06/06/2023
*কোচবিহার জেলার ট্রাফিক ব্যবস্থায় এক নতুন পালক। জেলা শহরের মোট ২০ টি জায়গায় লাগানো হচ্ছে সেন্সর এবং স্পিড মিটার।* আপনার জীবন আমাদের কাছে মূল্যবান, তাই হেলমেট পড়ুন এবং ট্রাফিক আইন মেনে চলুন।
*প্রথম পর্যায়ে ৩রা জুন ২০২৩ থেকে কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে যে ৮ টি জায়গায় সেন্সর ও স্পিড মিটার লাগানো হলো সেগুলি হলো -*
১) রেলঘুমটি, ২) মরাপোড়া চৌপথি, ৩) স্টেশন মোড়, ৪) পুলিশ লাইন, ৫) মদন বাড়ি, ৬) কাছারি মোড়ে, ৭) খাগড়াবাড়ি এবং ৮) হরিশপাল চৌপথি।
*পরবর্তীতে আগামী ১৫ই জুন ২০২৩ থেকে যে ১২ টি জায়গায় সেন্সর ও স্পিড মিটার বসতে যাচ্ছে, সেগুলি হলো -*
১) বাবুরহাট, ২) চকচকা, ৩) গুঞ্জবাড়ি, ৪) দাসব্রাদার্স মোড়, ৫) চাকীর মোড়, ৬) নতুন বাজার, ৭) পঞ্চরঙ্গি মোড়, ৮) দেশবন্ধু মার্কেট, ৯) শিবকালী মোড়, ১০) পাওয়ার হাউস চৌপথি, ১১) তোর্সা বাঁধ রোড, ১২) সাগরদীঘি DI অফিস মোড়।
*SAVE DRIVE, SAVE LIFE.*
ট্রাফিক আইন মেনে চলুন, কোচবিহার জেলা পুলিশকে সহায়তা করুন।