22/12/2024
ফিলিপাইন ভ্রমনের টিপস।
ঢাকা থেকে যদি ফিলিপাইন ভ্রমণ করতে চান,খরচ কমাতে সাথে একটা মালোয়েশিয়ার মাল্টিপল ভিসা করে নিবেন।
কুয়ালালামপুর থেকে ম্যানিলার আপ-ডাউন ভাড়া পরবে ১১০০০-১২০০০ টাকা scoot air
এটা একটা বাজেট এয়ারলাইনস। চার ঘন্টার ফ্লাইটে আপনাকে কোন খাবার প্রভাইড করবে না।ব্যাগেজ ক্যারি করতে পারবেন ৭ থেকে ১০ কেজি কেবিন লাগেজে।
সতর্কতা -: টিকিট ইস্যু করার সময় দেখবেন ফ্লাইট ছাড়বে টারমিনাল ওয়ান থেকে তবে মূলত এই ফ্লাইট টারমিনাল টু থেকে ফ্লাই করে।
ফ্লাইটের আগে অনলাইনে চেক করে এয়ারপোর্টে যাবেন।এতে টেক্সি ভাড়া কমবে।