Golpo Catering Germany

Golpo Catering Germany Our Story begins to produce Authentic Taste of Bangladeshi Food from a Home Kitchen! We provide party catering upto 50 people.

Along with Bangladeshi cuisine we also rent Chafing Dish set for your party.

22/12/2024

গল্পের ছুটি। ২০২৪ শে সকল খাদককে অনেক ধন্যবাদ গল্পে আস্থা রাখার জন্য। ৩১ তারিখ বছরের শেষ অন্তে লটারির মাধ্যমে তিন জনকে গল্পের শাহী খাবার উপহার দেয়া হবে।২০২৫ শের জানুয়ারীর শেষ সপ্তাহে ইন্শাআল্লাহ আবারও গল্প হবে। আপাতত : চিকেন কাচ্চি

Flavors | Tradition | Celebration 🎉 Golpo is a ‘one stop solution’ in your parties and events. This week we had a small ...
01/12/2024

Flavors | Tradition | Celebration 🎉 Golpo is a ‘one stop solution’ in your parties and events. This week we had a small catering at Offenbach and few weekly food pack orders, Alhamdulillah.
বিদেশ বিভূঁইয়ে জন্ম নেয়া অতঃপর বেড়ে ওঠা একটা বাচ্চা (আহিল) বলেছে: "বাবা রেজালা খুবই মজা হইছে। " আর বাসার সর্ব কনিষ্ঠ মেস মেম্বার ইউসুফ সাহেবের সবচেয়ে পছন্দ রোস্ট পোলাও , তিনি সাধারণ হলুদ দেয়া খাবার খান না। #বোঝো

Assalamualaikum, next Saturday (30.11)at 4 pm we will deliver following food items at 7 Days Bangladeshi Grocery Store. ...
26/11/2024

Assalamualaikum, next Saturday (30.11)at 4 pm we will deliver following food items at 7 Days Bangladeshi Grocery Store. Please confirm your order by Thursday 28.11.
Food items:
1) Roast Polau / Morog Polau-(including egg & Shahi Firni)- 11,99€

2) Weekly food pack-(2 Beef Curry, 2 Chicken Curry, 2 Fish Curry, 2 Vegetable, 2 Daal & 4 pieces Egg Curry )-69,99€

3) Desi Misty Doi- 500gm -7,99€
4) Shahi Firni - 500gm - 5,99€

17/11/2024

খালি পেটে কি গল্প জমে ? তবে অবশ্যই শরীরের ওজন যায় কমে। সারা বছর হেঁটেছি, দৌঁড়িয়েছি, কমিয়েছি মেদ, খেয়েছি চিরতার রস-
আপনার যেকোনো আয়োজনে চাইলে পরখ করে নিতে পারেন "গল্পের" শাহী খাবারের যশ।।
গল্পের গতকালের আয়োজনে ছিলো : ৮০ জনের পোলাউ,রোস্ট,চাইনিজ ভেজিটেবল ,ডিম,শাহী ফিরনি।।

"সেদিন লুৎফাকে বলতেছিলাম : ফ্রাংকফুর্টে একটা বিয়ে করতে পারলে আই মিন বিয়ের অনুষ্ঠানে রান্না করতে পারলে চরম হত। " ব্যস।  স...
15/11/2024

"সেদিন লুৎফাকে বলতেছিলাম : ফ্রাংকফুর্টে একটা বিয়ে করতে পারলে আই মিন বিয়ের অনুষ্ঠানে রান্না করতে পারলে চরম হত। " ব্যস। সত্যি বলতেছি রান্না করব সেটাই বলতে চাইছিলাম।
শাহী রান্নার আসল খেলা আসলে বিয়ে বাড়ি। আর এর প্রথম কাজ বেরেস্তা তৈরি। আপাতত শনিবারের সমাবেশের আয়োজন চলছে। গল্পের খাবারের যাএা এবার কার্লসরুহে।

ঝাল কিংবা মিষ্টি।।
12/11/2024

ঝাল কিংবা মিষ্টি।।

আগামী শনিবার ২.১১ ব্যস্ত মানুষের জন্য সাপ্তাহিক খাবারের ম্যনুতে বাড়তি থাকবে চিংড়ী ভর্তা বেগুন ভর্তা।বৃহস্পতিবারের মধ্যে ...
27/10/2024

