসেন নাকি শুধু ভাত আর সবজি।

এমন হয়েছে ক্লাসে কেউ বুঝতে পারেনি শুনলে উনি ক্লাস শেষে অফিসে নিয়ে পাশে বসিয়ে বুঝিয়েছেন। শুনেছিলাম স্টেশনে কেউ একজন তাকে কোন প্রশ্ন করায় তাকে বোঝানোর জন্য উনি ট্রেন ছেড়ে দিয়েছিলেন।

উনার মত মহান মানুষদের জন্যই হয়ত পৃথিবীটা আজও অনেক সুন্দর! 🤲💚

#সংগৃহীত

31/07/2022
24/01/2022

প্রিয় মুসাফিরবৃন্দ,

অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করতে হচ্ছে যে, প্রশাসনিক জটিলতার কারণে ২৪ জানুয়ারি ২০২২ তারিখের "মুসফির বলেছে, সাজেক যাবো" ট্যুরটি বাতিল করা হয়েছে।

আপনারা সকলেই অবগত আছেন যে, "সাজেক ভ্যালী" বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রণাধীন একটি পর্যটন স্পট।

গত প্রায় ০২ বছর পূর্বে যখন সাজেকের একটি হেলিপ্যাড তাবু স্থাপনের জন্যে নির্ধারণ করা হয় তখন তা ছিলো অব্যাহৃত। কিন্তু, বর্তমানে সেখানে একটি সুদর্শন মসজিদ নির্মান করা হয়েছে। এবং, অন্য হেলিপ্যাডটি সেনাবাহিনীর জরুরী উড্ডয়ন ও অবতরণ এর কাজে ব্যবহার করে।

এদিকে করোনার প্রকোপ (ওমিক্রন) বেড়ে যাওয়ায় নিরাপদ দুরত্ব বজায় রেখে তাবু স্থাপনের মতন অন্য কোন পর্যাপ্ত জায়গাও নেই।

এমনকি ট্যুরে যেতে আগ্রহী অনেকেই টীকার একটি ডোজও এখনো গ্রহণ করেননি। একক রেজিস্ট্রেশন এর পাশাপাশি অনেকেই পরিবারের একাধিক সদস্যসহ রেজিস্ট্রেশন করেছেন যার ফলে অনেক পরিবারই যেতে অপারগ।

মুসাফির কর্তৃপক্ষ, "মুসাফির বলেছে, সাজেক যাবো" ট্যুরটি সম্পুর্নরূপে বাতিল ঘোষণা করা হচ্ছে এবং, ষোলোআনা ট্যুরিজম এর "রিফান্ড পলিসি" অনুযায়ী ফেরত প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

# এক্ষেত্রে, নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন নেই।

• ট্যুর ফি এর সমপরিমাণ টাকা ফেরত দেয়া হবে।(কোন প্রকার চার্জ দেয়া হবে না)
• নগদ, চেক অথবা কোন ব্যাংকিং চ্যানেল এর মাধ্যমে ফেরত দেয়া হবে।
• এই ট্যুরের টাকা অন্য কোন ট্যুরের সাথে সমন্বয় করা যাবে না।
• প্রো মেম্বারগণ নুন্যতম ৪৫ কর্মদিবস ও নন প্রো মেম্বাররা নুন্যতম ৯০ কর্মদিবসে টাকা ফেরত পাবেন।
• যারা পুর্বে ফেরত আবেদন করেছিলেন কিন্তু রিফান্ড পাননি তারা ৩০ কর্মদিবসের মধ্যে প্রদত্ত ট্যুর ফি এর সমপরিমাণ টাকা এবং যারা তৃতীয় বারের মত ট্যুরে যেতে আগ্রহী ছিলেন (রিফান্ড ইমেইল করেননি) তারা প্রদত্ত ট্যুর ফি এর দ্বিগুণ পরিমান টাকা ফেরত পাবেন।

আপনাদেরই সহযোগিতাই আমাদেরকে এতদূর আসতে সাহায্য করেছে। তাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ভবিষ্যতে "ষোলোআনা ট্যুরিজম" সাজেক ভ্যালীতে কোন প্রকার ট্যুর আয়োজন করলে সেই ট্যুরে এবারের রেজিস্ট্রার্ড অতিথিরা(৩য় বারের লিস্ট অনুযায়ী) ৫০% ডিস্কাউন্ট এ এবং প্রো-মেম্বাররা সম্পুর্ন ফ্রী তে অংশ নিতে পারবেন।
(শুধু মাত্র এবারের বাতিল হওয়া ট্যুরের অতিথিরা এবং সর্বোচ্চ ১বার)

