29/12/2022
"ব্যাস্ততা" কয়েকটি অক্ষরের একটি ছোট শব্দ, কি অদ্ভুত এই একটা শব্দ। কিছু বোকা মানুষকে খুব সহজেই এড়িয়ে যাওয়া যায় এই একটা শব্দের মাধ্যমে। খুব সহজেই অপর পাশের মানুষকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে দেওয়া যায় আমি ব্যস্ত আছি। একবারও ভাবার প্রয়োজন বোধ হয় না যে মানুষটা কেনো কল দিছে বা কেনো নক দিচ্ছে। এক বারও অপর পাশের মানুষ টার অনূভূতির কথা চিন্তা করি না।।।
জানিনা কি আছে এই শব্দে কিন্তু দুনিয়ার বেশির ভাগ মানুষই এই একটা শব্দকে ঘৃণা করে। খুব সহজেই আমরা একজনকে বলে দেই বা এড়িয়ে যায় ব্যাস্ততার অজুহাতে একবারও ভাবি না অপর পাশের মানুষটা হয়তো একাকী বোধ করছে। একবারও ভাবি না কিছু প্রিয় মানুষ থাকে তাদের মুখে এই শব্দটা শুনলে বুকের বা পাশ টা চিন চিন করে, গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে আসে,সামনের রাস্তাটা ঝাপসা হয়ে যায়। এতো কিছু ভাবার সময় কোথায় ব্যাস্ত আছি বা ব্যাস্ততার অজুহাত দিয়ে এড়িয়ে যাওয়া হয় তাহলে আর এতো আবেগ অনুভূতি নিয়ে ভাবার সময় কোথায়।।।
তবুও সব শেষে একটা কথায় বলবো ভালো থাকুক ঐ সকল মানুষ গুলো যারা এই ব্যাস্ততার অজুহাতে এড়িয়ে যায়। হয়তো বুকের বা পাশে তারা আজীবনই থেকে যাবে কিন্তু অনুভূতি গুলো এক সময় ভোতা হয়ে যাবে আবেগ গুলো হয়তো আর আসবে না।।আর দিন শেষে ভালো থাকুক একাকী থাকা এই বোকা মানুষ গুলো যারা ব্যাস্ততার অজুহাত শুনে বুঝেও কিছু না বলেই আস্তে করে সরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দ্বীর্ঘশ্বাঃস ছাড়ে। কিইবা করবে এটা ছাড়া যে তার আর কিছু করার থাকে না।।।।।।
______জীবন😊🖤