সালাফি ম্যারেজ মিডিয়া বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Khustia
  • সালাফি ম্যারেজ মিডিয়া বাংলাদেশ

সালাফি ম্যারেজ মিডিয়া বাংলাদেশ ডাক্তার,ইঞ্জিনিয়ার,হাফেজা,জেনারেল দ্বীনদার পাত্র পাত্রীর বিবাহের নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম

18/02/2025

আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাটে থাকছে সম্পূর্ণ ফ্রিতে বায়োডাটা প্রদানের সুযোগ। আরো থাকছে প্রতিদিন একটি ফ্রি লেখা বায়োডাটায় ফ্রিতে প্রস্তাব পাঠানোর সুযোগ। বায়োডাটা নিজে এডিট করা,হাইড করা,ডিলেট করা,পছন্দের বায়োডাটা এড করে রেখে নিজের সময় মত প্রস্তাব পাঠানো সহ আরো অনেক নতুন নতুন ফিচার। তাই রেজিষ্ট্রেশন ফর্ম পুরন করতে আগ্রহী হলে নিম্নে দেয়া সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন ফর্ম পুরন করুন।
ওয়েবসাইট লিংকঃ shadibari.com

18/02/2025

কিছু কিছু মানুষের কাছে তার মেয়ে/বোনের বয়স হলেও সেটাকে তারা কিছুই মনে করেনা। বয়স ৩০ পার হয়ে ৩৫-৪০ এর দিকে এগুচ্ছো তারপরেও তাদের সেটা নজরে পড়েনা। এতো এতো চাহিদা দিয়ে রাখার ফলে অবস্থা এমন দেখায় যে, যেনো বিয়েটা সহজে আর না হয়। তাদের মাথায় কি একটুও কাজ করেনা যে বয়স হয়েছে এখন ওই চাহিদার পাত্র পাওয়া অনেক কঠিন ব্যাপার। বাস্তবতার দিকে একটু নজর দেয়া ভালো।

পাত্র চাই। বিস্তারিত কমেন্ট লিংকে
18/02/2025

পাত্র চাই।
বিস্তারিত কমেন্ট লিংকে

সিংগাপুর প্রবাসী পাত্রের জন্য পাত্রী চাই। বিস্তারিত বায়োডাটা কমেন্ট লিংকে।বি.দ্রঃ এই বায়োডাটায় ফ্রিতে প্রস্তাব পাঠানো যা...
18/02/2025

সিংগাপুর প্রবাসী পাত্রের জন্য পাত্রী চাই।

বিস্তারিত বায়োডাটা কমেন্ট লিংকে।
বি.দ্রঃ এই বায়োডাটায় ফ্রিতে প্রস্তাব পাঠানো যাবে

17/02/2025

আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাটে থাকছে সম্পূর্ণ ফ্রিতে বায়োডাটা প্রদানের সুযোগ। এছাড়া থাকছে আনলিমিটেড ফ্রি প্রস্তাব পাঠানোর সুযোগ সহ আরো অনেক সুযোগ সুবিধা। রেজিষ্ট্রেশন পুরন করতে আগ্রহী হলে নিম্নেরদেয়া সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন ফর্ম পুরন করে জানান।
ওয়েবসাইট লিংকঃ shadibari.com

16/02/2025

খুলনা জেলার পাত্রী আছে ৪৫ জন। বিস্তারিত কমেন্ট লিংকে

13/02/2025

২৪ বছর,৫'৬", চাকুরিজীবী, নীলফামারি জেলার পাত্রের জন্য পাত্রী চাই।
(ফ্রি কোড-১১৯৫৯)

12/02/2025

একদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদজির এক আলোচনায় শুনলাম যে স্বামী হতে গেলে অনেক দায়িত্ব পালন করতে হবে? আমি তো খুব বিচলিত হয়ে গেলাম যে খাওয়া পরা এটাই তো এর মধ্যে আবার কোথায় দায়িত্ব থাকে?

তখন শায়েকের আলোচনায় বললেন একজন স্বামী হতে গেলে অনেক গুণ থাকা লাগবে।কিছু উল্লেখযোগ্য:---

