Athmik Hooghly

Athmik Hooghly "ATHMIK" - voice of the soul The word Atma in Sanskrit means “Soul”. The means varied from talking doll and Muppet show to Street plays and theatre.
(1)

ATHMIK
A Socio – Cultural Organization


Organizational Background

Formation A group of young, innovative and enthusiastic individuals with a passion to use theatre and drama for social change came together and started working as a Theatre Group in 1995. The members were from different walks of life who embraced art in all its different forms and believed that each form was a strong medium to add

ress social issues. Athmik is the voice that emanates from the soul., Majority of the members of the Athmik were associated with the organization because of a strong urge of the soul to do something for the ignorant citizens and vulnerable and underprivileged. The organization treaded its steps by organizing Theatre in Education Workshop with few adjoining clubs and with slum children. As it started working it got exposed to the stark realities of life, the poverty, the injustice and the sufferings of the people. While working with the slum children the team members got sensitized to the plight of the slum children and they decided to continue their work with children. Athmik realized that work with the most vulnerable and under privileged children, without any education / learning centre would be a directionless mission. Consequently, it decided to start non-formal education centre with Slum Children, Children Stay in Railway Station & Child labours. Athmik simultaneously started a journey of evolving from a mere theatre group to a social organization trying to address issues of social relevance through their creative means. By 2002, they had realized that they needed to constitute an organization in order to carry out their activities in an institutionalized framework. Consequently, they applied for registration of the organization under the West Bengal Societies Registration Act XXVI of 1961. Finally they got the registration on November 3rd 2003. As Athmik evolved, the members started exploring various other mediums. They started developing IEC materials on a number of social issues with support from other organizations. Their repeated selection for development of IEC materials, street plays and other awareness generation and sensitization techniques, by various government and non government organizations including INGOs proved their success in understanding the issues and identifying the appropriate manner to sensitize the community. Athmik got introduced to the electronic media, the strongest medium of the hour, with support from ETV. Athmik is now a complete, confident and spontaneous group which works passionately and professionally to fight against social evils. Official members Sl . No Name Designation Address
1.Sri. Diptesh Chowdhury President Olaichanditala, P.O & Dist – Hooghly.
2.Sri Sanjay Pal Secretary South Balagarh , P.O & Dist – Hooghly.
3.Sri. Sanjoy Kundu Treasurer Keota, P.O – Sahagang, Dist- Hooghly
4.Sri. Abhijit Ghosh, Coordinator (Programme & Marketing) Keota, P.O – Sahagang, Dist- Hooghly
5.Sri. Swarup Mazumder Member Bandel P.O & Dist - Hooghly
6.Sri Mrinmoy Dey Member Annapurna Colony, P.O & Dist - Hooghly
7.Sri Gobinda Bhowmik Member 2 Gandhi Colony, P.O & Dist - Hooghly



Principals / Rationale

Organization’s Vision / dream “A society where every human being especially women and children can lead a life with dignity, free from violence, exploitation and discrimination of any kind.”
Organization’s Mission “To improve the quality of life of the disadvantaged people especially children and protect child rights through education, health and capacity building.”

Projects / Activities (2009 – 2010)

Child labour School – we are running a Child labour school namely ‘AGAMI’ funded by
NCLP Society Hooghly District. Location: At Chhoto – Khejuria area under Chinsurah-Mogra Block in Hooghly District. Baseline Survey Athmik had conducted a baseline survey in different wards of Hooghly-Chinsurah Municipality, Bhansberia Municipality, Bhadreswar Municipality and different underdeveloped and undeveloped areas and brick fields of Chinsurah-Mogra block on the Status of Children regarding their education, rights, health etc. Awareness Activity Venue Topic Funded by
Street Play In West Bengal :Kolkata,
Holdia,
Bankura,
Nadia,
Purulia,
Burdwan, Murshidabad, Malda,
Midnapur
Birbhum, Hooghly,
N24 Parganas,
East Medinipore, Darjeeling,
South 24 pgs
Howrah. Polio,
Malaria,
Anti-Drug,
HIV/AIDS,
NREGS,
Kreta Suraksha,
SSM,
Safe Mother hood,
Social Common Issues. Child Right, Trafficking,Marriage & Labour. Brand Promotion of Kirti solar Light,
Chronic Diseases, Environment,
Green Exploitation & Disaster Preparedness Disaster Preparedness HIV/AIDS/Condom Promotion. Narayantala Mass Communication ( Programme Supported by WBSAPCS),
Vaskar Solar
HLFPPT
Song & Drama Division
( Govt of India )
Neheru Yuba Kendra (GOVT of India ),
Haldia Bigyan Parishad (Programme Supported by WBSACPS),
N.M.C.S ( Programme Supported by WBSACPS)
District MGNREGS Cells,
Kirti Solar,
SPAR
District Disaster Management Department
District Forest Department,
,
Contact Us Agency( Funded by NACO). Talking Doll N24 Parganas Disaster Preparedness ADRA Organization
Choreography Kolkata(Najrul Manch) Disaster Preparedness BBC
Special Activities
Street Play and Human Chain on International Human Rights Day, 10th December 2009:
A rally followed by a street play on human rights. Health Check Up Camp, 25th February 2010
Street Play and rally on Anti-Child Labour Day, 30th April 2009




Achievements

NCLP Society Hooghly District verbally declared that our school a Model example for the other. We are glad to inform you that we have already performed almost 8,500 Street Plays and 750 Talking Doll shows throughout the West Bengal and other states( Uttar Pradesh & Madhya Pradesh )for different such awareness campaign against & about different burning issues. In the year 2014-15 we organised 5 Brick Field Schools with more than 250 chieldren
this year (2015-16) 9 Brick Fiedl Schools are running


Future Plans

Social Wings Child Education
o Increase the number of non formal schools in Brick Field & Slum areas
o Work on Women and Child Health
Develop network/ alliance with other organizations
Fund mobilization-
o National and International funding organizations
o Corporate sector
Develop capacity of livelihood of the marginalized section of the society specially
for the women. Use more creative and entertainment medium for mass awareness. Work to develop deferent folk forms and artis





Human Resource

Total Staff / Members
Staff – 7, Members - 26 Male 3 + 19 Female 4 + 7





Contact Details

Name of the Organization ATHMIK

Registered Under West Bengal Societies Registration Act XXVI of 1961
Registration No. Society Registration No: S/IL/17285,
Dated: 3rd November’2003. FCRA Registration No : 146990108
Communication Address C/O – Dipti pal, South Balagarh, ( Near - Buno Masjid More) P.O & Dist – Hooghly, Pin – 712103, West Bengal
Phone number 9831351554/9836003688/ 9831351554/9339580869
E-mail [email protected]. [email protected],
Web site ;- athmik.org.in
Contact person
1Diptesh Chowdhury ,President Mob-- 09836003688
2 Sanjay Pal , Secretary. Mob – 9831351554,
3.Abhijit Ghosh ,Coordinator (Programme & Marketing) Mob: 9831351516. SANJAY PAL
Secretary

