PUST Debating Society

PUST Debating Society Official page of Debating Society of Pabna University of Science & Technology (PUSTDS)
(5)

তর্কে নয় ,যুক্তিতে জয় - মন্ত্রে দীক্ষিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অফিসিয়াল পেজ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে পাস্ট ডিবেটিং সোসাইটি  এর পক্ষ থেকে স্বাধীনতা চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ...
16/12/2023

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে পাস্ট ডিবেটিং সোসাইটি এর পক্ষ থেকে স্বাধীনতা চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ...

প্রতিটা যুদ্ধের সম্পাপ্তি হয় জয় বা পরাজয়ের মাধ্যমে। যখন একটি যুদ্ধের সমাপ্তি হয়  জয়ের মাধ্যমে তখন জাতি হাসে বিজয়ের  হাসি...
15/12/2023

প্রতিটা যুদ্ধের সম্পাপ্তি হয় জয় বা পরাজয়ের মাধ্যমে। যখন একটি যুদ্ধের সমাপ্তি হয় জয়ের মাধ্যমে তখন জাতি হাসে বিজয়ের হাসি। তেমনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সমাপ্তি হয় বাঙালি জাতির জয়ের মাধ্যমে । আর সেই জয়ের দিনটি হচ্ছে ১৬ই ডিসেম্বর। বিজয়কে স্মরণ করে রাখার জন্য এই দিনটিতে বিজয় দিবস উদযাপন করে বাঙালি জাতি।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকলকে PUST Debating Society এর পক্ষ থেকে বিজয়ী শুভেচ্ছা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড,সিলেট এ ১৬ই ডিসেম্বর, ২০২৩ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজ...
15/12/2023

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড,সিলেট এ ১৬ই ডিসেম্বর, ২০২৩ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা সেগমেন্টে বিচারক হিসেবে থাকবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি, মো: নাজমুস সাকিব সিজান।

শিক্ষাকে যদি জাতির মেরুদন্ড বলা হয় তবে বুদ্ধিজীবীরা জাতির মস্তিষ্ক। তাদের মেধা, শ্রম ও দেশপ্রেম জাতিকে আলোর পথ দেখায়।শহী...
14/12/2023

শিক্ষাকে যদি জাতির মেরুদন্ড বলা হয় তবে বুদ্ধিজীবীরা জাতির মস্তিষ্ক। তাদের মেধা, শ্রম ও দেশপ্রেম জাতিকে আলোর পথ দেখায়।শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস।প্রতিবছর বাংলাদেশে ১৪ই ডিসেম্বর তারিখের দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।কারণ পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে তাদের পরাজয় সুনিশ্চিত তখন তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করার এক ঘৃণ্য ও বর্বরোচিত হত্যাকান্ড চালায়।তাদের এই হত্যাকান্ডে শহীদ হয় আমাদের দেশের বুদ্ধিজীবীরা।সেই বুদ্ধিজীবীদের জন্য আজও আমরা মর্মহত। তাদের স্মরণে পালিত হয় ১৪ ডিসেম্বর বুূ্দ্ধিজীবী দিবস।
বুদ্ধিজীবী দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রন্ধা

আজকের সেশন এবং শো ডিবেট এর খন্ডচিত্র....
08/12/2023

আজকের সেশন এবং শো ডিবেট এর খন্ডচিত্র....

আগামী ৮ই ডিসেম্বর ২০২৩ইং, রোজ শুক্রবার,এবারের পাস্টডিএস এর নবীন বিতার্কিক দের জন্য  সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হবে এই সংসদী...
07/12/2023

আগামী ৮ই ডিসেম্বর ২০২৩ইং, রোজ শুক্রবার,এবারের পাস্টডিএস এর নবীন বিতার্কিক দের জন্য সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হবে এই সংসদীয় বিতর্ক কে ঘিরে।
সেই সাথে থাকবে একটি শো ডিবেট।
উক্ত শো-ডিবেট এ
স্পিকার হিসেবে থাকবেন-
নাজমুল আল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, পাস্টডিএস।

