Md Khairul Islam Vlogs

Md Khairul Islam Vlogs personal blogs

08/11/2023

হু হু করে বাড়ছে বৈদেশিক মুদ্রার দাম। বাংলাদেশী টাকার ভয়াবহ দরপতন।

১ ডলার = ১২৪ টাকা

১ দিনার = ৪০০ টাকা

ব্যাপক মূল্যস্ফীতির আশংকা।

08/11/2023

I gained 2,559 followers, created 50 posts and received 14,628 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

07/11/2023

অট্টালিকার চাবি দিয়া দু:খ গুছেনা । Sad Song | Probashi

07/11/2023

ম্যাক্সওয়েলের বীরোচিত ডাবল সেঞ্চুরি/
এক ক্যাচ মিসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ী ম্যাচ হারলো আফগানিস্তান

06/11/2023

প্রবাস #কুয়তে সিটি

02/11/2023

01/11/2023
লাগামহীন ভাবে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রবের দাম। অস্থিরতা বিরাজ করছে সাধারণ মানুষের জীবন যাত্রায়। নিরব এক কান্...
31/10/2023

লাগামহীন ভাবে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রবের দাম। অস্থিরতা বিরাজ করছে সাধারণ মানুষের জীবন যাত্রায়। নিরব এক কান্না চলছে। মধ্যবিত্ত পরিবারগুলো আজ বড়ই অসহায় ।

30/10/2023

আমাদের ইউটিউব চ্যালেনটি ঘুরে আসতে পারেন।

বাংলাদেশ ব্যাডমিন্টন স্পোর্টিং ক্লাব । BANGLADESH BADMINTON SPORTING CLUB SALMIYA | Kuwait | Ktv
https://youtu.be/4WyhClM_NgA

কি খাবেন????মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত, নিন্মবিত্ত পরিবারগুলো নিরবে নিভৃতে জাবন যাপন করছে। না পারছে কাউকে বলতে, না পারছে...
20/10/2023

কি খাবেন????

মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত, নিন্মবিত্ত পরিবারগুলো নিরবে নিভৃতে জাবন যাপন করছে। না পারছে কাউকে বলতে, না পারছে সইতে। এক নিরব কান্না চলছে।

কাঁচা তরকারির যে দাম , কাঁচা তরকারি কিনতে গেলে-

1. কাঁচা মরিচ=200
2. টমেটো=100
3. সিম=200
4. লম্বা বেগুন=80
5.গুল আলু =60
6. বেন্ডি=80
7. মূলা=120
8. কড়লা=100
9. শশা=80
10. পেয়াজ=80
11. রসুন=200
12. লতা=80

শুধু অল্পকিছু তরকারি দাম, বাকী আছে আরো অনেক কিছু মাছ,মাংস,মুদি বাজার ইত্যাদি।

কিছু বলার নেই, এভাবেই চলতে হবে। মানতে হবে,মানিয়ে নিতে হবে।

#আমরা_স্মার্ট_বাংলাদেশে_বাস_করি_দাম_কোন_ব্যাপার_না

দেশসেরা ফ্রিল্যান্সার মিরসরাইয়ের মেয়ে খাদিজাশেখ খাদিজা খানমের মাসে আয় হয় প্রায় দুই লাখ টাকা। অনলাইন ফ্রিল্যান্স মার্কেট ...
09/10/2023

দেশসেরা ফ্রিল্যান্সার মিরসরাইয়ের মেয়ে খাদিজা

শেখ খাদিজা খানমের মাসে আয় হয় প্রায় দুই লাখ টাকা। অনলাইন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ শুরু করে তিনি সফল হয়েছেন। চলতি বছরে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফ্রিল্যান্সার সম্মেলন। সেখানে দেশের সেরা ১৫ ফ্রিল্যান্সারকে সম্মাননা দেওয়া হয়। এতে চট্টগ্রাম থেকে নির্বাচিত হওয়া একমাত্র ফ্রিল্যান্সার খাদিজা।

চট্টগ্রামের মিরসাইয়ের মেয়ে শেখ খাদিজা খানম। উপজেলার মধ্যম মায়ানী গ্রামের হামিদ মুহুরী বাড়িতে বেড়ে ওঠেন তিনি। আবুতোরাব ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক শেখ মাওলানা মহিউদ্দিনের ৮ সন্তানের মধ্যে তিনি ৫ম। মধ্যম মায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নিজামপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে বাংলায় স্নাতক করছেন দেশসেরা ফ্রিল্যান্সার শেখ খাদিজা খানম।