ATHMIK

16/09/2023
আত্মিক পরিচালিত ইঁট ভাটা স্কুল আগামী মাসের মাঝামাঝি অর্থাৎ আসছে জুনেই এবছরের মতো শেষ হতে চলেছে। শুরু হবে আবার নভেম্বর মা...
28/05/2023

আত্মিক পরিচালিত ইঁট ভাটা স্কুল আগামী মাসের মাঝামাঝি অর্থাৎ আসছে জুনেই এবছরের মতো শেষ হতে চলেছে। শুরু হবে আবার নভেম্বর মাসে। এবছর স্কুল চালাতে সাহায্য করার জন্য আমরা যাদের কাছে কৃতজ্ঞ:

১) সুরজিৎ ও বন্ধুরা: সুরজিৎ ও বন্ধুরা'র কাছে কৃতজ্ঞতা স্বীকারের ভাষা নেই আমাদের। বিগত কয়েক বছর যাবৎ পর্যাপ্ত তহবিল না থাকার কারণে আমাদের ইঁট ভাটা স্কুল যা- প্রতিবছর ৮ মাসের ইঁট তৈরির মরশুম কে কেন্দ্র করে পরিচালিত হয়, সেই সময়সীমা সম্পূর্ণরূপে অব্যহত রাখার প্রচেষ্টায় বিফল হচ্ছিলাম আমরা বারংবার। এই অসুবিধার কথা আমারা আমাদের খুব প্রিয় মানুষ 'সুরজিৎ দা' কে জানানোর সঙ্গে সঙ্গেই উনি রাজি হয়ে যান স্কুলের তহবিল গঠনের জন্য একটা অনুষ্ঠান করতে। সময় স্থির হয় ২০২০ 'র মার্চ। Covid'19, Lockdown ইত্যাদি কাটিয়ে অনুষ্ঠানটা অবশেষে অনুষ্ঠিত হয় ২০২২ 'র ২২ শে, মে। সে এক অদ্ভুত অনুভূতি। চুঁচুড়া রবীন্দ্রভবন সেদিন নেচে উঠেছিল সুরজিৎ দার 'বারান্দায় রোদ্দুর', 'রঙ্গবতী'র সুরে, শ্রোতাদের প্রবেশ পত্রের চাহিদায় নাজেহাল হয়ে পড়েছিল টিকিটের দায়িত্বে থাকা আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুরা। ঐ একই আনন্দ আজও অব্যাহত রয়েছে কারণ স্কুল টা আমরা এবছর গোটা ৮ মাস চালাতে পেরেছি। অন্য সময় বাচ্চাদের জন্য সপ্তাহে একদিন টিফিনের ব্যবস্থা করা হতো; এই শিক্ষাবর্ষে আমরা অধিকাংশ সময়ই সপ্তাহে ২ দিন টিফিনের ব্যবস্থা করতে পেরেছি, এটা সম্পূর্ণ সুরজিৎ ও বন্ধুরা'র জন্যই সম্ভব হয়েছে। সুরজিৎ দা কে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমাদের। কৃতজ্ঞ রয়েছি সবসময়; অনুরোধ করবো উনি এভাবেই পাশে থাকবেন আমাদের।

২) বিলকুক ফাউন্ডেশন: বিল স্যার বিগত ৩ টে শিক্ষা বর্ষ যাবৎ আত্মিকের ইঁট ভাটা স্কুলের পাশে রয়েছেন। ইঁট ভাটায় কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের শিশুদের শিক্ষার সাথে পরিচয় ঘটানো, মুখ থুবড়ে পড়ে যাওয়া প্রয়াসটি আবার উজ্জীবিত হয়েছে ওনারই উৎসাহে। আমাদের এই ছোট্ট প্রয়াসে উনি উৎসাহ খুঁজে পেয়েছেন। এর জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং 'শিক্ষার প্রাধান্য, শিক্ষার প্রসার' ওনার এই উদ্যোগ এর সঙ্গে আমরাও যে সম্মিলিত হতে পেরেছি তাতে আমরাও ধন্য।

৩) জন স্যার: জন স্যার আমাদের খুবই প্রিয় মানুষ। এটা বললে ভুল হবে না যে উনি আমাদের সংস্থারই একজন। দূর দেশে থেকেও উনি যেকোনো রকম প্রয়োজনে আমাদের সহযোগিতা করতে সর্বাগ্রে এগিয়ে আসেন। আমরাও স্কুল সংক্রান্ত যেকোনো বিষয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ, উনি এই ইঁট ভাটা স্কুলের সবকিছুর সঙ্গে সুপরিচিত এবং বর্ষীয়ান অভিজ্ঞ। আমাদের স্কুলের শুরুর পর্যায়ে টিচারদের ট্রেনিং দেওয়া, স্কুল চলবে কিভাবে, পড়ানো হবে কিভাবে, সেগুলো নিয়ে গাইড করা- সবটাই তিনি। এগুলোর প্রয়োজনও ছিল। কারণ চিরাচরিত পদ্ধতিতে চলা স্কুল আর ইঁটভাটা স্কুলের পঠন-পাঠন পদ্ধতির মধ্যে রয়েছে বিস্তার ফারাক। তার ওপর আমাদের ইঁট ভাটা স্কুল 'নন্ ফর্মাল, ওপেন এয়ার' পদ্ধতি অনুসরণ করে পরিচালিত হয়। জন স্যারের কাছেও কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের।

৪) চারটি ইঁট ভাটার মালিক: আমাদের ইঁট ভাটা স্কুল গুলো আদি সপ্তগ্রাম অঞ্চলের চারটে ভাটায় পরিচালিত হয়-- India , RNS , SUN , এবং DMB. এই চারটি ভাটার মালিকরা হলেন India- তাপস দাসগুপ্ত , RNS- ত্রিলোকীনাথ তিওয়ারি , SUN- সর্ব রঞ্জন সিংহ , DMB- জয়ন্ত দাস। এই চারজন মালিকের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, কারণ আমাদের স্কুল পরিচালনার ক্ষেত্রে সবার আগে প্রয়োজন ছিল খোলা আকাশের নিচে হলেও একটা ছাওয়া জায়গার।প্রত্যেক মালিকই নিজেদের ফিল্ডে এই স্কুল পরিচালনার স্বার্থে একটা উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। বিশেষ করে India, SUN , এই দুটি ফিল্ডের মালিকরা ত্রিপল টাঙিয়ে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। যাতে রোদে আর বাচ্চাদের অসুবিধা না হয়। DMB এবং RNS এর স্কুলের জায়গাটা খুবই সুন্দর ; সেখানে বড়ো বড়ো গাছের ছায়ায় প্রতিদিন স্কুল ভালোই চলে। DMB, India, আর অন্যান্য ভাটার মালিকরা কখনো ট্রাঙ্ক, বাচ্চাদের বসার জন্য চাটাই ইত্যাদি দিয়ে আমাদের বহুবার সহযোগিতা করছেন।