আগামী শনিবার ২.১১ ব্যস্ত মানুষের জন্য সাপ্তাহিক খাবারের ম্যনুতে বাড়তি থাকবে চিংড়ী ভর্তা বেগুন ভর্তা।বৃহস্পতিবারের মধ্যে আব্দার করতে হবে।

গল্পে চলছে "মামার বাড়ির আব্দার ".. ২৩শে অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত যে কোন তারিখের জন্য অর্ডারে   প্রযোজ্য (১০% ছাড়...
22/10/2024

গল্পে চলছে "মামার বাড়ির আব্দার ".. ২৩শে অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত যে কোন তারিখের জন্য অর্ডারে প্রযোজ্য (১০% ছাড়)। হউক আপনার অনুষ্ঠান আগামীর যে কোন দিন, মামার বাড়ির আব্দার লুফে নিন।।

জনৈক ভদ্রলোককে তার স্ত্রী বললেন বিরিয়ানি  রান্নার জন্য কাবাবচিনি আনতে, তিনি বেশ ঘুরে ফিরে চিকেন বিফ ল্যাম্ব এর গ্রিল করা...
19/10/2024

জনৈক ভদ্রলোককে তার স্ত্রী বললেন বিরিয়ানি রান্নার জন্য কাবাবচিনি আনতে, তিনি বেশ ঘুরে ফিরে চিকেন বিফ ল্যাম্ব এর গ্রিল করা কাবাব আর ২কেজি চিনি নিয়ে বাড়ি ফিরলেন। স্ত্রীকে বললেন
এই গ্রিল কাবাব দিয়ে তুমি কি বিরিয়ানি রান্না করবা!! এটা কোন বিরিয়ানি?
স্ত্রী বললেন মেন্টরস! ওরে এ কাবাবচিনি কাবাব আর চিনি নয় , এটা লেজওয়ালা কালোগোল মরিচ। #বোঝো _ফ্যাক্ট হচ্ছে বিরিয়ানিতে কাবাবচিনি যে দিতেই হবে এমনটি নয়, তবে এমন অনাকাঙ্ক্ষিত ঝামেলা নিজের ঘাড়ে না নিয়ে আমাদের ঘাড়ে দিয়ে দিন, আমাদের ঘাড় ফাঁকা আছে।
রান্নার প্যারা এড়াতে আর মজা করে বেরাতে- ডায়াল করুন গল্পে।
ধন্যবাদ অর্নব ভাই এবং লাইজু ভাবিকে গল্পে আস্থা রাখার জন্য।

হউক 'রথ দেখা আর কলা বেচা' একই সাথে। Frankfurt বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার ১২/১০/২৪জার্মানির সবচেয়ে বড় বাংলাদেশি দো...
08/10/2024

হউক 'রথ দেখা আর কলা বেচা' একই সাথে। Frankfurt বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার ১২/১০/২৪জার্মানির সবচেয়ে বড় বাংলাদেশি দোকান Frankfurt এর 7 DAYS supershop এ গল্প খাদকদেরকে খাবার পৌঁছে দেবে। এদিন যারা বাজার করতে যাবেন তারা গল্পের খাবার ও একই সময় চাইলে চট করে পরখ করে নিতে পারেন। আপনি যেকোন পরিমান আব্দার করতে পারেন।
"আমরা খুব কাছেই আছি, যেকোন সময় চট করে খাবার পৌঁছে দেব।"

ডেলিভারি সময়: ১২/১০/২৪, শনিবার, বিকাল:৪টা
স্থা ন: Parkplatz, 7 Days Shop-Frankfurt.

