Shwapnodana- স্বপ্নডানা ইভেন্টস

Shwapnodana- স্বপ্নডানা ইভেন্টস WHAT WE DO

Stage
lightning
Wedding party
Cinematography
Photography
Birthday Party
Corporate event
Venu Decor
Sound system
Food catering
Marketing
etc.

ছোট হোক কিংবা বড় আপনার বিশেষ দিনটিকে মনের মত করে সাজিয়ে স্মরণীয় করে রাখতে সর্বদা আপনার পাশে আছে Shwapnodana Event Manage...
02/05/2024

ছোট হোক কিংবা বড় আপনার বিশেষ দিনটিকে মনের মত করে সাজিয়ে স্মরণীয় করে রাখতে সর্বদা আপনার পাশে আছে Shwapnodana Event Management
01825747817
আমাদের সেবা সমূহ :
√ হলুদের ডেকোরেশন
√ বিয়ের ডেকোরেশন
√ রিসিপশনের ডেকোরেশন
√ জন্মদিনের ডেকোরেশন
√ শো-রুম উদ্ভোদন
√ কর্পোরেট প্রোগ্রাম
√লাইটিং
√ সাউন্ড সিস্টেম
√ ক্যাটারার, সহ

সকল ধরনের সামাজিক অনুষ্ঠানে ডেকোরেশন ও ম্যানেজমেন্টের জন্য আজই যোগাযোগ করুন।

এছাড়াও রয়েছে নিজের পছন্দ অনুযায়ী সকল্ধরনের কাস্টমাইজ ডেকোরেশন করার সুবিধা তা ও নিজের বাজেটের মধ্যে।

বুকিং ও তথ্যের জন্য যোগাযোগ করুন,
কল: 01825747817 / 01639363093.

10/04/2024




ভালোবাসা হলো চিরন্তন সত্য যা হৃদয়ে তৈরি হয়(01825747817)। সেই সত্যের পরিণয় বিয়ে। বিয়ে শুধুমাত্র দুইটি আত্মার মেল-বন্ধন নয়...
04/04/2024

ভালোবাসা হলো চিরন্তন সত্য যা হৃদয়ে তৈরি হয়(01825747817)। সেই সত্যের পরিণয় বিয়ে। বিয়ে শুধুমাত্র দুইটি আত্মার মেল-বন্ধন নয়। বিয়েকে কেন্দ্র করে একত্রিত হয় দুটি পরিবারও। বিয়ে শুধুমাত্র বিয়ে নয়, দুটি পরিবারের আবেগও এর সাথে মিলেমিশে আছে। বিয়ের আবগগুলোকে পুনাঙ্গ রুপ দিতেই আমরা আছি আপনাদের সাথে। আপনার স্বপ্নের গুরুত্ব আমরা বুঝি। আপনার স্বপ্ন পুরণের দায়িত্ব আমাদের।
যোগাযোগ করুন - Shwapnodana Event Management
মোবাইল - 01825747817
Office - Abdus Sobhan Market, Hagari Road Feni.

Venue decorated by Shwapnodana- স্বপ্নডানা ইভেন্টস
30/03/2024

Venue decorated by Shwapnodana- স্বপ্নডানা ইভেন্টস

Venue decorated by
30/03/2024

Venue decorated by

24/03/2024


ওয়েডিং ইভেন্ট, বার্থডে, কন্সার্ট অথবা কর্পোরেট ইভেন্ট যাই হোক না কেন,(01825747817)আপনার বাজেটের মধ্যে আপনাকে একটি Hastle...
08/03/2024

ওয়েডিং ইভেন্ট, বার্থডে, কন্সার্ট অথবা কর্পোরেট ইভেন্ট যাই হোক না কেন,(01825747817)
আপনার বাজেটের মধ্যে আপনাকে একটি Hastle Free ইভেন্ট ম্যানেজমেন্ট সল্যুশন দেয়াই আমাদের মূল লক্ষ্য ।
একটি সফল ইভেন্ট আয়োজন এর ক্ষেত্রে ইভেন্ট অনুযায়ী পারফেক্ট ভেন্যু বুকিং, স্টেইজ ডিজাইন, ব্যানার এন্ড পোস্টার এরেঞ্জমেন্ট, গেইট ডিজাইন, লাইটিং, ভেন্যু ডেকোরেশন, সাউন্ড সিস্টেম সহ আরো অনেক ছোট খাটো বিষয় থাকে।
এছাড়া যেকোন ইভেন্টে অপ্রয়োজনে অহেতুক বাজেট অপচয় রোধ করাটাও জরুরি, যা শুধুমাত্র প্রফেশনাল এন্ড এক্সপ্রিয়েন্সড ইভেন্ট ম্যানেজারের সাহায্যেই করা সম্ভব হয়।
তাই যে কোনো ধরণের ইভেন্ট প্ল্যান বা সাপোর্ট এর জন্য যোগাযোগ করুন Shwapnodana event management এর সাথে এবং আপনার ইভেন্ট সম্পর্কিত যেকোন আলোচনার জন্যে চলে আসতে পারেন আমাদের অফিসে।
অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন -
☎️01825747817☎️

