Abdur Rohim

Abdur Rohim অহংকার করি না কারণ আমি মাটির তৈরি মানুষ একদিন আবার ঐমাটিতেই মিশে যাবো

01/02/2024

বিপদে সময় পাঠ করার দোয়া:হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বিপদের সময় এই দোয়াটি পাঠ করতেন-/////
দোয়া: লা ইলাহা ইল্লাল্লাহুল হালীমুল হাকীম,
লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজীম,
লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি-ওয়া রাব্বুল আরশিল কারীম!

01/02/2024

بسم الله الرحمن الرحيم
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিভিন্ন দুর্ঘটনা থেকে নিরাপদে থাকার দোয়া
বিশিষ্ট সাহাবি হজরত উসমান ইবনে আফফান (রা.) থেকে
বর্ণিত, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে
এ দুআ তিনবার পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত কোনো
আকষ্মিক দুর্ঘটনার শিকার হবে না। আর যে ব্যক্তি সন্ধ্যায় এ
দুআ তিনবার পাঠ করবে সে সকাল পর্যন্ত কোনো আকস্মিক
দুর্ঘটনার শিকার হবে না। -আবু দাউদ : ৫০৯০, তিরমিজি :
৩৩৮৮
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا
في السماء وهو السميع العليم
বাংলা: দোয়া //
বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল
আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়া-হুয়াস সামিউল আলিম।

মেয়েদের নিয়ে কিছু  কথা _চোখের পানি চলে আসলো🙂💔বউ:-শুনছো আমার হার্ডটা না খুব ব্যথা করছে! একটু উঠবে?স্বামী :-ধুর!! এতো রাতে...
01/02/2024

মেয়েদের নিয়ে কিছু কথা _চোখের পানি চলে আসলো🙂💔

বউ:-শুনছো আমার হার্ডটা না খুব ব্যথা করছে! একটু উঠবে?

স্বামী :-ধুর!! এতো রাতে রাত জেগে কি বলো এগুলো? শুয়ে পড়ো! কয়টা বাজে দেখেছো? কাল অফিস আছে আমার।
বউ অসহ্য বুকের ব্যথা নিয়ে রাত টা কাটিয়ে দিলো!

--------সকালে......!!

বউ-: মা শুনছেন?! আমার বুকটা কাল রাত থেকে প্রচুর ব্যথা করছে।

শাশুড়ি -: ঐ হবে গ্যাস্টিকে! যাও ঔষুধ খেয়ে কাপড়,বিছানা চাদর সব ধুয়ে আনো।।। যাও তো দেখি,অনেক বেলা হয়ে গেলো।
প্রচুর ব্যথা নিয়ে সব কাপড় ধুয়ে,
বউ -মা আমি একটু doctor এর কাছে যাবো?

শাশুড়ি -:এই হচ্ছে তোমাদের মেয়ে ছেলেদের সমস্যা,কিছু হবে না ওমনি doctor.... আমাদের কে দেখো,একা হাতে সব সংসার সামলেছি,জীবনে doctor কেমন চোখেও দেখিনি।

বউ-:আসলে মা বুকটা খুব ব্যথা করছে। সহ্য হয়না আর।আমি কি আমার মা কে call দেবো? তিনি এসে নিয়ে যাবেন আমায়?!

শাশুড়ি -:এই তো আসল কথা।কি বাপু বাপের বাড়ি যাবে তো,তা তোমার স্বামীকে বললেই যেতে পারতে এতো নাটকের কি আছে??

বউ-:মা আসলে খুব ব্যথা................

শাশুড়ি -:হয়েছে! call দাও। বলো আমাকে আমার বাপের বাড়ি রেখে আসো,বেড়াতে যাবো কদিনের জন্য!
আর শুনো পারলে বাপের বাড়ি থেকে আর ফিরে এসো না কোনো দিন।

বউ-:থাক মা! আমার ব্যথাটা অনেক কমে গেছে।ভালো আছি এখন।(বিয়ের পর স্বামীর বাড়িটাই তো মেয়েদের শেষ ঠিকানা হয়)!
-----------২ দিন পর! মেয়েটা যখন পৃথিবী ছেড়ে চলে গেলো!

