ভুড়ি ভোজ - Vuri Bhoj

ভুড়ি ভোজ - Vuri Bhoj Assalamu Olaikum. Home Made Food Service For Savar.

৫ টি ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আসুন দেখে নেই।।।১......----->>ভেজিটেবল ফ্রাইড রাইসপ্রয়োজনীয় উপকরনঃ★১...
18/10/2024

৫ টি ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।
আসুন দেখে নেই।।।

১......----->>ভেজিটেবল ফ্রাইড রাইসপ্রয়োজনীয় উপকরনঃ
★১ কেজি চিনিগুরা চাউল
-->> বাসা রান্না করা যেকোন চাল বা চালের ভাত
★দুইটি কেপসিকাম সবুজ ও লাল
★২ টি গাজর লম্বা করে কাটা
★১/২ কাপ সিম লম্বা করে কাটা
★২ টি আলু লম্বা করে কাটা
★১ কাপ মটরসুটি
★১ টেবিল চামচ আদা কুচি
★১ টেবিল চামচ রসুন কুচি
★১ টেবিল চামচ পেয়াজ কুচি
★৭ টি কাচামরিচ
★২ টি ডিম
★১ টি এলাচ,দারচিনি,তেজপাতা
★১/২ কাপ সয়াসস
★কাজু বাদাম কুচু
★কিসমিস
★লবণ
★সাদা তেল সবজি ভাজতে যতটুকু প্রয়োজন
★১ টেবিল চামচ ঘি
★১/২ কাপ পেয়াজ বেরেস্তা

---------->>প্রস্তুত প্রনালীঃ
[★-★]প্রথমে ডিম বাটিতে নিয়ে লবণ দিয়ে ফেটিয়ে নিব.,করাইয়ে তেল দিব ডিম দিয়ে ঝুরি করে ভেজে নিব
[★-★]চাউল 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিব,,পরিমানমত পানিতে এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে ফুটিয়ে নিব,,,1 চামচ তেল দিয়ে চাউল দিব ও লবণ দিয়ে নেরে দিব ঢেকে দিব,,,পানিটা শুকে আসলে,,70 ভাগ সিদ্ধ হলে বাতাসের নিচে ছরিয়ে দিব,,,,(পানি বেশি দিয়ে সিদ্ধ করে ছেকেও নিতে পারেন সুবিধা মত)
-->> বাসার রান্না করা ভাত ব্যবহার করা যেতে পারেন।
[★-★একটি করাইয়ে তেল দিব প্রথমে আলু ও মটরসুটি গুলো লবণ দিয়ে ভেজে কিছুটা হয়ে এলে, সিম দিয়ে ভেজে নিব,,,এরপর গাজর ও কেপসিকাম দিয়ে কিছুক্ষন ভেজে তুলে নিব বাটিতে
[★-★]পেয়াজকুচি,ভেজে নিব সাথে আদা,রসুন কুচি ও কাজুবাদাম দিয়ে ভেজে নিব সবজি গুলো দিয়ে নারিয়ে চুলা থেকে নামিয়ে নিব
[★-★]যে পাত্রে রান্না হবে সে পাত্রে1 টে চামচ ঘি গলিয়ে দিয়ে রান্না করা ভাত দিয়ে দিব,সবজি গুলো দিয়ে দিব,,,ডিম ঝুরি দিব,,,নেরেচেরে নিব,,,অল্প অল্প করে সয়াসস দিয়ে নারতে থাকব,কাচামরিচ দিয়ে দিব,,,সব নেরেচেরে সুন্দর সমানভাবে মিশিয়ে পেয়াজ বেরেস্তা দিয়ে 10 মিনিট এর জন্য ঢাকা দিয়ে দিব কম আচে এতে বাকি ষতটুকু সিদ্ধ হতে বাকি ছিল সেটা পুরো সিদ্ধ হবে (ফ্রাইড রাইসের স্বাধ সয়াসস ও.কাজুবাদাম,তাই সয়াসস টা যতটুকু দিবেন ততই মজা হবে,,,তবে পরিমানের বেশি ও না)
[★-★]চাল সিদ্ধ হলে নারিয়ে মিশিয়ে নিব,চুলা অফ করে দিব,পরিবেশন এর জন্য রেডি করব।

২....-------চিকেন ফ্রাইড রাইস রেসিপি

প্রয়োজনীয় উপকরণ:
★পোলাও চাল-৩০০গ্রাম।
★ভিনেগার-২চা চামচ
--->>>লেবুর রস দিলেও হবে।
★মুরগির মাংস-হাড় ছাড়া বুকের মাংস ২পিস।
★ডিম-৩টা।
★গাজর এবং বরবটি -(পরিমাণ মতো)
★পেঁয়াজ -২টা।
★তেল-২টে চামচ।
★রসুন কুচি-২টে চামচ।
★আদা কুচি-১টে চামচ।
★গোল মরিচের গুড়া।
★ওয়েস্টার সস-২টে চামচ।
★ডার্ক সস-১টে চামচ।
★রেড চিলি সস-১চা চামচ।
★কাঁচা মরিচ-২টে চামচ।
★পেঁয়াজ পাতা কুচি-২টে চামচ।
★গোল মরিচের গুড়া-হাফ চা চামচ।
★লবন-স্বাদ মতো।
★চিনি-হাফ চা চামচ।

