Lazy Hyangla

Lazy Hyangla We are LAZY HYANGLA CATERING SERVICE. Feel free to call for any type of order or enquiry. Nomoshkar.

গত ২২শে জানুয়ারির কাজ ছিল ।।মেনুর খরচ জানার জন্যে বা বিশদে জানার জন্যে অনুগ্রহ করে 6294237742 / 8116914364 নাম্বারে কল ক...
28/01/2025

গত ২২শে জানুয়ারির কাজ ছিল ।।

মেনুর খরচ জানার জন্যে বা বিশদে জানার জন্যে অনুগ্রহ করে 6294237742 / 8116914364 নাম্বারে কল করুন ।।
whatsapp : https://wa.me/916294237742

গত ২৪শে জানুয়ারিতে বিয়েবাড়ির কাজ ।। শৌনক ম্যানসন, জর্জকোট রোডে ।।মেনুর খরচ জানার জন্যে বা বিশদে জানার জন্যে অনুগ্রহ করে ...
27/01/2025

গত ২৪শে জানুয়ারিতে বিয়েবাড়ির কাজ ।। শৌনক ম্যানসন, জর্জকোট রোডে ।।

মেনুর খরচ জানার জন্যে বা বিশদে জানার জন্যে অনুগ্রহ করে 6294237742 / 8116914364 নাম্বারে কল করুন ।।
whatsapp : https://wa.me/916294237742

গতকালের ব্যাপারস্যাপার ।। 🤘মেনুর খরচ জানার জন্যে বা বিশদে জানার জন্যে অনুগ্রহ করে 6294237742 / 8116914364 নাম্বারে কল কর...
23/12/2024

গতকালের ব্যাপারস্যাপার ।। 🤘

মেনুর খরচ জানার জন্যে বা বিশদে জানার জন্যে অনুগ্রহ করে 6294237742 / 8116914364 নাম্বারে কল করুন ।।
whatsapp : https://wa.me/916294237742

আবদার দুই ধরনের হয় ।। একটা হল প্রেমিক বা প্রেমিকারা যেটা করে ।। যেমন ধরুন, "আচ্ছা হোঁদোল, তুমি আমার জন্যে আমাজনের জঙ্গল ...
12/12/2024

আবদার দুই ধরনের হয় ।। একটা হল প্রেমিক বা প্রেমিকারা যেটা করে ।। যেমন ধরুন, "আচ্ছা হোঁদোল, তুমি আমার জন্যে আমাজনের জঙ্গল থেকে রডোড্রেনডন ফুল তুলে এনে আমার পেছনে গুঁজে দেবে ??" ।। বা ধরুন, "এই খেন্তি, আমাকে একটু টিকটিকির ল্যাজ দিয়ে রুহাফজার শরবৎ খাওয়াবে ??" এই ধরনের আবদার গুলোর উত্তরে তবুও হ্যাঁ বা না বলা যায় ।। কিন্তু কেউ যখন আবদার করে,

"দাদা কফি ফ্লেভারের নলেন গুড়ের পায়েস পাওয়া যাবে ??"

ইটস্‌ হিট ডিফারেন্ট ।। মনে হয় এই আবদার শুধুমাত্র আমার জন্যেই ।। শুধুমাত্র আমার জন্যে পৃথিবীর কোনো প্রেমিক তার প্রেমিকাকে বা কোনো প্রেমিকা বা প্রেমিক কে এমন আবদার করতে পারেনা ।। বলা ভালো করার সাহস ই নেই ।। শুধু মাত্র আমার জন্যেই এই আবদার ।। এমন আবদার শুনলেই মনটা কেমন উদাস হয়ে যায় ।। খুব ইচ্ছে করে তাকে কোলে তুলে কোনো ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সেই ব্রিজ থেকে টুপ করে ব্রিজের নিচে ফেলে দিই ।।

গতকাল দুপুরের ব্যাপারস্যাপার ।। 🤘
12/12/2024

গতকাল দুপুরের ব্যাপারস্যাপার ।। 🤘

হামলাআআআআআআআ ! এই দুর্ধর্ষ দুশমন কে বাগে আনতে যার কাছে যা আছে মানে ওই রুটি, লুচি, পরোটা, কুলচা, নান, ডালপুরি, ভাত, ফ্রায়...
07/12/2024

