02/11/2022
প্রাক লক ডাউন রায়গঞ্জ স্টেশন
#সৌজন্য - #কৌশিক দেবনাথ
১৮৮৯ সালে পত্তন ঘটে তৎকালীন #রাইগঞ্জ স্টেশনের কালক্রমে "রাই" পরিণত হয় "রায়" তে ... তৎকালীন ব্রিটিশ সরকার প্রথম দিকে কঠিহার (পার্বতীপুর) থেকে বিরল পর্যন্ত শুধু মাত্র পণ্য পরিবহনে ব্যবহার করতো লাইনটি । পরবর্তীতে যাত্রী পরিবহন শুরু হয়। স্বাধীনত্তর কলে ভারত সরকার ব্রিটিশের প্রাইভেট কোম্পানির কাছ থেকে এই লাইনের সব রকম অধিকার পায়।2006 সালে এটি মিটার গেজ থেকে ব্রড গেজ লাইনে পরিবর্তিত হয়। খুব #শিগগিরই #জংশন_স্টেশন হতে চলেছে #রায়গঞ্জ যার একদিকে থাকবে NH34 বরাবর #মালদা টাউন স্টেশন সংযোগ ও অন্যদিকে পর্যন্ত সংযোগ।যার 30 % কাজ সম্পন্ন হয়েছে। Tungidighi city পাবে রেলওয়ে স্টেশন