Innov8 Events

Innov8 Events Innov8 events official page

25/09/2024

Good news!!! Good News!!
New event Coming soon!
Like and follow our page to stay Updated!

16/03/2024

সদাকা বলতে আমরা শুধু টাকা পয়সা দান করাকে বুঝি। তাইতো আমরা রমজান মাসে বেশি বেশি টাকা দানকরি। অথচ প্রতি পদে পদে নানা ভাবে আমরা সদাকা করতে পারি। এমন ১৫টি সদাকা নিচে উল্লেখ করা হলো।

১। পিতা মাতা এবং পরিবারকে সময় দেয়া।

২। কথা বলার সময় নরম স্বর ব্যবহার করা এবং বিনয়ী হওয়া।

৩। কেউ বিপদগ্রস্ত হলে সেখান থেকে উত্তরণে সাহায্য করা।

৪। কারো সাথে দেখা হলে সুন্দর করে হেসে কথা বলা।

৫। কেউ যখন অন্যায় করে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করে দেয়া এবং ভুলে যাওয়া।

৬। নিজের যতটুকু জ্ঞান আছে তা অন্যের মাঝে বিলিয়ে দেয়া।

৭। বিপদে আপদে নিজের চেয়ে বয়সে ছোট এমন মানুষদের পরামর্শ দেয়া।

৮। কারো জন্য আল্লাহর কাছে দোয়া করা।

৯। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করা।

১০। অন্যের সফলতায় হিংসা না করে খুশি হওয়া।

১১। অসুস্থকে দেখতে যাওয়া। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া সুন্নত। রাসূল (স.) এটি করতেন।

১২। যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে সেটি পরিস্কার করা।

১৩। স্বামী বা স্ত্রীকে মুখে তুলে খাইয়ে দেয়া।

১৪। বিপদে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারন করা।

১৫। কেউ মন্দ কাজ করতে চাইলে তাকে নিষেধ করা সুযোগ থাকলে বাধা দেয়া।

তার মানে মানুষের সাথে মানুষের প্রতিটি ভালো ট্রাঞ্জেকশনই সদাকা।

আমরা চাইলে একজন কোটিপতিকে টাকা দিয়ে সদাকা দিতে পারব না। কিন্তু উপরের পয়েন্টগুলোর মাধ্যমে ঠিকই সদাকার সওয়াব অর্জন করতে পারব। আর রমজান মাসে একটি সদাকা অনেকগুণ বেশি সওয়াব।

শেষ দিনের মেলা জমে উঠেছে উত্তরায়। সবচেয়ে সুন্দর প্রানবন্ত পরিবেশে চলছে মেলা। ইস্টি কুটুম কমিউনিটি সেন্টার,উত্তরা,আজমপুর,...
11/02/2024

শেষ দিনের মেলা জমে উঠেছে উত্তরায়। সবচেয়ে সুন্দর প্রানবন্ত পরিবেশে চলছে মেলা।

ইস্টি কুটুম কমিউনিটি সেন্টার,উত্তরা,আজমপুর, স্বপ্ন সুপার শপের পাশে।

Few glimpses of our happy sellers and customers from day 2. It was an amazing day.Don't forget tomorrow is the last day ...
10/02/2024

Few glimpses of our happy sellers and customers from day 2. It was an amazing day.
Don't forget tomorrow is the last day of Innov8 Events and আমাদের উত্তরা-Amader Uttara presents bashanta mela 2024.
Do visit our fair tomorrow at Isti kutum Community center, azampur for a meet and greet of the new entrepreneurs from Uttara

খুদে উদ্যোক্তাদের গল্পআজকের এই কিশোর-কিশোরীরা যে আগামী দিনের বিশ্ব পরিবর্তনের নেতৃত্ব দেবে তাতে সন্দেহ নেই। উদ্দেশ্য গল্...
10/02/2024

খুদে উদ্যোক্তাদের গল্প

আজকের এই কিশোর-কিশোরীরা যে আগামী দিনের বিশ্ব পরিবর্তনের নেতৃত্ব দেবে তাতে সন্দেহ নেই।

উদ্দেশ্য গল্প শোনানো নয় বরং এ গল্প পড়ে কেউ যদি উদ্যোক্তা হতে নিজের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে তবে সেখান থেকে অনেক বড় কিছু সম্ভব। কেউ যদি পড়াশোনা করে ডাক্তার হয় তার থেকে হয়তো শত শত লোক সেবা পেতে পারে, কিন্তু একজন উদ্যোক্তা যদি একটি হাসপাতাল তৈরি করেন তবে সেখান থেকে লাখ লাখ মানুষ সেবা পেতে পারেন। একজন লোক লেখাপড়া শিখে একটা, দুটো, বড়জোর একসঙ্গে তিনটি চাকরি করতে পারেন, কিন্তু একজন উদ্যোক্তা একসঙ্গে হাজার হাজার চাকরি সৃষ্টি করতে পারেন। এর অর্থ এই নয় যে, সবাই উদ্যোক্তা হবেন। সত্য হলো সবার মাধ্যমে সেটা সম্ভবও নয়। বরং যত সফল উদ্যোক্তা হবে দেশ ও জাতির জন্য ততই মঙ্গল।

আমাদের বসন্ত মেলায়। এমন একঝাঁক খুদে উদ্যোক্তা পরিবারের সাথে মেলায় খাবার বিক্রি করছেন।