শো ডিবেট এ অংশগ্রহণ করবেন-
রেজওয়ান হৃদয়
আব্দুর রউফ
নূর নাহার নুপুর
ওয়াহিদুজ্জামান অর্নব
নিশাত তাসনিম
মোবাস্বিরা গালিবা তন্নি

সংসদীয় বিতর্ক বিতার্কিকদের কাছে সবসময়ই একটি আবেগের বিষয়। নবীন বিতার্কিকদের উদ্দেশ্যে,আগামী ৮ই ডিসেম্বর ২০২৩ইং, রোজ শুক্র...
07/12/2023

সংসদীয় বিতর্ক বিতার্কিকদের কাছে সবসময়ই একটি আবেগের বিষয়। নবীন বিতার্কিকদের উদ্দেশ্যে,
আগামী ৮ই ডিসেম্বর ২০২৩ইং, রোজ শুক্রবার, এবারের পাস্টডিএস এর সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হবে এই সংসদীয় বিতর্ক কে ঘিরে।
সাথে থাকবে একটি শো ডিবেটও।

আলোচ্য বিষয়: সংসদীয় বিতর্কের নিয়মাবলি।

আলোচক: নাজমুস সাকিব সিজান, সভাপতি, পাস্ট ডিবেটিং সোসাইটি ।
সময়:
রিপোর্টিং শুরু- সকাল ৯ঃ৪৫ মিনিট থেকে।
সেশন শুরু-সকাল ১০ঃ০০ ঘটিকা।

আজকে পাস্টডিএস এর নবীন বিতার্কিকদের জন্য  প্রথম সেশন বারোয়ারী বিতর্কের  ইতি ও আদি..আলোচক: লামিয়া হোসাইন পৌষী, সাধারণ সম্...
07/12/2023

আজকে পাস্টডিএস এর নবীন বিতার্কিকদের জন্য প্রথম সেশন বারোয়ারী বিতর্কের ইতি ও আদি..

আলোচক: লামিয়া হোসাইন পৌষী, সাধারণ সম্পাদক, পাস্ট ডিএস

এছাড়াও আজকে সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হয়েছে।
বিষয়: বিশ্বে বাংলাদেশের গুরুত্ব; অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
আলোচক ছিলেন: মো: রেজোয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক, পাস্ট ডিএস

আমার দেখা প্রতিভাবান মানুষ দের তালিকায় তোর নাম থাকবে প্রথম সারিতে। সেন্স অফ হিউমার থেকে শুরু করে সব ক্রিয়েটিভ কাজে তোর...
06/12/2023

আমার দেখা প্রতিভাবান মানুষ দের তালিকায় তোর নাম থাকবে প্রথম সারিতে। সেন্স অফ হিউমার থেকে শুরু করে সব ক্রিয়েটিভ কাজে তোর প্রতিভা আসলেই অবাক করার মতো। আশা করি তোর নিজের প্রতিভা আরো প্রস্ফুটিত হবে। সব কিছুর পাশাপাশি বিতর্ক অঙ্গনেও অল্প সময়ে যেভাবে নিজেকে তুলে ধরেছিস আশা করি সব সময় সেটা ধরে রাখবি।
শুভ জন্মদিন।

06/12/2023

বিভিন্ন প্রকারের বিতর্কের মধ্যে বক্তাকেন্দ্রিক বারোয়ারি বিতর্ক অন্যতম। এই সপ্তাহে নবীন বিতার্কিকরা শিখবেন বারোয়ারি বিতর্কের ইতি ও আদি। আগামী ০৭ ডিসেম্বর, ২০২৩, রোজ বৃহস্পতিবার, এবারের পাস্টডিএস এর সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হবে।
আলোচ্য বিষয়: বারোয়ারি বিতর্ক।
আলোচক: লামিয়া হোসাইন পৌষী, সাধারণ সম্পাদক, পাস্ট ডিবেটিং সোসাইটি ।