প্রস্তুত প্রণালী:
১. চাল ধুয়ে ১৫/২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
প্যানে পরিমাণ মতো পানি দিয়ে তাতে দিতে হবে কিছুটা লবন এবং তেল।পানি ফুটে উঠলে তাতে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চালগুলো। চাল দেয়ার পর ফুটে উঠলেই তাতে দিয়ে দিতে হবে ভিনেগার-২চা চামচ।
২. ভিনেগার দিলে রাইস গুলো আরও সাদা হয়ে যাবে।চালগুলো যখন ৮০ভাগ সেদ্ধ হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে চালনিতে ঢেলে পানি ঝড়িয়ে নিতে হবে।
মুরগির মাংস-হাড় ছাড়া মুরগির বুকের মাংস ২পিস।চারকোনা/লম্বাটে করে ছোট টুকরো করে কেটে নিতে হবে।
৩. ডিম ৩টা।ডিম ভেঙে বাটিতে নিয়ে ফেটিয়ে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে-
সামান্য তেল দিয়ে তেল গরম হলে তাতে দিতে হবে ফেটিয়ে রাখা ডিম।ডিম দিয়ে প্যানটা ঘুড়িয়ে ঘুড়িয়ে ডিমটা ছড়িয়ে নিতে হবে। ডিমের উপর সামান্য লবন এবং গোল মরিচের গুড়া ছিটিয়ে দিতে হবে। ডিমের নিচের পাশ হয়ে গেলে এবার খুনতি দিয়ে ডিম উলটিয়ে পাল্টিয়ে ২/১বার নেড়েই (ডিম ঝুরঝুরা হয়ে গেলেই)চুলা থেকে নামিয়ে বাটিতে নিয়ে নিতে হবে।
৪. গাজর এবং বরবটি ছোট কিউব করে কেটে ভাপিয়ে হালকা সেদ্ধ করে নিতে হবে।
ক্যাপসিকাম-লাল এবং সবুজ(পরিমান মতো)।
ক্যাপসিকামের ভিতরের বিচি ফেলে ছোট কিউব করে কেটে নিতে হবে। পেঁয়াজ ছোট কিউব করে কেটে নিতে হবে।

★★যেভাবে করতে হবে:
চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে
তেল-২টে চামচ। তেল গরম হলে তাতে দিতে হবে
রসুন কুচি,আদা কুচি,২/১বার নেড়ে হালকা ভেজে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে রাখা মুরগির মাংস গুলো। সাথে সামান্য লবন,গোল মরিচের গুড়া,বেশি আচে ২/৩মিনিট নাড়ার পর মাংসের সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, সেদ্ধ গাজর,বরবটি, কেটে রাখা ক্যাপসিকাম।
★★আবারও অল্প সময় নেড়ে ভেজে দিয়ে দিতে হবে-
ওয়েস্টার সস,ডার্ক সস,রেড চিলি সস,কাঁচা মরিচ কুচি।
ভালো ভাবে নেড়ে মিশিয়ে ভেজে দিয়ে দিতে হবে-
সেদ্ধ করে রাখা রাইস।ভালো ভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দিতে হবে।
★★পেঁয়াজ পাতা কুচি,গোল মরিচের গুড়া,লবন-স্বাদ মতো,চিনি-হাফ চা চামুচ,ভেজে রাখা ঝুরঝুরা ডিম।
সব কিছুর সাথে ভালো ভাবে মিশিয়ে ২/১মিনিট নেড়ে ভেজে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন ফ্রায়েড রাইস।

৩...------চিংড়ি ফ্রাইড রাইস

প্রয়োজনীয় উপকরনঃ
★আগের দিন রান্না করা ভাত ফ্রিজ এ রাখা, ২ কাপ
★চামড়া ছাড়া চিংড়ি ১০/১২ টি বা স্বাদ মত
★ডিম ২ টি
★রসুন কুচি ২ চা চামচ
★আদা বাটা ১/২ চা চামচ
★গোলমরিচ গুঁড়া ১/৩ চা চামচ
★লাল মরিচ গুড়ো ১/৩ চা চামচ(অপশনাল)
★পেয়াজ কুচি ১/২ কাপ
★পেয়াজ পাতা বা স্প্রিং অনিওন ২ টেবিল চামচ( অপশনাল, এর পরিবর্তে ধনিয়া পাতা ব্যবহার করা যাবে)
★সয়া সস ২ চা চামচ
★ফিশ সস ১/২ চা চামচ
★কেচাপ ১,১/২ চা চামচ
★বাটার বা ঘি ১চা চামচ
★লবন স্বাদ মত
★রান্নার তেল ২ টেবিল চামচ

