22/08/2024
সকল হেল্পপোস্ট -
#হেল্পপোস্ট ১
* আর ১-২ ঘন্টার মধ্যে আমাদের উদ্ধার করা না হলে হয়তোবা ভেসে যাবো।আমি এবং আমার পরিবার একদম পানি বন্দি হয়ে গেছি।আমাদের ঘরের রুমের মধ্যে আর ঢুকা যাচ্ছে না।আমরা সিড়ির রুমে অবস্থান করছি।যে যেভাবে পারেন দয়া করে উদ্ধার করার জন্য সহায়তা করুন।
বাড়িঃআইধন ভুইঞা বাড়ি
গ্রাম: দক্ষিন দমদমা
ইউনিয়ন: ছনুয়া
পোস্ট অফিস: লস্করহাট
জেলাঃফেনী
মোবাইলঃ 01725334803, 01887949694
কপি/শেয়ার🙏
রাতের মধ্যে উদ্ধার করতে না পারলে মারা যাবে
একটি পরিবারের সদস্যরা।
ঠিকানা: ফাজিলপুর, কাদরী হাই স্কুলের পর আব্দুল মুন্সী ঘাটের আগে, শাহ আলমের নতুন বাড়ি, দোতলা বাড়ি। ফেনী, সদর। ( ফেনী থেকে চিটাগং এর দিকে মেইন রোডে ফাজিলপুর)। Contact : 01676509058।
#হেল্পপোস্ট ২
* ফেনী সদর কালীদহ ইউনিয়নে শীলবাড়িতে আমার বোনের বাড়ি পানিতে ডুবে গেছে,
তো তারা অনেকেই তাদের পাশের বাড়িতে দৌ-তলা বাড়িতে আশ্রয় নিয়েছে কালকে..ঐ বাড়িতে অনেকেই আটকে আছেন প্রায় ৬০+.. একটু আগে একজনের ফোন থেকে কল দিয়ে আমাকে জানায়, তাদের কাছে কোনো খাবার নাই,ঘর থেকে কিছু নিতেও পারেনি..ফোন বন্ধ কাল থেকে।
এমতাবস্থায়, তাদের কাছে কোনো শুকনো খাবার নাই,
ঐদিকে যদি কোনো টিম থেকে থাকেন,তাহলে,যদি কিছু খাবারের ব্যবস্থা করে দেওয়া যায়,অনেক উপকার হবে,
প্লিজ,ঐদিকে কোনো টিম থাকলে একটু কাইন্ডলি জানাবেন।
প্লিজ,সেচ্ছাসেবী ভাইয়েরা এগিয়ে আসুন.🥹
🛑দ্রুত শেয়ার...🛑
#হেল্পপোস্ট ৩
আমরা ৩ ছাদে ৩৭ জন আছি। পানি অনেক জোরে উঠতেছে, হয়তো ৩০ মিনিটের মধ্যে ছাদ ডুবে যাবে, আমাদের উদ্ধার করুন।
ফেনী, ফাজিলপুর, একতা ক্লাব
নিহান: 01871957285
Borhan: 01825368926
#হেল্পপোস্ট ৪
* ফেনি সদর হাসপাতাল পাড় হয়ে c office,,,,, সুলতানপুর,,,,বিদ্যুৎ কেন্দ্রের পাশে ৬ নাম্বার ওয়ার্ড,,,,,,ওয়ারিশ লাস টিলার ,,,,,,,,পাশের ৩ তলা বিল্ডিং,,,,
এই লোকেশনে ৩০/৩৫ জন মতো আটকা পড়ে আছে,,, পানি বাড়তে আছে,,,,উনারা সকাল থেকে আটকা পড়ে যাবে,,,,, বিল্ডিং পুরো ডুবে গেছে,,,সবাই ছাদে অবস্থান করছেন,,,,, যত তাড়াতাড়ি পারেন সবাইকে সহযোগিতা করুন🙏
#হেল্পপোস্ট ৫
৪ জন মহিলা
২ জন পুরুষ
৩ টা বাচ্চা
আব্দুল মমিন : 01817633729
মামুন : 01829284280 01615 284280
লোকেশন : পানুয়া ঘাট রহমানিয়া বাজার, গ্রাম : নিচিন্তা, পোঃ কাশিপুর, ৮ নং রাধানগর, ছাগলনাইয়া।
নিচিন্তা উত্তরপাড়া রহমানিয়া নূরানী মাদ্রাসার সামনে মাওলানা আব্দুল মমিন সাহেবের বাড়ি।
সেচ্ছাসেবীরা দয়া করে এগিয়ে আসুন🙏
#হেল্পপোস্ট ৫
ফেনী সদরের ফেনী পৌরসভার ফলেশ্বরের, ৬নং ওয়াডের সব জাগায় কাল রাতে পানি ঢুকে গেছে, সব ১তালা বিল্ডিং এই আজকে ৬/৭ ফিট পানির উচ্চতা। অনেক জন সামনে মসজিদের পাশে ২তালায় বিল্ডিং আছে। ঔখানে ও সবাই পানি বন্দি,
ঠিকানা : পাটোয়ারি ম্যাশন, কাজিরবাগ ভূমি অফিসের পিছনে, কাজিরবাগ রোড সংলগ্ন।
প্লিজ হেল্প করুন। আমার পরিবার আটকে আছে
#হেল্পপোস্ট ৫
ফেনিতে ত্রাণ দিতে গিয়ে আমাদের এলাকার কিছু ছেলে বিপদে পড়ে গেছে, ওদের গলা সমান নাকি পানি🙂 কান্নাকাটি করতেসে। ওরা লালপোলের মধ্যম সাইডে আছে,এখন ট্রাকের উপর অবস্থান নিয়েছে। দয়া করে কোনো রিসকউ টিম এর সাথে যোগাযোগ করে ওদের উদ্ধার করুন। তুয়ান,সোহেলের নাম্বার - 01316776183
#হেল্পপোস্ট ৬
ফেনী 6 নং ইউনিয়ন ৫ নাম্বার ওয়ার্ড মাইজবাড়িয়া শীলবাড়িতে অনেক লোক আটকে আছে ,খাবার নাই , স্বেচ্ছাসেবক টিম কে অনুরোধ করছি আপনারা একটু দেখেন ,ওদের কি অবস্থা আমাদের সাথে কোন যোগাযোগ নাই ।আমরা অনেক চিন্তিত আমরা বাইরে থাকি সব ফোন বন্ধ পরীদের দোকানের পূর্ব পাশের বাড়ির রোডের সাথে আমার বৃদ্ধ বাবা মা আছে ওদের কি অবস্থা কোন খবর পাইতেছি না পানি বাড়তেছে ,কি যে হয়ছে ,কিছু শুকনা খাবার ব্যবস্থা করে দেন ওদেরকে বাঁচান আপনাদের সুস্বাস্থ্য কামনা করি কুয়েত প্রবাসী।