26/10/2021
~~ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা
যে দুই শিশুর নাম,,,,,।~~~
যোগটা চিল আইয়াম্মে জাহিলিয়াতের, প্রচন্ড লড়াই চলছে হক্ব ও বাতিলের মাঝে
রণক্ষেত্রর ঠিক মাধ্যেকানে দাড়ীয়ে রয়েছেন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ) তিনি দেখলেন ওনার পাশে কোনো সহপাঠী যোদ্ধা নেই,
তবে পাশেই দাড়িয়ে রয়েছে দুইজন নাবেলেগ শিশু তিনি ভাবলেন এই দুই শিশু আমাকে কি সাহায্যে করবে,,,
কিন্তু ওনার ভাবনার সঙ্গে বাস্তবতার কোনো মিল হল না ,,
ছেলে দুইজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ) এর নিকট এসে জিজ্ঞেস করল যে চাচা আপনি কি আবু জাহেল কে চিনেন যদি চিনেন তাহলে আমাদের কে একটু দেখিয়ে দিন,,,
তিনি বল্লেন তোমরা আবু জাহেল কে দিয়ে কি করবে,, তারা উভয়ে জবাব দিল আমরা থাকে হত্যা করব, তারপর আবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ)
বল্লেন তোমরা তো ছোট তোমরা কিভাবে তার সাথে যোদ্ধ করবে,,।
তারা দুজন উত্তর দিল আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে তার মৃত্যু না হবে অতবা তার হাতে আমরা শহীদ না হব ততক্ষণ পর্যন্ত আমরা তার উপর আক্রমণ করেই যাব,,,।
ঠিক এই মূহুর্তে হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ) দেখলেন আবু জাহেল যোদ্ধের ময়দানে ঘুরে বেড়াচ্ছে,,
তিনি ইশারার মাধ্যমে তাদেরকে আবু জাহেল কে দেখিয়ে দিলেন, তিনি ইশারা করতে দেরি হয়েছে তারা আবু জাহেলের উপর আক্রমণ করতে দেরি করে নাই,,,,।
এমন কি শেষ পর্যন্ত তারা উভয়ে আবু জাহেল কে জাহান্নামে পাঠিয়ে দিল,,,
কিতাবের মাঝে উল্লেখ করেন যে তারা দুইজন সম্পর্কে বৈপিত্রেয় ভাই চিল,,
সাহসী দুই ভাইয়ের নাম চিল,,১/ মুয়াজ ও ২/ মুয়াওয়াজ,,,,,।
এই গঠনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ যে শুধু দুনিয়ার শক্তি দিয়ে কোন কিছু হয় না,,, আসল শক্তি হচ্ছে ইমানি শক্তি,,,,।
কারন যার মাঝে ইমানি শক্তি রয়েছে, যদি সার পৃথিবী এক হয়ে যায় আর একজন খাঠি ইমানদার একলা তাদের সাথে লড়াই করে যায় তাহলে ইমানদারই জয় লাভ করবে,,,,কারন ইমানদারের সাথে সয়ং আল্লাহর হাত থাকে,,,,।।
আল্লাহ তায়ালা যেন আমাদের ইমান কে পরিপূর্ণ করে দেন,,, আমীন,,,,,।
তারিখ ঃ ২৬/১০/২১ ইং