R I SUNNY

R I SUNNY Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from R I SUNNY, Party Entertainment Service, Sylhet, Sylhet.

20/10/2023

ইউরোপ সবার জন্য না-!

বাংলাদেশে যাদের বেতন ৫০ হাজার+ অথবা মধ্যপ্রাচ্যে যাদের মোটামুটি ভাল একটা বেতন আছে,তাদের যদি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মানসিক এবং শারিরীক সামর্থ্য না থাকে তাহলে তাদের জন্য ইউরোপ না।

ফ্রান্স বা ইতালি এসে আপনার কাগজ হতে হতে, ২-৬ বছর লাগতে পারে, এমনো লোক আছে ৭/৮ বছরেও হয়নি। আমার দেখা আবার বিশেষ শ্রেণির মানুষ আছে যারা এই দেশে এসে বিভিন্ন অপরাধে জড়িত হয়ে ১৫/১৬ বছর যাদের কাগজ হবার কোন নাম নেই।

এই সময়ের মধ্যে দেশে না যাওয়া এবং এখানে যে কোনো পরিস্তিতে মানিয়ে নেয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। অনেকেই আজ মানসিক রোগী। ইতালির/ফ্রান্সে বিভিন্ন রাস্তায় এবং পার্কে অসংখ্য মানুষ রাত্রী যাপন করে,গরমের সময় যেমনি হোক শীতকালে তাদের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়।

ফ্রান্স বা ইতালি এসে এজাইল মারবেন আর ফ্রি ফ্রি খাবেন সেই আশা ও করবেন না,কেইস পায় হাজারে ২ জন আর কেইস ফাইল এখন দ্রুত নিষ্পত্তি হয়ে আপনি অবৈধ হয়ে যাবেন দ্রুতই!
বাংলাদেশের মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হচ্ছে ইউরোপ আসলেই সরকার টাকা দে,ঘর দে,কাগজ দে,চিকিৎসা দে,বাচ্চা হলে শুধু টাকা আর টাকা দে,ভাইরে ভাই এইগুলা স্বপ্নেই সম্ভব বাস্তবে না,আসেন,এসে দেখে যান কি দে আর কতদিন দে,পরে বুঝবেন!ইউরোপের আসল খেলাটা!
আজকে ফ্রান্স বা ইতালি এসে যাদের বাড়ি গাড়ি দেখছেন এগুলা অর্জনের পিছনে তাদের কত বছরের শ্রম ধৈর্য আত্মত্যাগ এবং নিরলস সাধনা ছিল সেটা নিজ দায়িত্বে জেনে নিবেন!

আপনার কাগজ না থাকার কারনে নিজ দেশী সহ অন্যান্য ব্যবসায়ীরা আপনার উপর ফায়দা তুলবে। সপ্তাহে ৭ দিনে ১৪ ঘন্টা কাজ করিয়ে স্যালারি দিবে ৬০০/৭০০ ইউরো।

ফ্রান্স/ইতালিতে একা একজন মানুষের মাসে ৩০০ থেকে ৪০০ ইউরো থাকা খাওয়ার খরচ লাগে এবং কাজ না থাকলেও আপনাকে সেটা বহন করতে হবে যা বাংলাদেশী টাকায় 40 থেকে 50 হাজার টাকার মতো। ইতালি/ফ্রান্সে মানুষের জীবন যাত্রা অনেক ব্যয়বহুল হওয়াতে কেউই আপনাকে ফ্রি ফ্রি তার কাছে রাখবে না বা খাওয়াবে না আর এটা সম্ভব ও না।তাই এখানে এসে পরিচিত কোনো আত্মীয়ের বাসায় থাকবেন সেই আশা ও করবেন না,এতে দুঃখিত হবার কিছুই নেই,এটা খুব স্বাভাবিক এবং এটাই বাস্তবতা।কারণ এখানেই প্রতি মিনিটে মিনিটে টাকার হিসাবে চলতে হয়,পানি কারেন্ট সব কিছুই যত ব্যবহার বেশি হবে ততই বিল বেশি আসবে,এই শহরে মানুষকে অনেক হিসাব করে চলতে হয়,কারণ 2500-3000 ইউরো নেট স্যালারী বাংলাদেশী টাকায় 3-4 লাখ টাকা দিয়ে ও একটা পরিবারের মানুষের মধ্যবিত্ত জীবন চলে,সেখানে অতিরিক্ত যে কেউই বোঝা হয়ে যায়।এটা বাংলাদেশ না যে এখানে কেউ আতিথিয়তায় আপনার মন রক্ষা করতে চাইবে এবং সেটাই বরং অনেক স্বাভাবিক!