মালিকরা তো আছেনই এমনকি মুন্সী হিসেবে কর্মরত দাদারা, ওনারাও স্কুল পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভাবে সহযোগিতা করেছেন। স্কুলের সময় হলেই বাচ্চাদের স্কুলে যেতে বলা, স্কুল চলাকালীন কোনো অনুষ্ঠানে স্কুলের শিক্ষিকা দের সহযোগিতা করা এগুলো অবশ্যই অনস্বীকার্য।

৫) হুগলী ডিস্ট্রিক্ট ব্রিকস ম্যানুফ্যাকচারারস এসোসিয়েশন (HDBMA): এই সংস্থার প্রেসিডেন্ট এবং সকল সদস্য বৃন্দের কাছে আত্মিক আন্তরিক কৃতজ্ঞতা জানায়। প্রেসিডেন্ট তথা তাপস দাসগুপ্ত মহাশয় যিনি তার নিজের ভাটায় পরিচালিত হওয়া স্কুলে অধিকাংশ দিনই বাচ্চাদের জন্য টিফিনের, কখনো খুব গরমে ঠান্ডা পানীয় ইত্যাদি ব্যবস্থা করেন। তেমনই HDBMA এবং সকল সদস্য বৃন্দ আত্মিকের স্কুলের বাচ্চাদের নিয়ে করা বিগত অনুষ্ঠানে টিফিনের ব্যবস্থা করে আমাদের বিপুল ভাবে সহযোগিতা করছেন। শুধু তাই নয় আত্মিকের এই কর্মকাণ্ড কে সহযোগিতা করতে ওনারা প্রায় দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা দানের প্রতিশ্রুতিও দিয়েছেন; এরজন্য গোটা HDBMA কে আত্মিক এর পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই রূপ সহযোগিতায় আত্মিক সত্যিই উপকৃত হবে।

৬) বিভিন্ন সমাজ সেবা মূলক সংস্থান: চন্দননগরের বিখ্যাত সমাজ সেবা মূলক সংস্থা 'সবুজের অভিযান'। এই সংস্থার সভাপতি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশ্বজিৎ মুখার্জি মহাশয় আমাদের এই কাজে খুবই উৎসাহ যোগান। বিগত বছর তিনি 'সবুজের অভিযান'এর পক্ষ থেকে 'আত্মিক' কে বিশেষ সম্মানে ভূষিত করেছিলেন। পাশাপাশি স্কুলের সহযোগিতার জন্য অর্থ এবং বিপুল পরিমাণে শিক্ষা সামগ্রীও দিয়েছিলেন। এবছর স্কুল চলাকালীন তিনি আমাদের বিপুল উৎসাহ দেন স্কুলের ঐ ছোট ছোট শিশুদের নিয়ে একটা বড়ো করে 'স্পোর্টস ডে' উৎযাপন করতে। কিন্তু সেটা আমাদেরই কিছু গাফিলতির কারণে আর করে ওঠা হয়নি। এই 'স্পোর্টস ডে' উৎযাপন করতে আমাদের বহু মানুষ উৎসাহ দিচ্ছেন। তাই আমরা আগাম ঘোষণা করছি সামনের শিক্ষা বর্ষে আমরা অবশ্যই আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে একটা 'স্পোর্টস ডে' উৎযাপন করবো।

'কথা দিলাম' এই সংস্থার কর্ণধার দেবব্রত ভট্টাচার্য তিনি তার সংস্থার সকলকে নিয়ে এই শিক্ষা বর্ষে বহুবার এসেছেন আমাদের স্কুলে। বাচ্চাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছেন, বাচ্চাদের সঙ্গে করেছেন দোল উৎযাপন। আমরা আত্মিকের পক্ষ থেকে ওনাকে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই।

৭) বিভিন্ন স্কুল: বিভিন্ন স্কুল আমাদের সহযোগিতা করছে; শিক্ষা সামগ্রী- খাতা, বই, পড়ার চার্ট, খেলার সামগ্রী, ছবি আঁকার সামগ্রী ইত্যাদি দিয়ে। স্কুল গুলোর নাম: 'Ideal Central Public School'- Manushpur, Bandel.
'Dunlop English Medium school'- Dunlop, Sahaganj. অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদের আমাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য।

৮) কিছু বিশেষ মানুষ: আত্মিকের স্কুল গুলো যখনই উৎসাহ হারায় সবার আগে এগিয়ে আসেন আমাদের সকলের প্রিয়, আমাদের সভাপতি মহাশয় দ্বীপতেশ চৌধুরী সঙ্গে ওনার স্ত্রী। পিতার স্মৃতিচারণ এবং আরো অন্যান্য অনুষ্ঠান তিনি উৎযাপন করেন ইঁট ভাটা স্কুলের শিশুদের সঙ্গেই।

দ্বিতীয়ত বলতে হয় আমাদের সকলের প্রিয় শিবু দা, সাহেব দা, বন্ধু অরিজিৎ এর কথা। তারা নিজেদের জন্মদিন, বাড়ির অন্যান্য অনুষ্ঠান সবই উৎযাপন করে আত্মিকের ইঁটভাটা স্কুলের শিশুদের সঙ্গেই।

এবছর প্রথম অভিজ্ঞতা হলো ইঁট ভাটার শিশুদের বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে নতুন জামা-কাপড় দেওয়ার। বহুবছর একাজের সাথে যুক্ত থাকলেও এ অভিজ্ঞতা প্রথম, যা সম্ভব হয়েছে 'আমরা নারী, আমরা পারি' সংস্থার কর্মকর্তা জয়ন্ত দার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এছাড়াও পাশে ছিলেন 'বঙ্গমাতা মহিলা কল্যান সমিতি'র সভ্যরা...