11/12/2021

আগামী ২৪ জানুয়ারী ২০২২, সোমবার "মুসাফির বলেছে, সাজেক যাবো" ট্রিপের তারিখ ৩য় ও সর্বশেষবারের মতন ঘোষণা করা হলো।

করোনার প্রকোপ বৃদ্ধি, লকডাউন ঘোষণা, প্রাকৃতিক দুর্যোগ, অথবা অনাকাঙ্ক্ষিত যে কোন পরিস্থিতির কারণে এবারের সাজেক ট্যূর পরিচালনা করা সম্ভব না হলে, ট্যুরটি বাতিল ঘোষণা করা হবে।

ধৈয্য সহকারে অপেক্ষা করায় আপনাকে ধন্যবাদ।

10/12/2021

আকর্ষণীয় অফার।।।।
ষোড়শী অভিযান এ অংশ নেয়া অতিথিদের জন্যে থাকছে, প্রো মেম্বার শিপের উপর এক্সক্লুসিভ ডিস্কাউন্ট।

৬০% 😳😳😳😳😳

মাত্র ২০০০ টাকার আপনিও হতে পারেন একজন প্রো মেম্বার।
প্রথম ১৬ জনের জন্যে থাকছে ১৬০০ "মুসাফির কয়েন্স" উপহার।
(প্রতিটি কয়েন ১ টাকা সমমান)

01/12/2021

"ষোড়শী অভিযান" এর লাকী কুপন ড্র এর ফলাফলঃ

#১ম ভাগ্যবান বিজয়ীঃ জনাব সজীব ঘরামি বাবু। (কুপন নং 00045)।
#২য় ভাগ্যবান বিজয়ীঃ ইব্রাহিম হোসেন অপু।
(কুপন নং 00045)।
#৩য় ভাগ্যবান বিজয়ীঃ মাসুদ সর্দার।
(কুপন নং 00045)।

#৪ ভাগ্যবান বিজয়ীঃ সর্ণা।
(কুপন নং 00045)।
#৫ ভাগ্যবান বিজয়ীঃ আবাবিল আদর।
(কুপন নং 00045)।
#৬ ভাগ্যবান বিজয়ী
(কুপন নং 00045)।
#৭ম ভাগ্যবান বিজয়ীঃ আব্দুল্লাহ আল রেদোয়ান।
(কুপন নং 00045)।
#৮ম ভাগ্যবান বিজয়ীঃ তৌসিফ ইয়াসির।
(কুপন নং 00045)।
#৯ম ভাগ্যবান বিজয়ীঃ
(কুপন নং 00045)।
#১০ম ভাগ্যবান বিজয়ীঃ
(কুপন নং 00045)।
#১১তম ভাগ্যবান বিজয়ীঃ
(কুপন নং 00045)।
#১২তম ভাগ্যবান বিজয়ীঃ
(কুপন নং 00045)।
#১৩তম ভাগ্যবান বিজয়ীঃ সালেহ দেওয়ান।
(কুপন নং 00045)।
#১৪তম ভাগ্যবান বিজয়ীঃ এনামুল মাসুদ।
(কুপন নং 00045)।
#১৫তম ভাগ্যবান বিজয়ীঃ সালেহ আহমেদ।
(কুপন নং 00045)।
#১৬তম ভাগ্যবান বিজয়ীঃ মোঃ আল মামুন।
(কুপন নং 00045)।

প্রতিজন ভাগ্যবান বিজয়ী পাবেন মাত্র ১৬ টাকায় সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণের সুযোগ......

