19/07/2021
তিন মুঠো চাল ছুঁড়ে,কনকাঞ্জলি দিয়েই কি "আদৌ" শোধ করা যায় মায়ের ঋন?
শোধ করা যায় কি মায়ের কষ্টের ঋন, মায়ের রক্তের ঋণ?
"কনকাঞ্জলি ছুড়লো কনে,বিদায় বেলার দিন।
বললো মা গো 'শোধ করলাম তোমার সকল ঋণ'.....
সজল চোখে আঁচল পেতে মা দাঁড়ালো এসে, ২৮ বছর আগের সেদিন উঠলো চোখে ভেসে।
গর্ভ তোকে আগলে রেখে দশ মাস দশ দিন, শক্ত সবল শরীর আমার হয়েছিল যে ক্ষীণ।প্রথম যেদিন তুই দেখলি এই পৃথিবীর আলো!
ফিরেছিলাম নিকট থেকে দেখে মৃত্যু কালো..কাটলো কত ক্লান্ত দুপুর কত বিনিদ্র রাত..ভুলতাম সব কষ্ট তোর মাথায় রেখে হাত। তোর জন্য দুঃখ কষ্ট সয়েছি আমি যত,করলি মিছে সেসব তুই চাল ছুঁড়ে তিন মুঠো..
চোখের জলে ভাসছে যে মা বিদায় বেলার দিন!
কখনো কি শোধ করা যায় মায়ের সকল ঋণ?
RAJAT CREATION...
Capture your stories
Photography & Retouch ©Rajat Sarkar
face-মৌমিতা চ্যাটার্জী & Sourav Mazumdar
Mua-Aditi Das
https://www.facebook.com/rajatcreationsphotography
http://www.rajatcreations.com
For exclusive Wedding Photography,Fashion Photography,Other events Photography & Product photography........ Reservation& inquiries contact me below this number-7031052982......
Don't use any Images without my permission...Thank you...