![কার যেন একটা লিখা পড়ছিলাম।বার বার একটা বাক্যে আটকে যাচ্ছিলাম। "কষ্টের মত সুন্দর " বাহ্ ভালো লেগেছে,সুন্দরেরও কষ্ট আছে আ...](https://img5.evepla.com/214/032/1719727092140328.jpg)
28/01/2025
কার যেন একটা লিখা পড়ছিলাম।বার বার একটা বাক্যে আটকে যাচ্ছিলাম। "কষ্টের মত সুন্দর "
বাহ্ ভালো লেগেছে,সুন্দরেরও কষ্ট আছে আবার কষ্টেও সুন্দর আছে, তাই শিরোনামটা ধার করলাম।
অনেক সুন্দর স্মৃতিও ভাবতে গেলে মনে হয় কোনো না কোনো কষ্ট লুকিয়ে আছে।আবার কিছু কিছু কষ্ট ভাবতেও ভাল্লাগে।চোখ ভিজে যায় তবুও ভাল্লাগে।
আমার কিছু শুভাকাঙ্ক্ষী প্রায় আমাকে বলেন,গল্প লিখতে। একটা একটা করে গল্প লিখে বই বের করতে। কেনো বলেন,আমার বোধগম্য নয়।কারণ, আমি মোটেই ভেবে চিনতে কিচ্ছু লিখিনা।এখন কিছু একটা লিখতে ইচ্ছে করছে তাই সাথে সাথেই লিখে ফেলি। আমি মূর্খ মানব।আমি নাকি গল্প লিখবো???? এনিওয়ে, ধন্যবাদ, আমাকে উৎসাহ দেবার জন্যে।
কাল্পনিক কিছু না লিখে, নিজেদের জীবনে ঘটে যাওয়া কত গল্পই আছে লিখার মত। আমি একটু হাতখোলা স্বভাবের।একে কি হাতখোলা বলে কিনা তাও জানিনা।মনে আসলো, লিখে ফেললাম। আমার জামাইয়ের ভাষায়, আমি নাকি টাকা রাখতে জানিনা। ছেলেদের সেদিন বলছে, ওর নাকি ইচ্ছে করে আমাকে বেশ কিছু টাকা দিয়ে দেখবে, কত মিনিট লাগে শেষ করতে। ইশ, আমিতো মহা খুশী।সত্যিই যদি এমন হতো!!!! তুরকির সাথেই শেষ করে ফেলতাম।
যেহেতু,নোয়াখালী থাকি। ঘুরবার খুব একটা ভালো কিছু নেই আমার সাধ্যের মধ্যে।একদৌড়ে সুপার মার্কেট চলে যাই।টুকটাক শপিং, কিছু খাওয়া এই।কিন্তু যখনই মার্কেট থেকে বের হই মার্কেটের সামনে কত কত অসহায় মানুষ হাত পেতে থাকে। কেউ বৃদ্ধ,কেউ শিশু, কেউ প্রতিবন্ধী। এদের উপেক্ষা করার সাধ্য আমার নেই।এসব মানুষদের খুব ফিল করি। আমার কিচেন থেকে মাঝে মাঝে অল্প খাবার নিয়ে বেরুই।সেটা আমার ঘরের মানুষরাও জানেনা।আজ লিখছি।
ইদানীং নিইনা,কারণ, তখন আরো লজ্জায় পরে যাই। অনেকে চলে আসে কেউ পায় কেউ পায়না।তাই এখন খাবার নিয়ে যাইনা।যখনই এমন কাউকে দেখি তখনই কিনে দিই।এসব বলে বেড়ানোর বিষয় না,কিন্তু আজ কেনো বলছি জানেন? যাদের অনেক টাকা আছে,খরচ করার খাত পাচ্ছেননা।এইসব অসহায়দের পাশে যদি উনারা থাকতেন! কি জানি হয়তো থাকেন,
এমনই একদিন বেরিয়েছিলাম। আসার পথে খুব অসহায় একজন বিশেষ কোনো কাজের কথা বলে সাহায্য চাচ্ছিলেন।ব্যাগ খুব দুর্বল ছিল।একটা পাঁচশ টাকার নোটই ছিল। কোন কিছুই না ভেবেই দিয়ে দিলাম।কিন্তু আসবো কিভাবে??? একটা রিক্সা নিয়ে বাসায় এসেই ভাড়া দিয়ে দিতে পারতাম।কিন্তু ভাবলাম,আজ একটু কষ্ট করি।সারাটা পথ পায়ে হেঁটেই বাসায় আসলাম। আশে পাশের পরিচিত জনরা ভেবেছিল হয়তো সচেতন মানুষ,ব্যায়ামের জন্যই হাঁটছি। ভাবুকনা,যে যার মত।আমার কি? কিছু কিছু কষ্ট আসলেই অনেক সুন্দর।
"কষ্টের মত সুন্দর "
নাজনীন