প্রনালী :
চিংড়ি হালকা লবন দিয়ে তেলে ভেজে নিতে হবে ২/৩ মিনিট।
একটি ছড়ান পাত্রে তেল ও বাটার এক সাথে নিয়ে তাতে রসুন দিয়ে হালকা ভেজে নিতে হবে ১ মিনিট। এর পর আদা বাটা ও পেয়াজ দিয়ে ভেজে নিতে হবে। হালকা ভাজা হলে এর সাথে বাকি সব উপকরন দিয়ে ভেজে নিতে হবে ৫ মিনিট। এই সব কিছু করতে হবে হাই হিট এ। এর পর হালকা তেল দিয়ে পাত্রের মাঝখানে ডিম ফেটিয়ে তা স্ক্রাম্বলড করে নিতে হবে এমন ভাবে জেন অন্য কিছুর সাথে মিক্স না হয়। ডিম ভাজা হয়ে গেলে হালকা একটু কুক হয়ে আসলে সব কিছুর সাথে মিশিয়ে এর পর রাইস এবং চিংড়ি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এর পর সয়া সস ও ফিশ সস দিয়ে আবারো ২/৩ মিনিটে হাই হিট এ কুক করে নিয়ে নামিয়ে নিতে হবে। উপরে প্রিং অনিয়ন অথবা ধনিয়াপাতা দিয়ে পরিবেশন করতে হবে গরম গরম।

৪....-----ভেজ ফ্রাইড রাইস রেসিপি

উপকরণ:
★বাসমতী চাল - 400 গ্রাম
★গাজর - 1 কাপ (কুঁচি কুচি করে কাটা)
★বিনস - 1 কাপ (ছোট করে কাটা)
★ক্যাপসিকাম - 1 কাপ ( ছোট করে কাটা)
★ মটর শুটি - 1 কাপ
★ কাজু- 50 গ্রাম
★ কিসমিস- 50 গ্রাম
★ গোল মরিচগুড়ো- 1/2 চা চামচ
★ চিনি- 4 টেবিল চামচ
★ এলাচ- 5 টা
★ লবঙ্গ-5 টা
★ দারুচিনি-2 ইঞ্চি
★ ঘি -3 টেবিল
★ সাদা তেল - 3 টেবিল চামচ
★ তেজ পাতা- দুটো
★ নুন- স্বাদ অনুযায়ী
★ গরম মসলা গুড়ো- 1 চা চামচ

প্রস্তুত পদ্ধতি:
*প্রথমে চালটাকে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন।

*তারপরে পাত্রে জল আগে ফুটতে দিল জল ফুটতে শুরু করলে তারপরে ভেজানো চাল দিন। ৮০% চাল সিদ্ধ হলে ভাতটা নামিয়ে জল ঝরিয়ে ফেলুন, পুরোপুরি চাল সিদ্ধ করবেন না।

* একটি কড়াইতে 3 টেবিল চামচ তেল গরম করে কাজু আর কিসমিস ভেজে তুলে রাখুন।

এবার সেই কড়াইতেই তেলের সঙ্গে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিন ।তারপরে তাতে তেজপাতা আর থেঁতো করা এলাচ, লবঙ্গ ,দারুচিনি ফোড়ন দিয়ে দিন । ফোড়ন ভাজার গন্ধ বেরোলেই তাতে কেটে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম ,মটর শুটি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নিন।

ভাজা হয়ে গেলে তাতে চিনি দিয়ে দিন। চিনি গোলে গেলে তাতে ভাত দিয়ে নাড়াচাড়া করুন 5 মিনিট ।

* এবার গোলমরিচ গুড়ো আর ভেজে রাখা কাজু কিসমিস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আর যদি প্রয়োজন হলে তাহলে এই সময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিতে পারেন এবং কম আঁচে প্রায় 15 মিনিট আগুনে বসিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করুন ।

সব শেষে উপরে গরম মশলার গুড়ো ছড়িয়ে আর এক চামচ ঘি দিয়ে আগুন নিভিয়ে ঢাকা দিয়ে রাখুন 10 মিনিট ।

* ব্যাস রেডি ঝরঝরে ফ্রাইড রাইস।

কিছু টিপস:
★ আপনার পছন্দমতো অন্য সবজি যোগ করতে পারেন।
★* জল ঝরিয়ে নেবার পর ভাতের হারির ঢাকনা খুলে রাখবেন, না হলে গরমে আরও সিদ্ধ হয়ে যাবে ।

★*ফ্রাইড রাইসের জন্য ভাত কখনোই পুরোপুরি সেদ্ধ করবেন না। ৮০ শতাংশ সিদ্ধ করবেন আর বাকিটা ভাজার সময়ই হয়ে যাবে।

★*ভাত নাড়াচাড়া করতে হবে একটু সাবধানে নাহলে ভাত ভেঙে যেতে পারে।

★* অনেকেই ফ্রাইড রাইস একটু বেশি মিষ্টি খায় আবার অনেকে একটু কম খায় সুতরাং আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বেশি করতে পারেন।

