18/06/2023
দেখতে দেখতে পরিবারের আদরের ছোট মেয়েটি এক সময় বিয়ের উপযুক্ত হয়ে যায়। মা-বাবা কিংবা ভাই-বোনের চোখের মনিকে সামাজিক নিয়মে কোন এক অচেনা- অজানা ছেলের হাতে তুলে দিতে হয় পরম বিশ্বাস আর নির্ভরতায়। সকল মায়া-মমতার বাঁধন ছেড়ে মেয়েটি কে চলে যেতে হয় নতুন পরিবেশে নতুন মানুষের সাথে নতুন স্বপ্ন নিয়ে নতুন সংগ্রামের পথে।এক পক্ষ পাওয়ার আনন্দে সুখের জোয়ারে ভাসে অন্য পক্ষ হাসি মুখের আড়ালে হারানোর বেদনায় কষ্টগুলো কে বুকের মাঝে চাপা দিয়ে রাখে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন এক পিতা তার জীবনের শ্রেষ্ঠ সম্পদকে তুলে দেয় অশ্রুসিক্ত নয়নে জামাইয়ের হাতে, মেয়ের বাধঁভাঙ্গা কান্না আর বাবার চোখের অশ্রুতে ভারি হয়ে যায় চারপাশের আকাশ-বাতাস….
যে বাবার চোখে মেয়েটি কখনো জল দেখেনি,সেই বাবার পাথর চাপা কান্নায় আনন্দঘন মুর্হূতের বিদায় বেলায় জানান দেয় স্নেহ-মমতার অদৃশ্য শক্তি।
লেখায় : Mou Biswas
📸 ROYAL MIREEZ PHOTOGRAPHY