অনেকেরই নাম হয়তো লেখা হলোনা, তবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা আত্মিকের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, কুর্নিশ জানাই আপনাদের।

যেমনটা প্রথমেই জানিয়েছি; স্কুল এখন শেষের মুখে। চারটে স্কুল মিলিয়ে মোট বাচ্চার সংখ্যা ১০৭। সোমবার গিয়ে হয়তো দেখব আরো কুড়ি থেকে ত্রিশটা বাচ্চা নিজেদের পরিবারের সঙ্গে গ্রামে ফিরে গেছে। আমরা যারা শিক্ষক-শিক্ষিকা হিসেবে কাজ করছি তাদের জন্য এই সময় টা খুবই আবেগের। দীর্ঘ সাত মাস ধরে চলে আসা এই সুন্দর একটা সম্পর্ক আস্তে আস্তে সমাপনের পথে। ওদের একটু একটু করে লিখতে পড়তে শেখানোর মধ্য দিয়ে কখন যে ওদের সাথে সম্পর্কটা গভীর থেকে গভীরতর হয়ে গেল বুঝতেও পারলাম না। ওদের সাথে আর হয়তো দেখা হবে না; দেখা না হওয়াটাই স্বাভাবিক। কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি, গত বছরের ২%-৩% শতাংশ বাচ্চাই আবার ফিরে আসে একই ভাটায় কাজ করতে। ওদের জন্য এটাই প্রার্থনা, ওরা যেন লেখাপড়ার সাথে যুক্ত থাকে এবং হয়ে ওঠে আগামীর শিক্ষিত এবং দায়িত্ববান নাগরিক।

18/04/2023

এভারেস্টের পর আরও একটি আট হাজারি শৃঙ্গে আরোহণ করতে সক্ষম হলেন ‘পাহাড়ি’ কন্যা পিয়ালি বসাক। এ বার অন্নপূর্ণা শৃঙ্গে অভিযান সম্পন্ন করলেন চন্দননগরের অদম্য যুবতী পিয়ালি বসাক। আমাদের তরফ থেকে পিয়ালিকে জানাই অনেক অনেক অভিনন্দন। আমরা গর্বিত।

18/04/2023

বার বার শুনতে আর শোনাতে ইচ্ছে করে।

কেমন চলছে আত্মিকের ইঁট ভাটা স্কুল??আসুন জেনে নিই স্কুলের দিদিমণি দের কাছ থেকেই..এই মাসে অর্থাৎ এপ্রিল 2023 এ আত্মিক পরিচ...
17/04/2023

কেমন চলছে আত্মিকের ইঁট ভাটা স্কুল??
আসুন জেনে নিই স্কুলের দিদিমণি দের কাছ থেকেই..

এই মাসে অর্থাৎ এপ্রিল 2023 এ আত্মিক পরিচালিত ইঁট ভাটা স্কুল 6 মাসে পদার্পণ করলো, এই 6 মাসে আমাদের স্কুলের বাচ্চাদের শিক্ষার কতটা উন্নতি হয়েছে এই রিপোর্টে সেটা আলোচনা করা হয়েছে বিস্তারিত ভাবে এবং আগামী 2 মাসে আরো যে গুরুত্বপূর্ণ বিষয় গুলোর শিক্ষা দেওয়া হবে তারও একটা রূপ রেখা এই রিপোর্টেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

আত্মিক পরিচালিত ইঁট ভাটা স্কুল গুলো চলে বছরে 8 মাস, প্রতি বছর স্কুল শুরু হয় নভেম্বরে এবং চলে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত এই গোটা আট মাস জুড়ে, ইঁট তৈরির মরশুম কে কেন্দ্র করে। বিগত বছরের ন্যায় এ বছরও আমাদের চারটি ইঁটভাটা স্কুল চলছে ব্যান্ডেল- আদি সপ্তগ্রাম অঞ্চলের পাঁচটি ইটভাটায়। ছাত্র সংখ্যা প্রায় 200।

স্কুল গুলো সম্পর্কে সামান্য কিছু তথ্য (যেমন: নাম, ছাত্র সংখ্যা, নিযুক্ত শিক্ষিকা ইত্যাদি):
1)RNS Brick Field School
Group A students-29
Group B Students-33
Total students- 62
Teacher- Subhra di

2)INDIA Brick Field School
Group A students-23
Group B Students-32
Total students- 55
Teacher- Pinki di

3)SUN Brick Field School
Group A students-29
Group B Students-32
Total students- 61
Teacher- Rinku di

4)DMB Brick Field Schools
Group A students-7
Group B Students-15
Total students- 22
Teacher- Shilpi di

আমরা স্কুল শুরুতেই ছাত্র দের দুটো গ্রুপে বিভক্ত করি Group A এবং Group B. Group A অর্থাৎ 3-6 বছরের শিশুরা এবং Group B অর্থাৎ 7-14 বছরের শিশুরা। আমাদের শিক্ষা প্রণালী Non-formal, open air হলেও আমরা যে ন্যূনতম পাঠক্রম অনুসরণ করি তা এই দুই শ্রেনীর বাচ্চাদের মাথায় রেখেই তৈরি করা হয়। আমরা প্রতি সপ্তাহের জন্য একটা সাপ্তাহিক Lesson plan তৈরি করি, এবং এটার উপর ভিত্তি করেই আমাদের স্কুলের সবকিছু (লেখা,পড়া, ছবি আঁকা, খেলা ইত্যাদি সব গুলো) হয়। এই Lesson plan কিভাবে তৈরি করা হয়, কোন কোন বিষয়ে নজর দেওয়া হয় এসব গুলো নিয়ে আর একদিন বিস্তারিত ভাবে আপনাদের সাথে আলোচনা করা হবে, এগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারলে আমরাই আনন্দিত হব।

বিগত ছ'মাসে যা শেখানো হয়েছে:

Group A: (3-6) years students-
1) writing alphabets and consonants in both English and Hindi language. A-B-C-D, अ-आ-क-ख.
2) Pattern writing 1 to 15 number.
3) আমরা বাচ্চাদের একাধিক কবিতা (10-12 টা) এবং গল্প মুখস্থ করিয়েছি। কবিতা/ছড়া গুলো তারা খুবই আনন্দের সঙ্গে স্কুল শুরুতেই প্রার্থনা এবং তার পরে সম-স্বরে আবৃত্তি করে, এবং গল্প গুলো নানান অঙ্গ ভঙ্গি করে পরিবেশন করে। এগুলো তাদের মানসিক বিকাশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
4) চার্ট পড়া- স্কুলে প্রত্যেহ একাধিক চার্ট টানানো হয় যার থেকে আমরা বাচ্চাদের বিভিন্ন পশুপাখি ফল রং ইত্যাদি শেখাই।
5) ড্রইং- এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য ড্রইং খাতায় আমরা কখনো বল কখনো টুপি কখনো ফল বা ফুল, সবজি ইত্যাদি এঁকে দিই এবং তাদের রঙ ভরতে দেওয়া হয়। রংটা ওরা ভরে আকার বই দেখে, এতে ওদের রং সম্বন্ধেও ধারণা তৈরি হয় -রঙ চেনার ক্ষমতা বৃদ্ধি পায়।