★*আপনার চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন ।

★*এইভাবে একবার করে দেখুন আশা করি ভালো হবে

৫.....--->>>চিকেন ফ্রাইড রাইস>>হাড় ছাড়া মাংস কিমা করে নিতে হবে।
৪. পেঁয়াজ - ৩টি (বড়)
৫. কাঁচা মরিচ - ৬ বা ৭ টি
৬. ক্যাপসিকাম -১ টি(লাল ও হলুদ হাফ হাফ মিলে একটি)
৭. গাজর - ১ টি
৮. পেয়াজের কালি বা পাতা - হাফ কাপ বা ২৫ গ্রাম।
--->>>৪ নং থেকে ৮নং উপাদান গুলো কুচি কুচি করে কেটে নিতে হবে।
৯. মটরশুটি - ১০০ গ্রাম।
১০. হলুদ গুঁড়ো - হাফ চা চামচ
১১. জিরা গুড়া - হাফ চা চামচ
১২. লাল মরিচ গুড়া/চিলি ফ্লেক্স - হাফ চা চামচ।
১৩. আদা বাটা/গুড়া - ২ চা চামচ
১৪. রসুন কুচি বা পেস্ট - ২ চা চামচ
-->>>এলাচ - ৫টি, লং - ৫ টি, দারুচিনি ৩ টুকরা
১৫. তেল - ১ কাপ
১৬. লবন পরিমাণমতো

--->>মিক্সড সস বানানোঃ
★ ২ টেবিল চামচ সয়াসস।
★ ২ টেবিল চামচ টমেটো সস।
★ ১ টেবিল চামচ চিলি সস।
★ ১ চা চামচ চিনি
--->>>এবার সয়াসস, টমেটো সস, সয়া সস ও চিনি মিশিয়ে একটি বাটিতে মিক্স সস বানিয়ে ফেলুন। সয়াসসে লবন থাকে সেজন্য পরবর্তীতে লবন ব্যবহার করার সময় সতর্ক হতে হবে।

প্রস্তুত প্রনালী ঃ
★প্রথমে চাল ধুয়ে পানি দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।

★এবার মাংসের কিমাগুলো পরিষ্কার করে সামান্য লবন ,হলুদ ও কয়েক চামচ মিক্স সস মাখিয়ে মেরিনেট করে ৩০ মিনিট রাখুন।

★ এবার ভেজানো চাল এর পানি ঝরিয়ে রাখুন।
তারপর ভাত রান্নার জন্য প্রয়োজন মতো পানি নিয়ে গরম করুন। পানি ফুটতে শুরু করলে তার মধ্যে ১ চা চামচ তেল দিয়ে চাল দিয়ে দিন।

★ ভাত হয়ে আসলে তারমধ্যে সামান্য লবন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। ভাত একটু শক্ত থাকতে নামান।

★ এবার কড়াইতে তেল দিন। তেল গরম হলে মেরিনেট করা চিকেন গুলো ভালো করে ভেজে নিন। চিকেন গুলো যেন সেদ্ধ হয় তা খেয়াল রাখবেন। চিকেন ভাজার সময় আঁচ কমিয়ে রাখুন।

★ তারপর চুলায় আর একটি কড়াই বসিয়ে তেল দিন। তেল গরম হলে জিরা ,এলাচ, লবঙ্গ ,দারুচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন।পেঁয়াজ সামান্য ভাজা হলে সবজিগুলো -গাজর , মটরশুটি ,ক্যাপসিকাম দিয়ে নাড়তে থাকুন। সবজি ভাজার সময় স্বাদমতো লবন দিন। সবজি ভাজা হয়ে আসলে কাঁচা মরিচ কুচি ,আদা বাটা ,রসুন বাটা ,পেঁয়াজ পাতা কুচি দিয়ে নাড়তে থাকুন।

★আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তারমধ্যে ভেজে রাখা মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটি একটি পাত্রে তুলে রাখুন।

★ তারপর কড়াইতে আবার প্রয়োজন মতো তেল দিয়ে তারমধ্যে অল্প অল্প করে ভাত ও অল্প অল্প করে মিশ্রণটি দিয়ে নাড়ুন। এর মাঝেই লবন দেখে নিন। প্রয়োজন হলে স্বাদমতো লবন দিন। রান্নাটি সম্পূর্ণ হলে ওপর থেকে মিক্স সস ছড়িয়ে নাড়াচাড়া করুন।

★এবার আঁচ বন্ধ করে সম্পূর্ণ রান্নাটির উপর গুঁড়িয়ে রাখা মরিচ ছড়িয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট রাখুন। (ঝাল অপছন্দ করলে দেয়ার প্রয়োজন নেই ) এইভাবেই তৈরি হয়ে যাবে চিকেন ফ্রাইড রাইস।

ভুড়ি ভোজ - Vuri Bhoj

চা কীভাবে আবিষ্কৃত হয়েছিল? খ্রিস্টপূর্ব 2732 সালে রাজা শেন নুং চা আবিষ্কার করেছিলেন যখন একটি বন্য গাছের পাতা ফুটন্ত জলে...
17/10/2024

চা কীভাবে আবিষ্কৃত হয়েছিল?

