06/04/2024
দার্জিলিং টয়ট্রেনের সবগুলো স্টেশন ❤️ ❤️
শিলিগুড়ি জংশন থেকে....
#দার্জিলিং_টয়ট্রেন সম্পূর্ণ ইনফরমেশন ❤️❤️
দার্জিলিং টয়ট্রেন যা পরিচালনা করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা DHR, এটি শিলিগুড়ির NJP স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত প্রায় 88 কিমি দীর্ঘ একটি ন্যারোগেজ রেল লাইন যার সূচনা হয়েছিলো ব্রিটিশ আমলে 1881 খ্রিস্টাব্দে। বর্তমানে এই রেললাইন একটি UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, DHR ছাড়াও ভারতীয় রেলের আরো দুটো ন্যারোগেজ টয়ট্রেন লাইন যথাক্রমে -
1. কালকা-শিমলা
2. নীলগিরি রেলওয়ে, ও UNESCO থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে।
্রেন_রাইড :- দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে বর্তমানে দুধরনের রাইডের মজা আপনারা নিতে পারবেন।
1, জয় রাইড।
2, রেগুলার রাইড।
1.জয় রাইড পরিষেবা :- জয়-রাইড হল দার্জিলিং থেকে ঘুম স্টেশনের মধ্যে স্বল্প দূরত্বের একটি ট্রেন জার্নি মাঝে পড়বে বাতাসিয়া লুপের মত জায়গা। জয়রাইডের আবার ভাগ আছে একটি স্ট্রীম ইঞ্জিন এবং দুই ডিজেল ইঞ্জিন। বেশিরভাগ পর্যটকেরা দার্জিলিং আসলে এটাই বুক করে, এই রুটে সিনিক বিউটিও দারুণ।
2. রেগুলার রাইড :- এই রাইড NJP থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে NJP এর মধ্যে পরিষেবা। পুরো জার্নি সম্পূর্ন হতে সময় লাগে প্রায় 7 - 8 ঘন্টা, মাঝে পড়ে 8টি স্টেশন, সুখনা, রংটং, তিনধরিয়া, কার্শিয়াং, টুং, সোনাদা, ঘুম এবং বাতাসিয়া লুপ।
#ট্রেনের_সময়_সূচি :- জয়রাইডের ক্ষেত্রে স্ট্রীম ও ডিজেল ইঞ্জিন মিলিয়ে দার্জিলিং ও ঘুমের মধ্যে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। তবে সময় হিসেবে এর সংখ্যা বৃদ্ধি ও হ্রাসও করা হয়।
ডিজেল ইঞ্জিনের সময়সূচী - 9.35 AM, 11.40 AM, 1.40 PM, 3.45 PM.
স্ট্রীম ইঞ্জিনের ক্ষেত্রে - 9.25 AM, 11.30 AM, 1.30 PM, 3.35 PM.
রেগুলার রাইডের ক্ষেত্রে - প্রধানত দিনে একটি মাত্রই ট্রেন চলাচল করে দুটি স্টেশনের মধ্যে - NJP থেকে টাইম - সকাল 10 টা, পৌঁছায় বিকেল 5.30 এ. একইরকম ভাবে দার্জিলিং থেকে সকাল 9 টায় ছেড়ে NJP পৌঁছায় বিকাল 4.30 এ.
্রেনের_ভাড়া :- জয়রাইডের ক্ষেত্রে দুরকমের ভাড়া আছে। স্ট্রীম ইঞ্জিন জয়রাইডের ভাড়া - 1500 টাকা, এবং ডিজেল ইঞ্জিন জয়রাইডের ভাড়া - 1000 টাকা, GST এক্সট্রা।
রেগুলার রাইডের ক্ষেত্রে ট্রেন ডিজেল ইঞ্জিনেই চলাচল করে এখানে দুধরনের ক্যাটাগরি আছে - CC ভাড়া - 1400 এবং FC ভাড়া - 1500
#টয়ট্রেন_বুকিং :- এই দার্জিলিং টয়ট্রেনের সমস্ত ট্রেন গুলো আপনারা IRCTC App থেকে বুক করতে পারবেন, এছাড়াও যেকোনো স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকেও অফলাইনে ট্রেনের টিকিট গুলো কেটে ফেলতে পারবেন।
এই দুটো পরিষেবা ছাড়াও আরও বেশ কিছু রাইড ও পরিষেবা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে থেকে দেওয়া হয়ে থাকে।
(সংগৃহীত)
ধন্যবাদ, ভ্রমন পিপাসু 🙏