শাশুড়ি -: দেখ বাপ! তোর বউ কে বার বার বলেছিলাম doctor এর কাছে যাও,doctor এর কাছে যাও, আমার কথা কানেই নেয় নি।এখন আর কেঁদে কি করবি।
ভূলে যা ওসব।

--------৪ মাস পর।

ছেলেটা, ও তার পরিবার একটা নতুন জীবন পায়।
নতুন বউকে নিয়ে তাদের সুখের সংসার!
দূরে একটা কবরস্থান থেকে মেয়েটার দীর্ঘ শাস কেউ শুনতে পায়না।😒

আসলে এটাই হচ্ছে কিছু কিছু মেয়েদের জীবন 🙂🙂



লেখাগুলো যদি ভালো লাগে তাহলে পেইজটা ফলো দিয়ে রাখেন,
‌ (লেখা) #আব্দুর রহিম

যাকে ভালোবেসেছিলাম, যার কাছে সবচেয়ে বেশি আশা করেছিলাম, সেও একদিন বুঝিয়ে দিয়ে গেছে, জীবনে কারো কাছে কিছু আশা করতে নেই।যার...
01/02/2024

যাকে ভালোবেসেছিলাম, যার কাছে সবচেয়ে বেশি আশা করেছিলাম, সেও একদিন বুঝিয়ে দিয়ে গেছে, জীবনে কারো কাছে কিছু আশা করতে নেই।যার কাছে বেশি আশা করবে, সে মানুষটা তোমায় সবচেয়ে বেশি নিরাশ করবে। কারণ হাসিমুখে সবাই ভালোবাসি বললেও সত্য এটাই যে সবাই তোমায় ভালোবাসে না।

এ পৃথিবীতে মিথ্যে হাসি মিথ্যে মায়া দেখানোর মানুষের অভাব নেই। আমি যাকে ভালোবাসেছিলাম সে আমায় বুঝিয়ে দিয়ে গেছে, আজ যে মানুষটা তোমাকে পাবার জন্য কান্না করছে,ভালোবাসি ভালোবাসি বলে গলা ফাটাচ্ছো, কাল দেখবে সে মানুষটা তোমাকে দেখলেও চিনবে না।কাল তুমি হবে অনেক দূরের কেউ। তোমার দিকে সে ফিরেও তাকাবে না ।

এই মানুষ গুলো তোমার হাসি কান্না সবটায় জুড়ে যাবার পর । তুমি যখন তাকে খুব আপন করে নিবে, মনে করবে তাকে ছাড়া আমার চলবে না, যখন তুমি তাকে মনে প্রাণে ভালোবাসতে শুরু করবে, ঠিক তখনই দেখবে হঠাৎ করেই সে মানুষটা নিখোঁজ হয়ে গেছে। তোমার কাছাকাছি থাকলেও তুমি পুরোনো তাকে খুঁজে পাচ্ছ না।যাকে তুমি ভালোবেসেছিলে।

যে তোমায় সবচেয়ে বেশি গুরুত্ব দিত, তার কাছেই একদিন তুমি হয়ে যাবে সবচেয়ে অবহেলিত একজন। তাকে ভালোবেসে আমি জেনেছি,একদিন ভালোবাসা থেকে গেলেও ভালোবাসার মানুষটা ঠিকই হারিয়ে যায়। মানুষ ভালোবাসি বলেও এমন করেই ভুলে যায়।চোখের পলক ফেলতেও যতোটা সময় লাগে, ভালোবাসার মানুষ তার চেয়েও দ্রুত বদলে যায়।

তাকে ভালোবেসে আমি জেনেছি, এ পৃথিবীতে ভালোবাসার মত ভয়ংকর আর কিছু নেই ।যেখানে একবার জড়িয়ে গেলে বেরিয়ে আসা অসম্ভব হয়ে যায়,ছেড়ে যেও না, তোমাকে ছাড়া থাকতে পারবো না, এসব কিছু বলা মানুষটাও একদিন , সবকিছু ভুলে গিয়ে অন্য কারো হাতে হাত রেখে দিব্যি বাঁচতে শিখে যায় ||

31/01/2024

মেয়ে হয়ে জন্ম নেয়া সহজ 😊..কিন্তু বেচে থাকা অনেক কঠিন। 😞

👉কখনো ভেবে দেখেছেন কি...?
যে মেয়েটি বাপের বাড়িতে ১গ্লাস পানি ঢেলে খেতো না, বিয়ের পর স্বামীর ঘরে এসে হাসি মুখে কোমল হাতে সবাইকে খাওয়াচ্ছে....

👉যে কিউট মেয়েটি ক্ষয় হয়ে যাওয়া লিপষ্টিকের দিকে তাকিয়ে লজ্জায় লাল হত, সে আজ স্বামীর ঘরে এসে চুলা ধরিয়ে আগুনে কালো হয়....