এই মেলা আয়োজন করে আমরা আনন্দিত। সবার জন্য শুভকামনা।

উত্তরা ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে মেলা চলছে।

আজ ২য় দিন। আগামীকাল শেষ দিন।

উত্তরায় বসন্ত মেলার আজ ২য় দিন। না আসলে মিস করবেন। উত্তরা বাসীর জন্য চমৎকার আয়োজন।  সবাই আমন্ত্রিত।
10/02/2024

উত্তরায় বসন্ত মেলার আজ ২য় দিন।

না আসলে মিস করবেন। উত্তরা বাসীর জন্য চমৎকার আয়োজন। সবাই আমন্ত্রিত।

10/02/2024

উত্তরার জমে উঠেছে মেলা। ইস্টি কুটুম কমিউনিটি সেন্টার,উত্তরা,আজমপুর, স্বপ্ন সুপার শপ/ আমির কমপ্লেক্সের পাশে।

গরম গরম চালের রুটি আর মেজবানি মাংস খেতে চাইলে চলে আসুন মেলায় 🥰সাথে খিচুড়ি ও পাবেন৷ Radhika  রাধিকা
10/02/2024

গরম গরম চালের রুটি আর মেজবানি মাংস খেতে চাইলে চলে আসুন মেলায় 🥰

সাথে খিচুড়ি ও পাবেন৷

Radhika রাধিকা

মেলা!!!  মেলা!!! মেলা!!!! উত্তরায় জমে গেছে বসন্ত মেলা।  ইস্টি কুটুম কমিউনিটি সেন্টারে , উত্তরা,আজমপুর।
10/02/2024

মেলা!!! মেলা!!! মেলা!!!!

উত্তরায় জমে গেছে বসন্ত মেলা।

ইস্টি কুটুম কমিউনিটি সেন্টারে , উত্তরা,আজমপুর।

ফাল্গুনে ডিসকাউন্ট প্রাইজে হাত রাঙাতে চলে আসুন মেলায়।  Beauty Intelligent Wellness Uttara দিচ্ছে মাত্র ১০০ টাকায় হাতে মে...
10/02/2024

ফাল্গুনে ডিসকাউন্ট প্রাইজে হাত রাঙাতে চলে আসুন মেলায়। Beauty Intelligent Wellness Uttara দিচ্ছে মাত্র ১০০ টাকায় হাতে মেহেদী পড়িয়ে। আপুরা চলে আসুন তাড়াতাড়ি 🌹

মেলা চলছে ইস্টি কুটুম কমিউনিটি সেন্টারে উত্তরা,আজমপুর, স্বপ্ন সুপার শপ/ আমির কমপ্লেক্সের পাশে।

আমাদের উত্তরা-Amader Uttara

10/02/2024

অনেকেই গতকাল মেলায় আসার জন্য ঠিকানা জানতে চেয়েছেন। তাদের জন্য ভিডিও দিলাম।

Day 1 Was amazing. Thank you everyone for attending our fair. We very much appreciate your love and support.Tomorrow we ...
09/02/2024

Day 1 Was amazing. Thank you everyone for attending our fair.
We very much appreciate your love and support.
Tomorrow we will have 3 brand-new stalls selling men's casual wear
If you haven't visited our fair, tomorrow we are open from 10Am.
Do visit our Boshonto mela 2024 at Isti Kutum Community center, Azampur.

09/02/2024

The Ishti Kutum Community Center

আজমপুর, উত্তরা, ঢাকা।

Innov8 Events ও আমাদের উত্তরা-Amader Uttara আয়োজিত মেলায় আপনি আসছেন তো?

#মেলা #বসন্ত

বাহ মেলা দারুণ ভাবে জমে গেছে।ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে , আজমপুর , উত্তরায় মেলা চলছে। আপনি আসছেন তো......!
09/02/2024

বাহ মেলা দারুণ ভাবে জমে গেছে।

ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে , আজমপুর , উত্তরায় মেলা চলছে।

আপনি আসছেন তো......!

শুক্রবার তাই মেলা জমে উঠেছে
09/02/2024

শুক্রবার তাই মেলা জমে উঠেছে

৫৯৯ টাকার কেনাকাটায় থাকছে ফ্রী ফুসকার কুপন।উত্তরা ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে চলছে মেলা। এখনি শুরু হয়ে গেছে কাস্টমার ও ...
09/02/2024

৫৯৯ টাকার কেনাকাটায় থাকছে ফ্রী ফুসকার কুপন।
উত্তরা ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে চলছে মেলা।
এখনি শুরু হয়ে গেছে কাস্টমার ও দর্শনার্থীদের ভিড়। দারুন দারুন অফার আর ডিসকাউন্ট।
Link: https://www.facebook.com/share/qsU7iBAyYi2N8xwj

উত্তরা ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে চলছে মেলা। এখনি শুরু হয়ে গেছে কাস্টমার ও দর্শনার্থীদের ভিড়। দারুন দারুন অফার আর ডিসক...
09/02/2024

উত্তরা ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে চলছে মেলা।

এখনি শুরু হয়ে গেছে কাস্টমার ও দর্শনার্থীদের ভিড়। দারুন দারুন অফার আর ডিসকাউন্ট।

৫৯৯ টাকার কেনাকাটায় থাকছে ফ্রী ফুসকার কুপন।

Address

Road 1, Sector 3, Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Innov8 Events posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category