এছাড়াও এ সপ্তাহে আমরা জানব বিশ্বরাজনীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে।
আলোচ্য বিষয়: বিশ্বে বাংলাদেশের গুরুত্ব; অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।
জানাবেন পাস্ট ডিবেটিং সোসাইটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রেজোয়ান।

সময়:
রিপোর্টিং শুরু- সকাল ৯ঃ৪৫ মিনিট থেকে।
সেশন শুরু-সকাল ১০ঃ০০ ঘটিকা।

শুভ জন্মদিন সঞ্চিতা। পাস্ট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার প্রতি। আপনার জীবন সুন্দর ...
04/12/2023

শুভ জন্মদিন সঞ্চিতা। পাস্ট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার প্রতি। আপনার জীবন সুন্দর ও স্বার্থক হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
কুমারী সঞ্চিতা রাণী
সাবেক সহ সভাপতি,
পাস্ট ডিবেটিং সোসাইটি।

বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর ১১তম এক্সজিকিউটিভ কমিটি ২০২৩-২০২৫ ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইটি সেক্রেটারি হিসে...
03/12/2023

বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর ১১তম এক্সজিকিউটিভ কমিটি ২০২৩-২০২৫ ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইটি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শুভ্র হাসান ভাই।
অভিনন্দন শুভ্র হাসান ভাই। 🎉🎉

পাস্ট ডিবেটিং সোসাইটির সূচনালগ্ন থেকে যে মানুষগুলো যুক্ত ছিলো তাদের মধ্যে আপু অন্যতম।সবার মাঝে আপু "স্পিকার" হিসেবেই খুব...
02/12/2023

পাস্ট ডিবেটিং সোসাইটির সূচনালগ্ন থেকে যে মানুষগুলো যুক্ত ছিলো তাদের মধ্যে আপু অন্যতম।সবার মাঝে আপু "স্পিকার" হিসেবেই খুব বেশি পরিচিত।ভূগোলের বিষয়সহ যাবতীয় তথ্যকণা মাথায় নিয়ে তিনি বিতর্ক করতে বসেন।খুঁটিনাটি সকল পয়েন্ট ধরে ধরে মাথার মধ্যে রাখার এক তীব্র মেধা রয়েছে আপুর মধ্যে।খুবই সাবলীল ভাষায় বিতর্ক করার এক অনবদ্য প্রতিভার অধিকারী আপু।

শুভ জন্মদিন
শর্মী ইসলাম
সাবেক সহসভাপতি,পাস্ট ডিবেটিং সোসাইটি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নবীন শিক্ষার্থীদের গ্রহণ করতে পাস্ট ডিবেটিং সোসাইটির সপ্তাহ  জুড়ে  PUSTDS DEBATER HUNT - 2023 কার্যক্রম শেষে আজ নবীনদের ...
01/12/2023

নবীন শিক্ষার্থীদের গ্রহণ করতে পাস্ট ডিবেটিং সোসাইটির সপ্তাহ জুড়ে PUSTDS DEBATER HUNT - 2023 কার্যক্রম শেষে আজ নবীনদের বরণ করে নেওয়া হলো।

নবীন বিতার্কিকদের জন্য রইল শুভকামনা🎉🎉

30/11/2023

নতুন বির্তাকিকদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামীম রেজা।
PUSTDS DEBATER HUNT - 2023

30/11/2023

নতুন বির্তাকিকদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ।
PUSTDS DEBATER HUNT - 2023

30/11/2023

নতুন বির্তাকিকদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: নাজমুল ইসলাম।
PUSTDS DEBATER HUNT - 2023

30/11/2023

নতুন বির্তাকিকদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ম্যাম।
PUSTDS DEBATER HUNT - 2023

PUSTDS DEBATER HUNT - 2023  অফলাইন কার্যক্রমের শেষ কার্যদিবসের প্রচার-প্রচারণা.....আগামীকাল পর্যন্ত আমাদের অনলাইন কার্যক...
29/11/2023

PUSTDS DEBATER HUNT - 2023 অফলাইন কার্যক্রমের শেষ কার্যদিবসের প্রচার-প্রচারণা.....
আগামীকাল পর্যন্ত আমাদের অনলাইন কার্যক্রম চলমান থাকবে।