হামলাআআআআআআআ ! এই দুর্ধর্ষ দুশমন কে বাগে আনতে যার কাছে যা আছে মানে ওই রুটি, লুচি, পরোটা, কুলচা, নান, ডালপুরি, ভাত, ফ্রায়েডরাইস, পোলাও, বিরয়ানি যা আছে তাই নিয়ে হামলে পড়ুন ।।

🤘

খুব ই আন্ডাররেটেড একটি বস্তু ।। বস্তুটি কি, সেটি যে সঠিক আন্দাজ করবে তাকে কালকেই আমি চিলি কাঁচকলা খাওয়াবো ।।  🤘
05/12/2024

খুব ই আন্ডাররেটেড একটি বস্তু ।। বস্তুটি কি, সেটি যে সঠিক আন্দাজ করবে তাকে কালকেই আমি চিলি কাঁচকলা খাওয়াবো ।।

🤘

ধরুন এই শীতের সন্ধেয় আপনি আপনার বউকে একটু কফি বানিয়ে দেওয়ার আবদার করতে গিয়ে একটু বেশিই বাবুটা সোনাটা মনাটা করে তেল মেরে ...
03/12/2024

ধরুন এই শীতের সন্ধেয় আপনি আপনার বউকে একটু কফি বানিয়ে দেওয়ার আবদার করতে গিয়ে একটু বেশিই বাবুটা সোনাটা মনাটা করে তেল মেরে ফেলেছেন ।। আর আপনার সোনাটা মনাটা বাবুটা সেই তেল গিলে আপনার কফি বানিয়ে দেওয়া সত্ত্বেও আপনি বলে ফেলেছেন যে, "ধুর ! এটা কফি হয়েছে ?? আমার এক্স এর থেকে বেটার কফি বানাত" ।। এসব শুনে আপনার সোনাটা মনাটা বাবুটা "তোমরা সব ছেলে গুলোই এরকম" বলে দরজায় খিল দিয়ে দিয়েছে ।। আপনি দরজার বাইরে দাঁড়িয়ে তাকে আবার জাস্টিফাই করার চেষ্টা করছেন যে সব ছেলেরাই আপনার মত হাড়-হারা*মজাদা নয় ।। কিছু ভালো ছেলেও এই পৃথীবিতে এক্সিস্ট করে ।। প্রেমিকা সেটা শুনে আরো তেলেবেগুনে জ্বলে উঠেছে ।। একেবারে ফুঁসছে যাকে বলে ।। এমন পরিস্থিতিতে পড়লে কি করবেন ??

কিছু কিছু ক্ষেত্রে "সরি" র থেকেও দ্বিগুন গতিবেগে কাজ করে একেবারে সদ্যজাত গরম ও নরম তুলতুলে নলেন গুড়ের রসগোল্লা ।। খান দশেক এনে বউ এর মুখের সামনে ধরুন ।। যদি দেখেন বউ এর মুখ থেকে কালো মেঘ সরেছে তো ভালোই ।। নইলে এই রাতটা পাশবালিশ জড়িয়ে কাটানো ছাড়া কোনো উপায় নেই ।।

গত ২৯ শে নভেম্বরের শান্তনু ও রিয়ার রিসেপশনে আমার কাজের কিছু ছবি ।। সময় ও ব্যাস্ততার অভাবে সব ছবি তোলা যায়নি ।। টোটাল হেড...
02/12/2024

গত ২৯ শে নভেম্বরের শান্তনু ও রিয়ার রিসেপশনে আমার কাজের কিছু ছবি ।। সময় ও ব্যাস্ততার অভাবে সব ছবি তোলা যায়নি ।। টোটাল হেড অ্যাপ্রক্স ৬৫০ জন ।।

মেনুর খরচ জানার জন্যে বা বিশদে জানার জন্যে অনুগ্রহ করে 6294237742 / 8116914364 নাম্বারে কল করুন ।।
whatsapp : https://wa.me/916294237742

