11/08/2024
ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আগে এক প্লেট পাঁকা পেপে খেতাম ৪০ টাকা দিয়ে আজকে সেই একই জায়গায় দাঁড়িয়ে খেলাম ২০ টাকা দিয়ে। জিঞ্জেস করলাম মামা হঠাৎ দাম কমে গেলো যে, ব্যাপার কি? জবাবে বিক্রেতা বললেন মামা আগে এখানে দাঁড়ালেই পুলিশকে চাঁদা দিতে হতো, বিভিন্ন নেতাদের চাঁদা দিতে হতো। এছাড়াও নেতাদের পোলাপান ফাও খেয়ে যেতো কোন টাকা দিতো না। এখন ছাত্ররা দেশ চালাচ্ছে কোথাও কোন চাঁদাবাজি নেই। আমার খরচ অর্ধেকে নেমে এসেছে এজন্য আপনার কাছে ২০ টাকাই নিলাম। পরে আমি তাকে বললাম মামা যে ছাত্রদের জন্য এতকিছু তাদেরকে এক প্লেট পেঁপে খাওয়ান। টাকা আমি দিচ্ছি। জবাবে তিনি বললেন ঠিক আছে ডাক দেন একজনকে। পরে একজন ছাত্রকে ডাকলাম কিন্তু ছেলেটা কেন জানি এলো না। রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রনে ব্যাস্ত। না আংকেল এখন সময় নেই রাস্তায় গাড়ির অনেক চাপ। আমি চলে এলাম। কিন্তু আসার সময় মন ভরে তাদের জন্য দোয়া ও ভালোবাসা রেখে এলাম। ভালো থেকো আগামীর বাংলাদেশ।