২০১৮ সালের ঘটনা। পারিবারিক কাজে ব্যাংকে গিয়েছিলেন খাদিজা। ব্যাংকে সিরিয়াল নিয়ে বসে ছিলেন সোফায়, হঠাৎ চোখ আটকে যায় রাস্তার বিপরীতে থাকা একটি প্রযুক্তি কোম্পানির নামফলকে। কাজ শেষ করে কৌতুহলবশত সেখানে গিয়ে জানতে পারেন ঘরে বসে আয়ের সুযোগ সম্পর্কে। জানলেন ফ্রিল্যান্সিংয়ের নানা বিষয়।

সেই ক্রিয়েটিভ আইটির সাইনবোর্ড খাদিজার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রথমদিকে কোর্সে খাদিজা কিছুই বুঝতেন না। তবুও হাল ছাড়েননি। নানা চড়াই-উতরাই পেরিয়ে খাদিজা এখন দেশসেরা ফ্রিল্যান্সারদের একজন।

শেখ খাদিজা খানম মূলত একজন গৃহীনি। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় তিন ছেলে আর স্বামী নিয়ে থাকেন ভাড়া বাসায়। পুরো দিন কাটে সংসারের কাজের ব্যস্ততায়। সন্ধ্যা গড়াতেই তিনি হয়ে যান একজন মুক্ত পেশাজীবী। তৈরি করেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন।

২০১৯ সালে করোনাকাল খাদিজার জন্য যেন আশীর্বাদ বয়ে আনে। ছেলেদের স্কুল বন্ধ, অনেকটা সময় ফ্রিল্যান্সিংয়ে দিতে পেরেছেন। লিংকডিন নিয়ে কাজ করে ঘণ্টায় আট ডলার হিসেবে সর্বমোট ৩০০ ডলারের কাজ করেন তিনি। এটাই ছিল তাঁর প্রথম আয়। বর্তমানে তিনি ঘন্টায় ১৫ ডলার করে আয় করেন।

ওই সময়ে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের (এলইডিপি) একটি বেসিক কোর্সও সফলভাবে সম্পন্ন করেন।

ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা প্রোর কাজ ভালোই পারেন খাদিজা। আবার ডিজিটাল মার্কেটিংয়ের সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, লিংকডিন, ইনস্টাগ্রাম, টুইটার, কোরা, রেডিট, ইউটিউব, পিন্টারেস্ট ইত্যাদি পেইড মার্কেটিংয়েও তার জুড়ি নেই।
ভিডিও এডিটিংয়ের মধ্যে সোশ্যাল রিল এবং ভিডিও এডিটিং সফটওয়্যার-আপটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, ডা-ভিঞ্চি রিসলভে তার দক্ষতা রয়েছে। খাদিজা এ পর্যন্ত ৪০ জন ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে কাজ করছেন।� �খাদিজার তিন ছেলে। বড় ছেলে কাজী হাসান আবদুল্লাহ উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। মেজ ছেলে কাজী আবদুর রহমান অষ্টম শ্রেণিতে ও ছোট ছেলে কাজী আজহারুল ইসলাম চতুর্থ শ্রেণির ছাত্র। মায়ের পাশাপাশি ফ্রিল্যান্স শিখছেন কাজী হাসান আবদুল্লাহ ও কাজী আবদুর রহমান।

বর্তমানে খাদিজা আপওয়ার্কে সেরা ৩ শতাংশ ফ্রিল্যান্সারদের একজন।
স্ত্রীর কাজে শুরু থেকেই পাশে থেকেছেন স্বামী কাজী আবুল হোসেন। স্ত্রীর কাজের সময় ছেলেদের স্কুলে নেওয়া, খাওয়া দাওয়া, সংসারের কাজ সবটা তিনি করেন। স্ত্রীর কোর্স করা, পিসি কেনা, ছোট বড় সব ধরনের জোরালো সাপোর্ট দিয়ে যাচ্ছেন আবুল হোসেন।
দেশসেরা ফ্রিল্যান্সার শেখ খাদিজা খানম বলেন, ‘আমার স্বামীর আন্তরিক অনবদ্য অবদান, ত্যাগ, পরিশ্রম এবং একনিষ্ঠ সহযোগিতা আমার এতদূর আসার পেছনে সবচেয়ে বড় কারণ। আমার একান্ত ইচ্ছা, পরিবারের নারী সদস্য যারা সংসারে অবহেলিত জীবন কাটান, কাজ শিখিয়ে তাঁদের পাশে দাঁড়াতে চাই। নিজের সন্তানদের পড়াশোনা এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি আইটিতে দক্ষ করে গড়ে তুলতে চাই এবং ওদের স্বপ্নগুলো পূরণ করতে চাই।