খ্রিস্টপূর্ব 2732 সালে রাজা শেন নুং চা আবিষ্কার করেছিলেন যখন একটি বন্য গাছের পাতা ফুটন্ত জলের পাত্রে উড়ে গিয়ে পড়ে এবং তারপরে জল তার রঙ-গন্ধ উভয়ই পরিবর্তন করে। এসময় রাজা এর নাম দেন চা, এই চীনা অক্ষরের অর্থ হল ‘খোঁজা’।

ভুড়ি ভোজ - Vuri Bhoj

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন 💻 সামনে খুবই খারাপ সময় আসছে! মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ ...
15/10/2024

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন 💻 সামনে খুবই খারাপ সময় আসছে!

মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ টাকা, আগামী বছর সেটা ১০৯ টাকার বেশি হবে। আয় কমছে খরচ বাড়ছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা আর দুর্ভিক্ষ হয়ত আসছে। অনেক বেশি ঘুরতে যাওয়া, হরহামেশাই দামি কাপড় কেনা, নিয়মিত রেস্টুরেন্টে খাওয়া কমাতে হবে। অযথা যেসব খরচ না করলেও পারা যায় সেগুলো বাদ দিতে হবে।

ইনকামকে তিন ভাগে ভাগ করতে পারেন। এক. ৫০% পরিবারের খরচ, দুই. ২০% পরিবারের বাইরের জরুরি খরচ, তিন. ৩০% সঞ্চয় এবং ব্যাংকে না রেখে ইনভেস্টমেন্ট। তিন নম্বরটা পরে ব্যাখ্যা করছি।

অভিজ্ঞতা থেকে বলছি, অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ অনেক সমস্যায় ফেলবে আপনাকে। আর্থিক সমস্যা না হলেও অতিরিক্ত খরচের অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে। বেশ কয়েক বছর আমার প্রতি মাসে ক্রেডিট কার্ডে ১৫-২৫ হাজার টাকা শুধু রেস্টুরেন্টের বিল এসছে। আমার সাথে যারা চলেছে তারা জানে। এটা যে কত বাজে একটা অভ্যাস আমি বুঝেছি।

এখন আমি একটা পলিসি মেনে চলি। আমার খরচের নতুন কোন খাত তৈরি হওয়ার চান্স থাকলে সেই খরচের জন্য এক্সট্রা আরেকটা ইনকাম সোর্স তৈরির চেষ্টা করি। না পারলে ঐ খরচ এভয়েড করি। এক্সিস্টিং ইনকাম থেকে নতুন কিছুতে খরচ করা বোকামি। আমাকে অনেকে বলে গাড়ি কেনেন না কেন? একটা গাড়ি মানে মাসে লক্ষ টাকা খরচ। সেই খরচের জন্য বাড়তি এক লক্ষ টাকা ইনকামের পথ তৈরি করেই তারপর গাড়ি কেনা যৌক্তিক, নাহয় গাড়ি আর হাতি পোষা এক জিনিস।

সঞ্চয় আর ইনভেস্টমেন্টের কথা বলছিলাম। বাংলাদেশে সর্বোচ্চ ব্যাংক ইন্টারেস্ট ৭%, আর মুদ্রাস্ফীতি ৯%। অর্থাৎ ব্যাংক আপনাকে যা দিবে তা জিনিসের মূল্য বৃদ্ধির চেয়েও কম। তাই ইনভেস্ট করার চেষ্টা করুন। হালাল এবং প্রফিট মুদ্রাস্ফিতির চেয়ে কয়েক % বেশিই হবে এটা নিশ্চিত। টাকা জমিয়ে রাখলে দিন শেষে কমে।

আগামী দিন গুলোতে টিকে থাকতে হলে হিসেবি হোন, হিসেবি মানেই কৃপণতা নয়।

সানজিদুল আলম সিবান

ভুড়ি ভোজ - Vuri Bhoj

রেসিপি :- চিকেন শর্মা 🍗🌯উপকরণ :-হাড় ছাড়া চিকেন- ৮ পিসদই-১/৪ কাপভেজিটেবিল অয়েল-১ টেবিল চামচলবন ও গোলমরিচ-স্বাদমতোধনেগুঁ...
14/10/2024

রেসিপি :- চিকেন শর্মা 🍗🌯

উপকরণ :-
হাড় ছাড়া চিকেন- ৮ পিস
দই-১/৪ কাপ
ভেজিটেবিল অয়েল-১ টেবিল চামচ
লবন ও গোলমরিচ-স্বাদমতো
ধনেগুঁড়ো-১/৪ চা চামচ

সসের জন্য-
সস ১/২ কাপ
দই-১/৪ কাপ
রসুন থেঁতো-১/২ চা চামচ
লেবুর রস-২ টেবিল চামচ
অলিভ অয়েল-১ টেবিল চামচ
পার্সলে কুচি-১ টেবিল চামচ
লবন ও গোলমরিচ-স্বাদমতো

