Momoland events

Momoland events Dulhan diary To make your wedding photography little bit more artsy........

নিচের ছবিটি নগ্ন। এটি Jean Leon Gerome নামক বিখ্যাত চিত্রকরের পেইন্টিং। আঁকা এই ছবিটা  শতকের একটি লোককথাকে ভিত্তি করে আঁ...
07/11/2024

নিচের ছবিটি নগ্ন। এটি Jean Leon Gerome নামক বিখ্যাত চিত্রকরের পেইন্টিং। আঁকা এই ছবিটা শতকের একটি লোককথাকে ভিত্তি করে আঁকা হয়েছিলো যার শিরোনাম ছিলো-
"The truth is coming out of the well."

গল্পটা ছিল এরকম -একবার সত্য এবং মিথ্যা পরস্পরের সঙ্গে দেখা করলো কিছু বিষয়ে মীমাংসার তাগিদে। হাঁটতে হাঁটতে তারা চলে গেলো একটা কুয়োর পাশে।

মিথ্যা বললো, দেখো, কী পরিষ্কার জল। চলো স্নান করি।

বলাবাহুল্য সত্য বিশ্বাস করেনি মিথ্যার কথা। নিজে পরখ করে দেখলো। যখন দেখলো কুয়োর জল সত্যিই পরিষ্কার তখন মিথ্যার প্রস্তাবে রাজী হলো।

দুজনে পোশাক ছেড়ে নেমে পড়লো কুয়োয়। স্নানের মাঝপথে মিথ্যা কুয়ো থেকে উঠে এসে সত্যের পোশাক পরে পালিয়ে গেলো।

খানিকক্ষণ অপেক্ষা করার পর মিথ্যাকে ফিরতে না দেখে সত্য উঠে এলো কুয়ো থেকে। না, মিথ্যা তো কোথাও নেই, পোশাকও নেই। রাগে অন্ধ হয়ে সত্য বের হলো মিথ্যাকে খুঁজতে, কিন্তু নগ্ন সত্যকে দেখে ছিঃ ছিঃ ধিক্কার করলো সভ্য মানুষেরা। এমন কী তেড়েও এলো অনেকে।

সত্য অনেক চেষ্টা সত্ত্বেও তাদের বোঝাতে না পেরে রাগে দুঃখে অপমানে ফের কুয়োয় নেমে গেলো।

তারপর থেকে সত্যকে আর কখনও কেউ দেখেনি। বস্তুত সময়ের ব্যবধানে এখন
যাকে বা যাদের দেখেছে কিংবা দেখছে সে বা তারা আসলে সত্যের পোশাক পরা মিথ্যা! হোক সেটা প্রিয় মানুষ, পরিবার,কিংবা জাতি।।।।।।।। FnPr..............

28/10/2024

সে কখনো বেঈমান ছিলো‌‌ না!
সে ব্যর্থ ছিলো!!!! কারণ সে গরিব ছিলো, কখনোই কাউকে বুজতে দেয় নাই তার অসহায়ত্ব!!!
না ছিল সুন্দর চেহারা! না ছিল বাবার সম্পত্তি! FnPr........

27/09/2024

পলিটিক্স সমাচার।।।।।। রাজার নীতি
ঢাবি-চবি-মেডিকেল-বুয়েট-কুয়েট থেকে শুরু করে সবখানে ভর্তি পরীক্ষা দিয়ে কোথাও চান্স না পেয়ে, একদমই হঠাৎ, এক চকিত সিদ্ধান্তে, একটা হুলুস্থুল বিবাহ ঘটিয়ে ফেলল বখতিয়ার আদু—পরিবার, সমাজ ও মহান রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে। মোটামুটি তখনই একটা অশান্ত ধূলিঝড় উড়ে গেল সুয়েজ খালের ওপর দিয়ে এবং পিরামিডের দুটো ব্লক খুলে-খসে-ধসে পড়ল ইতিহাসের গা থেকে। বিদ্রোহের অপরাধে আসামিকে জর্জরিত করতে তোলা হলো পবিত্র এজলাসে। উদিত হলেন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বজনশ্রদ্ধেয় পুরোহিতগণ নিজ নিজ সংবিধান অনুযায়ী বিচার করতে। কিন্তু ততক্ষণে সবাই একটা তর্কের ভাষা পেয়ে গেছে এবং কেউই আশ্বস্ত না এবং নিজের সকল কাজের পক্ষে সবাই বাগিয়ে রেখেছে অজুহাতের ঢাল আর যুক্তির ফলা। অতএব এক তুখোড় ক্যাওয়াজ উঠল চারপাশে—সবাইকে বিদ্ধ বিক্ষত উদাম করার ইচ্ছা, সবকিছু ভেঙে দেওয়ার খায়েশ। আর তা আরও জোরালো হলো যেহেতু স্বয়ং আসামি বখতিয়ার আদু..... সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে নিজেকে সবসময় দণ্ডায়মান রাখবে পরিস্থিতির সাত মাথার মোড়ে এবং তার একের পর এক আকস্মিক সিদ্ধান্ত কাউকে কোথাও স্থির দাঁড়াতেই দেবে না এবং তা সবসময় সবার পায়ের নিচের মাটিই সরাবে শুধু। FnPr..............