তবে আপনারা যদি ইউরোপের কোনো দেশে ভালো কোনো জায়গায় ওয়ার্ক পার্মিট পান দয়াকরে পালিয়ে ফ্রান্স বা ইতালি আসবেন না। যেখানে আসবেন সেখানে কয়েকবছর থাকলে আপনার নিজের জন্যই ভালো হবে।

আইফেল টাওয়ারের সাথে একটা চকমকে সেলফি আর বাস্তবতা অনেক আলাদা।অনেকেই ইউরোপের রঙ্গিন ছবির প্রেমে মগ্ন,রঙ্গির ছবির পেছনের গল্পটা কেউ দেখেনা।

হয়তো স্যালারি কম হবে তবে মানসিক ভাবে ভালো থাকবেন। ২/৪ বছর পর ফ্রান্স ইতালি থেকে ভালো থাকবেন। (বাস্তব দেখা)।

এখন অনেকেই আছেন যারা আমার লিখার সাথে একমত হতে পারবেন না, আমি আমার একান্তই ব্যক্তিগত মতামত দিলাম। আশাকরি আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন।

যাদের কোন পিছু টান নাই,বাবার প্রচুর টাকা,ইউরোপে স্থায়ী বসবাস করতে চান,তাদের জন্য বিষয় ভিন্ন,তারা বছর বসে খেলেও সমস্যা নাই,কারন তাদের প্রচুর টাকা আছে,তারা উন্নত জিবন চাই।

আবার যাদের ইউরোপের বিভিন্ন দেশে একান্ত ঘনিষ্ট পারিবারিক মানুষ আছে,তাকে সাহায্য করার মতো সুযোগ সুবিধা আছে,তাদের জন্য বাস্তবতা আবার ভিন্ন।

