26/08/2022
'ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটি এর বিশাল অর্জন'
ক্যামেরা অন করে ক্লিক করলেই snap হয় বটে, কিন্তু সব snap সার্থক ছবি হয় না ! সঠিক ও সার্থক ছবির জন্য দরকার উপযুক্ত প্রশিক্ষণ ও নিবিড় অনুশীলন। নিয়মিত গ্রুপ-আউটিং, ফটো আড্ডা, ছবি নিয়ে বিশ্লেষণ,উচ্চতর প্রশিক্ষকের দ্বারা নানান বিষয়ে ওয়ার্কশপ ও পরস্পর তথ্য আদান-প্রদান এবং সর্বোপরি আন্তরিক বন্ধনে আমরা ফটোগ্রাফিতে উৎকর্ষতার সাথে নিয়ত এগিয়ে চলেছি। ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা অনেক বড় একটা সাফল্য পেয়েছি !
Bangladesh Photograohic Society BPS আয়োজিত ৫ম আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের সোসাইটি -ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটি (এফপিএস) থেকে মোট ৭ জন অংশগ্রহণ করেছিলাম ; গোল্ড মেডেল সহ বিভিন্ন মাত্রায় তিনটি এওয়ার্ড সহ মোট ২৪ টা ছবি নির্বাচিত হয়েছে !
এটা আমাদের জন্য অনেক বড় অর্জন হিসেবে আমরা বিবেচনা করছি ! সোসাইটির এমনতর অর্জনে আমরা সকলেই উৎসাহিত ও গর্বিত ! সকলের জন্য অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানাই !
আগামীতে আমাদের আরো স্বতঃস্ফূর্ত ও অধিক সংখ্যক অংশগ্রহনের প্রয়াস থাকবে !