25/09/2024

সবাই পথ দেখায় আর বুলি ছাড়ে, মজার ব্যাপার হল- কোন না কোনভাবে গন্তব্য পোঁছানোর কথা উঠলেই!মুহূর্তের ভিতর তারাই আবার সুন্দরভাবে বিভিন্ন cause/prblm উপস্থাপন করে.........but কাঁটা যেহেতু গায়ে লেগেই আছে থাকুক না তার মত করে, তাকে টেনে বের করে ,জাগ্রত করে ব্যাথা বাড়ানোর কোন মানে হয়না। এটা নিছক-ই তাদের অহংকার, নিজেদের একটু highlights করা... আর বিনিময়ে মোর মৃদু হাসি ছাড়া কিচ্ছু বলার থাকবে না ! লাথি মারি তাদের এই অর্থ-বিলাসিতা............আকার না হয় মোর নাইবা থাকলো।

21/09/2024

মনে করি,
যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে........
যদি অধ্যাপক ডাক্তর!! আসিফ নজরুল স্যার বেঁচে থাকতেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়ে যাওয়া হতভাগা তোফাজ্জলের জন্য কমপক্ষে ১৪০০ শব্দের একটা আগুনঝরা নিবন্ধন লিখতেন। দৈনিক প্রথমআলোর প্রথম পাতায় ছাপা হতো। অনলাইন অফলাইনে পত্রিকাটির কাটতি বেড়ে যেত অনেক। জনাব বুঝলে বুজ পাতা,না বুঝলে তেজপাতা।।।।। দেশে এখন স্ব.. স্ব... স্ব... সমন্বয়ক কৌটার বাম্পার ফলন চলছে। কি বলেন হবে নাকি আর একটা!!! আমাকে একটা কিছু সমন্বয় করতে দিলে হবে, নিজের লুকিয়ে থাকা গুপ্ত মেধা? দেশের তরে বিলিয়ে দিবো তবে!!!!
mind it আমায় কিন্তু সমন্বয়কের পাইপ লাইনে রাখতে হবে।
মুরুব্বি... উহুম.... উহুম... না তা হবে না, অতীতে যে ভুল করেছি এখন আর তা হবে না মুরুব্বি..... উহুম....... না!
গরম চেয়ার বলে কথা........
দেশ মা মাটি ও মানুষ, কল্পো লোকে গল্পো বলে অন্ধকারে ঐ ফাণুষ.......

আফসোস সে বা তারা টাইপ আর কেউ বেঁচে নেই।
তার বা তাদের বিদেহী আত্মা'র মাগফিরাত কামনা করছি।

10/09/2024

নিজের দুইটা চক্ষু দিয়ে সবচেয়ে বেশি যা দেখেছি, তা হলো আমার সর্ব-নাশ, আর যে বা যারা করেছে, সে বা তারা সবাই ছিল আমার আপন মানুষ /মনের মানুষ.........FnPr..........

09/09/2024

সাবাস বাংলাদেশ!!! কোটার বিরুদ্ধে আন্দোলন করে, আন্দোলন কোটায় দেশের সর্বোচ্চ রাজনৈতিক পদ?পাওয়া যায়......
এখানে নিয়োগ কিভাবে হওয়া উচিত ছিলো?
আমরাতো জানতাম আন্দোলনের সময় আন্দোলনকারি প্রত্যকটি মানুষ ছাএ-জনতা সবাই সবার জায়গা থেকে এক একজন সমন্বয়ক?
আসুন একটা স্পেশাল বিসিএস এক্সাম নিয়ে দেখা যাক, কারা দেশ গঠনে সর্বোচ্চ মেধায় আসতে পারে ( তথাকথিত সমন্বয়করা সহ )
আপনার কি ধারণা এখানে বৈষম্য কি কি হইতে পারে?
You Have To বুঝতে হবে, রাজার-নীতি = রাজনীতি।।।।

