খুব আনন্দের ছিলো দিনটি।❤️❤️
বাংলাদেশের জনপ্রিয় নাট্য অভিনেতা আজিজুল হাকিম,সান্তাহার হার্ভে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
credit by: Al-Amin(Milton).
সান্তাহার হার্ভে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমকালো শতবর্ষ উদযাপন উপলক্ষে মঞ্চ মাতাতে আগামী ২৭ ডিসেম্বর আসছেন বাউল করিম মুক্তার।
আগামী ২৭ ডিসেম্বর। সংঙ্গীত শিল্পী লুইপা Luipa হার্ভে সরকারী প্রাথমি বিদ্যালয়ের শতবর্ষ জমকালো অনুষ্ঠানে।
সংগীতশিল্পী লুইপা ২৭ ডিসেম্বর আসছে সান্তাহার হার্ভে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানের মঞ্চ মাতাতে।আপনি রেডি তো!!
★শিল্পীর মেইন পেজের লিংক কমেন্টে।
প্রাক্তন শিক্ষার্থী শতবর্ষ উপলক্ষে প্রচারের জন্য সুন্দর একটি নাটিকা উপহার দিয়েছে।তাদের সান্তাহার হার্ভে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ কমিটির পক্ষ হইতে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের জনপ্রিয় সংঙ্গীত পরিচালক,মডেল ও অভিনেতা প্রীতম হাসান।হতে যাওয়া শতবর্ষের অগ্রীম শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
courtesy: al amin milton.
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক ফারাবী হাফিজ স্কুলে হতে যাওয়া জমকালো শতবর্ষ অনুষ্ঠানকে শুভেচ্ছা পাঠিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম হার্ড-হিটার ব্যাটস ম্যান এনামুল হক বিজয় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে।
সাবেক অধিনায়ক,বাংলাদেশ ক্রিকেট।
হার্ভে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
দেশ বরেণ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেটের সহকারী কোচ ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ।
মোঃকাজী সালাউদ্দিন, হার্ভে প্রাইমারী স্কুলের হতে যাওয়া শতবর্ষ অনুষ্ঠানকে শুভেচ্ছা পাঠিয়েছেন।
শেফালী রহমান
সহকারী শিক্ষিকা(অবসর)
সান্তাহার হার্ভে বালিকা উচ্চ বিদ্যালয়।