Group B: (7-14) years students-
1) writing alphabets and consonants in both English and Hindi language. A-B-C-D, अ-आ-क-ख.
2) নিজের নাম, বাবার নাম, মাতার নাম, ঠিকানা শিখে গেছে
3) 1-70 পর্যন্ত লেখা, তার সাথে যোগ-বিয়োগ, গুন-ভাগ, নামতা ইত্যাদি শেখানো হয়েছে।
4) চার্ট পড়া- এই বাচ্চাদের স্কুলে টানানো থাকা চার্ট গুলো পড়তে দেয়া হয় এবং ছোট বাচ্চাদের পড়াতে উৎসাহ দেওয়া হয় তাতে ওদের নিজেদেরও শেখা হয়। ওদের শিক্ষার জন্য আমরা ফল ফুল পশু পাখি ইত্যাদি চার্টের সঙ্গে- পার্টস অফ হিউম্যান বডির চার্টে বেশি গুরুত্ব দিই। এতে ওরা চার্টে দেওয়া বিষয়টি নিজের মাতৃভাষা হিন্দি এবং ইংরেজি উভয়ের নাম জানে, এবং সে সম্পর্কে অতিরিক্ত আরও ধারণা আমরা দিয়ে থাকি।
5) ড্রয়িং- এদের ড্রয়িং শেখানো শুরু হয়েছিল সার্কেল, রেক্টাঙ্গেল, ট্রাইঙ্গেল, স্ট্রেট লাইন, ইত্যাদি অঙ্কন এর মাধ্যমে এতে আস্তে আস্তে তাদের আঁকা তে পরিপক্ক হয়ে উঠলে এখন ড্রয়িং বইতে আঁকা ছবি দেখে দেখে আঁকতে এবং রং ভরতে দেওয়া হয়।
6) শরীরচর্চও খেলাধুলা- শরীর চর্চার ক্লাসে এদের উৎসাহ দেখার মত। আমরা তোদের সামান্য শরীরচর্চা করাই কখনো আবার এই ক্লাসে খেলাধুলাও করানো হয়।
7) পরিস্কার পরিচ্ছন্নতা- বিশেষ করে এই বাচ্চা গুলোর ক্ষেত্রে যারা একটু বড় হয়ে গেছে তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দিকে আমরা একটু বেশি নজর দি, ওদের শেখায় নিয়মিত স্নান করতে স্কুলে আসার আগে হাত পা ধুয়ে আসতে। টিফিন খাওয়ার আগে হাত ধুয়ে নিতে ইত্যাদি।

আগামী দু মাসের প্ল্যানিং-

Group A: (3-6) years students-
1) বাচ্চাগুলোকে কয়েকটা আরও বেশি করে কবিতাও কাহানি শেখানো।
2) 1-50 অব্দি সংখ্যা লিখতে শেখানো
3) যারা সম্পূর্ণ A-B-C-D, अ-आ-क-ख. শিখে গেছে তাদের এবার একটু একটু করে নিজের নাম লিখতে শেখানো। এবং যারা এখনো শেখেনি তাদের শেখানো। হিন্দি এবং ইংরেজিতে শব্দ গঠন।
4) একটু একটু করে ছবি দেখে ফুল বা ফল ইত্যাদি আঁকা শেখানো।
5) চার্ট দেখে পশু পাখির নাম ইংরেজিতে শেখানো।]

Group B: (7-14) years students-
1) 1-100 অব্দি লেখা
2) ইংরেজিতে নিজের নাম ঠিকানা, ফুল ও ফলের নাম লেখা ইত্যাদি। এছাড়াও বিপরীত শব্দ, ছোট ছোট বাক্য গঠন ইত্যাদি শেখানো হবে।
3) মাল্টিপ্লিকেশন অডিশন সাবস্ট্রাকশন ইত্যাদি শেখানো।

এই বাচ্চাগুলোর শেখানোর মতন আর বিশেষ কিছু বাকি নেই যেহেতু আট মাসের ইট তৈরির মরশুমে ছমাস পর থেকেই কাজ কমতে শুরু করে তাই তারা এবার নিজেদের বাড়ি ফিরতে শুরু করে। আর সেটা মাথায় রেখেই আমরা তাদের যতটুকু শেখানোর সেটা নভেম্বর থেকে এপ্রিল এই 6 মাসের মধ্যেই শিখিয়ে দিই।
এখনো অব্দি দুটো পরীক্ষা নেওয়া হয়েছে আর একটা পরীক্ষা নেয়া হবে এপ্রিলের শেষ সপ্তাহে এখন আমাদের এই বাচ্চাগুলোকে নিয়ে মূল লক্ষ্য যেটুকু শিখেছে সেটুকু তাদের বারবার প্র্যাকটিস করানো এবং যারা এখনো শিখতে পারেনি তাদের শেখানো। কিছু কিছু বাচ্চা খুবই অ্যাডভান্স তারা খুব সহজেই অনেক কিছু শিখে যাচ্ছে তাদের আমরা বেশি করে প্রহ উৎসাহিত করছি এবং কিছু বাচ্চা রয়েছে যাদের সময় লাগছে তাদের ধরে ধরে শেখাচ্ছি। ফলে লেসন প্ল্যান একটা থাকলেও আমরা বাচ্চার মানসিক ও বৌদ্ধিক অবস্থা বুঝে তার প্রতি আলাদা নজর দিচ্ছি।

আমরা স্কুলে সারাবছর ধরে যে সকল কবিতা ও কাহিনী গুলো পড়ানো হয় সেগুলোর কয়েকটা নিচে উল্লেখ করা হলো:

:কবিতা:
1. মছলি জল কি রানি হে
2. গোল গোল পানি
3. মোচি ভাই বাত শুনো
4. বান্দর মামা
5. এক থি বিল্লি একথা চুহা
6. পেটু পন্ডিত
7. গুড়িয়া রানী
8. বিল্লি মসি
9. বেবি বেবি সো জা
10. চুহা ভাই
11. আচ্ছা বাচ্চা
12. তিতলি উড়ি
13. মোটু রাম
14. হাতি রাজা কাহা চালি
15. ভোলে ভালে দাদাজি
16. আলুকা চালু বেটা
17. মেরি নানি
18. ঘড়ি
19. জনি জনি ইয়েস পাপা
20. টুইংকেল টুইংকেল লিটল স্টার
21. রেইন রেইন গো এ্য ওয়ে