প্লেটিংয়ের জন্য-
টমেটো-৪টে মাঝারি সাইজ পাতলা স্লাইস করা
পেঁয়াজ স্লাইস-১/২ কাপ
কুচনো লেটুস-৪ কাপ
আটার রুটি-৮টা

প্রণালী :-
একটা কাঁচের বেকিং ডিশে ১/৪ কাপ দই, ভেজিটেবিল অয়েল, এলাচ গুঁড়ো, নুন ও গোলমরিচের মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণের ওপর চিকেনের টুকরো রেখে ম্যারিনেড করে ফ্রিজে ৪ ঘণ্টা রেখে দিন।
ওভেন ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। একটা ছোট বাটিতে সস , ১/৪ কাপ দই, রসুন, লেবুর রস, অলিভ অয়েল, পার্সলে, লবন ও গোলমরিচ মিশিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিন। এবার ম্যারিনেড করা চিকেন ঢাকনা দিয়ে ৩০ মিনিট বেক করুন। মাঝে একবার উল্টে দেবেন। এরপর ঢাকনা খুলে ৫ থেকে ১০ মিনিট বেক করুন যতক্ষণ না হালকা বাদামি হচ্ছে।
এবার চিকেন বেকিং ডিশ থেকে বের করে স্লাইস করে নিন। রুটির ওপর চিকেন, টমেটো, পেঁয়াজ ও লেটুস দিয়ে রোল করে ওপরে তাহিনি সস দিয়ে গরম পরিবেশন করুন।

ভুড়ি ভোজ - Vuri Bhoj

আসসালামু আলাইকুম। আমাদের পেইজে সকল কে স্বাগতম। শুধুমাত্র বাছাইকৃত সেরা ও মোটা ভুরি টাই আমরা প্রসেস করে রান্না করে দেই। ব...
12/10/2024

আসসালামু আলাইকুম। আমাদের পেইজে সকল কে স্বাগতম।
শুধুমাত্র বাছাইকৃত সেরা ও মোটা ভুরি টাই আমরা প্রসেস করে রান্না করে দেই। বাজার থেকে কিনে এনে প্রসেস করলে অর্ধেক এর ও কম টিকে এই ভুরি (যেমন ৫ কেজি ৭৭০ গ্রাম ভুরি এনে পরিষ্কার করে প্রসেস করার পর ২কেজি ৫৭০ গ্রাম টিকে) । তাই সেরা টা খেতে চাইলে দাম টা একটু বেশিই পড়ে। অন্যদের সাথে প্রাইসিং তুলনা করলে আমরা হয়তো আপনাকে বুঝিয়ে দিতে পারবো কিভাবে দেয় তারা,কিন্তু প্রাইস কম দেখে কিনে খেলে সেই স্বাদ টা পাবেন না। এবার আসুন একটু ক্লিয়ার করি কিভাবে তারা কমে দিচ্ছে;
গরুর ভুরি বলে খাসির ভুরি দেওয়া হয়।
খাসির ভুরি মিক্স করা হয়,যাতে গড় পরতা অনেক কমে যায় দাম।
পাতলা অংশ টা ফেলে না দিয়ে মিক্স করে দেয়া হয়, যাতে পরিমাণে বেড়ে যায়।
চুসতা মিক্স করা হয়।
রান্নার পর ঝোলের পরিমাণ টা বেশি রেখে বিক্রি করা হয়।
রেডি টু কুক ভুরিতে পানিতে ভিজিয়ে প্যাকিং করে ওজন বাড়ানো হয়।
আমরা বলবো না সবাই এই কাজ করছে,তবে সততার সাথে ব্যাবসা করতে গেলে লভ্যাংশ অনেক কমে যায়। যা সবার জন্য এফোর্ট করা পসিবল না। কারন সবাই জানে ভুরি প্রসেসিং কতটা ঝামেলার। যাইহোক আমাদের ধর্মে ব্যাবসা কে করা হয়েছে হালাল। এবং নির্দিষ্ট করে বলা হয়েছে লাভের পরিমাণ যাতে অতিরিক্ত কখনোই না হয়।
ইন শা আল্লাহ আমরা চেষ্টা করবো হালাল উপায়ে সততার সাথে ব্যাবসা পরিচালনা করতে। আপনাদের ভালোবাসা ও দোয়া থাকলে অবশ্যই সেটা সম্ভব ইন শা আল্লাহ।
জাজাকাল্লাহ খাইরান।

ভুড়ি ভোজ - Vuri Bhoj

গরুর ভুঁড়ি খেতে কে না পছন্দ করেন। বিশেষ করে গরুর বট ভুনার স্বাদ সবার মুখেই লেগে থাকে। শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের বিভ...
12/10/2024