ওয়েডিং সিজন এর বুকিং চলছে | যাদের বিয়ের ডেট অলরেডি ফিক্সড আপনারা আপনাদের বাজেট এর মধ্যে পছন্দের প্যাকেজটি বানিয়ে ফেলুন আ...
03/03/2024

ওয়েডিং সিজন এর বুকিং চলছে | যাদের বিয়ের ডেট অলরেডি ফিক্সড আপনারা আপনাদের বাজেট এর মধ্যে পছন্দের প্যাকেজটি বানিয়ে ফেলুন আমাদের সাথে❤️

সাশ্রয়ী মূল্যে সবচেয়ে ভাল সেবা পেতে ও কিছু এক্সক্লুসিভ প্যাকেজের অর্ডার চূড়ান্ত করতে বা যেকোন ধরনের তথ্য জানার জন্য যোগাযোগ করুন-
🏛অফিস - আব্দুস সুবহান মার্কেট, হাজারী রোড, ফেণী।
☎️ফোন-০১৮২৫৭৪৭৮১৭
০১৬৩৯৫৭৩৯১৬


Add-ons – Photography & Cinematography ,Sound System & DJ, House Lighting Service etc
বিঃ দ্রঃ - প্যাকেজ কাস্টমাইজের সাথে সাথে ফুলের ধরন, রং, কাপরের ধরন, রং ও সোফার ডিজাইন পরিবর্তনের সুযোগ রয়েছে।

স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল। 😡দশ মিনিট পরে স্ত্রীর ফোন "আমি চললাম, তোমার সংসার ছেলে মেয়ে...
12/01/2024

স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল। 😡
দশ মিনিট পরে স্ত্রীর ফোন "আমি চললাম, তোমার সংসার ছেলে মেয়ে সব ফেলে। যে দিকে দু চোখ যায়।"

স্বামী ঠিক আছে, যাও বলে ফোনটা কেটে দিল। এটা বিশ্বাস।🤗🤗🤗

দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায় নি বাসাতেই আছে এবং রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা সংসারের মায়া।😑😑

এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে, কারো কোন কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না নিজেও খাচ্ছে না। এটা অভিমান। 😞😞😞

বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিং-এ চলে গেল। এটা দায়িত্ববোধ।🤔🤔🤔

স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা, তারপর কি ভেবে ফিরে এলো রুমে। ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। এটা অপেক্ষা

রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, "তুমি যে কারনে যেতে পারোনি, আমিও সে কারণে খেতে পারিনি।" এটা ভালোবাসা। :)

প্রেম বেশিদিন বাঁচেনা, মায়া বাঁচে। এই মায়াটাই মরে যাচ্ছে!! না আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মতো...
11/01/2024

প্রেম বেশিদিন বাঁচেনা, মায়া বাঁচে। এই মায়াটাই মরে যাচ্ছে!! না আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মতো মানসিকতা।

গতকাল আমার এক উচ্চশিক্ষিত আত্নীয়া বললেন যে তার অতি উচ্চশিক্ষিত স্বামী থেকে তিনি এক সপ্তাহ ধরে আলাদা আছেন। তার স্বামী বাসার গৃহপরিচালিকা এবং গাড়ী চালকের সামনে তার গায়ে হাত তুলেছেন। আপনি যত বিত্তবান হোন, যত বড় আমলা হোন কিংবা শিক্ষিত, আপনি যদি বউ পেটান তাহলে আপনার পৌরুষ কাপুরুষতায় রুপ নেয়। জানবেন, স্ত্রীকে যে ভালোবাসে, সম্মান করে সেই প্রকৃত পুরুষ।

ঠিক তেমনি কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, গাল মন্দ করেন, স্বামীর আয় রোজগার নিয়ে পিঞ্চ করেন তিনি যতই উচ্চশিক্ষিত হয়ে থাকেন না কেন, তার শিক্ষার প্রকৃত কোনো মূল্য নেই। তিনিও নারী নামের কলংক!