©️

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ । বাংলাদেশের খেলা সমূহ
02/10/2023

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ । বাংলাদেশের খেলা সমূহ

।। এমন একটা সময় ছিল ।।একান্নবর্তী সংসারেতেমোটা রুটির দিস্তে ছিল,ফাটা কাপে চা ছিল ,কাঠের পিঁড়িতে বসা ছিল।মাছের ছোট পিস্...
28/09/2023

।। এমন একটা সময় ছিল ।।

একান্নবর্তী সংসারেতে
মোটা রুটির দিস্তে ছিল,
ফাটা কাপে চা ছিল ,
কাঠের পিঁড়িতে বসা ছিল।
মাছের ছোট পিস্ ছিল,
সুতোয় কাটা ডিম ছিল,
মাসে দু দিন মাংস ছিল,
এঁটো হাতে আড্ডা ছিল।
মাটির তৈরি উনুন ছিল,
ঘুটে কয়লার আঁচ ছিল,
বাটা মসলার ঝাঁজ ছিল,
ধুলো ঝাড়তে কুলো ছিল,
কাঁসার থালা-বাটি গেলাস ছিল।
তালপাতার পাখা ছিল,
মাটির কলসির জল ছিল,
রকে বসে আড্ডা ছিল,
নিত্য ঝগড়াঝাঁটি ছিল,
কিন্তু সব শেষে সুখ ছিল,
তৃপ্তি ছিল, শান্তি ছিল,
আহা ! সে এক সময় ছিল।

সকালবেলা ঘুম ভাঙা চোখে
আকাশবাণীর টিউন ছিল,
চিত্রহার চিত্রমালায়
টিভিতে সন্ধ্যা সাজানো ছিল।
উত্তম, সুচিত্রা, সৌমিত্র ছিল,
হেমন্ত, সন্ধ্যা, মান্না দে ছিল।
সন্ধ্যেবেলায় লোডশেডিং ছিল,
লাল গামছায় চান ছিল,
মুখ মুছতে মায়ের আঁচল ছিল,
দুপুরবেলায় শীতলপাটিতে শুয়ে
ঠাম্মির মুখে গল্প ছিল,
হরেক হকারের হাক ছিল,
আহা ! সে এক সময় ছিল।

বিজয়াতে কোলাকুলি,
নিমকি, ঘুগনি,নাড়ু ছিল,
নববর্ষের প্রণাম ছিল।
বিয়েতে কোমরে গামছা বেঁধে
পরিবেশনে আনন্দ ছিল।
বিকেল বেলায় বৃষ্টি হলে
ভিজে ভিজে খেলা ছিল,
আম, জাম, পেয়ারা গাছে
চড়তে বড় সুখ ছিল,
পুকুরেতে কজন মিলে
হ্যাঁপাইঝোড়ার মজা ছিল।
ভাইফোঁটায় এক বাড়িতে
তুতো ভাইবোনেরা জড়ো ছিল।
চক, ডাস্টার, ব্ল্যাক বোর্ড ছিল,
বেঞ্চির উপর দাঁড়ানো ছিল,
স্যারের মারের দুঃখ ভোলাতে
ভালোবাসার প্রলেপ ছিল।
কাটা ঘুড়ির পেছন পেছন
দৌড়ে চলার সঙ্গী ছিল।
আহা! সে এক সময় ছিল।

ছোটবেলার সেসব ছবি
কবে কোথায় হারিয়ে গেল,
রোমন্থনে ভাবতে থাকি
সে একটা সময় ছিল।

**সংগৃহীত**

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ ...
25/09/2023

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ হলো, হার্টবিট বেড়ে যেতো।

অতঃপর হাসিমুখে উপস্থিত হতেন সুন্দরি উপস্থাপিকা।
আমন্ত্রণ জানাচ্ছি পূর্নদৈঘ্য বাংলা ছায়াছবি দেখার জন্য, আমাদের আজকের ছায়াছবি......... শ্রেষ্টাংশে.......!

