31/01/2024
মেয়ে হয়ে জন্ম নেয়া সহজ 😊..কিন্তু বেচে থাকা অনেক কঠিন। 😞
👉কখনো ভেবে দেখেছেন কি...?
যে মেয়েটি বাপের বাড়িতে ১গ্লাস পানি ঢেলে খেতো না, বিয়ের পর স্বামীর ঘরে এসে হাসি মুখে কোমল হাতে সবাইকে খাওয়াচ্ছে....
👉যে কিউট মেয়েটি ক্ষয় হয়ে যাওয়া লিপষ্টিকের দিকে তাকিয়ে লজ্জায় লাল হত, সে আজ স্বামীর ঘরে এসে চুলা ধরিয়ে আগুনে কালো হয়....
👉যে মেয়েটি বাড়ির সবার সাথে ঝগড়া করে মশারি না টানিয়ে ঘুমিয়ে যেত, আজ সে স্বামীর গায়ে দুটো মশা দেখে আবার টুপ করে লাফিয়ে উঠে....
👉যে মেয়েটি স্টার জলসা, জি বাংলা, জি সিনমার সিরিয়াল গুলো দেখার জন্য কোমল হাতে রিমোট নিয়ে বসে থাকতো, বিয়ের পর আজ সে মেয়েটির সিরিয়াল হয়ে যাই এটো থালাবাসন....
👉যে মেয়েটি খাবারে একটু লবণ কম হলে পানি ঢেলে দিত, বউ হবার পর সেই মেয়েটি ঘুম ঘুম চোখে চুলা ধরিয়েও লবণ কমের খোটা শোনে....
👉যে মেয়েটি সপ্তাহে একদিন ফুচকা না খাওয়ার বাইনা ধরতো, বউ হবার পর ঐ স্বপ্ন গুলো চোখের সামনে মরে যেতে দেয়....
👉যে মেয়েটি মাসে একবার শপিং করলে শপিং এর বাজেট কম হলে টোল পড়া মায়াবী "গাল" টা ফুলিয়ে বসে থাকতো, বউ হবার পর বছরে ১বার শপিং করলে ও হাসি মুখে সন্তুুষ্টি থাকে....
👉যে মেয়েটি তার বুকটা জীবন্ত শামুকের মতন ওড়না দিয়ে ঝিনুক লুকিয়ে রাখতো, বউ হয়ে সে বেডরুমে স্বেচ্ছায় স্বামীর কাছে অর্পণ করে বরকে আদো মাখা একটু আদর দেবার জন্য....
👉স্বামীর বুকের উপর নিশ্বাস ফেলতে ফেলতে পরম নিশ্চিতে সারাটা রাত কাটিয়ে দেয়....
👉যে মেয়েটি ঘর গুছানোর কথা বললে জ্বরও মাথা ব্যাথার ভান ধরতো, বিয়ের পরে সেই মেয়েটি নরম হাতে আগোছাল ঘরটা ভালোবেসে ছবির মত গুছিয়ে রাখে....
👉যে মেয়েটি ইনজেকশন এর সুচ দেখতে ভয় পেতো, বিয়ের পরে সেই মেয়েটি ১টি বার "মা" ডাক শোনার জন্য ১০ মাস ১০ দিন কষ্ট করে সন্তান গর্ভেধারণ করে....
পরিশেষে বলছি
👇👇👇👇👇💟💟
"নারী চায় সম্মান, নারী চায় ভালোবাসা"
আর এটুকু কি ছেলেরা তাদেরকে দিতে পারবে না,, আরে একটু মেয়েদের সম্মান করতে শেখ,,, কারণ, মেয়েরা তো "মা" হ্যা তোর মা, আমার মা, সবারই মা
আর সব মেয়েরাই একদিন কারো না কারো "বউ" or "মা" হবে...
যাদের খারাপ লাগবে ইগনোর করবা গালাগালি করে ফ্যামিলির পরিচয় দিয়োনা
সমাপ্ত
(লেখা) #আব্দুর- রহিম