গত ২৭ শে নভেম্বরের বিয়েবাড়ির কিছু কাজের ছবি ।। অনেক আইটেমের ছবি তোলা সম্ভব জউনি ।। তার ই মধ্যে যতটা পারা যায়, তাই চেষ্টা...
30/11/2024

গত ২৭ শে নভেম্বরের বিয়েবাড়ির কিছু কাজের ছবি ।। অনেক আইটেমের ছবি তোলা সম্ভব জউনি ।। তার ই মধ্যে যতটা পারা যায়, তাই চেষ্টা করেছি ।। হেড অ্যাপ্রক্স ৩৫০ জন ।।

মেনুর খরচ জানার জন্যে বা বিশদে জানার জন্যে অনুগ্রহ করে 6294237742 / 8116914364 নাম্বারে কল করুন ।।
whatsapp : https://wa.me/916294237742

গত মার্চে এক ঠাকুমার বাড়িতে অর্ডার দিতে গেছিলাম ।। বেশি কিছু না ।। এক কৌটো পায়েস আর দু পিস দই মাছ ।। আমি সচরাচর এরকম অর্...
25/11/2024

গত মার্চে এক ঠাকুমার বাড়িতে অর্ডার দিতে গেছিলাম ।। বেশি কিছু না ।। এক কৌটো পায়েস আর দু পিস দই মাছ ।। আমি সচরাচর এরকম অর্ডার নিইনা ।। তবে সেটা নিতে বাধ্য হয়েছিলাম ।। আমেরিকা থেকে তার নাতনি আমাকে প্রায় ২৫০০ টাকা পাঠিয়েছিলেন এই এক কৌটো পায়েস আর দু পিস মাছের জন্যে ।।

আমি এক কৌটো পায়েস আর দু পিস দই মাছ নিয়ে গেছিলাম ।। জানতে পেরেছিলাম ঠাকুমার জন্মদিন ।। আমি ২৫০০ টাকাও ঠাকুমাকে ফেরত দিয়েছিলাম ।। বলেছিলাম তোমার নাতনি তোমার জন্যে পাঠিয়েছে ।। বদলে আমি পেয়েছিলাম সেই সুন্দরির এক খান মিষ্টি হামি আর তার বয়ামের ভেতর থেকে চার পিস গুড়ের নারকোল নাড়ু ।। টাকাটাও প্রায় জোর করে আমার হাতে গুঁজে দিয়েছিলেন বলা চলে ।। ওটা নিতে পারিনি ।। আশীর্বাদ করে বলেছিলেন আমার ব্যবসা নাকি অনেক দূর এগোবে ।। কেউ নাকি আমাকে আটকাতে পারবেনা ।। কি ভেবে বলেছিলেন ভগবান ই জানেন ।। যখন কারো কারো মুখে শুনি যে আমার নাকি ব্যাবহারে অ্যারোগেন্সি এসেছে তখন এই ঠাকুমার কথা খুব মনে পড়ে ।।

এই ভাবেই টুকটুক করে হেলতে দুলতে এগিয়ে চলুক লেজি হ্যাংলা ।। আমার আপনাদের প্রিয় Lazy Hyangla..

অনেক আবদার থাকা সত্ত্বেও ছোট বড়ো অর্ডারের চাপে যে কম্বো অফার গুলো এতোদিন বন্ধ রেখেছিলাম, আগামী ১লা ডিসেম্বর থেকে নতুনভা...
24/11/2024

অনেক আবদার থাকা সত্ত্বেও ছোট বড়ো অর্ডারের চাপে যে কম্বো অফার গুলো এতোদিন বন্ধ রেখেছিলাম, আগামী ১লা ডিসেম্বর থেকে নতুনভাবে আবারো সেই Lazy Hyangla Special Combo টি শুরু করছি ।। আশা করি 2-3 প্লেট অর্ডার নিতে না পারার জন্য যারা এতোদিন অভিমান করে ছিলেন এই অফারটি তাদের অবশ্যই খুশি করতে পারবে ।।