গরুর ভুঁড়ি খেতে কে না পছন্দ করেন। বিশেষ করে গরুর বট ভুনার স্বাদ সবার মুখেই লেগে থাকে। শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের বিভিন্ন স্থানেও বিভিন্ন প্রাণীর বট বেশ জনপ্রিয়। এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার কিছু অংশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে গরু-খাসি’সহ বিভিন্ন প্রাণীর ভুঁড়ি আছে।
বিজ্ঞানীদের মতে, গরু-খাসির ভুঁড়ি পরিমিত খেলে শারীরে মেলে অনেক পুষ্টিগুণ। এতে থাকে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, নিয়াসিন, কোলিন, জিংকসহ সেলেনিয়াম।
গবেষণায় দেখা গেছে, সেলেনিয়াম শরীরের সংকেত ও প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। খাদ্যতালিকায় পর্যাপ্ত সেলেনিয়াম রাখলে হৃদরোগ, বন্ধ্যাত্ব ও আর্থ্রাইটিসের ঝুঁকি কমানো যায়।

গরুর ভুঁড়ি ভুনার রেসিপি

উপকরণ

১. ভুড়ি দেড় কেজি
২. তেল পৌনে ১ কাপ
৩. পেঁয়াজ ২ কাপ
৪. আদা/রসুন বাটা ২ টেবিল চামচ
৫. গরম মশলার গুঁড়ো ১ চা চামচ
৬. হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ
৭. মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ
৮. ধনে গুঁড়ো ১ টেবিল চামচ
৯. জিরা গুঁড়ো ১ টেবিল চামচ
১০. শুকনো বা কাঁচা মরিচ ৪-৫টি
১১. পানি ২ কাপ
১২. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে গরুর ভুড়ি ভালো করে ধুয়ে নিন। তারপর একটি প্যানে তেল গরম করে নিতে হবে। মাঝারি আঁচে পেঁয়াজ, আদা-রসুন বাটা দিয়ে সামান্য কষিয়ে নিন।

তারপর একটু পানি দিয়ে নেড়ে একেক করে সব গুঁড়ো মশলাসহ লবণ মিশিয়ে নিন। তারপর ভালো করে নেড়ে হালকা আঁচে ঢেকে কষিয়ে নিতে হবে।

মশলা ভালো করে কষানো হলে, এর মাঝে পরিষ্কার করে রাখা বট বা ভুড়ি দিয়ে ৫-৬ মিনিট বারবার নেড়েচেড়ে কষিয়ে নিন। এরপর ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে ডেকে রান্না করুন।

কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। পানি শুকিয়ে গেলে টালা জিড়া গুঁড়ো ও সামান্য গরম মশলার গুঁড়ো উপরে ছড়িয়ে ভালো করে নেড়ে নিন।

যদি আপনি ভুড়ি ভুনায় সামান্য ঝোল বা গ্রেভি রাখতে চান তাহলে এ পর্যায়ে সামান্য গরম পানি মিশিয়ে দিন। ৫ মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে থাকুন।

আর যদি ভাজা ভাজ করতে চান; তাহলে চুলার আঁচ কমিয়ে আরও ৭-৮ মিনিট ভেজে নিন। এ পর্যায়ে দেখবে ভুড়ি ভুনা অনেকটা কালো হতে শুরু করেছে।

তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ভুড়ি ভুনা। ভাত, রুটি, পরোটা দিয়ে দারুন মানিয়ে যায় মুখোরোচক এই পদটি।



গরুর ভুঁড়িতে আছে যত স্বাস্থ্য উপকারিতা-

হাড় ও পেশি শক্তিশালী করে

ভুঁড়ি চর্বিহীন প্রোটিনের একটি চমৎকার উৎস। এটি আপনার পেট দীর্ঘক্ষণ ভরা রাখে। এমনকি শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতে ও পেশি তৈরিতে সাহায্য করে। তিন-আউন্স সমপরিমাণ রান্না করা গরুর ভুঁড়িতে থাকে ১০ গ্রাম প্রোটিন, যা দৈনিক গড় চাহিদার প্রায় ২০ শতাংশ।

অ্যানিমিয়া প্রতিরোধ করে

গরুর ভুঁড়িতে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ থাকে, যা রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে। শরীরে রক্তাল্পতা হলে অঙ্গগুলোতে অক্সিজেন পরিবহনের জন্য পর্যাপ্ত লোহিত রক্তকণিকা থাকে না।

এর ফলে দুর্বলতা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, ভিটামিন বি-১২ আছে এমন খাবার গ্রহণের মাধ্যমে এ সমস্যা রোধ করা যায়।


ওজন কমায়

উচ্চ প্রোটিনযুক্ত খাবার ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে ওজন কমানো ও নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। প্রণীজ প্রোটিনের তুলনায় গরু-খাসির ভুঁটিতে ক্যালোরি ও চর্বি কম থাকে। ফলে ওজন কমে দ্রুত।


অপকারিতাও আছে

গরুর ভুঁড়ি পরিমিত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে অতিরিক্ত খেলে নানা সমস্যা দেখা দিতে পারে। যার মধ্যে উচ্চ কোলেস্টেরলের সমস্যা অন্যতম। অন্যান্য কাটা মাংসের তুলনায় গরুর ভুঁড়িতে কোলেস্টেরল বেশি থাকে।