বুক ধকধক করতো, উত্তেজনায় প্রায়ই ছবির নাম ভালোভাবে শুনতে পেতাম না!

শুক্রবার আসলেই সে কী ব্যস্ততা। চারপাশের সবাই ৩.০০ টার আগে কাজ শেষ করতেন। কারণ ৩.০০ টায় ছবি। আর ৮:৩০ বেজে উঠার আগেই পুরো গ্রামের সবার খাওয়া শেষ।
উত্তেজনা, ভয় আর আনন্দের মিশ্রণে আলিফ লায়লার অপেক্ষা। বিজ্ঞাপন হচ্ছে তো হচ্ছে, আলিফ লায়লা শুরু হবার খবর নাই। ধৈর্য্য ধরতে ধরতে প্রায় ক্লান্ত হওয়ার পর শোনা যেতো সেই প্রিয় মিউজিক। শুরু হতে হতেই আবার বিজ্ঞাপন। just কাহিনীতে মনযোগ দিতে দিতেই আগামী পর্বে দেখবেন এত অল্প সময়। তবু আনন্দের শেষ নেই!

এখনও সব আছে কিন্তু আর বুকে কাঁপন তুলে না। সেই উপস্থাপিকা ও আছেন, হয়তো আজ তার লিপিস্টিক আরো কড়া হয়েছে। তিনি এখনও আমন্ত্রণ জানান, কিন্তু সেই আমন্ত্রণ কাউকে মনযোগী করে না। ছবি দেখার জন্য এখন কেউ শুক্রবারের অপেক্ষা করে না। এখনকার পিচ্চিরা হয়তো আলিফ লায়লার নামও জানেনা। একসাথে ৩০/৪০ জন মিলে টিভি দেখার কল্পনা ও করা যায় না।

শুক্রবার আসে, চলে যায়, সপ্তাহ ঘুরে আবার শুক্রবার আসে, কিন্তু শৈশব আমার হারিয়ে গেছে সব বদলে গেছে!

collect

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় নম্বরভিত্তিক মূল্যায়ন বাদ দেওয়া হচ্ছে। সমাপ্তি ঘটছে জিপিএ-৫ কিংবা গোল্ডেন জিপিএ-৫ ...
25/09/2023

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় নম্বরভিত্তিক মূল্যায়ন বাদ দেওয়া হচ্ছে। সমাপ্তি ঘটছে জিপিএ-৫ কিংবা গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার যুদ্ধেরও। এখন থেকে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে ব্যবহার হবে পারফরম্যান্স ‘ইনডিকেটর’, অর্থাৎ বিশেষ পারদর্শিতার ‘চিহ্ন’।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের দিয়ে এ প্রক্রিয়ায় মূল্যায়ন শুরু হবে।
নতুন শিক্ষাক্রম প্রণয়নে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, ফল হিসেবে যে ইনডিকেটর বা চিহ্ন দেওয়া হবে, তা থেকে বোঝা যাবে- কোন শিক্ষার্থী কোন বিষয় বা কাজে বেশি দক্ষ। ‘ভালো’, ‘মধ্যম’ বা ‘খারাপ’ ফল বলে কোনো কথা বা বার্তাও সেখানে থাকবে না। কোনো শিক্ষার্থী খেলাধুলায় পারদর্শী হতে পারে, কেউ হতে পারে ছবি আঁকায়। কারও কথা বলার দক্ষতা বেশি থাকতে পারে। তাদের এসব দক্ষতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দ করে পড়তে উৎসাহ দেওয়া হবে। এতে শিক্ষার্থী যে বিষয়ে দক্ষ ও আগ্রহী, সে বিষয়ে পড়বে এবং কর্মজীবনে সেই ক্ষেত্রেই কাজ করবে। চাকরির বাজারে বিষয়ভিত্তিক দক্ষ কর্মী বাড়লে, কমবে বেকারত্বও।

Collect

Congratulations Bangladesh Cricket Team
15/09/2023

Congratulations Bangladesh Cricket Team

congratulation Bangladesh team
03/09/2023

congratulation Bangladesh team

আর বেশি দামে কিনবো না, সিন্ডিকেট বাবারা কোথায় যাবে???আগামী ১/২বছর যাতে ডিম কিনা না লাগে ফ্যামিলির জন্য, তাই পর্যাপ্ত ডিম...
30/08/2023

আর বেশি দামে কিনবো না, সিন্ডিকেট বাবারা কোথায় যাবে???

