The New View

The New View 3 Cheers management can add spark to your event with their professional ways of Executing the e

02/02/2023

RTv Bangla coverage of our WINTER FEST EXHIBITION preparation ❤️❤️

17/01/2023

আনন্দ সংবাদ ❤️ আনন্দ সংবাদ ❤️

☀️ EXHIBITION CUM SALE FOR WINTER☀️

3RD , 4TH & 5TH FEBRUARY 2023 🛍️🥻💥

PLACE : SODEPUR AMARABATI KALYAN SAMITI , SODEPUR. 24PGS (N).

TIME : 3 PM TO 9PM ( 3 DAYS )

FOR STALL BOOKING CALL NOW
Contact : 8276053306, 8276053521, 9038939262, 7439061338

আপনি সপরিবারে, সবান্ধবে চলে আসুন আমাদের এই Exhibition Winter fest এ !!

আপনার জন্য রয়েছে : :

✅ MANY FREE GIFTS 🎁 OFFER FOR 3 DAYS ❤️❤️
✅ LUCKY DRAWS DAILY.🎉🎉
✅ CHANCE TO MEET WITH TARROT CARD READER EXPERT.
✅ MEDIA COVERAGE ARRANGEMENTS 🎤🎤


3 Cheers management can add spark to your event with their professional ways of Executing the e

সুযোগ আছে, শক্তি আছে, ক্ষমতা আছে। তাই বলে সব বিষয়ে মাথা ঘামাবেন না!যদি মাথা একবার আটকে যায়,তাহলে কঙ্কাল হইতে বেশী সময় লা...
16/11/2022

সুযোগ আছে, শক্তি আছে, ক্ষমতা আছে। তাই বলে সব বিষয়ে মাথা ঘামাবেন না!
যদি মাথা একবার আটকে যায়,
তাহলে কঙ্কাল হইতে বেশী সময় লাগবেনা।

ছোটোবেলায় জনসন পাউডারের গন্ধটা বড় ভালো লাগতো।আধোআধো একটা মা মা গন্ধ, আদরমাখা। একদিন শুনলাম ওতে নাকি অ্যাসবেস্টর মাখানো...
09/11/2022

ছোটোবেলায় জনসন পাউডারের গন্ধটা বড় ভালো লাগতো।আধোআধো একটা মা মা গন্ধ, আদরমাখা। একদিন শুনলাম ওতে নাকি অ্যাসবেস্টর মাখানো বিষ আছে, বড় হয়ে বুঝলাম আমার ছোটোবেলাটা অনেকটা মিথ্যে ছিলো।
ম্যাগি যেদিন স্কুলে নিয়ে যেতাম? সেদিন একটা অঘোষিত উৎসব। সকাল থেকে অপেক্ষা করে থাকতাম, কখন টিফিন হবে?সেই অপেক্ষা মেঘদূতের যক্ষের অপেক্ষার চাইতে কম কিছু ছিলো না বোধহয়। নীলাচলের শৈশব শেষে একদিন শুনি, ম্যাগি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ঐ হলুদ প্যাকেট, হলুদ পাখি সবটা বোধহয় মিথ্যে ছিলো ঐ চাঁদের চরকা কাটা বুড়িটার মতন, বড় হয়ে শুনি রূপকথা বলে কিছু হয় না,সবটাই গর্ত...খাদ।
স্কুলের সবচাইতে পড়াশোনায় ভালো যে মেয়েটার সবার আগে বিশাল বড় চাকরি পাওয়ার কথা ছিলো? সে এখোনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে উড়নচন্ডী মেয়েটার সাথে বড় মিল পেতাম পাহাড়ি এক ঝর্ণার? সে এখন বড় শান্ত এক নদী, কারোর মা ... কারোর স্ত্রী।
যে প্রতিবার অঙ্কে ফেইল করে চোখের জল ফেলতো বেঞ্চের ঐ কোণাটায় যেখানে কেউ বোধহয় মিড সামারে কম্পাস দিয়ে লিখেছিলো D+A, সে এখন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী। D আর A বহুদিন দেখেনি একে অপরকে। এখন শুনেছি কফিশপে, লেট নাইট পার্টিতে আড্ডা মেরে বলে সবাইকে "ছোটোবেলার প্রেম! কি যে বোকা ছিলাম! "

