Shishir Imteaj's Click.

Shishir Imteaj's Click. আমরা রাঙ্গিয়ে তুলি আপনার সুন্দর মুহূ?

ক্যামেরা হাতে নেওয়া হয় কত বছর হইলো। 😢😢😢😢😢
09/12/2020

ক্যামেরা হাতে নেওয়া হয় কত বছর হইলো। 😢😢😢😢😢

ফটোগ্রাফি শেখার ৯ টি টিপস
-
ফটোগ্রাফি কারো পেশা আবার কারো কাছে নেশা। আবার কারো কাছে তা, রহস্য বৈ আর কিছুই না। তবে ফটোগ্রাফির প্রতি আগ্রহ থাকলে ওই আগ্রহই এক দিন ভালবাসায় রুপ নিতে পারে। ফটোগ্রাফির শুরুতে নতুন ফটোগ্রাফাররা যদি ভাল দিক নির্দেশনা পায় তাহলে তাদের চলার পথ হয়ে ওঠে আরও মসৃণ।
তাই নতুন ফটোগ্রাফারদের জন্য তাদের চলার পথ মসৃণ করার জন্যে রইল কিছু টিপস, যা আপনাকে আরও দক্ষ ফটোগ্রাফার হয়ে উঠতে সাহায্য করবে।

১. এখনই দামি ক্যামেরা নয়
কমদামি পয়েন্ট এন্ড শুট ক্যামেরায় ও ভাল ছবি তোলা সম্ভব। তেমন কিছু উদাহরণ দেখুন ফ্লিকারে। যত বেশি ছবি তুলবেন এবং ফটোগ্রাফী বুঝতে পারবেন, তত কোন ক্যামেরা আপনার জন্য উপযুক্ত এবং কি কি ইকুইপমেন্ট কিনতে হবে তা সম্পর্কে ধারণা হবে।

২. সবসময় ক্যামেরা সাথে রাখুন
ভালো ছবি তোলার সুযোগ সাধারণত অনাকাঙ্ক্ষিত সময়েই হয়। যদি আপনার সাথে সবসময় একটা ক্যামেরা অথবা কমপক্ষে আপনার মোবাইলে ক্যামেরা থাকে তবে সেই অনাকাঙ্ক্ষিত সুযোগকে কাজে লাগাতে পারবেন। আর নিয়মিত ছবি তুলতে থাকলে আপনার ফটোগ্রাফির হাত হবে আরও দক্ষ।

৩. যেসব ছবি তুলতে চান তার লিস্ট করুন
সাথে নোটবুক এবং পেন্সিল রাখুন যেন যেসব ছবি তুলতে চান তার একটি লিস্ট রাখতে পারেন। ক্ষুদ্র কিন্তু জরুরী বিষয় যেমন – লাইট, আবহাওয়া, অ্যাঙ্গেল ইত্যাদি লিখে রাখুন। পরবর্তিতে যখন সময় পান ছবিগুলো তুলে ফেলুন।

৪. আনন্দের সাথে শিখুন
ফটোগ্রাফির মত শখে সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হল কখনোই জ্ঞান অর্জন ছেড়ে দেবেন না। আপনার চারপাশেই অনুপ্রেরনার অনেক কিছু আছে। নতুনভাবে সবকিছু দেখুন, খুজে পাবেন এমন কিছু যা আগে কখনও দেখেননি।পড়ুন, দেখুন, শুনুন এবং শিখতে থাকুন।

৫. আপনার ক্যামেরার বিভিন্ন সেটিংয়ে এক্সপেরিমেন্ট করুন
আপনার ক্যমেরার ম্যানুয়াল পড়ে বিভিন্ন সেটিংস সম্পর্কে জানুন। একই ছবি বিভিন্ন ভাবে তুলুন এবং বুঝতে চেষ্টা করুন কিভাবে কোন ছবির ভালো আউটপুট আসে। দরকার হলে ছবি পিসিতে নিয়ে দেখুন এবং ভুলগুলো বুঝে শোধরানোর চেষ্টা করুন।

৬. বেসিক রুলগুলো শিখুন
কম্পোজিশনের বেসিক রুলগুলো শিখুন এবং সেভাবে ছবি তুলুন, অবশ্যই ভালো ফল পাবেন। অভিজ্ঞ ফটোগ্রাফাররা তাদের টেকনিক সম্পর্কে কি বলে জানুন। বেসিক রুলগুলো আয়ত্বে আসলে তা ভাঙতে পারেন আনায়াসেই, তবে অবশ্যই জেনে নিন কি করতে চাছেন।

৭. নিয়মিত ছবি তুলুন
প্রতিদিনই কিছু না কিছুর ছবি তুলুন। এতে যেমন নতুন নতুন জিনিস শিখতে পারবেন তেমন পুরনো জ্ঞানগুলও চর্চায় থাকবে।

৮. নতুন কিছু চেষ্টা করতে ভয় পাবেন না
ভয় পাবেন না নতুন কিছুতে। ইফ ফটো-ফ্যাক্টরি পেজ থেকে জেনেছেন যা ইচ্ছা হয় তাই চেষ্টা করুন, পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত কোন ছবি। আর এভাবে শিখতে পারবেন অনেক কিছু।

৯. শেয়ার করুন
আপনার ছবিগুলো শেয়ার করুন এবং জানুন অন্যের চোখে কেমন আপনার ছবি। এতে ভুল ত্রুটি গুলো শোধরানোর সুযোগ পাবেন।

.
Flicker :https://flic.kr/p/yGi6Jr

Address

94 S. K Das Road Gandaria Sutrapur-
Dhaka
1204

Telephone

+8801825717340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shishir Imteaj's Click. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shishir Imteaj's Click.:

Share