আগামী ১/২বছর যাতে ডিম কিনা না লাগে ফ্যামিলির জন্য, তাই পর্যাপ্ত ডিম কিনে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি ।

মেহমান যিনি আসবেন চিন্তা ভাবনা করে আইসেন, শুধু ডিম থেরাপি চলবে…..😁😁

27/08/2023

দৈনিক আবহাওয়া বার্তা |

তারিখ : ২৭ শে অগাস্ট ২০২৩ | বার : রবিবার ১২ ই ভাদ্র ১৪৩০, শরৎকাল ১০ ই সফর ১৪৪৫ হিজরি।

আসুন একনজরে দেখেনেই কেমন থাকতে পারে আগামি ২৭ শে আগস্ট দেশের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস।
আকাশ : দেশের আকাশ বেশকিছু এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন থাকতেপারে।

বৃষ্টি : ২৭ শে আগস্ট দেশের অনেক স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।
তবে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিহ ও রংপুর বিভাগের অনেক এলাকায় ভারিবৃষ্টি হবার সম্ভাবনা আছে।

▪ ২৬ শে অগাস্ট সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয় বান্দরবান ১৪৪ মিলিমিটার, ( bmd)

▪২৬ শে অগাস্ট সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো মংলা ৩৩.২০° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় কুতুবদিয়া ২৩.৪০° সেলসিয়াস। ( bmd)

তাপমাত্রা : রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে।
বৃষ্টিবলয় : ঈশান সক্রিয় সক্রিয় । ২২ শে অগাস্ট রাত থেকে ২৯ শে অগাস্ট দুপুর পর্যন্ত।
তাপপ্রবাহ : নেই, তবে কিছুটা ভ্যাবসা গরম আছে।
বজ্রপাত : সকল বৃষ্টিবাহী এলাকায় মাঝারি বজ্রপাত আছে।
দমকা হাওয়া : নেই
দিনের আকাশে প্রখর সূর্যের কিরণ : ১ থেকে ২ ঘন্টা
ম্লান সূর্যের কিরণ ২ থেকে ৩ ঘন্টা, পাওয়া যেতেপারে স্থানভেদে।
সতর্ক সংকেত : নেই
সমুদ্র উত্তাল! নেই
উত্তর বঙ্গপোসাগর : নিরাপদ আছে।
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : নেই
মৌসুমী বায়ু : বেশ সক্রিয় আছে।
সূর্যগ্রহণ : ১৪ ই অক্টোবর ২০২৩।
চন্দ্রগ্রহণ : ২৮ শে অক্টোবর ২০২৩,
সূর্যোদয় : সকাল ০৫ টা বেজে ৩৯ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৬ টা বেজে ২৩ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১২ ঘণ্টা ৪৪ মিনিট ( ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ১৫.৩৬ দক্ষিণে।
মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে।
আসুন এক নজরে দেখেনেই আগামী ২৭ শে আগস্ট দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।
বিভাগের নাম: সর্বোচ্চ : সর্বনিম্ন :
ঢাকা ৩২° ২৬° সে.
চট্টগ্রাম ২৯° ২৬° সে.
রাজশাহী ৩২° ২৬° সে.
খুলনা ৩০° ২৬° সে.
সিলেট ৩০° ২৭° সে.
বরিশাল ২৯° ২৬° সে.
রংপুর ২৮° ২৫° সে.
ময়মনসিংহ. ৩০° ২৬° সে.
কলকাতা, ৩০° ২৫° সে. India
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।
Weather of Kolkata : আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে। মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে , রাত ও দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতেপারে।
দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ প্রায় ১ -২ ঘন্টা পাওয়া যাবে। ঝলমলে রোদ নেই
তাপপ্রবাহ : নেই
গুজব এড়াতে ও আরও নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে নিয়মিত দেশের সরকারি আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।
এবং আমাদের (বেসরকারি আবহাওয়া সংস্থার) সাথেও থাকতেপারেন।
Resources in this analysis: Global Models, BMD Observation Data, IMD Observation Data, Himawari 9 Satellite, 850hpa Vorticity, MJO, Convergence, 500hPa Vorticity, 200hpa Winds, Synoptic Chart, Time and Date.