ইলেভেনের ভুল করে সায়েন্স নিয়ে পস্তানো ছেলেটা রোজ রাতে হেডফোনে কানে দিয়ে রেডিও স্টেশন থেকে ফেরে নামকরা রেডিও জকি হয়ে..."তখন আমি আলোর থেকেও ছুটছি জোরে, আঁকি গোল চৌকো আঁকি এক আঁচড়ে। "
২০০০ থেকে ২০২২,আমরা হারিয়ে ফেলেছি বহুজনকে। আমরা জানতেও পারিনি বহুজনের সাথে আমাদের ইতিমধ্যে শেষ দেখাটা হয়ে গিয়েছে। কখোনো স্কুলে, কখোনো কলেজ ক্যান্টিনে, সকাল পাঁচটা বারোর কৃষ্ণনগর লোকালে, পাড়ার মোড়ে, মোমোর দোকানে কিংবা মাঝরাতের ভিডিও কলে। তারিখ সিনেমাতে একটা ডায়লগ ছিলো অনেকটা এরকম,প্রতিবছর আমরা আমাদের মৃত্যুর দিনটাকে পেরিয়ে যাচ্ছি অজান্তেই। জানতেও পারছিনা ঠিক তারিখটাই একদিন জীবনের শেষদিন হয়ে দাঁড়াবে।

প্রতিদিন প্রতি মুহূর্তে ভাবছি কতটা, গড়ছি কতটা হিসেব রাখার সময় হয়নি।আবর্তন গতি যদি বন্ধ হয়ে যায় কোনোদিন, বোধহয় মহাকাল বলে যাবে কেউ বদলায় না, ওরা সবাই মিলে মানুষটাকে বদলে দেয়।

08/11/2022
চোখ বন্ধ করলে থৈ থৈ করে যোগাযোগহীন বন্ধুদের মুখ। যে বন্ধুর সাথে ভাগ করে নিতাম স্কুলের টিফিন, যে বন্ধুর সাথে কেটেছে খেলার...
02/11/2022

চোখ বন্ধ করলে থৈ থৈ করে যোগাযোগহীন বন্ধুদের মুখ। যে বন্ধুর সাথে ভাগ করে নিতাম স্কুলের টিফিন, যে বন্ধুর সাথে কেটেছে খেলার বিকাল, যে বন্ধু জুগিয়েছে প্রথমবার মনের কথা বলে ফেলার সাহস, যে বন্ধু চোখের জল মুছিয়ে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে ভাঙা হৃদয়, যে বন্ধু প্রয়োজনে টাকা ধার দিয়েছে, যে বন্ধু মন খারাপ শুনে বলেছে 'চল আমরা একটু বাইরে বেরিয়ে আসি', যে বন্ধু সহ্য করেছে অহেতুক ট্যানট্রম, যে বন্ধু বাবার মতো শাসন করেছে, মায়ের মতো আদর করেছে, যে বন্ধু একসাথে মাতাল হয়েছে, কাউন্টার টেনেছে, হেঁড়ে গলায় গান গেয়েছে, বিপদ শুনে আগুপিছু না ভেবেই লাফ দিয়ে বাঁচাতে এসেছে, যে বন্ধু নিঃস্বার্থ শব্দের মানে শিখিয়েছে; একে একে ভেসে আসে তাদের প্রত্যেকের মুখ, গলার আওয়াজ, স্পর্শের ওম।

সময় বড় দুর্বিষহ বস্তু। সে তার নিয়মে দু'জন মানুষকে কাছে টেনে আনে যেমন, তেমন দুরেও ঠেলে দেয় ঠিক। আর মধ্যিখানের দূরত্বে ছড়িয়ে দেয় ব্যস্ততা, অভিমান, ভুল বোঝাবুঝি, না ফেরার জেদ ইত্যাদি। তবু, আমরা চাই যার সাথে এককালে খুব ভালো বন্ধুত্ব ছিলো আমাদের, সে আজ যে'খানেই থাকুক, যে'ভাবেই থাকুক; ভালো থাকুক শুধু... ❤️❤️❤️
#সংগৃহীত

মেনশন করুন সেইসব বন্ধুদের, ভালোবাসার পরশ আরেকবার বুলিয়ে দিন আপনাদের বন্ধুত্ব এ। ❤️❤️❤️

🌺জগৎধাত্রী পূজার শুভ মহা অষ্টমীর  শুভেচ্ছা সকলকে🌺
01/11/2022

🌺জগৎধাত্রী পূজার শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা সকলকে🌺

জয় বড়মা। 🙏🙏🙏বড়মা সবার মঙ্গল করুক। ❤️❤️❤️
26/10/2022

জয় বড়মা। 🙏🙏🙏
বড়মা সবার মঙ্গল করুক। ❤️❤️❤️

Best wishes and regards ahead of Diwali to you and your family.Wishing you all a very Happy Diwali🌟✨⭐💥🔥
24/10/2022