সংগ্রহীত




03/09/2023

জমিনের বিভিন্ন কাগজ ও দলিল সম্পর্কে সকলের জেনে রাখা দরকার।

= ''খতিয়ান'' কি?
= ''সি এস খতিয়ান'' কি?
= ''এস এ খতিয়ান'' কি?
= ''আর এস খতিয়ান'' কি?
= ''বি এস খতিয়ান'' কি?
=“দলিল” কাকে বলে?
=“খানাপুরি” কাকে বলে?
= ''নামজারি'' কাকে বলে ?
=“তফসিল” কাকে বলে?
=“দাগ” নাম্বার/''কিত্তা'' কাকে বলে?
= “ছুটা দাগ” কাকে বলে?
= ''পর্চা'' কাকে বলে ?
= ''চিটা'' কাকে বলে ?
= ''দখলনামা'' কাকে বলে ?
= “খাজনা” ককে বলে?
= ''বয়নামা'' কাকে বলে ?
= ''জমাবন্দি'' কাকে বলে ?
= ''দাখিলা'' কাকে বলে ?
= ''DCR'' কাকে বলে ?
=“কবুলিয়ত” কাকে বলে ?
= “ফারায়েজ” কাকে বলে?
= “ওয়ারিশ” কাকে বলে?
= ''হুকুমনামা'' কাকে বলে ?
= ''জমা খারিজ'' কাকে বলে ?
= ''মৌজা'' কি/ কাকে বলে ?
= “আমিন” কাকে বলে?
= “কিস্তোয়ার” কাকে বলে?
= “সিকস্তি” কাকে বলে ?
= “পয়ন্তি” কাকে বলে?
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
=খতিয়ানঃ
মৌজা ভিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের ভূ-সম্পত্তির বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্ত্তত করা হয় তাকে খতিয়ান বলে। এতে ভূমধ্যাধিকারীর নাম ও প্রজার নাম, জমির দাগ নং, পরিমাণ, প্রকৃতি, খাজনার হার ইত্যাদি লিপিবদ্ধ থাকে। আমাদের দেশে বিভিন্ন ধরনের খতিয়ানের উপস্থিতি লক্ষ্য করা যায়। তন্মধ্যে সিএস, এসএ এবং আরএস উল্লেখযোগ্য। ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে “থতিয়ান” বলে। খতিয়ান প্রস্তত করা হয় মৌজা ভিত্তিক।
= সি এস খতিয়ানঃ
১৯১০-২০ সনের মধ্যে সরকারি আমিনগণ প্রতিটি ভূমিখণ্ড পরিমাপ করে উহার আয়তন, অবস্থান ও ব্যবহারের প্রকৃতি নির্দেশক মৌজা নকশা এবং প্রতিটি ভূমিখন্ডের মালিক দখলকারের বিররণ সংবলিত যে খতিয়ান তৈরি করেন সিএস খতিয়ান নামে পরিচিত।
=এস এ খতিয়ানঃ
১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাসের পর সরকার জমিদারি অধিগ্রহণ করেন। তৎপর সরকারি জরিপ কর্মচারীরা সরেজমিনে মাঠে না গিয়ে সিএস খতিয়ান সংশোধন করে যে খতিয়ান প্রস্তুত করেন তা এসএ খতিয়ান নামে পরিচিত। কোনো অঞ্চলে এ খতিয়ান আর এস খতিয়ান নামেও পরিচিত। বাংলা ১৩৬২ সালে এই খতিয়ান প্রস্তুত হয় বলে বেশির ভাগ মানুষের কাছে এসএ খতিয়ান ৬২র
খতিয়ান নামেও পরিচিত।
= আর এস খতিয়ানঃ
একবার জরিপ হওয়ার পর তাতে উল্লেখিত ভুলত্রুটি সংশোধনের জন্য পরবর্তীতে যে জরিপ করা হয় তা আরএস খতিয়ান নামে পরিচিত। দেখা যায় যে, এসএ জরিপের আলোকে প্রস্তুতকৃত খতিয়ান প্রস্তুতের সময় জরিপ কর্মচারীরা সরেজমিনে তদন্ত করেনি। তাতে অনেক ত্রুটি-বিচ্যুতি রয়ে গেছে। ওই ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য সরকার দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে ভূমি মাপ-ঝোঁক করে পুনরায় খতিয়ান প্রস্তুত করার উদ্যোগ নিয়েছেন। এই খতিয়ান আরএস খতিয়ান নামে পরিচিত। সারাদেশে এখন পর্যন্ত তা সমাপ্ত না হলেও অনেক জেলাতেই আরএস খতিয়ান চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে।
সরকারি আমিনরা মাঠে গিয়ে সরেজমিনে জমি মাপামাপি করে এই খতিয়ান প্রস্তুত করেন বলে তাতে ভুলত্রুটি কম লক্ষ্য করা যায়। বাংলাদেশের অনেক এলাকায় এই খতিয়ান বি এস খতিয়ান নামেও পরিচিত।
= বি এস খতিয়ানঃ
সর্ব শেষ এই জরিপ ১৯৯০ সা পরিচালিত হয়। ঢাকা অঞ্চলে মহানগর জরিপ হিসাবেও পরিচিত।
= “দলিল” কাকে বলে?
যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন সাধারন ভাবেতাকে দলিল বলে।
= “খানাপুরি” কাকে বলে?
জরিপের সময় মৌজা নক্সা প্রস্তুত করার পর খতিয়ান প্রস্তুতকালে খতিয়ান ফর্মের প্রত্যেকটি কলাম জরিপ কর্মচারী কর্তৃক পূরন করার প্রক্রিয়াকে খানাপুরি বলে।
= নামজারি কাকে বলে ?
ক্রয়সূত্রে/উত্তরাধিকার সূত্রে অথবা যেকোন সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারী বলা হয়।
= “তফসিল” কাকে বলে?
জমির পরিচয় বহন করে এমন বিস্তারিত বিবরণকে “তফসিল” বলে। তফসিলে, মৌজার নাম, নাম্বার, খতিয়ার নাম্বার, দাগ নাম্বার, জমির চৌহদ্দি, জমির পরিমাণ সহ ইত্যাদি তথ্য সন্নিবেশ থাকে।
= “দাগ” নাম্বার কাকে বলে? / কিত্তা কি ?
দাগ শব্দের অর্থ ভূমিখ-। ভূমির ভাগ বা অংশ বা পরিমাপ করা হয়েছে এবং যে সময়ে পরিমাপ করা হয়েছিল সেই সময়ে ক্রম অনুসারে প্রদত্ত ওই পরিমাপ সম্পর্কিত নম্বর বা চিহ্ন।
যখন জরিপ ম্যাপ প্রস্তুত করা হয় তখন মৌজা নক্সায় ভূমির সীমানা চিহ্নিত বা সনাক্ত করার লক্ষ্যে প্রত্যেকটি ভূমি খন্ডকে আলাদা আলাদ নাম্বার দেয়া হয়। আর এই নাম্বারকে দাগ নাম্বার বলে। একেক দাগ নাম্বারে বিভিন্ন পরিমাণ ভূমি থাকতে পারে। মূলত, দাগ নাম্বার অনুসারে একটি মৌজার অধীনে ভূমি মালিকের সীমানা খূটিঁ বা আইল দিয়ে সরেজমিন প্রর্দশন করা হয়। দাগকে কোথাও কিত্তা বলা হয়।
= “ছুটা দাগ” কাকে বলে?
ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি এককে যে নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোন নাম্বার ভুলে বাদ পড়ে তাবে ছুটা দাগ বলে। আবার প্রাথমিক পর্যায়ে যদি দুটি দাগ একত্রিত করে নকশা পুন: সংশোধন করা হয় তখন যে দাগ নাম্বার বাদ যায় তাকেও ছুটা দাগ বলে।
= পর্চা কীঃ / “পর্চা” কাকে বলে?