সম্পর্ক এতো সহজ বিষয় না। সম্পর্ক হোলো চারা গাছের মতো। এটাকে পরিচর্যা করতে হয়। আমরা বীজ রুপন করি। সেই বীজ থেকে চারা জন্মায়। চারা গাছ আমরা পরিচর্যা করি। যত্ন নিই । একসময় চারা গাছ শতবর্ষী বৃক্ষে রুপ নেয়। মানব জীবনের সম্পর্ক গুলোও এমন। সম্পর্কগুলোর যত্ন নিতে হয়। পরিচর্যার অভাবে সম্পর্ক অংকুরেই বিনষ্ট হয়। কোনো কোনো সম্পর্ক তো ভ্রুন অবস্থাতেই হয় খুন। আবার কোনো কোনো সম্পর্ক সঠিক যত্নে যুগ যুগ অটুট থাকে ভালোবাসায়, প্রেমে, পারস্পরিক বোঝাপড়ায়, শ্রদ্ধায়!

শুধু ভালোবাসায় সম্পর্ক টেকেনা, যেমন টেকেনা শুধু সিমেন্টে তৈরি কোনো গাঁথুনি। আমরা সিমেন্টের সাথে বালি দিই, পানি দিই। তারপর না তৈরি হয় শক্ত ইটের গাঁথুনি। তেমনি সম্পর্ক কেবল প্রেমে টেকেনা। সেখানে শ্রদ্ধা মেশাতে হয়। বিশ্বাস মেশাতে হয়। ধৈর্য মেশাতে হয়। তারপরই তৈরী হয় সফল রসায়ন।

প্যারেন্টিং একটা কঠিন বিষয় যদি সেটা দেরিতে করা হয়.. অনেক সময় আমরা বাবা মা রাই বুঝি না কি করতে হবে...বিশেষ করে প্রথম বাচ্...
09/01/2024

প্যারেন্টিং একটা কঠিন বিষয় যদি সেটা দেরিতে করা হয়.. অনেক সময় আমরা বাবা মা রাই বুঝি না কি করতে হবে...বিশেষ করে প্রথম বাচ্চার ক্ষেত্রে..এটা স্বাভাবিক.. আমিও এর বাইরে নই..কিন্তু কিছু কিছু জিনিস ছোটবেলা থেকেই প্রাকটিস করতে হয়..আমি মনে করি আমি যা যা আমার মায়ের কাছে বাবার কাছে শিখেছি তাই আমি আমার মেয়েকে শেখাচ্ছি..যেমন
১.খাবার টেবিলে সুন্দর করে খাওয়া.. Hand feeding practice করতে করতে বাচ্চাকে একটা সময় টেবিলে বসে খাওয়ার ভদ্রতা শিক্ষা দেয়া উচিত বয়সের সাথে সাথে.
২.বাচ্চাকে বই পরার অভ্যাস করা.. কিছু শেখা লাগবেনা শুধু ছবি দেখবে তাও fixed time থাকবে বই পড়ার..
৩.বাচ্চার খেলনার নির্দিষ্ট স্থান থাকবে..খেলনা খেলার শেষে ওর সাথে কথা বলতে বলতে গুছানো ভালো.. আমার মেয়ে ২ বছর বয়সেই এখন বুঝে খেলনা খেলা শেষে গুছিয়ে রাখতে হয়..
৪.সকালে ঘুম থেকে উঠে বিছানা বাচ্চার সাথে গুছানো,বাহির থেকে এসে জুতা রাখা নির্দিষ্ট স্থানে, হাত মুখ ধোয়া, ব্রাশ করা নিয়মিত সব বাচ্চার সামনে নিয়মিত করলে বাচ্চা অবশ্যই শিখে ফেলে..
৫.ড্রেসিং সেন্স..হ্যা নিজেকে সুন্দর ভাবে প্রেজেন্ট করাও একটা পারিবারিক শিক্ষা... বাচ্চা জানবে কোনটা স্লিপিং ড্রেস, কোনটা বাসার ড্রেস, কোনটা খেলতে গেলে পরবে,কোনটা পার্টি ড্রেস..
সর্বোপরি বাবা মা যা বাচ্চা তাই শিখবে.. তাই বাচ্চার জন্য মা বাবার চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই..

সাধ্যের মধ্যে নিজের বিশেষ দিনের জন্য বেছে নিন পছন্দের প্যাকেজ। আমরা আছি আপনার পাশে নিজেদের সবটুকু সামর্থ্য নিয়ে।আয়োজনের ...
06/01/2024

সাধ্যের মধ্যে নিজের বিশেষ দিনের জন্য বেছে নিন পছন্দের প্যাকেজ। আমরা আছি আপনার পাশে নিজেদের সবটুকু সামর্থ্য নিয়ে।
আয়োজনের চিন্তাটা ছেড়ে দিন আমাদের উপর আর মুহুর্তগুলো উপভোগ করুন প্রিয়জনের সাথে।




-up

-up



Shoot

.
আমাদের আরোও কিছু বিশেষ সার্ভিস সমূহ :