22/04/2021

আপনার কোন প্রিয় মুখ হবেন আমাদের "ষোড়শী অভিযান" এর ভ্রমণসঙ্গী?
🤔🤔🤔

মেহজাবিন চৌধুরী
তাহসান রহমান খান
আরিফিন শুভ
আয়মান সাদিক
নুসরাত ইমরোজ তিশা
দিলশাদ নাহার কনা
মুশফিকুর রহিম

মেহজাবিন চৌধুরীঃ
জন্ম: ১৯ এপ্রিল ১৯৯১। বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

• মুশফিকুর রহিমঃ
জন্ম: ৯ মে, ১৯৮৭। একজন বাংলাদেশী ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যটে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। সেপ্টেম্বর ২০১১ থেকে রহিম জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন।মূলত তিনি একজন উইকেট-রক্ষক এবং মাঝারিসারির ব্যাটসম্যান। ছোটখাটো গড়নের এই সদা হাস্যোজ্জ্বল খেলোয়াড়টি স্ট্যাম্পের পেছনে বকবক করার জন্য পরিচিত হয়ে আসছেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরি তথা সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কৃতিত্ব অর্জন করেন।

* মেহের আফরোজ শাওনঃ

জন্ম: ১২ অক্টোবর ১৯৮১। একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি বাংলাদেশী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সহধর্মিনী।

• আরিফিন শুভ:

বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা এবং টিভি অভিনয়শিল্পী। বিনোদন জগতে পা রাখেন মডেলিং দিয়ে। পরবর্তীতে কাজ করেন নাটকে। তিনি জাগো (২০১০) চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন।তিনি একজন খলনায়ক হিসেবে প্রথমবারের মত "পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী" চলচ্চিত্রে শাকিব খান ও জয়া আহসানের সাথে অভিনয় করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকমহল থেকে ব্যাপক প্রশংসা পান।তিনি ছুঁয়ে দিলে মন, অস্তিত্ব, ঢাকা অ্যাটাক , সাপলুডু এর মতো উল্লেখযোগ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

• আয়মান সাদিকঃ

একজন বাংলাদেশী শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে ১০ মিনিট স্কুল প্রতিষ্ঠা করেছেন। এটা এমন এক প্রতিষ্ঠান; যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগীতা বিনামুল্যে দিয়ে থাকে। এই প্রতিষ্ঠান শ্রোতাদের (যারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে) জন্য দুই সহস্রাধিক ভিডিও তৈরী করেছে। এই প্রতিষ্ঠান মুলত ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের নানা বিষয় যা একাডেমিক সিলেবাসের আওতাভুক্ত এবং বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা কিভাবে বাড়ানো যায়; তা নিয়ে ভিডিও তৈরী করে।আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র ছাত্র। বিত্তবান পরিবারের সন্তান, পড়ানো যার নেশা।

• নুসরাত ইমরোজ তিশাঃ
জন্ম: ২০ ফেব্রুয়ারি ১৯৮৯।বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী।টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন। তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল নাট্যধর্মী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), টেলিভিশন (২০১২), ক্রীড়া নাট্যধর্মী অস্তিত্ব (২০১৬), নাট্যধর্মী ডুব (২০১৭) এবং হালদা (২০১৭)। অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।এছাড়া তিনি ১০টি মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।

• দিলশাদ নাহার কনাঃ

একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী ও মডেল। নিজের প্রথম একক অ্যালবাম 'জ্যামিতিক ভালোবাসা'র টাইটেল গানটির মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন সুকণ্ঠী গায়িকা কনা। এরপর একে একে আরও দুটি একক অ্যালবামের মাধ্যমে বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন তিনি।

• প্রীতম হাসানঃ

একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও শিল্পী। বেশ কয়েকটি একক সঙ্গিতায়োজন সহ দেবী চলচ্চিত্রের জন্য গান সুর করেন তিনি।