Best wishes and regards ahead of Diwali to you and your family.
Wishing you all a very Happy Diwali🌟✨⭐💥🔥

কিছু বাঁশ আনন্দের ও হয়ে 😊😊❤️
21/10/2022

কিছু বাঁশ আনন্দের ও হয়ে 😊😊❤️

আমাদের দেশের বাবা-মা আল্লাদ করে বলেন, বাচ্চা নাকি মাটিতে নামালে, ঘাসে উপর ছেড়ে দিলে জ্বর আসে। অথচ, ইউরোপিয়ান, আমেরিকান ও...
19/10/2022

আমাদের দেশের বাবা-মা আল্লাদ করে বলেন, বাচ্চা নাকি মাটিতে নামালে, ঘাসে উপর ছেড়ে দিলে জ্বর আসে। অথচ, ইউরোপিয়ান, আমেরিকান ও এশিয়ার অনেক দেশের বাচ্চারা কোনোরকমে হাটতে শিখলেই বাবা-মা নিয়ে আসে পাহাড়ে। তাও আমাদের দেশের মতোন ছোট ছোট পাহাড় বা টিলা নয় অথবা দার্জিলিং-সিকিম-কাশ্মীরের মতো আরামের ট্যুর না। হাজার হাজার মিটার উচুতে কষ্টের ট্রেকিং।
মজার ব্যাপার হলো, প্রতিটি বাচ্চার কাঁধে ব্যাগ থাকে। নিজের জিনিসপত্র নিজের বইতে হয়। খুব বেশি দরকার হলে তখন বাবা-মা তাদের হেল্প করে। নেপালের যতোগুলো ট্রেকিং রুট আছে সবগুলোতেই নিচের ছবি দুটোর মতো প্রচুর বিদেশী দেখা যায়। যারা তার ছোট্ট কুট্টুলে বাচ্চাটাকেও নিয়ে পাহাড়ে আসে। আমি একবার এক ইংল্যান্ডের নাগরিককে জিজ্ঞেস করি, বাচ্চাদের কষ্ট হয় না? সে বললো মোটেই না। বরং বড়দের শরীরের চেয়ে অনেক সময় বহুগুনে পরিশ্রম নিতে সক্ষম ছোটদের শরীর। আমিও নেপালে দেখেছি, পাহাড়ে হাটতে হাটতে বাচ্চাদের বাবা-মারা হাপিয়ে উঠলেও বাচ্চারা খুব একটা হাপায় না। হাপিয়ে উঠে বড়রা যখন রেস্ট করে তখন বাচ্চারা ছুটোছুটিতেই ব্যস্ত থাকে। ওই বিদেশী বলেছিলেন, এটা আসলে অভ্যাস। তুমি বাচ্চাদের যেমন অভ্যাস করাবা, ওরা সেভাবেই বড় হবে। ওদের সারাদিন এসির মধ্যে রাখলে বা একটু বাইরে খেলতে না দিলেতো ওদের ঘাসে নামালে জ্বর আসবেই। খুব সিম্পল।
তাই আমরা একটু চেষ্টা করলেই আমাদের বাচ্চারাও শক্ত-পোক্ত হবে। তারচেয়ে বড়কথা ওদের কষ্ট শেখান। প্রকৃতির কাছে নিয়ে যান। প্রকৃতি, পশুপাখি ও মানুষকে ভালবাসতে শেখান।

"আশ্বিনে রাঁধে কার্তিকে খায় যে বর মাগে সেই বর পায়" আজ সেই সংক্রান্তি একে গাড়ু সংক্রান্তিও বলে। সকালে তেঁতুল পুড়িয়ে ঠোঁটে...
18/10/2022