ভূমি জরিপকালে চূড়ান্ত খতিয়ান প্রস্তত করার পূর্বে ভূমি মালিকদের নিকট খসড়া খতিয়ানের যে অনুলিপি ভুমি মালিকদের প্রদান করা করা হয় তাকে “মাঠ পর্চা” বলে। এই মাঠ পর্চা রেভিনিউ/রাজস্ব অফিসার কর্তৃক তসদিব বা সত্যায়ন হওয়ার পর যদি কারো কোন আপত্তি থাকে তাহলে তা শোনানির পর খতিয়ান চুড়ান্তভাবে প্রকাশ করা হয়। আর চুড়ান্ত খতিয়ানের অনুলিপিকে “পর্চা” বলে।
= চিটা কাকে বলে?
একটি ক্ষুদ্র ভূমির পরিমাণ, রকম ইত্যাদির পূর্ণ বিবরণ চিটা নামে পরিচিত। বাটোয়ারা মামলায় প্রাথমিক ডিক্রি দেয়ার পর তাকে ফাইনাল ডিক্রিতে পরিণত করার আগে অ্যাডভোকেট কমিশনার সরেজমিন জমি পরিমাপ করে প্রাথমিক ডিক্রি মতে সম্পত্তি এমনি করে পক্ষদের বুঝায়ে দেন। ওই সময় তিনি যে খসড়া ম্যাপ প্রস্তুত করেন তা চিটা বা চিটাদাগ নামে পরিচিত।
= দখলনামা কাকে বলে?
দখল হস্তান্তরের সনদপত্র। সার্টিফিকেট জারীর মাধ্যমে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি নিলাম খরিদ করে নিলে সরকার পক্ষ সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দেয়ার পর যে সনদপত্র প্রদান করেন তাকে দখলনামা বলে।
সরকারের লোক সরেজমিনে গিয়ে ঢোল পিটিয়ে, লাল নিশান উড়ায়ে বা বাঁশ গেড়ে দখল প্রদান করেন। কোনো ডিক্রিজারির ক্ষেত্রে কোনো সম্পত্তি নিলাম বিক্রয় হলে আদালত ওই সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দিয়ে যে সার্টিফিকেট প্রদান করেন তাকেও দখলনামা বলা হয়। যিনি সরকার অথবা আদালতের নিকট থেকে কোনো সম্পত্তির দখলনামা প্রাপ্ত হন, ধরে নিতে হবে যে, দখলনামা প্রাপ্ত ব্যক্তির সংশ্লিষ্ট সম্পত্তিতে দখল আছে।
= “খাজনা” ককে বলে?
সরকার বার্ষিক ভিত্তিতে যে প্রজার নিকট থেকে ভূমি ব্যবহারের জন্য যে কর আদায় করে তাকে খাজনা বলে।.
= বয়নামা কাকে বলে?
১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধির ২১ আদেশের ৯৪ নিয়ম অনুসারে কোনো স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় চূড়ান্ত হলে আদালত নিলাম ক্রেতাকে নিলামকৃত সম্পত্তির বিবরণ সংবলিত যে সনদ দেন তা বায়নামা নামে পরিচিত।
বায়নামায় নিলাম ক্রেতার নামসহ অন্যান্য তথ্যাবলি লিপিবদ্ধ থাকে। কোনো নিলাম বিক্রয় চূড়ান্ত হলে ক্রেতার অনুকূলে অবশ্যই বায়নামা দিতে হবে।
যে তারিখে নিলাম বিক্রয় চূড়ান্ত হয় বায়নামায় সে তারিখ উল্লেখ করতে হয়।
= জমাবন্দিঃ
জমিদারি আমলে জমিদার বা তালুকদারের সেরেস্তায় প্রজার নাম, জমি ও খাজনার বিবরণী লিপিবদ্ধ করার নিয়ম জমাবন্দি নামে পরিচিত। বর্তমানে তহশিল অফিসে অনুরূপ রেকর্ড রাখা হয় এবং তা জমাবন্দি নামে পরিচিত।
= দাখিলা কাকে বলে?
সরকার বা সম্পত্তির মালিককে খাজনা দিলে যে নির্দিষ্ট ফর্ম বা রশিদ ( ফর্ম নং১০৭৭) প্রদান করা হয় তা দাখিলা বা খাজনার রশিদ নামে পরিচিত।
দাখিলা কোনো স্বত্বের দলিল নয়, তবে তা দখল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করে।
= DCR কাকে বলে?
ভূমি কর ব্যতিত আন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফর্মে (ফর্ম নং ২২২) রশিদ দেওয়া হয় তাকে DCR বলে।
=“কবুলিয়ত” কাকে বলে?
সরকার কর্তৃক কৃষককে জমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব প্রজা কর্তৃক গ্রহণ করে খাজনা প্রদানের যে অঙ্গিকার পত্র দেওয়া হয় তাকে কবুলিয়ত বলে।
= “ফারায়েজ” কাকে বলে?
ইসলামি বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম ও প্রক্রিয়াকে ফারায়েজ বলে।
= “ওয়ারিশ” কাকে বলে?
ওয়ারিশ অর্থ উত্তরাধিকারী । ধর্মীয় বিধানের অনুয়ায়ী কোন ব্যক্তি উইল না করে মৃত্যু বরন করলেতার স্ত্রী, সন্তান বা নিকট আত্মীয়দের মধ্যে যারা তার রেখে যাওয়া সম্পত্তিতে মালিক হওয়ার যোগ্যতাসম্পন্ন এমন ব্যক্তি বা ব্যক্তিগণকে ওয়ারিশ বলে।
= হুকুমনামা কাকে বলে?
আমলনামা বা হুকুমনামা বলতে জমিদারের কাছ থেকে জমি বন্দোবস্ত নেয়ার পর প্রজার স্বত্ব দখল প্রমাণের দলিলকে বুঝায়। সংক্ষেপে বলতে গেলে জমিদার কর্তৃক প্রজার বরাবরে দেয়া জমির বন্দোবস্ত সংক্রান্ত নির্দেশপত্রই আমলনামা।
= জমা খারিজ কিঃ
জমা খারিজ অর্থ যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করা। প্রজার কোন জোতের কোন জমি হস্তান্তর বা বন্টনের কারনে মূল খতিয়ান থেকে কিছু জমি নিয়ে নুতন জোত বা খতিয়ান খোলাকে জমা খারিজ বলা হয়। অন্য কথায় মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে।
= “মৌজা” কাকে বলে?
CS জরিপ / ক্যাডষ্টাল জরিপ করা হয় তখন থানা ভিত্তিক এক বা একাধিক গ্রাম, ইউনিয়ন, পাড়া, মহল্লা অালাদা করে বিভিন্ন এককে ভাগ করে ক্রমিক নাম্বার দিয়ে চিহ্তি করা হয়েছে। আর বিভক্তকৃত এই প্রত্যেকটি একককে মৌজা বলে।। এক বা একাদিক গ্রাম বা পাড়া নিয়ে একটি মৌজা ঘঠিত হয়।
= “আমিন” কাকে বলে?
ভূমি জরিপের মাধ্যমে নক্সা ও খতিয়ান প্রস্তত ও ভূমি জরিপ কাজে নিজুক্ত কর্মচারীকে আমিন বলে।
= “কিস্তোয়ার” কাকে বলে?
ভূমি জরিপ কালে চতুর্ভুজ ও মোরব্বা প্রস্তত করার পর সিকমি লাইনে চেইন চালিয়ে সঠিকভাবে খন্ড খন্ড ভুমির বাস্তব ভৌগলিক চিত্র অঙ্কনের মাধ্যমে নকশা প্রস্তুতের পদ্ধতিকে কিস্তোয়ার বলে।
= “সিকস্তি” কাকে বলে?
নদী ভাংঙ্গনের ফলে যে জমি নদী গর্ভে বিলিন হয়ে যায় তাকে সিকন্তি বলে। সিকন্তি জমি যদি ৩০ বছরের মধ্যে স্বস্থানে পয়ন্তি হয় তাহলে সিকন্তি হওয়ার প্রাক্কালে যিনি ভূমি মালিক ছিলেন তিনি বা তাহার উত্তরাধিকারগন উক্ত জমির মালিকানা শর্ত সাপেক্ষ্যে প্রাপ্য হবেন।