গল্প ' the story of taste you have lost in your long way …
15/09/2024

গল্প ' the story of taste you have lost in your long way …

“আমি স্বাদের ফেরিওয়ালা গল্প আমায় টানে। ১ ২ ৩ ৪  নানান উপকরণে শাহী খাবার গুলো সাজে। আমাদের নির্ঘুম রাতের কষ্টে ফোটে খাদ...
09/09/2024

“আমি স্বাদের ফেরিওয়ালা গল্প আমায় টানে।
১ ২ ৩ ৪ নানান উপকরণে শাহী খাবার গুলো সাজে।
আমাদের নির্ঘুম রাতের কষ্টে ফোটে খাদকের মুখে হাসি।
এই দূর দেশে নানান অপূর্ণতায়ও নিজেদের স্বপ্নে বাচি।
তাই 'গল্পের' মাঝে ধরেছি আমি নিজের সাধ্যের বাজি।।”

Backstage :

বেশ কয়েক মাস আগে ফ্রাঙ্ক ফুটে সেভেন ডেজ সুপারশপে এক ভদ্রলোক ‘গল্পকে খুঁজছিলেন,আমি পাশ থেকে বললাম ভাই আপনি যাকে খুঁজছেন সে আমি, এভাবেই কাকতালীয়ভাবে ভিকি ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। তিনি AIUB র রিইউনিয়ন প্রোগ্রামের দেড়শো জনের খাবারের কথা জিজ্ঞেস করলেন আমি কোন কিছু না ভেবেই বললাম ভাই আছি। এরপর বিভিন্ন সময়ের যোগাযোগে দেখা মিলল বার্লিনের পুরোনো মুখ রিয়াদ ভাই আর রনির সঙ্গে। শেষমেষ সংখ্যাটি গিয়ে দাঁড়ালো ২৩০ শে। যেটা আমার বাসার কিচেন থেকে আয়োজন করা পুরোপুরি অসম্ভব। কিন্তু আমি হাল ছাড়িনি ইনশাল্লাহ কিছু একটা হবে।
কাকতালীয়ভাবে হঠাৎ একদিন ফারুক ভাইয়ের সঙ্গে পরিচয় উনার রুডেসহাইমে একটি আবাসিক হোটেল আছে। আমি প্রস্তাব দিলাম উনার কিচেন টি আমি ব্যবহার করতে পারি কিনা? যে বলা সেই কাজ একদিন ভিজিট করে এলাম। অবশেষে সময় ঘনিয়ে এলো আর মাত্র চার দিন বাকি।
আমি যেহেতু সিটি সেন্টার এ থাকি সেহেতু আমি গাড়ি ব্যবহার করতে পারি না , পাখি যেরকম খরকুটো মুখে করে করে একটি ঘর তৈরি করে সেভাবেই আমাকে বার বার বাজার করে করে সব ঘরে জড়ো করতে হয়।
শুরু হয়ে গেল লুৎফার মহাযজ্ঞ, সে ২৩০ টি শাহী ফিরনি প্রস্তুত করে ফেলল। সে এক বিরাটি ইতিহাস। আমাদের ফ্রিজ ভর্তি শুধু ফিরনি। আর আমি লেগে পড়লাম জালি কাবাব প্রস্তুত করতে। এর মধ্যে থেমে নেই প্রাত্যহিক জীবনের ব্যস্ততা, বাসমতি চাল (আহিল) আর চিনি গুড়ার (ইউসুফ) স্কুল , তাদের আবদার সব সমান তালে চলল।
মসজিদ আর রাজীব ভাইয়ের কাছ থেকে বেশ কিছু বড় হাড়ি যোগাড় করে হোটেলে রেখে এলাম। এর মাঝে একটি হাড়ি এত বড় ছিল যে আমার প্রায় অর্ধেক এবং সেটিতেই ১০০ জনের রান্না করা সম্ভব। শুক্রবার রাতে ফ্রাঙ্ক ফুর্ট থেকে যাবতীয় বাজার করে রওনা করলাম হোটেলের (৫৯ কিমি) উদ্দেশ্যে রাত সাড়ে নয়টায় সেখানে পৌঁছলাম। সাথে ছিল আমার কলিগ সৌরভ , পোলাডা সব সময় চিল থাকে ,আমাকে বলে ভাই টেনশন নিয়েন না জাস্ট চিল। কিচেনে পৌঁছে সৌরভ ৫ কেজি পেঁয়াজ কুচি করে ফেলল। পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি আসে ,বাট , ওর পেঁয়াজ কাটা দেখে মনে হচ্ছিল পেঁয়াজ উল্টো কান্নাকাটি শুরু করে দেয় কিনা। চুলাতে হাড়ি