অনুরঞ্জন : Event Planner

অনুরঞ্জন : Event Planner We are here to make your important days more memorable and splendid within your budget.

আমাদের এই ফ্যান পেজটি সম্পূর্ন স্বেচ্ছায় রক্ত-দাতাদের জন্য। বলতে পারেন ই-ব্লাড ব্যাংক। আমাদের কোন শাখা নেই, সম্পূর্ন অন-লাইন ভিত্তিক। এই পেইজটির মূল উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া। আমরা নিজেরা কোন রক্ত সংগ্রহ করি না অথবা রক্ত দানের বিণিময়ে কোন প্রকার আর্থিক লেনদেন করি না। তাই কারো রক্তের প্রয়োজন হলে:
- প্রয়োজনীয় রক্তের গ্রুপ, হসপিটালের নাম, বেড নম্বর

, যে জন্য রক্ত দরকার, রোগীর লোকেশন, যোগাযোগ নাম্বার এবং সময়/তারিখ সঠিক ভাবে আমাদের ওয়ালে অথবা পেইজ ইনবক্সে জানাবেন।

আর যারা স্বেচ্ছায় রক্ত দান করতে চান তারা পোস্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন। চাইলে রক্তের গ্রুপ, লোকেশন এবং যোগাযোগের নাম্বার আমাদের পেইজ ইনবক্স অথবা ওয়ালেও জানাতে পারেন। আর রক্ত দিতে না পারলে অনুগ্রহ করে পোস্ট গুলো শেয়ার করবেন। কারণ আপনার পক্ষে রক্ত দেওয়া সম্ভব না হলেও অন্য কেউ হয়তে পোস্টটি দেখে রক্ত দিতে এগিয়ে আসবে। এছাড়াও নিয়মিত পোস্টে লাইক/কমেন্ট করে সঙ্গে থাকবেন। কারণ পোস্টগুলো আপনারা দেখতে না পেলে প্রয়োজনীয় রক্ত জোগাড় করা অসম্ভব হয়ে যাবে।

বি: দ্র: যে কোন প্রকার অভিযোগ, মতামতের জন্য পেইজ ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।



রক্তের প্রয়োজনে এই পেজে পোষ্ট করতে হলে অবশ্যই নিচের বিষয়গুলো অবলম্বন করুনঃ-
1. রোগির সমস্যা।
2. রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে।
3. হাসপাতালের নাম ও ঠিকানা।
4. কেবিন/ওয়ার্ড নং।
5. কোন সময়ের মধ্যে লাগবে।
6. যোগাযোগের জন্যে মোবাইল নাম্বার ।
7. রক্তের ব্যবস্থা হলে অবশ্যই আমাদের জানাবেন।

Address

Dhaka

Telephone

+8801611227081

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুরঞ্জন : Event Planner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category