কেন বেছে নিবেন Shwapnodana Event Management কে-
- বাজেট ফ্রেন্ডলি Program ডেকোরেশন ।
- হাই Quality ফিনিশিং এবং কাজের সর্বোচ্চ মান।
- কাজ চলাকালীন সময়ে Expert ডিজাইনার/সুপারভাইজার দ্বারা প্রজেক্ট পরিচালনা করা।
- সময়মতো Project হ্যান্ড-ওভার।
- Cost Cutting এ দক্ষ টিম।
- Budget অনুযায়ী অনুষ্ঠান পরিকল্পনা ও Event সম্পূর্ণ করা।
For Costing & Booking Contact NOW!
Call us
☎️ 01825747817


Holud & Wedding program of TAREQ ❤️ HAZERAVenu- GRAND SULTAN Convention hall, Feni.photo credit Ree Gallery   care about...
16/10/2023

Holud & Wedding program of
TAREQ ❤️ HAZERA

Venu- GRAND SULTAN Convention hall, Feni.
photo credit Ree Gallery
care about Your program
Call for booking :
01825747817, 01639363093

বলা হলো আপনি যেকোনো তিনটি বাছাই করতে পারবেন, এখন কোন তিনটি আপনার জীবনে খুব করে চাইবেন?১/ একটা শীতের সকাল। ঘন কুয়াশা। প্র...
14/09/2023

বলা হলো আপনি যেকোনো তিনটি বাছাই করতে পারবেন,
এখন কোন তিনটি আপনার জীবনে খুব করে চাইবেন?

১/ একটা শীতের সকাল। ঘন কুয়াশা। প্রচন্ড ঠান্ডা। শিশির ভেজা ঘাসের মেঠো পথ। পথের শেষ ঠিকানা খাল, বিল, কিংবা নদী। সাথে প্রিয় মানুষ।

২/ গভীর রাত। সুনসান নীরবতা। জ্যোৎস্না। মৃদু হাওয়া। কানে হেডফোন। প্রিয় গান। পিচঢালা পথ।

৩/ একটা স্নিগ্ধ সাঁঝ। সাগর। ঢেউ। একা তাকিয়ে থাকা। বিহ্বল বাতাস। পায়ে জল ছুঁয়ানো। প্রিয় মানুষের বুক।

৪/ ফজর। প্রিয় মানুষের ডাক। সালাত। ভোরের পাখির গান। এক সঙ্গে হেঁটে যাওয়া ভোরের মেঠো পথ কিংবা নদীর পাড়। চা। অনেকগুলো কবিতা বিনিময়।

৫/ মেঘ। বৃষ্টি। বৃষ্টিতে নিজেকে সমর্পণ। কাছের মানুষের হাত। হাতে একগুচ্ছ কদম। ছাদের কার্ণিশে বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রিয় মানুষের মুখে উচ্ছ্বাস।

৬/ রেশমি কাঁচের চুরি। ফুল। শাড়ি। পাঞ্জাবি। রিকশা। শহরের দীর্ঘ পথ। হাওয়াই মিঠাই। আইসক্রিম। খোলা মাঠের দিকে তাকিয়ে জীবনের সব কথা।

৭/ মাঝরাত। একাকিত্ব। হারিয়ে যাওয়া। কলম। ডায়েরি। কবিতা। জীবনের সব ব্যর্থতার গল্প লেখা। জানালায় বসে চাঁদ দেখতে দেখতে কাটিয়ে দেয়া এক প্রহর দুঃখ।

৮/ সমুদ্র। চা। সূর্যাস্ত। মৃদু আলো। তীব্র বাতাস। একাকিত্ব। ঝিরঝির বৃষ্টি। চারপাশের মানুষের উল্লাসে নিজেকে খোঁজা। অপরিচিত মানুষের সাথে জীবনের সার-সত্য বিনিময়।

৯/ নদীর পাড়ে পুরনো গাছ তলা। দুপুর। একাকিত্ব। মৃদু হাওয়া।
নদীর স্রোত। নোকা। ট্রলারের সত্বর যাতায়াত।
নদীর পানিতে পা ডুবিয়ে প্রিয় গান।

১০/ বন্ধুত্ব। সন্ধ্যা। আড্ডা।
একই সুরে ফোক গান।
চা। হৈ-হুল্লোড়।
পুরনো স্মৃতি রোমন্থন।
একসাথে একই সুরে হেসে উঠা। ঝগড়া। মিলে যাওয়া।

প্রেম বেশিদিন বাঁচেনা, মায়া বাঁচে। এই মায়াটাই মরে যাচ্ছে!! না আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মতো...
14/09/2023

প্রেম বেশিদিন বাঁচেনা, মায়া বাঁচে। এই মায়াটাই মরে যাচ্ছে!! না আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মতো মানসিকতা।