তাহলে এই রবিবার ছুটির দিনে ঘরে বসে ট্রাই করে ফেলুন লেজি হ্যাংলার এই স্পেশাল কম্বোটি ।।

মেনুর খরচ জানার জন্যে বা বিশদে জানার জন্যে অনুগ্রহ করে 6294237742 / 8116914364 নাম্বারে কল করুন ।।
whatsapp : https://wa.me/916294237742

দেখবেন যেকোনো অনুষ্ঠান বাড়িতে সেই বাড়ির ই কিছু কিউট আত্মীয় থাকে যাদের ব্রেকফাস্টের সময় চুলকুনি জাগে ।। হয়েছে ধরুন লুচি ঘ...
24/11/2024

দেখবেন যেকোনো অনুষ্ঠান বাড়িতে সেই বাড়ির ই কিছু কিউট আত্মীয় থাকে যাদের ব্রেকফাস্টের সময় চুলকুনি জাগে ।। হয়েছে ধরুন লুচি ঘুঘনি ।। কিন্তু, না ।। তার মুড়ি আর বেগুনি চাই ।। এবার ধরুন মুড়ি, বেগুনি, চা হয়েছে ।। কিন্ত, না ।। তার বেগুনি নয়, তার আলুর বড়া চাই ।। চা হলে তার কফি চাই ।। লুচি হলে তার মুড়ি চাই ।। ঘুঘনি হলে তার আলুরদম চাই ।। ছোলাসেদ্ধ হলে তার মটরসেদ্ধ চাই ।। বোঁদে হলে তার রসগোল্লা চাই ।। রসগোল্লা হলে তার পান্তুয়া চাই ।। এদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার ।।

আসবেন না ।। নিজের বাড়িতে থাকুন ।। নিজের মা বোন বউ বাড়ির লোকদের জ্বালান ।। অনুষ্ঠান বাড়ির লোকের ঝাঁট জ্বালাবেন না ।।

- দাদা, তুমি কি Lazy Hyangla বন্ধ করে দিয়েছ ?? - এবাবা !! কেন ?? - কোনো পোস্ট বা অ্যাডভার্টাইজ দেখিনা ।। তাই জিজ্ঞেস করল...
22/11/2024

- দাদা, তুমি কি Lazy Hyangla বন্ধ করে দিয়েছ ??
- এবাবা !! কেন ??
- কোনো পোস্ট বা অ্যাডভার্টাইজ দেখিনা ।। তাই জিজ্ঞেস করলাম ।।
- আরে আর পোস্ট করতে ইচ্ছে করেনা ।। কিন্তু এবার করতে হবে দেখছি ।। নইলে পাবলিক ভাব্বে ব্যবসা গুটিয়ে ফেলেছি ।।

গত পরশুর বড় একটা কাজের কিছু ছবি দিলাম ।। মেনুতে ছিল মিনারেল ওয়াটার, স্যালাড ও স্যস, ফিশ চপ, বাসন্তি পোলাও, ফুলকপির রোস্ট, বাসমতি বাইস, মুগডাল, ঝুরি আলুভাজা, আলুপোস্তো, কাতলা কালিয়া, সর্ষে পমফ্রেট, চাটনি, পাপড়, রাজভোগ, মিষ্টি দই, মুখশুদ্ধি ।।

মেনুর খরচ জানার জন্যে বা বিশদে জানার জন্যে অনুগ্রহ করে 6294237742 / 8116914364 নাম্বারে কল করুন ।।
whatsapp : https://wa.me/916294237742

পমফ্রেট কালিয়া ।। 🤤🤤
14/11/2024

পমফ্রেট কালিয়া ।। 🤤🤤

গত ৩রা নভেম্বর এর ব্যাপার স্যাপার ।। 🤘
05/11/2024

গত ৩রা নভেম্বর এর ব্যাপার স্যাপার ।। 🤘

গত ২রা নভেম্বরের ব্যাপারস্যাপার ।। 🤘
04/11/2024

গত ২রা নভেম্বরের ব্যাপারস্যাপার ।। 🤘

Address

Natun Bazar
Medinipur
721101

Telephone

+916294237742

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lazy Hyangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category