06/09/2020
will rock .. 🤘🤘🤘🤘❤
Congratulations To entire cast & crew Milkyway Films
ফিল্ম ইন্ডাস্ট্রির বহুচর্চিত বিষয়ের মধ্যে একটা বিষয় হলো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, একঝাক নতুন তরুণ তরুণী যখন কাজ করতে আসে ভালো কোনো গল্প নিয়ে তখন তাদের পাশে ছায়াপথের মতন দাঁড়াতে এবং কাজ করতে ভালোই লাগে, আসলে আমরা একটু গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে কাজ করতে ভালোইবাসি।
ঠিক এমন একটি ছবি হলো পরিচালক পল রাতনরাজের "সৃষ্টি", সৃষ্টিকর্তা যা ভেবে আসে সেটাকে সৃষ্টি করতে গেলে যে ধরনের কর্মকান্ড করতে হয় সেটার কোনো ত্রুটি রাখা হয়নি এই ছবির, অবশ্য সেই জন্যই হয়তো বিশ্বের অন্যতম ফিল্ম ফেস্টিভ্যাল miami 2020 তে এই ছবি সিলেক্টেড।
এরম তরুণদের সাথে কাজ করতে পারলে ভালোই লাগে, আসলে ছায়াপথ আছেই তো এদের কাজে ছায়া হয়ে।
সিনেমায় থাকুন, সিনেমায় বাঁচুন
পাশে থাকুন, সাথে থাকুন।