02/12/2023
জীবনে কোনো সুযোগ হাতছাড়া করতে নেই৷ তারমানে এই নয় যে তুমি একইসাথে সবকিছু করবে৷ পড়ালেখার বিরতির মাঝে নিজেকে মাল্টিটাস্ক হিসেবে গড়ে তোলা যায় ঠিকি, কিন্তু পড়ারেখার সাথে সেই মাল্টিটাস্ক হয়ে ওঠার মহত্বটাকে প্রদর্শন করা যায়না৷ অর্থাৎ, একইসাথে কাজ এবং পড়ালেখা কোনোটাই যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয়না। তাই তুমি প্রথমে লক্ষ স্থীর করো যে কোনটা তোমার আগে প্রয়োজন!! পড়ালেখা নাকি কাজ? যদি পড়ালেখাটাই জীবনের মূল লক্ষ হয় তাহলে সকল প্রকার কাজকে পায়ের নীচে রেখে কেবল পড়ালেখাতেই গভীর মনোযোগ দিতে হবে। মনে রেখো, যখন তুমি শিক্ষা অর্জনটাকেই প্র্যাধান্য দিবে তখন তোমার চাকচিক্য হারিয়ে যাবে। পছন্দের কিছু খেতে পারবেনা, পছন্দের পোশাক পরতে পারবেনা কিংবা পছন্দের জায়গাগুলোতে ঘুরতে যেতে পারবেনা। হয়তো সময়ের অভাবে নয়তো অর্থের অভাবে। কিন্তু, সেই সময়টা তোমাকে সেই চায়না বাঁশের মত ধৈর্য ধরতে হবে। যেই বাঁশ অংকুরিত হওয়ার ৫ বছরেও মাথা তুলে দাঁড়াতে পারেনা। কিন্তু ৫ বছর পর মাত্র কয়েক সপ্তাহে আকাশ ছুঁয়ে পৃথিবীকে জানান দেয় যে সে তার অস্তিত্বকে রক্ষার্থে তিলে তিলে মুখ লুকিয়ে শক্তি সঞ্চয় করেছিল। পড়ালেখার ফলটাও ঠিক সেরকম। শত কস্ট সয্য করে যদি তি পড়ালেখা শেষ করতে পারো তবে পড়ালেখা তোমাকে যথাযথ সময়ে পুরো পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিবে।
পরিশেষে বলি জ্ঞানার্জনের নেশায় যে আসক্ত, পৃথিবীর সব নেশা তার কাছে বিষাক্ত!! জ্ঞানার্জন করো, নিজের জন্য না হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য। জবাবদিহিতার ভয় থেকে মুক্ত থাকবে.....
সকল শিক্ষার্থীর জন্য রইলো শুভকামনা 🌹🌹🌹
___সাজু