তিন-আউন্স পরিবেশনে ১০৮ মিলিগ্রাম পর্যন্ত কোলেস্টেরল থাকতে পারে। তাই আপনার যদি উচ্চ কোলেস্টেরল থাকে, তাহলে ডায়েটে এই খাবার রাখার আগে ডাক্তারের পরামর্শ নিন।

এছাড়া গরুর ভুঁড়ি অনেকটাই রাবারি টেক্সচারের হওয়ায় মুখে নিয়ে বেশিক্ষণ চিবিয়ে খেতে হয়। ফলে যাদের মুখের ভেতরে বা দাঁতের সমস্যা আছে, তাদের মুখের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এই খাবার।

ভুড়ি ভোজ - Vuri Bhoj

12/10/2024
ভুরি ভুনা 🍲গরুর ভুরি আমাদের সবারই কম বেশি পছন্দ। কিন্তু ভুরি পরিষ্কার করা কষ্টসাধ্য হওয়ায় আমাদের অনেকেরই পছন্দের এই খাবা...
12/10/2024

ভুরি ভুনা 🍲

গরুর ভুরি আমাদের সবারই কম বেশি পছন্দ। কিন্তু ভুরি পরিষ্কার করা কষ্টসাধ্য হওয়ায় আমাদের অনেকেরই পছন্দের এই খাবারটি খাওয়া হয় না। আর তাই আমরা নিয়ে এলাম একদম ফ্রেশ হাইজিন মেইনটেইন করে রান্না করা ভুরি ভুনা। একটা ক্লিক করে অর্ডার করে ফেলুন এখনি।

সম্পূর্ণ মোটা ভুরি দেয়া হবে। রান্নার পরে ১ কেজি ওজন করা হয়। প্রাকৃতিক শাহী মসলা দিয়ে তৈরী, তাই স্বাদে ও মানে অনন্য।

অর্ডার কনফার্ম হওয়ার পর ই প্রসেসিং করে রান্না করা হবে। তাই একদিন আগে কনফার্ম করতে হবে।
**শুধুমাত্র সাভারের মধ্য ডেলিভারি করা হয়।**(ডেলিভারি চার্জ প্রযোজ্য)

অর্ডার করতে ইনবক্স করুন 📩
অথবা কল করুন 01977-836121

ভুড়ি ভোজ - Vuri Bhoj

ফুলকপি, টমেটো,আলু, শিম,ধনিয়াপাতা, মাছ দিয়ে এক পাতিল তরকারি রান্নার দিন আসিতেছে!!😋এসব রান্না কে কে পছন্দ করেন🥰অনেকে তো শী...
11/10/2024

ফুলকপি, টমেটো,আলু, শিম,ধনিয়াপাতা, মাছ দিয়ে এক পাতিল তরকারি রান্নার দিন আসিতেছে!!😋
এসব রান্না কে কে পছন্দ করেন🥰
অনেকে তো শীতকালের অপেক্ষায় থাকে এসব রান্না খাওয়ার জন্য 😍
ভুড়ি ভোজ - Vuri Bhoj

✍️ঘি শুধু বিভিন্ন খাবারের স্বাদই বৃদ্ধি করেনা ঘি এর আলাদা বহু স্বাস্থ্য উপকারিতাও আছে-✍️ঘি হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা কর...
11/10/2024

✍️ঘি শুধু বিভিন্ন খাবারের স্বাদই বৃদ্ধি করেনা ঘি এর আলাদা বহু স্বাস্থ্য উপকারিতাও আছে-

✍️ঘি হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
✍️এটি কোষ্ঠকাঠিন্য সমস্যা চিরতরে দূর করে।
✍️ত্বকের সতেজতা বজায় রাখে।
✍️রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
✍️দেহের প্রতিটি কোষের কার্যকারিতা বৃদ্ধি করে।
✍️মস্তিষ্কের কোষ সক্রিয় রাখে।
✍️জয়েন্টে ব্যথা বা আর্থাইটিস সমস্যা দূর করে।
✍️ওজন কমাতে সাহায্য করে।

✍️✍️শিশুদের খাবারে কেন ঘি যোগ করবেন❓

আপনার শিশুর খাদ্যে ঘি যোগ করা মানে সংক্রমণ এবং রোগের সূত্রপাত রোধ করা। ঘি ভিটামিনে থাকা দ্রবণীয় চর্বি শোষণ করতে সাহায্য করে। যদি খাবারে ঘি যোগ করা হয় তবে শিশু সহজে ভিটামিন এ, ডি, ই এবং কে শোষণ করতে পারে। এই ভিটামিন পরিপূর্ণ শোষণের ফলে শিশুর হেলদি গ্রোথ ডেভেলপমেন্টের পাশাপাশি ইমিউন সিস্টেমকে বুস্ট করে ঘি।

ভুড়ি ভোজ - Vuri Bhoj

Join our instagram
11/10/2024

Join our instagram

Address

Badda Vatpara
Savar
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভুড়ি ভোজ - Vuri Bhoj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Caterers in Savar

Show All