04/02/2022
রসনা তৃপ্তি
কথায় বলে, "গুনের রাজা রসুন(Allium Sativum)" | রন্ধন সাম্রাজ্যে তো এর অবাধ বিচরণ এমনকি চিকিৎসাশাস্ত্রে (বিশেষতো আয়ুর্বেদ এ )এর ব্যবহার অসীম | শুধু ভারতীয় জনজাতি তে নয় মিশরীয় সভ্যতায় রসুন এর উল্লেখ পাওয়া যায় | সাধারণ ঋতুভিত্তিক অসুখ (সর্দি, কাশি, জ্বর ) থেকে শুরু করে উচ্চরক্তচাপ এর মত জটিল অসুখের উত্তর রসুন |
বাঙালির রসনা তৃপ্তি তে রসুন একটি বিশেষ জায়গা করে আছে যার প্রকৃষ্ট উদাহরণ হলো -গার্লিক চিকেন | পদটি আজ ভোজনরসিক সমাজে যথেষ্ট সমাদৃত মেনকোর্সে নুডুলস, পরোটা, ফ্রাইডাইসের সাথে এর উত্তম-সুচিত্রা যুগলবন্দী আসুন জেনে নেওয়া যাক এর রন্ধন প্রণালী |
উপাদান ---
1. চিকেন লেগ বোনলেস 8 টুকরো(১৫০গ্রাম)
2. 10-12 কোয়া রসুন কুচানো
3. 1 টুকরো আদা কুচানো
4. 1 টা পিয়াজ কুচানো
5. 1 টি কাঁচালঙ্কা কুচানো
6. 1 চা চামচ সাদামরিচ গুঁড়া
7. 2 চামচ ময়দা
8. 3 চামচ কর্ণফ্লাওয়ার
9. 2-3 রসুন পাতা কুচানো
10. 1টি পাতিলেবুর রস
11. সাদাতেল প্রয়োজন মতো
12. 1 টি ডিম
13. লবন স্বাদ মতো
প্রণালী --
A. একটি পাত্রে টুকরো করে কাটা চিকেনের পিস গুলো নিয়ে স্বাদ মতো নুন,ডিম,লেবুর রস,সাদা মরিচ গুঁড়া,ময়দা,কর্ণফ্লাওয়ার, মাখিয়ে কিছু সময় রেখে দিন।
B. তেল গরম হয়ে গেলে তার মধ্যে চিকেনের টুকরো গুলো দিয়ে হালকা নেড়ে পকোড়ার মতো ভেজে নিন |
C. এবার অন্য কড়াই তেল অল্প তেল দিন,তেল গরম হলে কুচানো রসুন,আদা, পিয়াজ,লঙ্কা দিয়ে হলকা করে ভেজে নিয়ে পরিমান মতো জল দিন |
D. এবার ওই গ্রেভীতে ফোটা শুরু হলে স্বাদ মতো নুন,সাদা মরিচ গুঁড়া,লেবুর রস দিন |
E. এবার আগে বানানো চিকেনের পকোড়া গুলো দিয়ে হালকা নেড়ে দিন,তারপর 2 চামচ কর্ণফ্লাওয়ার গোলা জল দিন |
F. জল শুকিয়ে এলে কুচানো রসুন পাতা দিয়ে নামিয়ে নিন। আপনার গার্লিক চিকেন রেডি...
সাধারণত গার্লিক চিকেন এর সাথে Fried Rice, Noodles সার্ভ করা হয়ে থাকে |
কৃতজ্ঞতা স্বীকার,
রসনা তৃপ্তি, গার্লিক চিকেন রেসিপি শেয়ার করেছেন আমাদের এডভাইসারি কমিটির বিশিষ্ট সদস্য Chef শ্রী প্রবীর কয়াল মহাশয় (Prabir Kr Kayal )
Winfocus Event Management বিশ্বাস করে, ইভেন্ট দামী হওয়ার থেকে স্মরণীয় হওয়া টা বেশি জরুরী ..... আপনারদের প্রতিটি অনুষ্ঠান শুভ হোক...
Your Event Our Commitment....
For Free Consultancy Call - 8597121276 / 8972981795