ছবিরকবির থেকে যেকোনো সার্ভিস নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম ও শর্তাবলি রয়েছে, অনুগ্রহ করে সেই সকল নিয়ম ও শর্তাবলি জেনে সেগুলো মেনে নিয়ে তবেই যেকোনো প্যাকেজ ও সার্ভিস এর বুকিং কনফার্ম করবেন৷
★ বুকিং সংক্রান্ত নিয়ম ও শর্তাবলি ★
ছবিরকবি থেকে যেকোনো ফটোগ্রাফিক ও সিনেম্যাটোগ্রাফি সহ যেকোনো প্যাকেজ বুকিং কনফার্ম করতে ছবিরকবির সাথে সরাসরি বা ফোন নাম্বার অথবা ফেসবুকে বিস্তারিত প্যাকেজ ডিটেইলস ও অন্যান
্য সকল ডিটেইলস যোগাযোগ করে জেনে নিবেন৷ যেকোনো প্যাকেজ বুকিং এর ক্ষেত্রে ১০% টাকা পেমেন্ট করেলে বুকিং টি কনফার্ম কর হবে, বাকি ৯০% টাকা আপনার নির্ধারিত বুকিং এর তারিখ এর আগেই হ্যান্ড টু হ্যান্ড পরিশোধ করার পরই আপনার ইভেন্ট কভার করা হবে৷
বুকিং কনফার্ম এর পর, ব্যাক্তিগত বা অযৌক্তিক কোনো কারণে ইভেন্ট এর তারিখ পরিবর্তন হলে বুকিং এর ১০% টাকা কোনোভাবেই ফেরতযোগ্য নয়, এবং পরবর্তীতে কোনো তথ্য বিভ্রান্ত মূলক আলোচনা বা কোনো অভিযোগ ও গ্রহণযোগ্য নয়৷
★ বুকিং কনফার্ম এর প্রক্রিয়া ★
ছবিরকবি থেকে যেকোনো ফটোগ্রাফিক ও সিনেম্যাটোগ্রাফি সহ যেকোনো সার্ভিস এর বুকিং কনফার্ম করতে www.chobirkobi.com/ এই ওয়েবসাইট থেকে Book Now
অপশন থেকে bKash / Nagad / Rocket / Upay যেকোনো মোবাইল ব্যাংকিং সেবা থেকে নির্ধারিত Amount Payment করে ও Reference Option এ বুকিং ক্লায়েন্ট এর নামটি দিয়ে Payment করে, Payment Receipt সংগ্রহ করে রাখুন৷
এই প্রক্রিয়ার মাধ্যমেই আপনার বুকিং টি কনফার্ম হবে।
★ ছবিরকবির ছবি ও ভিডিও আপ্লোড এর শর্তাবলি ★
ছবিরকবি তাদের পছন্দসই যেকোনো ছবি ও ভিডিও তাদের ব্রান্ডিং বা প্রচার কার্যে অথবা যেকোনো প্লাটফর্ম এ ব্যাবহার করতে পারবে৷
★কোনো ক্লায়েন্ট এর আপ্লোড বা তাদের প্রাইভেসি ইস্যু থাকলে প্যাকেজ বুকিং কনফার্ম এর আগে অবশ্যই জানিয়ে দিতে হবে৷
★ ফাইল হ্যান্ডওভার এর নিয়ম ও শর্তাবলি ★
ছবিরকবি ইভেন্ট শেষ হওয়ার ৭ দিনের মধ্যে ক্লায়েন্ট এর সম্পূর্ণ ইভেন্ট এর কিছু ফাইল এডিটেড করে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে দেখার বা আপ্লোডের জন্য দিয়ে থাকি, এবং সম্পূর্ণ ইভেন্ট আ্যলবাম ২ মাসের মধ্যে আমরা হ্যান্ডওভার করে থাকি৷ ইভেন্ট এর সম্পূর্ণ ফাইল আমরা লাইফটাইম গুগল ড্রাইভ এক্সেস এ দিয়ে থাকি, এছাড়া ক্লায়েন্ট চাইলে নিজেস্ব পেনড্রাইভ, পোর্টেবল স্টোরেজ ডিভাইস এ নিতে পারবে৷ ক্লায়েন্ট এর কাছ থেকে কখনো ফাইল ডিলেট বা হারিয়ে গেলেও পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে বুকিং এর বিস্তারিত ডিটেইলস নিশ্চিত করলে, ক্লায়েন্ট আবারও ফাইল সংগ্রহ করতে পারবে ছবিরকবি থেকে।
★ আমাদের টিমের সকল টিমমেট অত্যন্ত দক্ষতার পাশাপাশি ক্লায়েন্ট সহ পরিবার ও সকলের সাথে নমনীয় ও সম্মানজনক আচরণ করে থাকে, এছাড়া সকল পরিস্থিতিতে সর্বোচ্চ সুন্দরভাবে সকল কাজ করে থাকে৷ ছবিরকবির সকল টিমমেটদের সাথে ক্লায়েন্ট, পরিবার ও বন্ধুদের ব্যাবহার অবশ্যই মার্জিতপূর্ণ ও সম্মানজনক হতে হবে৷ কোনো প্রকার অসম্মানজনক আচরণ করলে ছবিরকবি টিম থেকে সেই মূহুর্তে ইভেন্ট স্থগিত করা হবে৷ ক্লায়েন্ট কে অবশ্যই টিমের সাথে সকল বিষয় এ কোওপারেটিভ হতে হবে, তবেই সর্বোচ্চ সুন্দরভাবে ইভেন্ট কভার করা সম্ভব হবে।
Capture Every Single Moment.