গতকাল আমার এক উচ্চশিক্ষিত আত্নীয়া বললেন যে তার অতি উচ্চশিক্ষিত স্বামী থেকে তিনি এক সপ্তাহ ধরে আলাদা আছেন। তার স্বামী বাসার গৃহপরিচালিকা এবং গাড়ী চালকের সামনে তার গায়ে হাত তুলেছেন। আপনি যত বিত্তবান হোন, যত বড় আমলা হোন কিংবা শিক্ষিত, আপনি যদি বউ পেটান তাহলে আপনার পৌরুষ কাপুরুষতায় রুপ নেয়। জানবেন, স্ত্রীকে যে ভালোবাসে, সম্মান করে সেই প্রকৃত পুরুষ।

ঠিক তেমনি কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, গাল মন্দ করেন, স্বামীর আয় রোজগার নিয়ে পিঞ্চ করেন তিনি যতই উচ্চশিক্ষিত হয়ে থাকেন না কেন, তার শিক্ষার প্রকৃত কোনো মূল্য নেই। তিনিও নারী নামের কলংক!

সম্পর্ক এতো সহজ বিষয় না। সম্পর্ক হোলো চারা গাছের মতো। এটাকে পরিচর্যা করতে হয়। আমরা বীজ রুপন করি। সেই বীজ থেকে চারা জন্মায়। চারা গাছ আমরা পরিচর্যা করি। যত্ন নিই । একসময় চারা গাছ শতবর্ষী বৃক্ষে রুপ নেয়। মানব জীবনের সম্পর্ক গুলোও এমন। সম্পর্কগুলোর যত্ন নিতে হয়। পরিচর্যার অভাবে সম্পর্ক অংকুরেই বিনষ্ট হয়। কোনো কোনো সম্পর্ক তো ভ্রুন অবস্থাতেই হয় খুন। আবার কোনো কোনো সম্পর্ক সঠিক যত্নে যুগ যুগ অটুট থাকে ভালোবাসায়, প্রেমে, পারস্পরিক বোঝাপড়ায়, শ্রদ্ধায়!

শুধু ভালোবাসায় সম্পর্ক টেকেনা, যেমন টেকেনা শুধু সিমেন্টে তৈরি কোনো গাঁথুনি। আমরা সিমেন্টের সাথে বালি দিই, পানি দিই। তারপর না তৈরি হয় শক্ত ইটের গাঁথুনি। তেমনি সম্পর্ক কেবল প্রেমে টেকেনা। সেখানে শ্রদ্ধা মেশাতে হয়। বিশ্বাস মেশাতে হয়। ধৈর্য মেশাতে হয়। তারপরই তৈরী হয় সফল রসায়ন।
Collected

Shout out to my newest followers! Excited to have you onboard!Sajeda Jushi, Nazmul Rony, Marium Jahan, Mortoza Khanam Mi...
28/08/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Sajeda Jushi, Nazmul Rony, Marium Jahan, Mortoza Khanam Mina, Syead Arif, MD Hasnain Parvez, জান্নাত আরা আঁখি, Sajid Hamid, নির্ঝর অদ্রি, MD Abdullah, Chan Mia, Israt Jahan, Ettiha Rousan, Safa Islam, Pur NA, Obuj Valobasa, Arafat Islam Alif, Farjana Islam, Madiha Jannat, রূপকথার রাজকন্যা, Akhi Arefin, তরী শিফা, Sy Ed Kh An, Hr Rukon Ahmed, Hamidul Islam, Magha Balika, Sintia Islam, Ratri Akanda, Ibnat Ahmed, Md. Mamunur Rashid Millat, Umme Khushi, Md Shawkat Ali, Mostafizur Rahman Anas, Md Forman Ali, Nila Jannat Farhana, Nirhara Pakhi

বাংলাদেশ ঘোরাঘুরিতে আপনার স্কোর কতো?২৫ পেলেই পাশ। 🤭দেখে নিতে পারেন নিচের পয়েন্ট  লিস্ট থেকে.!!১ সাজেক - ৩২ ময়ুঙকপাল...
15/08/2023