"আশ্বিনে রাঁধে কার্তিকে খায় যে বর মাগে সেই বর পায়"
আজ সেই সংক্রান্তি একে গাড়ু সংক্রান্তিও বলে। সকালে তেঁতুল পুড়িয়ে ঠোঁটে মাখতে হয়, এতে নাকি শীতে ঠোঁট ফাটেনা। এছাড়া শাপলা, মুলো, থোড়, শালুক, মেটে আলু, লাউ, কুমড়ো চালকুমড়ো, ডাঁটা, শাপলা কন্দ, গাঁঠি কচু, ওল, রাঙা আলু, সিম, মাখন সিম, শোলা কচু, তেঁতুল, জলপাই, কাঁচা হলুদ, নারকোল দিয়ে ফোড়ন ছাড়া মটর ডাল সামান্য ঘী দিয়ে রেঁধে, আতপ পান্তা দিয়ে খাওয়াই নিয়ম। আমরা সব তরকারীর খোসাও ছাড়াইনা। আরেকটা নিয়ম হল সন্ধ্যেতে সারা বাড়ি প্রদীপ দেখাতে হয়। এই ডালের অপুর্ব স্বাদ হয়। না খেলে বোঝা যায় না। আমাদের বাড়ির ডাল আত্মীয়দের বাড়ি বিলি করা হয়।

কালী পুজোর ঠিক এক রাত আগে পালিত হয় ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। বাংলার ঘরে ঘরে ভূত চতুর্দশীর দিনে ১৪ শাক খাওয়ার ও ১৪ প্...
17/10/2022

কালী পুজোর ঠিক এক রাত আগে পালিত হয় ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। বাংলার ঘরে ঘরে ভূত চতুর্দশীর দিনে ১৪ শাক খাওয়ার ও ১৪ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত রয়েছে। উল্লেখ্য, ভূত চতুর্দশী চোদ্দ পুরুষকে উৎসর্গ করা হয়েছে ।

ভূত চতুর্দশীর দিনে যে ১৪টি শাক খাওয়ার রীতি প্রচলিত, সেগুলি হল, ওল, নটে, বেথুয়া, সরষে, কালকাসুন্দে, জয়ন্তী, নিম, হেলেঞ্চা, সজনে, পলতা, গুলঞ্চ, ভাঁটপাতা, শুলফা ও শুষণী শাক। এই শাক খেয়ে সন্ধেবেলা ১৪ প্রদীপ জ্বালিয়ে দুরাত্মা ও অন্ধকার দূর করার রীতি প্রচলিত আছে

প্রস্তুতি 🌺🙏মাত্র ৯দিনের অপেক্ষা 😌❤️জয় বড়মা🙏Hello New View familyকারা কারা বড়মা দর্শন করতে আসছো?
15/10/2022

প্রস্তুতি 🌺🙏
মাত্র ৯দিনের অপেক্ষা 😌❤️
জয় বড়মা🙏

Hello New View family
কারা কারা বড়মা দর্শন করতে আসছো?

সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা।♥️
09/10/2022

সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা।♥️

শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই । আসছে বছর আবার হবে।👏🏻👏🏻
07/10/2022

শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই । আসছে বছর আবার হবে।👏🏻👏🏻

☀️ EXHIBITION CUM SALE FOR PUJA ☀️19, 20, 21 st August 2022 Huge Offer On Puja Shopping 🛍️🥻💥🌟 Many Free Gifts 🎁 Offer fo...
18/08/2022

☀️ EXHIBITION CUM SALE FOR PUJA ☀️
19, 20, 21 st August 2022
Huge Offer On Puja Shopping 🛍️🥻💥

🌟 Many Free Gifts 🎁 Offer for 3 days 🌟
Please Come Everyone With Family ❤️☺️

PLACE : VIP ENCLAVE ( PHASE I ) , NEAR BAGUIATI JORA MANDIR. ✅
TIME : 12 PM TO 9PM ( 3 DAYS )
Contact :8276053521 , 8276053306, 9038939262, 7439061338.

☀️ EXHIBITION CUM SALE FOR PUJA ☀️19, 20, 21 st August 2022 Huge Offer On Puja Shopping 🛍️🥻💥🌟 Many Free Gifts 🎁 Offer fo...
16/08/2022

☀️ EXHIBITION CUM SALE FOR PUJA ☀️
19, 20, 21 st August 2022
Huge Offer On Puja Shopping 🛍️🥻💥

🌟 Many Free Gifts 🎁 Offer for 3 days 🌟
Please Come Everyone With Family ❤️☺️

PLACE : VIP ENCLAVE ( PHASE I ) , NEAR BAGUIATI JORA MANDIR. ✅
TIME : 12 PM TO 9PM ( 3 DAYS )
Contact : 8276053306, 9038939262, 8276053521

Address

743165, Barrackpur-I Sub-District
Naihati
743165

Website

Alerts

Be the first to know and let us send you an email when The New View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The New View:

Videos

Share