= “পয়ন্তি” কাকে বলে?
নদী গর্ভ থেকে পলি মাটির চর পড়ে জমির সৃষ্টি হওয়াকে পয়ন্তি বলে।
--------------------------
আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের বসবাস উপযোগী বসতভিটা এবং চাষাবাদযোগ্য
জমিকে নির্ভেজাল রাখতে আপনি সচেতন হোন।
---------------------------
আপনি আপনার বন্ধুদের তথা আপনজনদেরকে উপরোক্ত আইনটি/ তথ্যটি জানাতে অগ্রহী হলে #শেয়ার করুন.
আইন জানুন, সচেতন হোন, সতর্ক থাকুন।
পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে একটিভ থাকুন,
...... ..... ...

মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপের  স্কোয়াডে  না রাখার প্রতিবাদে আগামী ১৬ আগস্ট বুধবার বিকাল ৩.০০টায়বিশাল মানববন্ধন কর্...
12/08/2023

মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপের স্কোয়াডে না রাখার প্রতিবাদে আগামী ১৬ আগস্ট বুধবার বিকাল ৩.০০টায়

বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। স্থান - ঢাকার
জাতীয় প্রেসক্লাব এর সামনে। সেইদিন সবাইকে আসার

অনুরোধ রইলো নিজ নিজ দায়িত্বে উপস্থিত থাকবেন ‌ক্রিকেটকে বাঁচাতে হলে এখনই সময় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।




16/06/2023

এমন গান গাইলায় রে বা কাটুস আলী ভাই সব গরম দিলাইছ এখন ফ্রান্স 😆😆



#সংগৃহীত

প্রিপেইড মিটারের আওতায় এসেছেন, সেহেতু যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃপ্রথম বার ১০০০ টাক...
20/05/2023

প্রিপেইড মিটারের আওতায় এসেছেন, সেহেতু যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ

প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ
১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা (প্রতি মাসে এক বার করে কাটবে)।

৩। মিটার ভাড়া ৪০ টাকা (প্রতি মাসে এক বার)।

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।

৫। সার্ভিস চার্জ ১০ টাকা (প্রতি মাসে একবার)।

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ
১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

#সংগৃহীত

16/05/2023

বাঁচতে হলে জানতে হবে। আসুন জানি।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের
পাসপোর্টধারীদের কোনো ভিসাই লাগবে
না এমন দেশগুলো হলো :
১. বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত)
২. বার্বাডোস (ছয় মাস)
৩. ডোমিনিকা (ছয় মাস)
৪. ফিজি (চার মাস)
৫. গাম্বিয়া (তিন মাস)
৬. গ্রানাডা (তিন মাস)
৭. হাইতি (তিন মাস)
৮. জ্যামাইকা
৯. লেসোথো (তিন মাস)
১০. মালাওয়ি (তিন মাস)
১১. মাইক্রোনেশিয়া (এক মাস)
১২. সেইন্ট কিটস অ্যান্ড নেভিস
১৩. সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য
গ্রানাডিনস (এক মাস)
১৪. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৫. ভানুয়াতু (এক মাস)
১৬. মন্টসেরাত (তিন মাস)
১৭. টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক
মাস)
১৮. ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক
মাস)
১৯. মাক্রোনেশিয়া (এক মাস)
২০. নিউয়ি (এক মাস)

বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা
ছাড়াই যেতে পারবেন, তবে সেখানে
পৌঁছে ভিসা করতে হবে এমন দেশগুলো
হলো:
১. ভুটান
২. বলিভিয়া (তিন মাসের ভিসা)
৩. কেপ ভার্দে
৪. কমোরোস
৫. গিনি বিসাউ (তিন মাস)
৬. মাদাগাস্কার (তিন মাস)
৭. মালদ্বীপ (এক মাস)
৮. মাওরিতানিয়া
৯. মোজাম্বিক (এক মাস)
১০. নেপাল (এক মাস)
১১. নিকারাগুয়া (তিন মাস)
১২. তিমরলেস্টে (এক মাস)
১৩. টোগো (সাত দিন)
১৪. তুভালু (এক মাস)
১৫. উগান্ডা
১৬. বুরুন্ডি
১৭. জিবুতি (এক মাস)
১৮. আজারবাইজান (এক মাস)
১৯. ম্যাকাউ (এক মাস)
বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা
লাগবে না তবে বিশেষ অনুমোদন লাগবে
এমন দেশগুলো হলো :
১. কিউবা (টুরিস্ট কার্ড জোগাড় করতে হবে,
মেয়াদ তিন মাস)
২. সামোয়া (ঢোকার অনুমতিপত্র থাকলেই
হলো, মেয়াদ দুই মাস)
৩. সেচেলেস (ভ্রমণের অনুমতিপত্র থাকতে
হবে, মেয়াদ এক মাস)
৪. সোমালিয়া (ওই দেশে থাকা কেউ
স্পন্সর করলে ভিসা পৌঁছেও করা যাবে,
যার মেয়াদ হবে এক মাস। তবে সোমালিয়া
পৌঁছানোর দুদিন আগে সেখানকার
বিমানবন্দরে বিষয়টি জানিয়ে রাখতে
হবে)
৫. শ্রীলংকা (ভ্রমণের জন্য ইলেকট্রনিক
অনুমোদনপত্র, মেয়াদ এক মাস)
৬. লাওস (সরকারি কোনো সফরের নথিপত্র
থাকলে ভিসা প্রয়োজন হবে না)
জানার পর্ব এখানেই শেষ হলো। এরপর এসব
দেশগুলাতে ট্রাই করবেন নাকি সেটা
চিন্তা করে দেখুন।
🇧🇩🇺🇸

এইভাবে প্রতি জেলা থেকে প্রতিবাদ করুন হটাও সালাউদ্দিন গং বাচাও দেশের ফুটবল।
12/05/2023

এইভাবে প্রতি জেলা থেকে প্রতিবাদ করুন
হটাও সালাউদ্দিন গং বাচাও দেশের ফুটবল।

ওষুধের নামটা লিখে রাখুন, কাজে আসতে পারে,এবং বাচাতে পারেন একটি মানুষের জীনব,যদি কোন মানুষকে সাপে কামড় দেয় তাহলে দেরী না...
08/05/2023

ওষুধের নামটা লিখে রাখুন, কাজে আসতে পারে,
এবং বাচাতে পারেন একটি মানুষের জীনব,
যদি কোন মানুষকে সাপে কামড় দেয় তাহলে দেরী না করে Antivenom ইনজেকশন দিতে হবে,
যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ফার্মেসিতে না পান তাহলে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এর এম পিওদের ফোন করলেই পাবেন, বেশি বেশি শেয়ার দিন।(সংগ্রহকৃত পোস্ট)

28/04/2023
21/04/2023

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
"তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
🌙 ঈদ মোবারক🌙

15/04/2023

বিজয়ের হাসি😍গর্বিত বাংলাদেশ🇧🇩 আলহামদুলিল্লাহ সালেহ আহমদ তাকরীম দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন  প্রতিযোগিতায় ১ম স্থা...
04/04/2023

বিজয়ের হাসি😍
গর্বিত বাংলাদেশ🇧🇩
আলহামদুলিল্লাহ সালেহ আহমদ তাকরীম দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে।

আল্লাহ তুমি  ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের ধৈর্য ধরার তাওফিক দিও…! 🥹💔😭😭♀️ বঙ্গবাজার. ঢাকা 🇧🇩
04/04/2023

আল্লাহ তুমি ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের ধৈর্য ধরার তাওফিক দিও…! 🥹💔😭😭

♀️ বঙ্গবাজার. ঢাকা 🇧🇩

27/03/2023

Leo Messi wins 𝐓𝐡𝐞 𝐁𝐞𝐬𝐭 FIFA Award as best football player of the year 🏅🫶❤️ #𝐓𝐡𝐞 𝐁𝐞𝐬𝐭 Player of the Year: Lionel Messi🫶 ...
28/02/2023

Leo Messi wins 𝐓𝐡𝐞 𝐁𝐞𝐬𝐭 FIFA Award as best football player of the year 🏅🫶❤️

#𝐓𝐡𝐞 𝐁𝐞𝐬𝐭 Player of the Year: Lionel Messi🫶
#𝐓𝐡𝐞 𝐁𝐞𝐬𝐭 Goalkeeper of the Year: Emi Martínez🫶❤️
#𝐓𝐡𝐞 𝐁𝐞𝐬𝐭 Coach of the Year: Lionel Scaloni❤️
#𝐓𝐡𝐞 𝐁𝐞𝐬𝐭 Fans of the Year: Argentina fans🫶

ভূমি আইন পাস হয়েছে, ১০ই জানুয়ারি থেকে কার্যকর হবে। যেই বিষয়-গুলো নজর দেওয়া হবে, নিম্নে তুলে ধরা হলোঃ-০১/ কাহারো ৬০ বিঘা...
22/01/2023

ভূমি আইন পাস হয়েছে, ১০ই জানুয়ারি থেকে কার্যকর হবে। যেই বিষয়-গুলো নজর দেওয়া হবে, নিম্নে তুলে ধরা হলোঃ-

০১/ কাহারো ৬০ বিঘার উপরে কৃষি জমিন থাকতে পারবেনা।

০২/ এক নামে ২৫ বিঘা জমিন থাকলে তার খাজনা মাফ।

০৩/ আসল দলিল যার ভুমি তার।

০৪/ ভুমি অপরাধ আইন, ভুয়া বেনামি ও জ্বাল দলিল বাদ ও সেই দলিলের দাবিদার এর জেল হবে।