বাংলাদেশ ঘোরাঘুরিতে আপনার স্কোর কতো?
২৫ পেলেই পাশ। 🤭
দেখে নিতে পারেন নিচের পয়েন্ট লিস্ট থেকে.!!
১ সাজেক - ৩
২ ময়ুঙকপাল -২
৩ রিসাং ঝর্ণা - ১
৪ তারেং- ১
৫ আলুটীলা -১
৬ বিছানাকান্দি - ২
৭ রাতারগুল - ২
৮ জাফলং - ২
৯ লালখাল - ২
১০ উৎমাছড়া -২
১১ সাদাপাথর -২
১২ তুরং ছড়া -২
১৩ মাধবকুন্ডু -২
১৪ মাধবপুর লেক-২
১৫ লাওয়াছড়া - ১
১৬ হাম হাম ঝর্ণা - ৩
১৭ চন্দ্রনাথ পাহাড় - ৩
১৮ নাপিত্তিছড়া ট্রেইল -২
১৯ খৈয়াছড়া- ২,, খৈয়াছড়া ৮ম স্টেপ -৩,
খৈয়াছড়া ১৩ম সিড়ি -৪
২০ কমলদহ ট্রেইল - ২
২১ সোনাইছড়ি ট্রেইল -৩
২২ সুপ্তধারা, সহস্রধারা - ২
২৩ বাশবাড়িয়া -১
২৪ কুমিরা সি বিচ - ১
২৫ সন্দিপ - ২
২৬ কুয়াকাটা -৩
২৭ নিঝুম দ্বীপ -৩
২৮ চর কুকরি মুকরি - ৩
২৯ মনপুরা - ২
৩০ ভাসমান পেয়ারা বাজার -২
৩১ বিরিসিরি - ২
৩২ বারিক্কা টিলা -১
৩৩ টাংগুয়ার হাওর -৩
৩৪ শিমুল বাগান -২
৩৫ টেকেরঘাট -১
৩৬ নিলাদ্রি লেক -১
৩৭ কাপ্তাই লেক -২
৩৮ দুপ্পানি ঝর্ণা -২
৩৯ গাছকাটা ঝর্ণা-১
৪০ ণকাটা ঝর্ণা -১
৪১ দুমলং -৭
৪২ পতেংগা সি বিচ -২
৪৩ নারিকেল সি বিচ - ২
৪৪ মহেশখালি -২
৪৫ সেইন্ট মার্টিন -৪
৪৬ সোনারগাও - ১
৪৭ মৈনট ঘাট - ১
৪৮ মাওয়া ঘাট -১
৪৯ আড়িয়াল বিল -১
৫০ নীলগিরি -১
৫১ নিলাচল -১
৫২ স্বর্ম্মন্দির - ১
৫৩ মেঘলা -১
৫৪ অমিয়াখুম জলপ্রপাত - ৭
৫৫ আলীকদম গুহা -৩
৫৬ কেওক্রাডং -5
৫৭ জাদিপাই ঝর্ণা - 3
৫৮ চিম্বুক পাহাড় - ২
৫৯ দামতুয়া ঝর্ণা - ৩
৬০ তিনাপ সাইতার - ৪
৬১ নাফাখুম -৩
৬২ নাইক্ষংমুখ -১
৬৩ সাতভাইখুম -১
৬৪ ভেলাখুম -১
৬৫ দেবতাখুম -৩
৬৬ মহামায়া লেক ক্যাম্প - ২
৬৭ গুলিয়াখালি -১
৬৮ ক্রিস তং -৫
৬৯ সাকাহাফং - ১০
৭০ জোতলং - ৮
৭১ যোগী হাফং -৬
৭২ তাজিংডং - ৪
৭৩ ডিম পাহাড় -২
৭৪ তলাবং ঝর্ণা - ২
৭৫ রেমাক্রি - ৩
৭৬ সুন্দরবান - ৪
৭৭ কক্সবাজার -১
৭৮ সোয়াচ অফ নো গ্রাউন্ড -২
৭৯ হরিংঘাট -২
৮০ বগাকাইন হ্রদ -২
৮১ লিলুক ঝর্ণা -৩
৮২ রিজার্ভ ফলস-৩
৮৩ নিকলী হাওর-১
৮৪ ঢিবির হাওর-২
৮৫ কালাপাহাড় -২
৮৬ মাতায়ন্তং-২
৮৭ দেবতাপুকুর-২
৮৮ হাজাছরা ঝর্ণা-২
৮৯ লালনের কুঠিবাড়ি-৩
৯০ রবীন্দ্র কুঠিবাড়ি-৩
৯১ মন্টু মিয়ার বাগানবাড়ী -২
৯৩ মুজিবনগর- ২
৯৪ কান্তজিউ মন্দির- ৩
৯৫ তিনবিঘা করিডোর-৭
৯৬ গুঠিয়া মসজিদ- ১
৯৭ পাথরঘাটা- ২
৯৮ বালাসি ঘাট- ২
৯৯ বালিয়া মসজিদ- ৪
১০০ রামসাগর - ২

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা শুরু হোক নিজের ঘর থেকে
24/07/2023

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা শুরু হোক নিজের ঘর থেকে

সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য সর্তকতাএয়ার অ্যারাবিয়া ও ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জ...
23/07/2023

সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য সর্তকতা

এয়ার অ্যারাবিয়া ও ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য লাগেজ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