১//প্রথমে বাড়িতে পর্দার পরিবেশ করতে হবে।বউ যেন স্বামীর ভাই বোনের জামাই এদের সামনে না যায়।যদি এরূপ পর্দার পরিবেশ করতে না পারো তাহলে যুবক তোমার বিয়ের দরকার নাই।
২// পর্দার পরিবেশ করবে বেশি অর্থ নাই কম টাকা তাহলে টিন দিয়ে ঘেরো,তাও সামর্থ্য নাই তাহলে চট দিয়ে ঘেরো,তাও সামর্থ্য নাই তাহলে গাছের ডাল পালা দিয়ে ঘেরো তাও যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি বিয়ে করো না নিজের গাছের তলায় থাকো।
৩// নিজে যা খাবে বউকে তাই খাওয়াবে।
৪// নিজে যে মানের কাপড় পড়বে বউকে ও সে মানের কাপড় পড়াবে।
৫// বউ যে ঘরে থাকে সে ঘরে যেন অন্য পরপুরুষ ঢুকতে যেন না পারে। সেজন্য আলাদা বৈঠক খানা দিতে হবে।
৬// বউকে কখনো নিন্দা করো না।
৭// শশুর শাশুড়ি কে কখনো গালি দিও না।
৮//বউকে কখনো খালা ফুফুর বাড়ি অপ্রয়োজনে থাকতে দিও না।
৯// বউকে কখনো বিয়ে বাড়িতে নিয়ে একা ছেড়ে দিবেন না।
১০// আলাদা বাথরুম দিতে হবে।।

আরো অনেক কারণ বলেছিল স্বামী হওয়ার জন্য।আর আজকালকার ছেলেরা কিছু টাকা দেনমোহর দিয়ে ফুচুত করে বিয়ে করে ফেলে।আরে ভাই আগে তো পর্দার পরিবেশ করো পরে বিয়ে। আল্লাহ সবাইকে উওম বুঝ দান করুন আমিন 🤲🥀🥀

©

12/02/2025

২৩ বছর,৫'৬", চাকুরিজীবী, রাজশাহী জেলার পাত্রের জন্য পাত্রী চাই।
(ফ্রি কোড-৯৫২৬)

05/02/2025

২৮ বছর,৫'১১",ব্যবসায়ী,
শরিয়তপুরের জেলার পাত্রের জন্য পাত্রী চাই।
(ফ্রি কোড-১০৭৫৩)

03/02/2025

MBBS ডাক্তার,৩৩ বছর,৫'৮", ডিভোর্স, রাজশাহী জেলার পাত্রের জন্য পাত্রী চাই।
(ফ্রি কোড-১১৯৩০)

02/02/2025

৩২ বছর,চাকুরিজীবী, মাস্টার্স পাশ, টাঙ্গাইল জেলার পাত্রের জন্য পাত্রী চাই।
(ফ্রি কোড-১১৯২৭)

01/02/2025

৩০ বছর,মেরিন ইঞ্জিনিয়ার, চট্টগ্রাম জেলার পাত্রের জন্য পাত্রী চাই।
(ফ্রি কোড-১০৮৩০)

29/01/2025

২৫ বছর,৪'১০", ফর্সা,নাসিং অধ্যয়নরত, চাঁদপুর জেলার পাত্রীর জন্য পাত্র চাই।
(ফ্রি কোড-৬৮০৭)

28/01/2025

২৭ বছর,৫'৭", ইঞ্জিনিয়ার, কুষ্টিয়া জেলার পাত্রের জন্য পাত্রী চাই।
(ফ্রি কোড-৯৩৮৮)

26/01/2025

৩৪ বছর,৫'১০", ইঞ্জিনিয়ার, সিলেট জেলার পাত্রের জন্য পাত্রী চাই।
(ফ্রি কোড-১০৯৫৪)

25/01/2025

২৫ বছর,৫'৭", রুয়েট ইঞ্জিনিয়ার(অধ্যয়নরত), বরিশাল জেলার পাত্রের জন্য পাত্রী চাই।
(ফ্রি কোড-১১৮৮২)

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের। এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা।...
24/01/2025

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের।

এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা। নিজের স্বামীর জন্য রান্না-বান্না করা, নিজের ঘর পরিষ্কার- পরিচ্ছন্ন করা ও নিজ সন্তানের লালন- পালন করাকে পরাধীনতা মনে করে। অথচ পর পুরুষের পায়ের তলা পরিষ্কার করা আর ময়লা, দুর্গন্ধময় নখ কেটে দেয়াকে নিজেদের স্বাধীনতা মনে করে।
বাস্তবতা হল- পশ্চিমাদের বানানো নারী স্বাধীনতা নিছক্ ধোঁকা ছাড়া কিছুই না। ঠিক মরীচিকার মতো; দূর থেকে দেখতে পানি জ্বলমল করছে মনে হলেও কাছে গেলে বিভীষিকাময় শুষ্ক মরুভূমির বালি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না।
অথবা বলতে পারো- ঠিক মরুভূমির চোরা বালির মত। ভরসার মনে করে পা' দিবে তো অতল গহ্বরে হারিয়ে যাবে।
হ্যাঁ, তথাকথিত নারী স্বাধীনতার এটাই বাস্তবতা।

©️
বি.দ্রঃ বিষয়টা শুধু পার্লার এমন না। অনেক জায়গায় নারী এভাবে টাকার জন্য বিভিন্নভাবে সার্ভিস প্রদান করে অথচ স্বামীর সেবায় তার কত তালবাহানা।

Address

Khustia

Alerts

Be the first to know and let us send you an email when সালাফি ম্যারেজ মিডিয়া বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share