সবাই দেশকে ভালোবাসুন, দেশের কল্যাণে কাজ করুন।
BMD = বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ( সরকারি)

26/08/2023
 #চট্টগ্রাম_শহরে বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত চিনতাইয়ের শিকার হয় মানুষ। এটি নতুন কোন বিষয় নয়, আমরা যদি চট্টগ্রাম শহরে থাকি ...
22/08/2023

#চট্টগ্রাম_শহরে বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত চিনতাইয়ের শিকার হয় মানুষ। এটি নতুন কোন বিষয় নয়, আমরা যদি চট্টগ্রাম শহরে থাকি কোননা কেন সময় এটি পেইস করেছি। তবু সবার সচেতনার জন্য ঝঁকিপূর্ণ স্থানগুলো তুলে ধরা হলো।

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন ।

ঝুঁকিপূর্ণ স্পটগুলো হল👇🏿

আগ্রাবাদ,
দেওয়ানহাট ব্রীজ/বারিক বিল্ডিং
ওয়াসা মোড়

কদমতলী
জিইসি ফ্লাইওভার (নাসিরাবাদ বয়েস স্কুলের পাশে)
২ নং গেইট( শপিং কমপ্লেক্স এরিয়া-বিপ্লব উদ্যান)

ষোলশহর (রেললাইন এরিয়া)
মুরাদপুর
বহদ্দারহাট ( পুলিশ বক্সের আগে পিছে)

নতুন ব্রীজ/ফিরিঙ্গি বাজার রোড
ফ্লাইওভার (রাত ৯টার পর হতে)
অক্সিজেন মোড়

গুল পাহাড় মোড় থেকে ২ নং গেইট
চকবাজার
বায়েজিদ (বায়েজিদ বোস্তামী মাজারের আশে পাশে)

ছিনতাই যেভাবে হয়ঃ

রিকশা যাত্রী/টেম্পু যাত্রী হলে, ছোঁ মেরে নিয়ে যায়, অথবা ছুরি/চাপাতি/অস্ত্র দেখিয়ে মোবাইল মানিব্যাগ, ভ্যানেটি ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে/দৌড়ে জনসমাগমে মিশে যায়।

বাস থেকে পকেট কেটে কৌশলে ব্যাগ মোবাইল নিয়ে ফেলে, এতে ২-৩ জনের সহযোগিতা থাকে।

▪️বিষয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

🔹আর ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে সাবধানতা অবলম্বন করুন।

রিকশা/টেম্পু/বাসে জানালার পাশে বসলে মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখুন।

বেশি রাত হলে একা ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এরিয়ে চলুন

🔸আপনার চলাচল হোন নিরাপদ।

22/08/2023
17/08/2023

আল্লাহর অসীম কুদরত এ পৃথিবী ভুখন্ড, আকাশ, বাতাস, আসমান।

মানুষের তৈরি যন্ত্র দিয়ে আমরা যখন ৩০/৪০ হাজার ফুট উপর দিয়ে চলাচল করি তখন আমরা আল্লাহর অসীম ক্ষমতা সম্পর্কে একটু ধারনা হয় । তিনি কতই না মহান।

বৃষ্টি হোক! আর তুপান হোক । বিয়ে কিন্তু করতে হবে.... পারলে ঠেকান
16/08/2023

বৃষ্টি হোক! আর তুপান হোক ।

বিয়ে কিন্তু করতে হবে.... পারলে ঠেকান

এমনও একটা সময় ছিল—গ্রামের এক জায়গায় গাছের বুকে রেডিও ঝোলানো। সেখানেই খবর শোনার জন্য সমবেত হয়েছে গ্রামের কিশোর-তরুণ-পুরুষ...
09/08/2023

এমনও একটা সময় ছিল—

গ্রামের এক জায়গায় গাছের বুকে রেডিও ঝোলানো। সেখানেই খবর শোনার জন্য সমবেত হয়েছে গ্রামের কিশোর-তরুণ-পুরুষেরা। ছবিটি ১৯৫০ এর দশকে ভারতের এক গ্রামাঞ্চল থেকে তোলা। লোকজন তখন 'অল ইন্ডিয়া রেডিও' চ্যানেলে খবর শুনছিল।