১ আগস্ট থেকে পোটলা, গাইট, গাট্টি, কার্টনের মালামাল গ্রহন করবে না এয়ার অ্যারাবিয়া ও ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স। চেক-ইন ব্যাগেজের হতে হবে সর্বোচ্চ ১৫৮ সেন্টিমিটার বা ৬২ ইঞ্চির মধ্যে। লাগেজ বা ব্যাগের অন্তত একটি সমতল পৃষ্ঠ থাকতে হবে। হাত ব্যাগেজের ওজন ৭ কেজির বেশি কোন অবস্থায় গ্রহণ করা হবে না |

23/07/2023
Holud & Wedding program of RAFEE ❤️ TASLIMAVenu- Amena siraj Convention hall, Feni.  care about Your programCall for boo...
19/06/2023

Holud & Wedding program of
RAFEE ❤️ TASLIMA

Venu- Amena siraj Convention hall, Feni.

care about Your program
Call for booking :
01821153559, 01825747817, 01821927525

Alhamdulillah, ❤️❤️Done this elegant wedding decor.Yellow night Of ORUPVenu- Daspara, north kashimpur, Feni.  care about...
05/06/2023

Alhamdulillah, ❤️❤️
Done this elegant wedding decor.

Yellow night Of ORUP
Venu- Daspara, north kashimpur, Feni.

care about Your program
Call for booking :
01821153559, 01825747817, 01821927525

Work in Progress Trying to creat outstanding venu
04/06/2023

Work in Progress
Trying to creat outstanding venu

Holud and wedding program of URBI & TANIMLot of thanks to Urbi apu for trusting Us.We always try do Sime different. For ...
17/03/2023

Holud and wedding program of
URBI & TANIM
Lot of thanks to Urbi apu for trusting Us.

We always try do Sime different.

For Costing & Booking Contact NOW! Limited Slots are Available, Avoid Disappointment! Send Us a Message. Call Us. Visit Us. With Love,

Email: [email protected]

New Office : Ground floor, shop no : 9.
Taranibas city complex,Feni.

Call us
☎️ 01821153559 01825747817

We can also offer you a lot of choices for different types of decoration plans according to your price range. Feel free to call or send us a message! Offline Sample images are also available. Just Contact with us.🌸

17/03/2023

This page will provide a video tutorial on refrigerator troubleshooting. Problems with your refrigerator Comment us.That problem will be found more his tutorial video will be provided.
Comment on this post.

  event management বিয়ে, হলুদ, বৌভাত, জন্মদিন, কর্পোরেট ইভেন্ট অথবা যেকোনো অনুষ্ঠানে আপনার মনের মতো সাজাতে আমরা দিচ্ছি আ...
13/03/2023

event management
বিয়ে, হলুদ, বৌভাত, জন্মদিন, কর্পোরেট ইভেন্ট অথবা যেকোনো অনুষ্ঠানে আপনার মনের মতো সাজাতে আমরা দিচ্ছি আকর্ষণীয় প্যাকেজ।
"We are open to take your Bookings"
প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে আপনার পছন্দের ছবিটি আমাদের পেইজে দিয়ে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন।




-up

-up




.
আমাদের আরোও কিছু বিশেষ সার্ভিস সমূহ :


কেন বেছে নিবেন Shwapnodana Event Management কে-
- বাজেট ফ্রেন্ডলি Program ডেকোরেশন ।
- হাই Quality ফিনিশিং এবং কাজের সর্বোচ্চ মান।
- Exclusive এক্সেসরিজ এবং ম্যাটারিয়ালস যবহার।
- কাজ চলাকালীন সময়ে Expert ডিজাইনার/সুপারভাইজার দ্বারা প্রজেক্ট পরিচালনা করা।
- সময়মতো Project হ্যান্ড-ওভার।
- Cost Cutting এ দক্ষ টিম।
- Budget অনুযায়ী অনুষ্ঠান পরিকল্পনা ও Event সম্পূর্ণ করা।
For Costing & Booking Contact NOW! Limited Slots are Available, Avoid Disappointment! Send Us a Message. Call Us. Visit Us. With Love,

Email: [email protected]

New Office : Taranibash city complex
Ground floor, shop no : 9
Call us
☎️ 01825747817
01821153559

We can also offer you a lot of choices for different types of decoration plans according to your price range. Feel free to call or send us a message! Offline Sample images are also available. Just Contact with us.🌸

প্রিয় গ্রাহক,আসসালামু ওয়ালাইকুম।বিয়ে মানেই বর্ণিল সব বাহারি রঙের ছোঁয়া, এবং কিছু সেরা মুহুর্ত।তাই সাধ এবং সাধ্যকে মিলিয়ে...
10/03/2023