• প্রীত রেজাঃ
পুরো নাম মুহাম্মদ জাহিদ রেজা।
বিয়ের ছবি তোলা যে বাংলাদেশে সম্মানজনক পেশা হতে পারে, সেই স্বীকৃতিও আদায় করে ছেড়েছেন ইউ এস স্টেট ডিপার্টমেন্টের এই প্রফেশনাল ফেলো। পাঠশালা, সাউথ এশিয়ান ইন্সটিটিউট অব ফটোগ্রাফি থেকে স্নাতক ডিগ্রিধারি প্রীত আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন দৈনিক ইত্তেফাক, দি নিউ এইজ, দ্য ডেইলি স্টার এবং দৃক নিউজের জন্য। ফটো এডিটর ছিলেন আইস মিডিয়া লিমিটেডের বিভিন্ন ম্যাগাজিনের (আইস টুডে, আইস বিজনেস টাইমস, চারবেলা চারদিক এবং বেঙ্গল বারতা)।
নিজের গড়া প্রতিষ্ঠান "ওয়েডিং ডায়েরী" ও "প্রীত রেজা প্রডাকশন" -এ দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাহী / ডিরেক্টর/ ফটোগ্রাফার হিসেবে।
দেশের একমাত্র ফটোগ্রাফি নির্ভর লাইভ টিভি শো ‘ডার্করুম’ - এর উপস্থাপনার পাশাপাশি কাজ করছেন ‘কাউন্টার ফটো’র ফ্যাকাল্টি হিসেবেও। রেডিওতে তার ফটোগ্রাফি নির্ভর শো ‘ফটো টকউইত প্রীত রেজা’ ভীষণ জনপ্রিয় তরুণদের কাছে।
মেয়ে পথশিশুদের জন্য শেল্টার ''হ্যাপি হোম" নিয়ে একশন এইড বাংলাদেশ এর শুভেচ্ছা দ্যূত হিসেবে কাজ করছেন। ইউনেস্কো বাংলাদেশের ক্রিয়েটিভ কনসালটেন্ট হিসেবে ও কাজ করেছেন প্রীত।
আন্তর্জাতিক পরিসরে পেশাদারিত্বের সাথে কাজ করার পাশাপাশি প্রীত রেজা আলোকচিত্র সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক সম্মিলনীর বক্তা প্রীত পাবলিক স্পিকার হিসাবে ও জনপ্রিয়।
ফুজিফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, হুয়াওয়ের ফটোগ্রাফার অ্যাম্বাসেডর প্রীত রেজা বাংলাদেশের আলোকচিত্র ইন্ডাস্ট্রির এক বড় অনুপ্রেরণার নাম।

19/04/2021

অদ্য বেলা ০১ঃ৩০ ঘটিকায় মুসাফির অ্যাডভেঞ্চার্স ট্রুপস পরিবার এর সদস্য জনাব মাহবুব আরিয়ান হৃদয় এর মাতা মৃত্যুবরণ করায় আমরা শোকাহত।

15/04/2021

"ক্যাম্পেইন (৫০ঃ৫০) ফিফটি-ফিফটি"

অনুষ্ঠিতব্য "ষোড়শী অভিযান" ট্যুর এর "লাকী কুপণ" বিক্রয় সাথে নিয়োজিত এজেন্টবৃন্দের জন্য সুবর্ণ সুযোগ।

প্রতি সপ্তাহের সর্বোচ্চ কুপন বিক্রয়কারী ০১জন এজেন্ট "বেস্ট সেলার" নির্বাচিত হবেন আর পাবেন ১৬% এর পরিবর্তে ৫০% কমিশন!!!!!

* ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য প্রত্যেক এজেন্টকে নুন্যতম ৫০টি টিকেট/প্রতি সপ্তাহে বিক্রি করতে হবে।

ক্যাম্পেইন চলবে, ১৬ এপ্রিল ২০২১ হতে ০৫ আগস্ট ২০২১ পর্যন্ত।

13/04/2021

"আহ্ লান ওয়া সাহ্ লান, মাহে রামাদ্বান"

মুসাফির "প্রো" ফি 1442 টাকা মাত্র।
(এ সুযোগ শুধুমাত্র রমজান মাস এর জন্যে)

"মুসাফির পয়েন্টস" ব্যবহার করেও হতে পারেন একজন গর্বিত PRO member.

*** শর্ত প্রযোজ্য।।।

"ষোড়শী অভিযান"(কুয়াকাটা ভ্রমণ) কুপন এর নমুনাঃ
06/04/2021

"ষোড়শী অভিযান"(কুয়াকাটা ভ্রমণ) কুপন এর নমুনাঃ

জনাব, আবির হাসান।"মুসাফির" এর নবনিযুক্ত সি.এফ.ও।পরিবারের ছোট্ট সদস্যটির কাঁধে এবার গুরুদায়িত্ব।ক্ষুদ্র/ছোট অর্থই অবহেলার...
06/04/2021

জনাব, আবির হাসান।
"মুসাফির" এর নবনিযুক্ত সি.এফ.ও।
পরিবারের ছোট্ট সদস্যটির কাঁধে এবার গুরুদায়িত্ব।
ক্ষুদ্র/ছোট অর্থই অবহেলার দৃষ্টি নয়-
এটাই স্বাভাবিকতা।
আর, সেটা আরেকবার প্রমাণিত।