ছবি:-ইতিহাসের গল্প
C

অটো পাশ ইঞ্জিনিয়ার দিয়ে বানানো ঘরের এ অবস্থা ॥এখন ইলেকট্রিশিয়ানকে ডাকবো নাকি পাইপ মিস্ত্রিকে ডাকবো বুঝতে পারছি না…..🤔
09/08/2023

অটো পাশ ইঞ্জিনিয়ার দিয়ে বানানো ঘরের এ অবস্থা ॥

এখন ইলেকট্রিশিয়ানকে ডাকবো নাকি পাইপ মিস্ত্রিকে ডাকবো বুঝতে পারছি না…..🤔

09/08/2023

টানা ৪র্থ দিনের মত বৃষ্টিতে ডুবে আছে চট্টগ্রাম! বৃষ্টি আর না হলে কমবে পানি। ইতিমধ্যে কমা শুরু করেছেনগরীর শুলকবহর এলাকার ...
07/08/2023

টানা ৪র্থ দিনের মত বৃষ্টিতে ডুবে আছে চট্টগ্রাম! বৃষ্টি আর না হলে কমবে পানি। ইতিমধ্যে কমা শুরু করেছে

নগরীর শুলকবহর এলাকার দৃশ্য এটি....

ছবি: সংগৃহীত

পানি বন্ধি চট্টগ্রাম । বৃষ্টির পানিতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা
06/08/2023

পানি বন্ধি চট্টগ্রাম । বৃষ্টির পানিতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা

06/08/2023
06/08/2023
আপনার সাথে কি কি মিল আছে??? কমেন্টে জানান ।🔹কয়লা দিয়ে কখনো দাঁত মেজেছেন?🔹বল সাবান, ৫৭০ সাবান কিংবা লাইফবয় সাবান দিয়ে চু...
05/08/2023

আপনার সাথে কি কি মিল আছে??? কমেন্টে জানান ।

🔹কয়লা দিয়ে কখনো দাঁত মেজেছেন?
🔹বল সাবান, ৫৭০ সাবান কিংবা লাইফবয় সাবান দিয়ে চুল ধুয়েছেন?
🔹মুখে তিব্বত স্নো, ট্যালকম পাউডার মেখেছেন?
🔹মাথার চুলে সর্ষের তেল দিয়েছেন?
🔹কলমের খাপ দিয়ে কান চুলকেছেন?

🔹টিউবওয়েলের তলায় বসে গোসল করেছেন (‌গোসল শেষে উঠতে গিয়ে মাথায় বাড়ি খেয়েছেন)?
🔹স্পঞ্জের স্যান্ডেলের ফিতা ল্যাম্পের আলোয় গলিয়ে জোড়া দি‌য়ে‌ছেন?
🔹টিনের চালে ঝুম বৃষ্টি পড়ার শব্দ শুনেছেন?
🔹মুচির কাছে ফুটবল নিয়ে গিয়ে ব্লাডারের লিক সা‌রি‌য়ে‌ছেন?
🔹জাম্বুরা দিয়ে ফুটবল খেলেছেন?
🔹হারিকেন দিয়ে পড়ালেখা করেছেন?
🔹হ্যাজাক এর আলোয় বিয়ের অনুষ্ঠান দেখেছেন?
🔹কলা গাছ দিয়ে গেইট সাজানো দেখেছন ?
🔹বর্ষায় শালুক তোলা দেখেছন?
🔹কুতকুত, সাতচারা,লাটিম, মার্বেল, পুতুল বিয়ে, গোল্লাছুট এসব খেলা খেলেছন?
🔹কখনো কি স্কুল থেকে আসার সময় কারো গাছের আম পেড়ে খেয়েছেন?

জানি কখনো পাবো না তবুও খুব মিস করি সময় গুলোকে।

য‌দি এসব ক‌রে থা‌কেন তাহ‌লে আপনার শৈশব অনেক আনন্দের ছিল !! আমাদের পরবর্তি প্রজন্ম এগুলো চিনেনা বা জানানে, হারিয়ে গেছে সোনালী অতীত কালের বিবর্তনে।

05/08/2023

Address

Al-Fahaheel
80000

Telephone

+96560414180

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Khairul Islam Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Khairul Islam Vlogs:

Share

Nearby event planning services


Other Party Entertainment Services in Al-Fahaheel

Show All

You may also like