চড়িয়ে বুঝলাম আমার ৬টি বড় হাড়ি ইনডাকশন নয় এবং সেগুলো এই চুলাতে কাজ করবে না। আর দুটো ছিল গ্যাসের চুলা যেটা কিনা ২৩০ জনের তেহারি রান্না করার জন্য পর্যাপ্ত নয়। মনে হচ্ছিল পালিয়ে যায়। প্রেসার। কিন্তু এতদূর এসে ফেরত যাওয়া যাবে না। রাত ১২:১০, গ্যাসের চুলো দুটো জ্বালিয়ে সেই বড় ১০০ জনের হাঁড়িটা তুলে দিলাম যেটা কন্ট্রোল করতে আমার বেশ কষ্ট হচ্ছিল তারপর কোনরকম ছোট কিছু হাড়ি দিয়ে পুরো মাংসগুলো রান্না করে ফেললাম। ভোর পাঁচটা বেজে গেল। আসল খেলা শুরু হবে দিনের বেলা।
চারটি ইন্ডাকশন চুলা ব্যবহার করতে না পারার কারণে রান্না করতে বেশ দেরি হয়ে যাচ্ছিল। এদিকে ঘড়ির কাঁটা ঘোড়ার বেগে দৌড়াচ্ছিল। আমাদের দেশি রান্না গুলো বেশ ভেজালে , আপনাকে চাল ভালো করে ধুয়ে শুকাতে হবে , পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে হবে , পরিমাণ ঠিক রাখতে হবে ,কোন ভেজাল হলেই সব লেজে গোবর। একটা সময় পরে সবই শেষ হয়। আমরা আমাদের নার্ভ ঠিকমতো ধরে রেখেছিলাম , সময় মতোই খাবার গুলো সঠিকভাবে রান্না করতে পেরেছিলাম ,আলহামদুলিল্লাহ। সৌরভ এক হাতে কাবাব ভাজলো আর এক হাতে প্যাকেট করলো। এভাবেই প্রায় ছয়টার দিকে ডেলিভারি ভ্যানে আমরা সব খাবার অনুষ্ঠানের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম। শখের কোন কাজই সাধারণ নয় , ম্যাডনেস না থাকলে আসলে চূড়ান্ত সফলতা অর্জন করা সম্ভব হয় না। কিন্তু সেই সঙ্গে লাগে সমমনা সহযোদ্ধা , মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, লুৎফা এবং সৌরভ এর উসিলায় আমার এই যাত্রা সাকসেসফুল হল। কিচেন ক্লিন করে গাড়িতে জিনিসপত্র তুলে দেখি গাড়ির উইন্ড শিল্ডে একটি টিকেট লাগানো ,মেজাজ খারাপ হয়ে গেল পেইড পার্কিংয়ে কে আমার গাড়িতে টিকেট লাগালো? কাছে গিয়ে দেখি লেখা " টিকেট টু হিমেল " মানে বেহেস্তের টিকেট! ক্রিশ্চিয়ানদের ধর্ম প্রচারের লিফলেট। বোঝো।
গল্প হলো শেষ , আবারও গল্প হবে শুরু , ইনশাল্লাহ।
ধন্যবাদ AIUB Reunion এর আয়োজকদের গল্পে আস্থা রাখার জন্য।

"কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই... " কোন আড্ডাই বেশী দিন থাকে না। জীবনের স্রেষ্ঠ সময় গুলো ধুলোপড়া ডায়েরির পাতায় ঠায় ক...
05/09/2024

"কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই... " কোন আড্ডাই বেশী দিন থাকে না। জীবনের স্রেষ্ঠ সময় গুলো ধুলোপড়া ডায়েরির পাতায় ঠায় করে নেয় খুব দ্রুত। বর্তমানের ব্যস্ততায় অতীত সবসময়ই গল্পের শাহী ফিরনির মত সুমিষ্ট। তবে আসছে শনিবার AIUBIAN রা আবারো ফিরে পেতে যাচ্ছেন কফি হাউজের সেই আড্ডা.. আর আমাদের গল্প।
খেলা হবে।।

Adresse

Wiesbaden

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Golpo Catering Germany erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Videos

Teilen