: কাহানি :
1. বাঘ কা বাচ্চা
2. গুব্বারে কি ইচ্ছা
3. লোমড়ি লোমড়ি
4. এক জঙ্গল থা
5. খরগোশ আর কাছুয়া
6. লালাচ কা ফল
7. রাজু কা শখ
8. পুসি পুসি
9. কাছুয়া অর দো বাগুলে
10. লালচি লোমড়ি

সাধারণ জ্ঞান:
প্রত্যেক সপ্তাহে একটি নতুন টপিক বা আলোচ্য বিষয় থাকে। যেমন- Time & clock, Our family, keeping safe, Environment, week & Months, Insect, Sports প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এতে বাচ্চারা প্রত্যেক সপ্তাহে নতুন একটি বিষয় সম্পর্কে ধারণা লাভ এবং তাদের সাধারণ জ্ঞান বর্ধিত হয়।

পরীক্ষা: আত্মিক পরিচালিত ব্রিক ফিল্ড স্কুল গুলির আট মাসের সময় সীমায় যা পড়ানো এবং শেখানো হয় সেটার উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা নেয়ার পদ্ধতি- পরীক্ষা নেওয়া হয় তিনবার। দুই মাস অন্তর অন্তর। প্রথম পরীক্ষা নেয়া হয় ডিসেম্বর মাসের শেষে, দ্বিতীয় পরীক্ষা নেওয়া হয় ফেব্রুয়ারি মাসের শেষে, আর তৃতীয় পরীক্ষা নেওয়া হয় এপ্রিল মাসের শেষে। পরীক্ষার বিষয় ও মান- প্রথম পরীক্ষা নেয়া হয় দুটি বিষয়ের ওপর ভাষা(হিন্দী),গণিত(অঙ্ক)। প্রশ্নপত্রে পূর্ণমান কুড়ি। প্রথম একমাস যেহেতু ইংরেজি শেখানো হয় না তাই প্রথম পরীক্ষা ইংরেজি বিষয়টি পরীক্ষা নেয়া হয় না।
দ্বিতীয় পরীক্ষায় থাকে তিনটি বিষয় ভাষা (হিন্দি), গণিত (অঙ্ক), ইংরাজী। ভাষা ও গণিত পরীক্ষা প্রশ্নপত্রের মান থাকে 30 আর ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের মান থাকে 20। তৃতীয় পরীক্ষাটিতেও থাকে তিনটি বিষয় ভাষা গণিত ও ইংরেজি
প্রশ্নপত্রে মান থাকে ৩০। *প্রথম পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী-1) সান বি এফ এস- মোট ছাত্র-ছাত্রী(6-14)=33জন, পরীক্ষা অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২০ জন।
2)আর এন এস বি এফ এস-মোট ছাত্র ছাএী(6-14)=19জন, পরীক্ষা অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা14 জন।
3)ইন্ডিয়া বি এফ এস মোট ছাএ ছাএী(6-14)=25 জন, পরীক্ষা অংশগ্রহণকারী ছাত্রছাত্রী সংখ্যা জন 10 জন।
4)ডি এম বি বি এফ এস মোট ছাএ ছাত্রী(6-14)=15 জন পরীক্ষা অংশগ্রহণকারী ছাত্রছাত্রী সংখ্যা 9জন।

দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী- 90% of total students. মোট ছাত্র (7-14 বছর) 99. পরীক্ষা দিয়েছে 90 জন।]

বাচ্চাদের যথেষ্ট পরিমাণে শেখানোর চেষ্টা করা হয়, যেসব বাচ্চারা শিখে উঠতে পারে সেইসব বাচ্চাদের পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সব থেকে বড় সমস্যাটা যেটা হয়, ইটভাটা গুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরিযায়ী শ্রমিকরা যারা কাজ করতে আসছেন তারা তাদের ৮ মাসের ইট তৈরির মোসরুম সম্পূর্ণটা কাজ না করেই সময়সীমার মাঝেই হয়তো ইটভাটা ত্যাগ করে চলে যাচ্ছেন। সেক্ষেত্রে তার সঙ্গে তার বাচ্চারাও চলে যাচ্ছে এই বিশেষ একটি কারণে আমরা প্রথম পরীক্ষার পরে দ্বিতীয় পরীক্ষায় অনেকগুলো বাচ্চাকেই পাচ্ছিনা, এবং যে বাচ্চাগুলো চলে যাচ্ছে তাদের যাওয়াটা এতটাই আচমকা যে তাদের আমরা আমাদের এনজিওর পক্ষ থেকে তারা যতটুকুই শিখেছে তার ভিত্তিতে একটা শংসাপত্র সেটুকুও তার হাতে তুলে দিতে অসমর্থ। অপরপক্ষে আমাদের দিদিমনিরা এতটাই পারদর্শী, কোন বাচ্চা যে হয়তো প্রথম পরীক্ষার সময় ভাটায় ছিল না বা প্রথম পরীক্ষার সময় পরীক্ষা দেওয়ার মতন প্রশিক্ষিত ছিল না তাদেরও দু থেকে চার মাসের মধ্যেই শিখিয়ে পড়িয়ে দ্বিতীয় বা তৃতীয় পরীক্ষায় বসার উপযুক্ত করে তোলে। যেমন প্রথম পরীক্ষার সময় অংশগ্রহণ কারি মোট বাচ্চা ছিল 53 টা, এই ফেব্রুয়ারি মাসের শেষে যখন দ্বিতীয় পরীক্ষাটি নেওয়া হয় তখন বাচ্চা সংখ্যা 90, তার মধ্যে ওই 53 টা বাচ্চার অনেকেই নেই, অনেক বাচ্চাই চলে গেছে তার জায়গায় এসেছে অনেক নতুন বাচ্চা, তাদের এই অল্প সময়ের মধ্যেই দিদিমনিরা শিখিয়ে দ্বিতীয় পরীক্ষায় বসার মতন উপযুক্ত করে তুলেছে। আমরা বাচ্চাদের পরীক্ষা দেওয়াতে এত বেশি উৎসাহ দেখাই তার কারণ পরীক্ষাগুলো নেয়ার মাধ্যমে বোঝা যায় বাচ্চারা কতটা শিখলো। কোন বাচ্চা পরীক্ষায় কম নম্বর পাচ্ছে এটার অর্থ সে কম শিখেছে এটা নয়; আমরা তাকে তার মতন করে শেখাতে পারিনি। সে কোথায় কোথায় কম নম্বর পাচ্ছে এটা দেখে আমরা বুঝবো তাকে কোন কোন জিনিসগুলো এখনো আরো বেশি করে আমাদের পড়াতে বা শেখাতে হবে। এই গোটা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের উদ্দেশ্য একটাই থাকে যে তাদের একটু হিসেব করতে পারা, একটু পড়তে পারা, নিজের নাম বাবা- মায়ের নাম, ঠিকানা, সঙ্গে চোখের আশেপাশে যে সমস্ত ফুল ফল, শাকসবজি, পশুপাখি দ্রব্যাদি দেখতে পাচ্ছি সেগুলোকে নিজের মাতৃভাষায় এবং ইংরেজিতে কী কী বলা হয় ইত্যাদি গুলোতে শক্ত পোক্ত করে তোলা। আমাদের নেওয়া পরীক্ষায় প্রশ্নগুলো এর ওপরে ভিত্তি করেই থাকে, এই গোটা আট মাসে আমরা যদি একটা বাচ্চাকে সব সময়ের জন্য পাই সে ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য একটাই থাকে- উপরে উল্লেখিত বিষয়গুলো যেন আমরা এই বাচ্চাটাকে ভালো করে শেখাতে পারি। সে যখন পরীক্ষায় ঠিক ভাবে উত্তর দিতে পারছে না এর অর্থাৎ ওই বাচ্চাটাকে শেখাতে আমাদের ই কোথাও ত্রুটি রয়ে গেছে। সেক্ষেত্রে আমরাই বাচ্চাটার দিকে আরো বেশি বেশি করে নজর দিই। আগামী পরীক্ষা, অর্থাৎ শেষ পরীক্ষা নেওয়া হবে এবছর এপ্রিল মাসের শেষে, তারপরেই তাদের তিনটে পরীক্ষার উপর ভিত্তি করে একটি করে ফাইনাল মার্কশিট বা রেজাল্ট প্রদান করা হবে। 8 মাসের স্কুল সময় সীমা সম্পন্ন হলে তোদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর/ গ্রেড যুক্ত একটা শংসাপত্র আমরা ওদের প্রদান করি, যেটা ওদের দেশে ফিরে গিয়ে কোন সরকারি স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহযোগি হয়।