০৫/ ভুমি জবর দখল দন্ডনিয় অপরাধ।

০৬/ মুল মালিক কে জমিন দেওয়া হবে।

০৭/ আন রেজিষ্টার্ড দলিল বাদ।

০৮/ কারো থেকে অতিরিক্ত জমিন লিখে নেওয়া দলিল বাদ ও দন্ডনিয় অপরাধ।

০৯/ অন্যের নামে ভুয়া জ্বাল দলিল বাদ। বা ১০০ বৎসর ভুমি জবরদখল রাখলেও সেই জমিনের দখল ছাড়তে হবে। যাহা হিন্দুদের ছিল।

১০/ খাস জমিন ভুয়া দলিল করে দখলে রাখলে ওই ভুমির সেই দলিল বাদ ও দখল ছাড়তে হবে।

১১/ নিজের ভাই-বোন মা-বাবা ও কাউকে পাগল বা প্রতিবন্ধী বলে ভুল বুঝিয়ে দলিল করে নেওয়া, ওই সকল নামে জ্বাল দলিল বানিয়ে ভুমি আক্তসাত করা দলিল বাদ হয়ে যাবে।

১২/ উত্তরাধিকারিকে বঞ্চিত করে ভুয়া দলিল তৈরি করিলে বা দখল না দিয়ে বা বঞ্চিত করলে সেই দলিল বাদ।

১৩/ ভূমি ক্রয়কারী ও বিক্রয় কারি দলিল সঠিকতর থাকতে হবে।

এক কথায় আসল দলিল যার ভূমি তার। [সংগৃহীত]

Leo Messi  back in Paris after the World Cup celebrations.🔙 PSG - Paris Saint-Germain
04/01/2023

Leo Messi back in Paris after the World Cup celebrations.🔙 PSG - Paris Saint-Germain

03/01/2023

"হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির"
অর্থঃ- আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম অভিভাবক, উত্তম রক্ষাকর্তা এবং উওম সাহায্যকারী। ---সূরা-আল--ইমরান-১৭৩

মেট্রোরেলঃ আধুনিক গনপরিবহন যুগে প্রবেশ করল 🇧🇩ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ❤️ আপনার হাত ধরে এগিয়ে যাচ্ছে স্বপ্নের সোনার ব...
28/12/2022

মেট্রোরেলঃ আধুনিক গনপরিবহন যুগে প্রবেশ করল 🇧🇩
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ❤️ আপনার হাত ধরে এগিয়ে যাচ্ছে স্বপ্নের সোনার বাংলাদেশ 🇧🇩

27/12/2022

একজন মুসলিম হিসেবে আপনার দরজায় মৃত্যু কড়া নাড়ার আগেই আপনার পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করে যাবেন...

১ আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুন ''ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।

২ আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না , কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।

৩ আমাকে নিয়ে বিলাপ - মাতম করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ।

৪ আমার মৃত্যুতে চল্লিশা , কুল - খানি করবেন না কারণ এটা স্পষ্ট বিদ'আত।

৫ যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

৬ আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন।

৭ লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়।

৮ আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকুন আর পড়ুন "আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু"।

৯ আমার কবরের আজাব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন -আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান।

১০ আমার হয়ে দান - সাদাকা করবেন।এতে আমার জন্য কল্যাণ হবে। দান- সাদকা বেশি বেশি করলে আল্লাহ খুশি হন।

১১ আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিয়েন। সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।

১২ আমার পরিবারের খবর নিয়েন।

১৩ আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন আপনার সময়ও অতি নিকটে।

১৪ আমার পাওনা আমার পরিবার কে ফিরিয়ে দিবেন,যদি সম্ভব না হয় তাহলে সাদকাহ জারিয়া করবেন আমার জন্য। যদি তাও না পারেন তাহলে আজিবন আমার জন্য দোয়া করবেন ,আমি ক্ষমা করে দিব ইন শা আল্লাহ।

আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায়ই চেয়ে নিবেন আমার কাছে , আর যদি মরে যাই পরিবারের কাছে চাবেন। তারা না দিলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।

اللهم إني أسألك حسن الخاتمة مع كلمة التوحيد موتا شهيدا وأدخلني الجنة الفردوس الاعلي بلا حساب ولاعذاب يا رب العالمين.

আল্লাহ তোমার কাছে কালিমা নসিব করে উত্তম শহীদী মরন চাই। কোন প্রকার আযাব হিসাব ছাড়া জান্নাতুল ফেরদৌসের প্রবেশ করতে দিও হে পৃথিবীর মালিক।।🖤

-আমীন!!