👉যে মেয়েটি বাড়ির সবার সাথে ঝগড়া করে মশারি না টানিয়ে ঘুমিয়ে যেত, আজ সে স্বামীর গায়ে দুটো মশা দেখে আবার টুপ করে লাফিয়ে উঠে....

👉যে মেয়েটি স্টার জলসা, জি বাংলা, জি সিনমার সিরিয়াল গুলো দেখার জন্য কোমল হাতে রিমোট নিয়ে বসে থাকতো, বিয়ের পর আজ সে মেয়েটির সিরিয়াল হয়ে যাই এটো থালাবাসন....

👉যে মেয়েটি খাবারে একটু লবণ কম হলে পানি ঢেলে দিত, বউ হবার পর সেই মেয়েটি ঘুম ঘুম চোখে চুলা ধরিয়েও লবণ কমের খোটা শোনে....

👉যে মেয়েটি সপ্তাহে একদিন ফুচকা না খাওয়ার বাইনা ধরতো, বউ হবার পর ঐ স্বপ্ন গুলো চোখের সামনে মরে যেতে দেয়....

👉যে মেয়েটি মাসে একবার শপিং করলে শপিং এর বাজেট কম হলে টোল পড়া মায়াবী "গাল" টা ফুলিয়ে বসে থাকতো, বউ হবার পর বছরে ১বার শপিং করলে ও হাসি মুখে সন্তুুষ্টি থাকে....

👉যে মেয়েটি তার বুকটা জীবন্ত শামুকের মতন ওড়না দিয়ে ঝিনুক লুকিয়ে রাখতো, বউ হয়ে সে বেডরুমে স্বেচ্ছায় স্বামীর কাছে অর্পণ করে বরকে আদো মাখা একটু আদর দেবার জন্য....

👉স্বামীর বুকের উপর নিশ্বাস ফেলতে ফেলতে পরম নিশ্চিতে সারাটা রাত কাটিয়ে দেয়....

👉যে মেয়েটি ঘর গুছানোর কথা বললে জ্বরও মাথা ব্যাথার ভান ধরতো, বিয়ের পরে সেই মেয়েটি নরম হাতে আগোছাল ঘরটা ভালোবেসে ছবির মত গুছিয়ে রাখে....

👉যে মেয়েটি ইনজেকশন এর সুচ দেখতে ভয় পেতো, বিয়ের পরে সেই মেয়েটি ১টি বার "মা" ডাক শোনার জন্য ১০ মাস ১০ দিন কষ্ট করে সন্তান গর্ভেধারণ করে....

পরিশেষে বলছি
👇👇👇👇👇💟💟

"নারী চায় সম্মান, নারী চায় ভালোবাসা"

আর এটুকু কি ছেলেরা তাদেরকে দিতে পারবে না,, আরে একটু মেয়েদের সম্মান করতে শেখ,,, কারণ, মেয়েরা তো "মা" হ্যা তোর মা, আমার মা, সবারই মা
আর সব মেয়েরাই একদিন কারো না কারো "বউ" or "মা" হবে...

যাদের খারাপ লাগবে ইগনোর করবা গালাগালি করে ফ্যামিলির পরিচয় দিয়োনা

সমাপ্ত

(লেখা) #আব্দুর- রহিম

31/01/2024

মিমের জন্য গল্পটা...!
টিচার : নাম কি?
মেয়ে : এঞ্জেল মিম 😇
টিচার : এটা ফেসবুক না, কলেজ। আসল নাম বলো।🤬
মেয়ে : সরি স্যার। মোছাঃ মিম 😊
টিচার : বয়স কত?😒
মেয়ে : ১৫ বছর।
টিচার : বে-য়া-দব! এটা ফেসবুক না।😑
মেয়ে : সরি স্যার। বয়স ২৩ বছর।🥺
টিচার : পরিবার সদস্য কত?
মেয়ে : আপাতত ৩৬৯ জন আছে। অনেক গুলো ঝুলে আছে। সেগুলো নিয়ে ৯৬৩ জন তো হবেই।☺
টিচার : বে-য়া-দব! এটা কলেজ।😡
মেয়ে : সরি স্যার! পরিবারে মোট ৪ জন।😕
টিচার : বৈবাহিক সম্পর্ক?
মেয়ে : সিঙ্গেল।😌
টিচার : তোমার মা যে বলল,,, তুমি বিবাহিত?🤨
মেয়ে : ও! হ্যা স্যার। আমি বিবাহিত কিন্তু ফেসবুকে এখন পর্যন্ত সি-ঙ্গেল।🙂
টিচার : বে-হু-স।😵

Address

Sylet
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rohim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Ticket Sales in Sylhet

Show All

You may also like