বেস লাইন ফর্ম: একটি শিক্ষাবর্ষে যতগুলো বাচ্চাকে আমরা পাই প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আমরা একটা করে বেস লাইন ফর্ম তৈরি করি, সেই ফর্মে বেশ কিছু ইন্ডিকেটর উল্লেখ থাকে যেখান থেকে একটা বাচ্চার সামগ্রিক উন্নতি বিচার করা সম্ভব হয়। নিচে এটার একটা স্যাম্পেল দেওয়া হলো।

Extra Curricular activities:
ড্রইং: এই ড্রয়িং সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি এখানে বাচ্চাদের নিজহস্তে করি ড্রইং এর কিছু স্যাম্পেল পেস্ট করা হলো।

খেলাধুলা ও শরীরচর্চা: স্কুলের শেষে বাচ্চাদের নিয়ে আমরা নিয়মিত শরীরচর্চা এবং খেলা করে থাকি। শরীরচর্চা অর্থাৎ খুবই প্রাথমিক স্তরের কিছু ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ, স্ট্রেচিং ইত্যাদি। এবং খেলাধুলা অর্থাৎ কখনো লুডু, কক ব্যাট অথবা বাচ্চারা গোল করে বসে মিউজিকাল চেয়ার, বল ছড়াছড়ি ইত্যাদি। এগুলো করার ফলে বাচ্চারা একটু আনন্দ পায় স্কুলে শুধু একঘেয়ে পড়াশোনা অনেক সময় বাচ্চাদের নিরানন্দের কারণ হয়ে ওঠে তাই এই ধরনের এক্টিভিটিস করানো হয় বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য।

টিফিন: এই সেসানে আমরা এখনো অব্দি সপ্তাহে দুদিন করে টিফিন দিয়ে আসছি।
এই মুহূর্তে আমাদের চারটে স্কুল মিলিয়ে মোট বাচ্চার সংখ্যা 200, সপ্তাহে দুদিন করে টিফিন আয়োজন করতে সহযোগীতা করছেন আপনারাও, বহু মানুষ এগিয়ে আসছেন আমাদের সহযোগিতা করতে, দুদিন টিফিনের ব্যবস্থা করার ফলে বাচ্চারা স্কুলে উপস্থিত থাকাতে অনেক বেশি বেশি করে উৎসাহিত হচ্ছে। তাই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরও।

সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকারের ভাষা নেই আমাদের, বহু মানুষ রয়েছেন যারা এগিয়ে আসছেন আমাদের এই কাজে সহযোগিতা করতে, বই- খাতা- পেন- পেন্সিল ইত্যাদি দিয়ে বহু মানুষ সহযোগিতা করছেন, বহু স্কুল রয়েছে যারা শিক্ষা সামগ্রী দিয়ে আমাদের স্কুল চালিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে, আর বহু মানুষতো টিফিনের আয়োজন করতে সহযোগিতা করছেনই, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের আমরা আমন্ত্রণ জানাই আমাদের স্কুলে আসার জন্য, এক দিন ঘুরেই যাননা, দেখেই যান কিভাবে আত্মিকের ইঁট ভাটা স্কুল চলছে, কিভাবে আমরা বাচ্চাদের পড়াচ্ছি। আর অনুরোধ রইলো, ভালো লাগলে আমাদের এই লেখাগুলো একটু শেয়ার করুন, পৌঁছে দিন তার কাছে যিনি সহযোগিতা করতে চান এই ধরনের সামাজিক উদ্যোগকে।

আত্মিকের ইটভাটা স্কুল সম্পর্কে আরো আপডেট পেতে যুক্ত হন আমাদের ফেসবুক প্রোফাইল Athmik Athmik এর সাথে, লাইক করুন আমাদের ফেসবুক পেজ Athmik Hooghly, অবশ্যই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.athmik.org.in