29/11/2023

পরশু আমরা বরণ করবো আমাদের বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচকে আমাদের এই প্রাণের সংগঠন যেখানে তর্কে নয়, যুক্তিতে জয়। তাই বলে থেমে থাকবে না বৃহস্পতিবারের সেশন আয়োজন। আগামী ৩০ নভেম্বর, ২০২৩, রোজ বৃহস্পতিবার, এবারের পাস্টডিএস এর সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হবে।
আলোচ্য বিষয়: Criminal & Civil Justice System
ক্রিমিনাল এন্ড সিভিল জাস্টিস সিস্টেম
আলোচক: তাসিন রহমান, সহ-সভাপতি, পাস্ট ডিবেটিং সোসাইটি ।
সময়:
রিপোর্টিং শুরু- সকাল ৯ঃ৪৫ মিনিট থেকে।
সেশন শুরু-সকাল ১০ঃ০০ ঘটিকা।

PUSTDS DEBATER HUNT - 2023 ৪র্থ দিনের খন্ডচিত্র
28/11/2023

PUSTDS DEBATER HUNT - 2023 ৪র্থ দিনের খন্ডচিত্র

PUSTDS DEBATER HUNT - 2023  সদস্য সংগ্রহ, বুথ এর কার্যক্রম ও প্রচার-প্রচারণার আজকে ৩য় দিনের আলোকচিত্র...
27/11/2023

PUSTDS DEBATER HUNT - 2023 সদস্য সংগ্রহ, বুথ এর কার্যক্রম ও প্রচার-প্রচারণার আজকে ৩য় দিনের আলোকচিত্র...

২য় দিনের স্থির চিত্র
26/11/2023

২য় দিনের স্থির চিত্র

নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আজকের কিছু স্থির চিত্র…
25/11/2023

নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আজকের কিছু স্থির চিত্র…

আজকের সাপ্তাহিক সেশন
23/11/2023

আজকের সাপ্তাহিক সেশন

নন ডিপার্টমেন্ট শব্দটা একটু পর পর মনে হলেও আন্তরিকতার  মাধ্যমে সেই দূরত্বটা যে সহজে ঘুচিয়ে আনা যায় তার একটা দৃষ্টান্ত ত...
23/11/2023

নন ডিপার্টমেন্ট শব্দটা একটু পর পর মনে হলেও আন্তরিকতার মাধ্যমে সেই দূরত্বটা যে সহজে ঘুচিয়ে আনা যায় তার একটা দৃষ্টান্ত তুমি।
হাই,হ্যালো পরিচয় থেকে বিতর্কের মাধ্যমে একই সোসাইটিতে কাজ করা।দেখা হলেই খুনসুটি, হাসি,ঠাট্টা।
এগিয়ে যাক শুধু আমি নই, সকলের সাথে এই দৃঢ় বন্ধন।আগামী হোক সুন্দর, সুখকর।

আজকের এই দিনে আশা রাখি জীবনের আনন্দ যাত্রায় কখনো সত্যির পথ থেকে সরে যাবে না।
জন্মদিনের শুভেচ্ছা নিও।
শুভ জন্মদিন 🥳🥳🥳
সহ কোষাধ্যক্ষ,
আলহাজ্ব হোসাইন।

22/11/2023

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের কল্যাণে আধুনিক বিশ্বের অত্যাধুনিক যুগে পদার্পণের সম্ভাবনা ও শঙ্কা নিয়ে আগামী ২৩ নভেম্বর, ২০২৩, রোজ বৃহস্পতিবার, এবারের পাস্টডিএস এর সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হবে।
আলোচ্য বিষয়: AI
আলোচক: আব্দুল্লাহ আল নূর, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক, পাস্ট ডিবেটিং সোসাইটি ।
সময়:
রিপোর্টিং শুরু- সকাল ৯ঃ৪৫ মিনিট থেকে।
সেশন শুরু-সকাল ১০ঃ০০ ঘটিকা।

