Memory Maker

Memory Maker New photography and event management agency in town. We promise you give the best output in reasonabl

04/10/2021

দুই দিন আগে পঙ্গু হাসপাতালে কৃত্রিম পা সংযোজন করা হবে এ বিষয়ে একটি পোস্ট দেই পেজে। পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে দেখি এটি একটি দালালচক্রের ভুল নিউজ।সেই পোস্ট দেয়ার জন্য আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। আমাদের অজান্তে ভুল নিউজ পাবলিস করাকে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সবার ভালোর কথা ভেবেই পোস্টটা দিয়েছিলাম 🙏-

জাতীয় পঙ্গু হাসপাতালের (NITOR) তৃতীয় তলায় কোনো কৃত্রিম পা লাগানোর সিদ্ধান্ত হয় নি এখন পর্যন্ত। সেখানে কোনো বিশেষজ্ঞ আসেন নি এ বছর। ১৫ অক্টোবর পর্যন্তও কেউ আসার সম্ভাবনা নেই।

একজন শারীরিকভাবে অসুস্থ মানুষকে ভুল তথ্য দিয়ে তাকে দুইভাবে বিভ্রান্ত করা হচ্ছে।

প্রথমত তাকে শারীরিকভাবে পরিশ্রম করানো হচ্ছে।

দ্বিতীয়ত তাকে সেখানে যাওয়ার পরে বেসরকারিতে চিকিৎসা নিতে বাধ্য করা। কারণ যে ব্যক্তি একটা ভুল পোস্ট দেখে কষ্ট করে খুলনা, রাজশাহী থেকে আসবে তাকে তো চিকিৎসা নিতেই হবে।

কারণ ফেসবুক পোস্টদাতারা পোস্ট দিয়ে ঘুমিয়ে গেলেও পঙ্গু হাসপাতালের আশেপাশেই আছে কিছু দালাল। আর তারা হাসপাতালের আশেপাশেই কৃত্রিম অঙ্গ তৈরির (লিম্ব সেন্টার) জন্য ফুটপাতেই বসে আছে উচ্চ দামে নিম্নমানের সরঞ্জাম নিয়ে। আর তাদেরই কেউ মূলত এই কৃত্রিম পায়ের পোস্ট ছড়াচ্ছে।

কারণ তারা জানে, 'আপনার এটুকু তথ্য হয়তো কোন এক প্রতিবন্ধীর জন্য তার পা হারানোর বেদনা হতে কিছুটা হলেও পরিত্রাণ পেতে সাহায্য করবে।' — এমন লাইন দেখা মাত্র বাঙালি ফেসবুকার কান চেক না করে চিলের পেছনে দৌড়ানোর জন্য পোস্টটা আগে দিবে।

সর্বশেষ দেশে ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত কৃত্রিম অঙ্গ সংযোজন ক্যাম্পের আয়োজন করা হয় পঙ্গু হাসপাতালে। ভারতীয় হাই কমিশন, ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সহযোগিতায় এটা করা হয়।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে সেই সেবাটা এই দুই বছর আয়োজন করা যায় নাই। তবে খুব দ্রুতই সেটা করার একটা পরিকল্পনা চলছে।

পঙ্গু হাসপাতালের পরিচালক গনি মোল্লাহ ভাইকে ফোন দেওয়ার পরে জানালেন, 'আমার ধারণা কোনো লিম্ব সেন্টার ব্যবসায়ী এটা করাচ্ছে। তারাই আবার দেখবেন এরপরের লাইনে বলবে, ধুর সরকারি হাসপাতালে চিকিৎসা আছে নাকি? আর এরপরেই বলবে আমরা আছি বেসরকারিভাবে।'

আশা করি যে কোনো পোস্ট দেওয়ার আগে সবাই ক্রস চেক দিয়ে নেবেন।

কারো অযথা কষ্টের বা হয়রানির কারণ না হওয়াই ভালো।

Courtesy : সৈকত ভৌমিক

Address

House/141/A, Road/CS2, Circuit House Lane, DC More, Dhap
Rangpur
5400

Telephone

+8801888113323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Memory Maker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Memory Maker:

Share

Category

Nearby event planning services