07/01/2023

অদ্ভুত এক আনন্দের ঘোরে চলেছি যেন। সেই দিনগুলো আবার ফিরে এলো জীবনে। এইটাই ...এটাই কি মিস করছিলাম সবচেয়ে বেশি করে... বোধ হয় তাই। আজ নৈহাটি থেকে ট্রেনে ঘরে ফেরার পথে টের পাচ্ছি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন গুলো ছিলো থিয়েটার টাতেই।শুধু নাটকে অভিনয় নয়, থিয়েটার তৈরির সময় অদ্ভুত এক পরিবার গড়ে ওঠে। বন্ধু কখন দাদা, ভাই কলজের টুকরো হয়ে যাই আমরা সব একে অপরের। জোড়াতাপ্পির দল কতটা বুঝবে আমার ধারণা নেই। নিজের দলের অনুভবটা যে কি থিয়েটারের বাইরে থেকে, 'আত্মিক' এ আলগোছে থেকে আলগা হয়ে ঠাউর করতে পারছিলুম না যেন গত 11/12 বচ্ছর। মীরাক্কেলের পর থিয়েটার টা হচ্ছিলো না।কাল হোলো। এবং সেই হোলো । কাল থিয়েটারের পর আত্মিক' এই রাতে থেকে গেলাম 12 বছর পর। সেই দল আমার। আমার দল। আত্মিক। কত স্মৃতি, কত বন্ধু, কত উচ্ছ্বাস, কত আনন্দ, কত যে হুল্লোড়। আজ সারা দিন সেইইই পুরোনো স্মৃতি আড্ডা, সেই পুরোনো বন্ধুদের সাথে গান আর মনের টানে দিনটা টান টান কাটিয়ে চুঁচুড়া রবীন্দ্রভবনে যৌথ নাট্যোৎসব এর শেষদিনের নাটক দেখে এবং... আজও সেখানে দর্শকের কাছ থেকে আমাদের গতকালের নাটকটার উচ্ছ্বসিত প্রশংসা অবিরত শুনে, সেই রেশ নিয়ে যখন ট্রেনে ফিরছি মনে হচ্ছে কলজের টুকরো গুলো ব্যান্ডেলেই ফেলে চলে এসছি... ❤️
Athmik Hooghly Athmik Athmik
গতকালের থিয়েটারের মূহুর্ত।
নাটকঃ যথার্থ চরিত্রহীন
রচনাঃ সঞ্জয় পাল
আলোঃ সমর
সেটঃ তুহিন
আবহঃ ডঃ শুভদীপ নাগ
রূপসজ্জাঃ পার্থ সারথি দা
সঙ্গীসাথীঃ শঙ্কুদা, সুজিত, টিস, রাহুল, ছোট অভিজিৎ, স্বরুপ দা, পিন্টু দা, বিশ্বনাথ, রাহুল, কল্লোল, গোবিন্দ, অরিত্রি, তুষারদা, তরুনদা সপরিবার

06/01/2023

গতকাল দূরে শো থাকায় ভুইল্লাই গেসিলাম 😭
মন দিতে চাই Zee Bangla। থাকছি 😁 আদর্শ চরিত্রবান একটি চরিত্রে, চোখ দেখেই বুঝছেন 😛😛🤣🤣

Thank you Oishika Sarkar for pic❤️

01/01/2023

আত্মিক এর পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই ইংরেজি নববর্ষের অনেক শুভেচছা। সবাই খুব ভাল থাকুন সুস্থ থাকুন।

01/01/2023
01/01/2023
25/12/2022

আমাদের স্কুল - 𝗠𝗔𝗔 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮
ভর্তি চলছে অনলাইন / অফলাইন ক্লাসের জন্য।
ফোনে কথা বলে নিতে পারেন যেকোন Query-র জন্য - 𝟴𝟮𝟳𝟳𝟵𝟵𝟱𝟮𝟮𝟬
অথবা আমাদের Whatsapp করুন - wa.me/919038082588

16/12/2022
11/12/2022
স্কুল এ সপ্তাহেই শেষ, আবার সামনের বছর একাধিক নতুন-পুরোনো, ছোট-বড়ো বাচ্চা নিয়ে শুরু হবে আত্মিকের ইঁট ভাটা স্কুল। এবছর য...
27/06/2022

স্কুল এ সপ্তাহেই শেষ, আবার সামনের বছর একাধিক নতুন-পুরোনো, ছোট-বড়ো বাচ্চা নিয়ে শুরু হবে আত্মিকের ইঁট ভাটা স্কুল।

এবছর যে চারটে ভাটায় স্কুল চলেছিল, তার দুটোতেই কাজ শেষ, ফলে বিহার ঝাড়খন্ড থেকে আসা সকল বাচ্চারা বাবা মায়ের সঙ্গে ফিরে গেছে নিজের ঘরে, আজকে আর একটি ভাটার শিশুরা রওনা দিল বাড়ির পথে। আজ সকালে দিদিমনি (শিল্পী দাস) শেষ বারের মত বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে বুক ভরা আবেগ নিয়ে তার অনুভূতি গুলো আমাদের জানালো, বাচ্চা গুলো কাঁদছে, বাবা মায়ের কাছে আবদার করছে থেকে যেতে, অনেক মায়েরাও আবেগ প্লাবিত হতে দেখা যায়। একজন দিদিমনি কে জানান, "ছেলেটা আমার নাম লিখতে শিখেছে... জানিনা আর্থিক কারণে আবার আসতে হবে কিনা!! যদি আসি এ ভাটাতেই আসবো এখানে বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা আছে..." আমরা ওনাদের কাছে অনুরোধ করেছি গ্রামে ফিরে বাচ্চাদের স্কুলে ভর্তি করতে, তারাও সম্মতি জানিয়েছে, যে সকল বাচ্চারা এখানে আসে তার অধিকাংশই first generation learner, পড়াশোনা কি তা তাদের অনেকের অভিভাবকই জানেননা, তাই তারা নিজেদের বাচ্চাদের লিখতে পড়তে দেখে খুবই খুশি।

যে একটি ভাটায় এখনো স্কুল চলছে তারও অধিকাংশ বাচ্চা চলেগেছে, বাকিরা এ সপ্তাহেই চলে যাবে। স্কুল সম্পূর্ণ রূপে শেষ হওয়ার পর আমরা আমাদের পেজে একটা রিপোর্ট তুলে ধরার চেষ্টা করবো যাতে উল্লেখ করা হবে কত শতাংশ বাচ্চাকে আমরা বেসিক শিক্ষা দিতে পেরেছি... যদিও আমাদের নন্ ফর্মাল স্কুল গুলো সরকারি পঠন পাঠন রীতি ভিন্ন। আমরা বাচ্চাদের শুধু বর্ণ পরিচয় (হিন্দি এবং ইংরেজি), একটু হিসেব করতে শেখা (অর্থাৎ সাধারণ যোগ-বিয়োগ-গুন-ভাগ), নাম লেখা, একটু আঁকা শেখানো, ইংরেজি ও হিন্দি ভাষার কিছু ছড়া ইত্যাদি শিখিয়ে থাকি এর ওপর ভিত্তি করেই একটা রিপোর্ট তুলে ধরবো।

এবছর স্কুল চালাতে অনেক মানুষের সহযোগিতা পেয়েছি, সকলকে আন্তরিক ধন্যবাদ 🙏

Address

Bandel
712103

Alerts

Be the first to know and let us send you an email when Athmik Hooghly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Athmik Hooghly:

Videos

Share


Other Bandel event planning services

Show All