শুভ জন্মদিন মো: নাজমুস সাদাত ভাই❤️🎉আপনার বিশেষ দিনটি আপনার মতোই দুর্দান্ত ও সুন্দর  হোক এবং আমি আপনার সাফল্য ও মঙ্গল কাম...
19/11/2023

শুভ জন্মদিন মো: নাজমুস সাদাত ভাই❤️🎉

আপনার বিশেষ দিনটি আপনার মতোই দুর্দান্ত ও সুন্দর হোক এবং আমি আপনার সাফল্য ও মঙ্গল কামনা করি।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
পাস্ট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।

"Beauty with brain" এর উৎকৃষ্ট উদাহরণ তুমি। তোমার মায়াকাড়া চোখে যেমন হারিয়ে যাওয়া যায় তেমনই তোমার সাবলীল কথায় মন্ত...
15/11/2023

"Beauty with brain" এর উৎকৃষ্ট উদাহরণ তুমি। তোমার মায়াকাড়া চোখে যেমন হারিয়ে যাওয়া যায় তেমনই তোমার সাবলীল কথায় মন্ত্রমুগ্ধ হয়ে যাই।
বিতর্ক অঙ্গনে নতুন আগমনের পরেও এত দ্রুত নিজেকে নক্ষত্রের মতো প্রজ্বলিত করেছো। পাস্টডিএস এর ধ্রুবতারা, তোমার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকমনা। তোমার উজ্জ্বল আলোয় আলোকিত হোক পাস্টডিএস এর নব বিতার্কিকদের চলার পথ। একজন ভালো বন্ধু, একজন ভালো মানুষ তুমি, এমনই ভালো থেকো সবসময়। তোমার জন্য দোয়া ও শুভকমনা রইলো।
শুভ জন্মদিন তন্নী 🌼

"অদম্য ১৮" এর  শিক্ষা সমাপনী অনুষ্ঠানে পাস্ট ডিবেটিং সোসাইটি থাকছে " আঞ্চলিক প্রীতি  বিতর্ক" নিয়ে! প্রস্তাব: এই সংসদ মনে...
14/11/2023

"অদম্য ১৮" এর শিক্ষা সমাপনী অনুষ্ঠানে পাস্ট ডিবেটিং সোসাইটি থাকছে " আঞ্চলিক প্রীতি বিতর্ক" নিয়ে!
প্রস্তাব: এই সংসদ মনে করে পাত্র পাত্রীর দিক থেকে আমার অঞ্চলই সেরা।
সময়: ১৫ই নভেম্বর ২০২৩, বিকেল ৪:০০ টা
স্থান: কেন্দ্রীয় মাঠ, পাবিপ্রবি।
আপনারা সকলে আমন্ত্রিত। 🤍

আজকে এমন এক মানুষের জম্মদিন যাকে নিয়ে আসলে অনেক কিছু লেখা যায়,আর সেই মানুষকে নিয়ে যতই লিখবো তার ইতি টানা ততটাই কঠিন হয়ে ...
14/11/2023

আজকে এমন এক মানুষের জম্মদিন যাকে নিয়ে আসলে অনেক কিছু লেখা যায়,আর সেই মানুষকে নিয়ে যতই লিখবো তার ইতি টানা ততটাই কঠিন হয়ে যাবে। সব সময় হাসিমুখের এই মানুষ সমস্ত কঠিন কাজকে এমনভাবে সফলতার সাথে সম্পূর্ণ করে যে তার অভিধানে 'হারমানা' বা 'ব্যর্থতা' নামক কোন শব্দ নেই।
পড়াশোনা থেকে শুরু করে বিতর্ক, অভিনয়, আবৃতি সবক্ষেত্রেই যেন তার জুড়ি মেলা ভার!!
তিন বছরের এই বন্ধুত্বে যতটা সময় ওর সাথে থেকেছি,সবসময় কিছু না কিছু শেখার চেষ্টা করেছি।তোর থেকে আরও শিখতে চাই ভাই!!