23/08/2024

যে সরকারের কথার মাঝে আমতা আমতা ভাব দেখে মনে হয় কি একটা হনু করে ফেলছে, যারা এতবড় মহা দুযোগ মোকাবেলায় সঠিক ভাবে rescue team সাজাতে পারে নাহ, সঠিক দিক নিরদেশনা দিতে পারে নাহ তাদের দারা আর যাইহোক দেশ চলে নাহ। তাদের জন্যে আন্দোলন ই শ্রেয়।।।। আন্দোলনে তারা ভালোই দিক নিরদেশনা দিতে পারবে আমার বিশ্বাস।
ইয়া আল্লাহ আমাদের ফেনিকে রক্ষা করেন। শুনতে পাচ্ছি ফেনি নাকি এখন ডেড যোন /রেড এলাট হয়ে গেছে।।।। না জানি কত মা বোনের বুক খালি হয়ে গেছে, কত মানুষ জলে ভেসে গেছে।।।।। হয়তো আমার পরিবার, স্বজনরাও আছে তার মাঝে।।।।।।।।
প্লিজ যারা এইকাজে এক্সপার্ট তাদের অন্তত সুযোগ করে দিন।।।।। হয়ত এখনো অনেক বিপন্ন মানুষের প্রান বাচানো যাবে...... কি একটা হনুদের বলছি প্লিজ এই ক্রান্তিলগ্নে politics কম্বলে রেখে বের হয়ে আসেন উদ্ধারকাজে হাত লাগান।।।। মনে রাইখেন অই চেয়ারগুলি এই নিরিহ মানুষগুলির সমর্থনে পেয়েছেন।
#হেল্পপোস্ট

22/08/2024

🚨ফেনীতে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে উদ্ধার না করলে অনেক মানুষ ও স্বজনকে হারাবো আমরা।
*পরশুরাম, ফুলগাজী পানির নিচে।
এমতাবস্থায় সেনাবাহিনীর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করে উদ্ধার অভিযান করা উচিত৷ নৌবাহিনীর সহায়তা ভীষণ প্রয়োজন। যাদের পরিচিত সেনা-নৌ কর্মকর্তা আছে তাদের কাছে অনুরোধ করেন।🙏🙏

22/08/2024

আগে ভাই দেশের বন্যা কবোলিত নিরিহ জনগনের প্রাণ বাচান, যাদের নিয়ে আপনারা রাজনীতি ধোলাই করে খান।পরে আইয়েন আপনাদের ভারত বধ নিঊজ ফিড নিয়ে,,,, যতসব ফালতু নিঊজফিডে ভরে গেল। আজাইরা politics!!!
ইয়া আল্লাহ তুমি আমার ফেনীর মানুষ গুলিকে রক্ষা কর,তাদের শক্তি দাও...........
অতীতে যাদের অভিজ্ঞতা আছে তাদের সবাইকে এগিয়ে আসার আহবান জানাই

#হেল্পপোস্ট

12/08/2024

সত্যি কথা বলতে এরা নিজেদের কি ভাবতেছে আমার কাছে এটাই এখন প্রশ্ন। সেই ১৯৪৭ সালের দেশ ভাগের আগ থেকে পূর্ব-পশ্চিম পাকিস্তান ও পরবর্তীতে বাংলাদেশ হবার পর প্রায় শত বছরের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস আছে এ দেশের। এরা মাত্র ৪ দিনের আল্টিমেটামে একটা বিতর্কিত সরকারকে ফেলে দিয়ে কি হনু ভাব ধরছে।

ছাত্র-জনতার এই সংগ্রামে অকুন্ঠ সমর্থন ছিলো, এখনো আছে তাবে কিছু কিছু বিষয় বেশি হয়ে যাচ্ছে।

আজ যেমন আগামীতে আরো খারাপ কিছু অপেক্ষা করছে নাতো......... ? আল্লাহ হেফাজত করুক আমাদের।

Address

16 Philpot Street
London
E12DW

Alerts

Be the first to know and let us send you an email when Momoland events posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Momoland events:

Share

Category

Nearby event planning services


Other Event Planners in London

Show All