Biswas Air International

Biswas Air International Our Services :
1. Airlines Tickets ( Domestic & International )
2. Indian Visa Assistance ( Tourist, Medical & Business)
3. Umrah Package

ePassport Form Fill up ( Normal & Emergency )
4.

07/05/2023

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ট্রেন গুলো চলার সময়সূচী।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ার টিকেট পাওয়া যায় ।এখন থেকে ঘরে বসেই বাংলাদেশ সহ সারা বিশ্বের যে কোনো দেশের বিমানের টিকেট কি...
06/04/2023

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ার টিকেট পাওয়া যায় ।এখন থেকে ঘরে বসেই বাংলাদেশ সহ সারা বিশ্বের যে কোনো দেশের বিমানের টিকেট কিনুন খুব সহজে । টিকেট নিতে এখনই ফোন করুন : 01918-121166.

আমাদের সেবা সমূহ ;

ভিসা প্রসেসিং ।

প্যাকেজ ট্যুর ও হোটেল বুকিং ।

ওমরাহ্ প্যাকেজ ।

বিশ্বের সকল দেশের বিমানের টিকেট ।

পেমেন্ট সিস্টেম :

বিকাশ এর মাধ্যমে।

ব্যাংক এর মাধ্যমে

টিকেট পাওয়ার সুবিধা : আপনার টিকেট আপনাকে ইমেইলের মাধ্যমে সেন্ড করে দেওয়া হবে, অথবা অফিসে এসে সংগ্রহ করতে পারেন । আমাদের মেইল এড্রেস: [email protected]

যশোর অফিস:- শরিফ মার্কেট (২য় তলা ),স্টেশন বাজার,নওয়াপাড়া অভয়নগর , যশোর ।
মোবাইল : 01913-227788.

01/04/2023

৩১ মার্চ ২০২৩ তারিখ হতে পাসপোর্ট কল সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশের সকল নাগরিক দেশের অভ্যন্তর থেকে ১৬৪৪৫ এবং প্রবাস/বিদেশ থেকে +৮৮০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে কল করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পেতে পারবেন। এছাড়াও বিদেশী নাগরিকগণ একই নম্বরে কল করে ভিসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাবেন।

08/02/2023

ভিসা নিয়ে ভারত ভ্রমন না করলে পুনরায় নতুন ভিসা আবেদনের সময় এই আবেদন পত্রটি ফিলাপ করে জমা দিবেন।

👉নির্ভরযোগ্য এবং সবচেয়ে কমে বিশ্বের সবখানের বিমানের টিকেট পেতে যোগাযোগ করুন :- 01913-227788

08/02/2023

জন্ম নিবন্ধন সনদে জন্মতারিখ পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা

এখন থেকে NID অনুয়ায়ী পাসপোর্ট রি-ইস্যু করা যাবে। কারো আগের পাসপোর্ট এবং NID এর মধ্যে তথ্যের গড়মিল থাকলে, তার NID এর তথ্য...
14/12/2022

এখন থেকে NID অনুয়ায়ী পাসপোর্ট রি-ইস্যু করা যাবে।

কারো আগের পাসপোর্ট এবং NID এর মধ্যে তথ্যের গড়মিল থাকলে, তার NID এর তথ্য অনুযায়ী ই তার পাসপোর্ট করা যাবে।

04/06/2022

🤚 বাইরোড নেপালের ভিসা ও ভারতের ট্রানজিট ভিসার জন্য করনীয়....

√ প্রথমে আপনাকে একমাত্র ঢাকার গুলশানে অবস্থিত নেপাল এ্যামবাসি থেকে নেপালের ভিসা নিতে হবে।যদি বাইরোড নেপাল যেতে চান।বিমান গেলে কাঠমুন্ডু এয়ারপোর্ট থেকে ভিসা দিবে ফ্রি শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে। নেপালের ভিসা পাওয়ার পর ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

√ ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নিতে হবে নেপাল বাই রোডে যাবার জন্য। ট্রানজিট ভিসা ফি মাত্র ৮০০ টাকা। নেপালে যাবার জন্য ট্রানজিট ভিসার বর্ডার পোর্ট থাকতে হবে চ্যাংড়াবান্ধা / রানিগঞ্জ অথবা ফুলবাড়ি/রানিগঞ্জ। ট্রানজিট ভিসার মেয়াদ থাকে মাত্র ১৫-৩০ দিন।তবে বেশির ভাগ মানুষ কে ১৫ দিনের ভিসা দেয়। এই ১৫ দিনের মধ্যে নেপাল ভ্রমণ করে আসতে হবে। ১৫ দিনের ট্রানজিট ভিসা নিয়ে আপনি নেপাল যাবার আগে ৩ দিন মানে ৭২ ঘন্টা ইন্ডিয়া তে অবস্থান করতে পারবেন। এই ৭২ ঘন্টা অতিক্রম হবার আগে যে কোন মূল্যে আপনাকে নেপাল প্রবেশ করতে হবে। আবার নেপাল ভ্রমণ শেষে ভূটান বর্ডার ক্রস করে দেশে ফেরত আসার আগে আরো ৭২ ঘন্টা মানে ২ রাত ১ দিন চাইলে ইন্ডিয়া অবস্থান করে আসতে পারবেন। তবে মনে রাখতে হবে নেপাল থেকে বার হবার পরে ইন্ডিয়া তে কোন মতে ৭২ ঘন্টার বেশি থাকা যাবে না। তা হলে বড় ধরনে সমস্যা পরে যাবেন।

√ ট্রানজিট ভিসা নিতে হলে ঢাকা টু চ্যাংড়াবান্ধা/ফুলবাড়ি টু ঢাকা যাওয়া আসার বাসের অগ্রীম টিকেট ইন্ডিয়ান ভিসা এপলিকেশন সেন্টারে ভিসার যাবতীয় সব কাগজ পত্রের সাথে জমা দিতে হবে।

√ বাসের অরিজিনাল টিকেট পাসপোর্ট এর পিছনের পাতার সাথে পিন মেরে দিতে হবে। এবং সাথে আলাদা ভাবে বাসের এই টিকেট গুলোর ফটোকপি ও দিতে হবে।

√ নেপাল কোন হোটেলে থাকবেন ঐ হোটেল বুকিং এর স্লিপ বা প্রিন্ট কপি জমা দিতে হবে৷

√ ভ্রমণ তারিখ এবং বাসের টিকেট একই তারিখের হতে হবে।

√ আর বাকি সব কাগজ পত্র ট্যুরিস্ট ভিসার করার সময় যা যা দেন তাই দিবেন।

যোগাযোগঃ 01913-227788

Address

Station Bazar, Noapara, Abhaynagar
Jessore
7460

Telephone

+8801913227788

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biswas Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswas Air International:

Share

Category


Other Ticket Sales in Jessore

Show All