বললাম না,যতকিছু লিখতে চাইনা কেন তার ইতি টানা আমার জন্য কষ্টসাধ্য! তাই আজকে এই পর্যন্তই থাক (......)
আজকের এই শুভ দিন জীবনে ফিরে আসুক বার বার।

শুভ জন্মদিন অর্নব🎉
সকল দিক থেকে সফলতাকে ছুঁয়ে দেখ। আর এইভাবেই তোর সব ক্ষেত্রে জয়ী হওয়াটা বজায় থাকুক🌻🌿!

Happy Birthday, Man! Keep shining always ! May God bless You,Topper!!

শুভ্র ভাই,যার নাম  পাস্ট ডিবেটিং সোসাইটিতে শুধু  একটা নাম নয়।ভরসা, আন্তরিকতা, সোসাইটির প্রতি নিবেদিত এক প্রাণ তিনি।খুব ক...
12/11/2023

শুভ্র ভাই,যার নাম পাস্ট ডিবেটিং সোসাইটিতে শুধু একটা নাম নয়।ভরসা, আন্তরিকতা, সোসাইটির প্রতি নিবেদিত এক প্রাণ তিনি।খুব কম মানুষই পাওয়া যাবে তার মতো হাসিখুশি, অতি মিশুক।
ভাইয়ের সাথে প্রথম পরিচয় হয়েছিল বিতর্ক দিয়েই।এককথায় বলতে গেলে আমার বিতর্কের হাতেখড়ি তার থেকেই। ভাষা বিতর্কে আমার সুযোগ হয়েছিল তার টিমমেট হওয়ার।সেই থেকে তিনি আমাকে টিমমেট বলেই ডাকেন।নতুন বিতার্কিক হিসেবে আমি একটু ভয়ে ভয়েই ছিলাম। তার সাথে আরও এত সিনিয়র একজন মানুষ। কিন্তু সে আমাকে এমনভাবে সাহস যোগালেন প্রথমবার হিসেবে বিতর্ক ভালোই
করেছিলাম।
এছাড়া তার আরও একটা গুণ হলো তিনি ভোজনবিলাসী একজন মানুষ।অবশ্য সেই সুবাদে আমিও ট্রিট পেয়েছিলাম।

আর আজ, এত ভাল একজন মানুষের জন্মদিন।
শুভ জন্মদিন, শুভ্র ভাই।

জীবনের নতুন অধ্যায় এর শুরুও হয়েছে ভাইয়ের জীবনে।
সবকিছু মিলিয়ে আপনার জীবন সবসময় সুন্দর, হাসিখুশি কাটুক সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা করি।দোয়া করবেন আমাদের সকলের জন্য।

পোস্ট রাইটার,
ফিজ্জুল মাহিন।
সহ দপ্তর সম্পাদক,
পাস্ট ডিবেটিং সোসাইটি।

জীবনটা যদি একটা সরু সুতার সাথে কল্পনা করি । সেখানে গল্প চলে একে অপরের সমান্তরালে কিছু গল্প একসাথে কিছু অভিসারে৷ ছোটো ছোট...
10/11/2023

জীবনটা যদি একটা সরু সুতার সাথে কল্পনা করি । সেখানে গল্প চলে একে অপরের সমান্তরালে কিছু গল্প একসাথে কিছু অভিসারে৷ ছোটো ছোটো জীবনের বিন্দু বিসর্গ গল্প। সেই গল্পের ছোট্ট একটা অংশ নিলয়ের। নিলয়ের সাথে প্রথম পরিচয় যখন আমি প্রচার সম্পাদক হই। এই ছেলে তখন সহ- প্রচার। এক বছরের কাজের একটা দীর্ঘ গল্প আছে। সবিস্তারে সে গল্প না বলি। কিন্তু বিগত এক বছরের কর্মব্যস্ত সময়ে সম্পর্ক কখন সম্পাদক থেকে ভাই পা দিয়েছে তা বুঝার সময় পাই নি।
আমি আমার জীবনে খুব কম মানুষ পাইছি যে নিলয়ের মতো কর্মঠ ডেডিকেটেড। এমন দায়িত্ববান মানুষ যাকে যেকোনো কাজ দিয়ে নিশ্চিতে থাকা যায়।
খুব অলস একজন মানুষের জন্য নিলয় একটা স্বস্তির নিশ্বাস। আমি বরাবরে মতো নিলয়ের কাধে দায়িত্ব দিয়ে লাপাত্তা। ছেলেটাও সময়মতো সব করে রেখেছে। বিষয়টা এমন যে আমার সব খেলতে যাওয়ার ছুটি, কাজগুলো নিলয়ের।
এমন এক ছেলের জন্মদিন আজকে।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি জীবনে অনেক বড় হও।