ক্ষুদ্রতা আর বৃহত্বের সম্পর্কটাই আপেক্ষিক।
অর্থবিত্ত, প্রভাবপ্রতিপত্তি, বংশমর্যাদা, সামাজিক সম্মান, শিক্ষাদীক্ষা, বয়স- বৃহত্বের মানদন্ড নয়।

"তর্কে নয়, কর্মে জেতাই যোগ্যতার লক্ষণ"
এই প্রত্যাশার প্রতিফলন হোক আপনার মাঝে।

অভিনন্দন, নবীনের নবযাত্রায়....

02/04/2021

করোনা মহামারীর প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে, বাংলাদেশ সরকার সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করায় আগামী ১৪ এপ্রিল ২০২১ পর্যন্ত "ষোলআনা ট্যুরিজম" এর সকল ট্যুর স্থগিত করা হয়েছে।

আইনের প্রতি আপনার শ্রদ্ধাশীল আচরণ নিশ্চিত করবে করোনা মুক্ত পৃথিবীতে উদ্দাম চিত্তে ঘুরে বেড়ানোর স্বাধীনতা।

29/03/2021

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "ষোড়শী অভিযান" ট্যুরের লাকী কুপনের বিক্রয়লব্ধ অর্থের ১৬ শতাংশ টাকা "মুসাফির কেয়ার"- এ অনুদান হিসেবে গণ্য হবে।
অর্থাৎ, প্রতিটি কুপনের বিপরীতে ২.৫৬ টাকা কেয়ার ফান্ডে যোগ হবে।
মুসাফির কেয়ার মানব সেবা, পর্যটন উন্নয়ন, সামাজিক সংস্কার সহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করে থাকে।

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা (KUAKATA Sea Beach) যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। কুয়াকাটা দক...
28/03/2021

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা (KUAKATA Sea Beach) যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। কুয়াকাটা দক্ষিণ এশিয়ায় একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। সমুদ্রের পেট চিরে সূর্য উদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়ে যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহে দারুন ব্যাপার।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdsx0xyGtDV39RWBfwp34TfJ7UsAyoZC05JBK_ZeoGdy45ixw/viewform

আজই রেজিষ্ট্রেশন করুন।
মাত্র ১৬০০ টাকায় ২দিন
আসন মাত্র ৫০টি

"সময় গেলে সাধন হবে না"

অভিনন্দন জনাব আবু কাহার হোসেন।বছরজুড়ে আপনার সেবা ও ত্যাগ এর প্রতিফলনই আপনাকে "মেট অফ দ্য ইয়ার" এ পরিণত করেছে।আপনার পুরস্...
25/03/2021

অভিনন্দন জনাব আবু কাহার হোসেন।
বছরজুড়ে আপনার সেবা ও ত্যাগ এর প্রতিফলনই আপনাকে "মেট অফ দ্য ইয়ার" এ পরিণত করেছে।
আপনার পুরস্কার স্বরূপ পরবর্তী এক বছর সম্পূর্ণ বিনামূল্যে মুসাফিরের সমস্ত ভ্রমণ পরিকল্পনায় অংশ নিতে পারবেন।

ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে "ষোড়শী অভিযান" এর লাকী কুপন সংক্রান্ত সকল কিছু অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে।* Payment ...
25/03/2021

ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে "ষোড়শী অভিযান" এর লাকী কুপন সংক্রান্ত সকল কিছু অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে।

* Payment এর ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম bKash ব্যবহার করা হয়েছে।

আপনার লাকী কুপনটি ইমেইল এর মাধ্যমে দ্রুততম সময়েই পেয়ে যাবেন।

বিস্তারিত নিয়মাবলী দেখে আজই আপনার কুপন টি সংগ্রহ করুন।

https://forms.gle/nyQhbRPPZ5td4jL29

Lucky Coupon @ 16, 16, 16 This is bKash Merchant Number: 01784842828. Use it for Payment. Please read the instructions carefully before filling up the Form.

Address

"Concept Tower", (2nd Floor), Suit No: 333-334, 68-69, Green Road-Panthapath;, Dhaka:
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুসাফির:

Videos

Share

Nearby event planning services


Other Dhaka event planning services

Show All