19/07/2021
একটি জরুরী বিজ্ঞপ্তিঃ গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির সন্মানিত গ্রাহক সদস্যগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জবাইকৃত কোরবানির পশুর মাংস ফ্রিজিং করার জন্য ঈদের দিন বিকাল বেলায় একই সময়ে অধিকাংশ গ্রাহকের ডিপফ্রিজ/রেফ্রিজারেটরে লোড গ্রহণ করে। এর ফলে গ্রাহকপ্রান্তে বিদ্যুৎ ব্যবহার অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে ট্রান্সফরমার ওভারলোড হয়ে ফিউজ পুড়ে যাওয়া সহ ট্রান্সফরমার নষ্টের সম্ভাবনা থাকে এবং বিদ্যুৎ উপকেন্দ্রের প্রতিটি ১১কেভি ফিডার এর লোড অতিমাত্রায় বেড়ে যাবে।
এমতাবস্থায়, এ সমস্যা সমাধানের জন্য জাতীয় স্বার্থে উক্ত সময়ে (বিকেল ৪ ঘটিকা হতে রাত ১১ঘটিকা পর্যন্ত) প্রয়োজনীয় সংখ্যক বৈদ্যুতিক সরঞ্জাম ছাড়া অন্যান্য সরঞ্জামাদি যেমন- অটো গাড়ি, অটো রিক্সা/ অটো ভ্যান, এসি, এয়ার কুলার, মাইক্রোওয়েব /ওভেন, রাইস কুকার, ইলেকট্রিক আয়রন, ওয়েল্ডিং মেশিন, ক্ষুদ্র ও বৃহৎ শিল্প কারখানা, হিটার,পেট্রোলপাম্পের অপ্রয়োজনীয় সৌখিন বাতি ইত্যাদি বৈদ্যুতিক এপ্লায়েন্স ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। এতে সকল গ্রাহকের উপকার হবে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করা আমাদের পক্ষে সহজতর হবে। এক্ষেত্রে সম্মানিত গ্রাহকবৃন্দের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
অনুরোধক্রমে:
গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি।
বোনারপাড়া জোনাল অফিস।