অমর একুশে বইমেলা Aamar Ekushe Boi Mela

অমর একুশে বইমেলা Aamar Ekushe Boi Mela অমর একুশে বইমেলা Amar Ekushe Boi Mela
(78)

04/04/2021
03/07/2020
24/05/2020

সবাই কে ঈদের শুভেচ্ছা

31/03/2020

সতর্ক থাকুন, এসব অসুস্থ মানুষ দের পাল্লায় পরবেন না।
হাস্যকর হলেও #করোনা নিয়ে অনেকেই এমন আজগুবী কাণ্ড করে বেড়াচ্ছে, কেউ বা ভন্ড কেউ বা পাগল।

06/03/2020

ওপার বাংলার "বাংলা বইমেলা"
২য় পর্ব

05/03/2020

হে বই প্রেমী
জানেনই তো বই এর দেশ, কাল এবং ভাষার বিভেদ নেই।।
মুক্ত জ্ঞান এর প্রচারে তুলে ধরছি ওপার বাংলার "বাংলা বইমেলা"
সৌজন্যে ঃ দুর-দর্শন বাংলা

আমাদের এক ছোট্ট বন্ধু, বই প্রেমিদের জন্য নিজের হাতে এই বুক-মার্ক তৈরী করেছে! শুভ কামনা তার জন্য।সুপ্রিয় পাঠক তাকে উৎসাহি...
27/02/2020

আমাদের এক ছোট্ট বন্ধু, বই প্রেমিদের জন্য নিজের হাতে এই বুক-মার্ক তৈরী করেছে! শুভ কামনা তার জন্য।
সুপ্রিয় পাঠক তাকে উৎসাহিত করবেন।
ধন্যবাদ।

Paper Bookmarks
Material : Model Paper

06/02/2020

মহান অমর একুশে বইমেলা ২০২০

05/02/2020

বাচ্চারা শিখছে কিভাবে আগুন নেভাতে হয়।

04/02/2020

অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভ কামনা!

অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভ কামনা!
03/02/2020

অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভ কামনা!

অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভ কামনা!
02/02/2020

অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভ কামনা!

4,326 followers

Address

Suhrawardy Uddan Road
Dhaka
1000

Opening Hours

Monday 15:00 - 21:00
Tuesday 15:00 - 21:00
Wednesday 15:00 - 21:00
Thursday 15:00 - 21:00
Friday 11:00 - 13:00
15:00 - 21:00
Saturday 11:00 - 13:00
14:00 - 21:00
Sunday 15:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when অমর একুশে বইমেলা Aamar Ekushe Boi Mela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

অমর একুশে গ্রন্থমেলা

অমর একুশে গ্রন্থমেলা, ব্যাপকভাবে পরিচিত একুশে বইমেলা, স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে ও বর্ধমান হাউজ ঘিরে অনুষ্ঠিত হয়। ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। তবে বাংলা একাডেমি প্রাঙ্গনেও মেলার একটি অংশ আয়োজন করা হয়।

১৯৫২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটে, সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই মাসে আয়োজিত এই বইমেলার নামকরণ করা হয় 'অমর একুশে গ্রন্থমেলা'।

এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায়, ১৯৭২ খ্রিস্টাব্দের ৮ ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের ওপর[১] কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। এই ৩২টি বই ছিলো চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ (বর্তমান মুক্তধারা প্রকাশনী) থেকে প্রকাশিত বাংলাদেশী শরণার্থী লেখকদের লেখা বই।[২] এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান। ১৯৭২ থেকে ১৯৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান। ১৯৭৬ খ্রিস্টাব্দে অন্যান্যরা অণুপ্রাণিত হোন। ১৯৭৮ খ্রিস্টাব্দে বাংলা একাডেমীর তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমীকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন। ১৯৭৯ খ্রিস্টাব্দে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি; এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা। ১৯৮৩ সালে কাজী মনজুরে মওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম "অমর একুশে গ্রন্থমেলা"র আয়োজন সম্পন্ন করেন। কিন্তু স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দিলে দুজন ছাত্র নিহত হয়। ওই মর্মান্তিক ঘটনার পর সেই বছর আর বইমেলা করা সম্ভব হয়নি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।[৩] সেই ৩২টি বইয়ের ক্ষুদ্র মেলা কালানুক্রমে বাঙালির সবচেয়ে স্বনামধন্য বইমেলায় পরিণত হয়েছে। বাংলা একাডেমী চত্বরে স্থান সংকুলান না-হওয়ায় ২০১৪ খ্রিস্টাব্দ থেকে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে৤ [৪] এ বছর ২৯৯টি অংশগ্রহণকারী প্রকাশকের মধ্যে ২৩২জন কে সোহরাওয়ার্দী উদ্যানে স্টল বরাদ্দ করা হয়, ২০০২ খ্রিস্টাব্দে মেলায় ২৪০জন এবং ২০১২ খ্রিস্টাব্দে সর্বোচ্চ ৪২৫ জন প্রকাশক অংশগ্রহণ করেছিল। [৫]


Other Performance & Event Venues in Dhaka

Show All