শুভেচ্ছান্তে,
এইচ. এম. হৃদয় আলম উল্লাস
সহসভাপতি,
পাস্টডিএস।

২০২০ মার্চ ১তারিখে পাবিপ্রবি ১২ব্যাচের শুরু। তারপর কোভিড তারপর অনালাইন রিক্রুটমেন্ট পাস্ট ডিবেটিং সোসাইটির। সেই তখন চুপচ...
09/11/2023

২০২০ মার্চ ১তারিখে পাবিপ্রবি ১২ব্যাচের শুরু। তারপর কোভিড তারপর অনালাইন রিক্রুটমেন্ট পাস্ট ডিবেটিং সোসাইটির। সেই তখন চুপচাপ থাকা একটি ছেলেকে হটাৎ বিতার্কিক হয়ে দেখা এবং এখন পর্যন্ত পুরোদমে বির্তকের সাথে লেগে থাকতে দেখা। আর.ইউ. গোল্ড এ একসাথে এজ করা কিংবা অনলাইনে ন্যাশনাল অথবা ভাষা বিতর্কে ডিবেট করা সব যায়গতেই যে নিজেকে বারবার প্রমান করেছে সেই আজকের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত।
শুভ জন্মদিন বন্ধু🥳🥳

Introducing our "Trainer" Incredibly talented Ayman Faiyaz, Organizing  Secretary, JUST debate Club A warm welcome form ...
06/11/2023

Introducing our "Trainer" Incredibly talented Ayman Faiyaz, Organizing Secretary, JUST debate Club

A warm welcome form Pabna University of Science and Technology Debating Society - PUSTDS.

Session will be held in online on 07th November 2023, Tuesday Night at 9.00 PM.
Platform: Google Meet

Introducing our "Trainer" Incredibly talented Khandaker Niaz Mahmud, Former Founder General Secretary, BSMRSTU Debating ...
04/11/2023

Introducing our "Trainer" Incredibly talented Khandaker Niaz Mahmud, Former Founder General Secretary, BSMRSTU Debating Society.

A warm welcome form Pabna University of Science and Technology Debating Society - PUSTDS.

Session will be held in online on 05th November 2023, Sunday night at 9.00 PM.

আজকের সাপ্তাহিক সেশন...
02/11/2023

আজকের সাপ্তাহিক সেশন...

01/11/2023

লম্বা একটা ছুটিতে আটকা পড়েছিল পাস্টডিএস এর সাপ্তাহিক বিতর্ক সমাবেশ৷ এবার অবরোধ বাঁধা দেবার সেই অবকাশ পাবে না।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয় নিয়ে আগামী ০২ নভেম্বর, ২০২৩, রোজ বৃহস্পতিবার, পাস্টডিএস এর সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হবে।

আলোচ্য বিষয়: ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতি এবং অন্যান্য সাম্প্রতিক বিষয়।

আলোচক: এইচ এম রিদয় আলম উল্লাস, সহ-সভাপতি , পাস্ট ডিবেটিং সোসাইটি ।
সময়:
রিপোর্টিং শুরু- সকাল ৯ঃ৪৫ মিনিট থেকে।
সেশন শুরু-সকাল ১০ঃ০০ ঘটিকা।

Address

Pabna University Of Science & Technology
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when PUST Debating Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PUST Debating Society:

Videos

Share


Other Performance & Event Venues in Pabna

Show All

You may also like