জাযাকাল্লাহ খাইরান ❤️
সংগৃহীত।

25/12/2022

দেশের জনপ্রিয় শিল্পীরা দেশে থাকতে চায় না। দীর্ঘদিন কাজ করে অর্থ-কড়ি হলে অনেকেই বিদেশে পাড়ি জমায়।

সরকারী কর্মকর্তারা সুযোগ পেলে দেশ ছেড়ে চলে যায়। বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষকরা সুযোগ পেলে দেশ ছেড়ে চলে যায়। অনেক শিক্ষক বিদেশে উচ্চশিক্ষার জন‍্য গিয়ে ফিরে না। ফিরতে চায় না। ডাক্তাররা দেশ ছেড়ে চলে যায়। বুয়েটের প্রায় ষাটভাগ ইঞ্জিনিয়ার দেশে থাকে না।

আমার জানামতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সরকারি আমলা—প্রতিটা পেশাজীবীর মানুষ দেশ ছাড়তে চায়। আমার পরিচিত বহু পেশাজীবী মানুষদের একটাই কথা—সুযোগ পেলেই দেশ ছাড়বে। সময় হলে দেশ ছাড়বে।

কেউ বলে সন্তানের ভবিষ‍্যতের জন‍্য। কেউ বলে শেষ বয়সে একটু শান্তির জন‍্য। কেউ বলে পরিবার-পরিজনের জন‍্য। কেউ বলে সততার সাথে বাঁচার জন‍্য। কেউ বলে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন‍্য। কেউ বলে যোগ‍্যতার সুবিচার পাওয়ার জন‍্য। কেউ বলে উচ্চশিক্ষার জন‍্য। কেউ বলে সৎভাবে উপার্জন করে বাঁচার জন‍্য। কেউ বলে ধর্মীয় রোষানল থেকে মুক্তির জন্য।

আপনি যদি আপনার চারপাশের মানুষদের নিয়েই একটা জরিপ করেন, দেখবেন আশি শতাংশ মানুষ সুযোগ পেলে দেশ ছাড়তে চাইবে।

মাঝে মাঝে প্রশ্ন জাগে, পঞ্চাশ বছরে আমরা কেমন রাষ্ট্র ও সমাজ তৈরি করলাম?—যেখান থেকে সবাই পালাতে চায়!

মানুষের ভিতর একটা উর্ধ্বশ্বাস! একটা দীর্ঘশ্বাস। পালিয়ে বেড়ানোর এক নিরন্তর চেষ্টা।

—কেন?

©

কারো দাদার আমলের কিচ্ছা নয় গত ৮ বছরে আর্জেন্টিনা ডিজিটাল ফুটবল যুগে ৭ টি ফাইনাল খেলেছে২০১৪ তে বিশ্বকাপ ফাইনাল 🇦🇷২০১৫ তে ...
25/12/2022

কারো দাদার আমলের কিচ্ছা নয় গত ৮ বছরে আর্জেন্টিনা ডিজিটাল ফুটবল যুগে ৭ টি ফাইনাল খেলেছে

২০১৪ তে বিশ্বকাপ ফাইনাল 🇦🇷
২০১৫ তে কোপা আমেরিকা ফাইনাল 🇦🇷
২০১৬ তে কোপা আমেরিকা ফাইনাল 🇦🇷
২০১৯ তে কোপা সেমিফাইনাল 🇦🇷
২০২১ এ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন 🇦🇷
২০২২ কোপা আমেরিকা বনাম ইউরোপ চ্যাম্পিয়ন 🇦🇷🏆ফিনালিসিমা🏆🇦🇷
২০২২ বিশ্বকাপ ফাইনাল ( চ্যাম্পিয়ন

এগুলা সব নিজের চোখে দেখা ❤

বাপ-দাদার কাছে গল্প শুনছি ইলিশ মাছ কিনছে ১ টাকায় গল্প শুনে লাভ কি নিজের চোখে দেখি নাই 😆

লিওনেল মেসির ৮ নম্বর ব্যালেন ডি'অর প্রায় নিশ্চিত। মেসি যদি অষ্টম ব্যালেন ডি'অর পেয়ে যায় তাহলে তিনি হবেন মিমাংসীত ভাবে সর...
23/12/2022

লিওনেল মেসির ৮ নম্বর ব্যালেন ডি'অর প্রায় নিশ্চিত। মেসি যদি অষ্টম ব্যালেন ডি'অর পেয়ে যায় তাহলে তিনি হবেন মিমাংসীত ভাবে সর্বকালের সেরা ফুটবলার। কারন ফিফা ব্যালেন ডি'অর কমিটি বির্তকিত ভাবে ব্রাজিলিয়ান লিজেন্ড পেলেকে এক সাথে ৭ টা ব্যালেন ডি'অরের সন্মান প্রদান করে ছিলো। মেসি ৮ম ব্যালেন ডি'অর পেয়ে গেলেই তিনি পেলে ছাড়িয়ে ইতিহাসের সর্বকালের সেরা হয়ে যাবে আর সেটা শুধু সময়ের মাত্র 🙂

আমার শক্তি, আমার গর্ব আমার দেশ, বাংলাদেশ।
23/12/2022

আমার শক্তি, আমার গর্ব আমার দেশ, বাংলাদেশ।

আর্জেন্টিনার গণমানুষের আবেদন, মেসিরা যাতে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ সফরে আসে।
22/12/2022

আর্জেন্টিনার গণমানুষের আবেদন, মেসিরা যাতে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ সফরে আসে।

শুভ সকাল আর্জেন্টিনা ভালোবাসা অবিরাম
20/12/2022

শুভ সকাল আর্জেন্টিনা
ভালোবাসা অবিরাম

18/12/2022

My boy ❤️❤️🇦🇷🇦🇷🇦🇷🇦🇷

Address

Sylhet
Sylhet
3100

Telephone

+33780114613

Website

Alerts

Be the first to know and let us send you an email when R I SUNNY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R I SUNNY:

Videos

Share


Other Party Entertainment Services in Sylhet

Show All

You may also like