প্রিয় গ্রাহক,
আসসালামু ওয়ালাইকুম।
বিয়ে মানেই বর্ণিল সব বাহারি রঙের ছোঁয়া, এবং কিছু সেরা মুহুর্ত।
তাই সাধ এবং সাধ্যকে মিলিয়ে একটি সুন্দর অনুষ্ঠান পরিকল্পনা করতে আপনি Shwapnodana Event's এর উপর আস্থা রাখতে পারেন।
আপনার বাজেটের মধ্যে একটি সুন্দর অনুষ্ঠান পরিচালনা করতে আমাদের রয়েছে অভিজ্ঞতা সম্পুর্ণ কারিগরি দল।
যে কারনে বেস্ট কোয়ালিটির গ্যারান্টি পাচ্ছেন শতভাগ নিশ্চিন্তে।
আছে ক্যাটালগ অনুযায়ী কাজ বুঝে নেয়ার ১০০% নিশ্চয়তা।

আমাদের সেবাসমূহঃ

১/ ওয়েডিং ডেকোরেশন
২/ কেটারিং সার্ভিস
৩/ সাউন্ড সিস্টেম,লাইট
৪/ হাউস লাইটিং
৫/ কর্পোরেট ইভেন্ট / সেমিনার
৬/ ব্রান্ডিং
১৭/ ট্যুর এন্ড ট্রাভেলস

আমরা আপনার বাজেটের মধ্যে বিয়ে, বউভাত, গায়ে হলুদ সহ যে কোন সামাজিক অনুষ্ঠানের জন্যে স্টেজ ডেকোরেশন, লাইটিং, সাউন্ড সিস্টেম ইত্যাদির সার্ভিস দিয়ে থাকি।

#বিঃদ্রঃ

★যেহেতু আমাদের প্যাকেজে চেঞ্জ করার অপশন আছে, সে ক্ষেত্রে প্যাকেজ থেকে যেকোনো আইটেম চেঞ্জ হলে প্রাইজ কমেবেশি হবে(আলোচনা সাপেক্ষে)।
★ বেশিভাগ ক্ষেত্রেই বর্তমানে কৃত্রিম ফুল ব্যবহার করা হয়। তবে আপনি সেটা কাচা ফুলের সাথে বিনিময় করতে পারেন। (সেক্ষেত্রে প্রাইজ কম বেশি হবে)
★ স্টেজের আকার, আকৃতি এবং অবস্থানের কারণে প্রাইজ পরিবর্তিত হতে পারে।
★ আমাদের রয়েছে সবসময় ২৪/৭ কাস্টমার সেবা।
সেক্ষেত্রে যে কোন তথ্য কিংবা প্রয়োজনে আমাদের কল করতে পারেনঃ
01825747817 01821153559 01821927525

এই নম্বরে এবং ফেসবুকের মাধ্যমে ইনবক্স করতে অথবা মেইল করতে [email protected] যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদন্তে,
's পরিবার।
( We care about your programme)

20/02/2023

Shwapnodana- স্বপ্নডানা ইভেন্টস পরিবারের পক্ষ থেকে সকল ভাষা শহিদদের জানায় বিনম্র শ্রদ্ধা।

[ #বিয়ে]যা প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন।এই দিনকে ঘিরে সবার স্বপ্নের যেন শেষ নেই।হলুদের আয়োজন থেকে শুরু...
21/11/2022

[ #বিয়ে]
যা প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন।
এই দিনকে ঘিরে সবার স্বপ্নের যেন শেষ নেই।
হলুদের আয়োজন থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু নিয়ে একটা চিন্তা থেকেই যায় যে, কোথাও যেন কমতি না থাকে। সবাই চায় এই স্পেশাল দিনটাকে স্বরণীয় করে রাখতে।
আপনাদের সেই স্পেশাল মুহুর্তটাকে আরো রঙিন করে তুলতে,
Shwapnodana- স্বপ্নডানা ইভেন্টস আপনাদের সাথে সবসময় আছে।
আপনাদের যে কোন অনুষ্ঠানের সাজসজ্জার কাজ সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে আমরা সর্বদা প্রস্তুত। আপনাদের সন্তুষ্টিই আমাদের অর্জন।

আপনার প্রোগ্রামের সার্বিক সাজসজ্জার কাজের জন্য আজই যোগাযোগ করুন।
- 01821153559, 01825747817, 01821927525

#স্বপ্নডানা ইভেন্টস্ এন্ড ওয়েডিং প্ল্যানার।
#আমরা আপনার প্রোগ্রামের প্রতি যত্নশীল।

[Please don't use this picture for copyright]
It's reserved by events and wedding planner.

Address

Paglamia Sarak
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Shwapnodana- স্বপ্নডানা ইভেন্টস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shwapnodana- স্বপ্নডানা ইভেন্টস:

Videos

Share



You may also like