Show Stopper

Show Stopper You will be entertained here....
(1)

Skellefteå, Sweden
22/05/2024

Skellefteå, Sweden

Stockholm Sweden
13/05/2024

Stockholm Sweden

Skellefteå, Sweden.
12/05/2024

Skellefteå, Sweden.

12/03/2023

সবশেষে যে তোমারে পাইলো, সে যেনো তোমারে কিইন্না দেয় বাড়িতে ফেরিওয়ালা আসলে শখের কানের দুল। সে যেনো বুঝতে না দেয় ভালো থাকা আর ভালোবাসার মাঝে পার্থক্য।

সবশেষে যে তোমারে পাইলো, সে যেনো ফুল ভালোবাসে। সে যেনো তোমারে সামলায় ঠান্ডা মেজাজে। তুমুল বাতাসে কিশোর যেমন সামলায় আসমানে থাকা পাগলা ঘুড়ির নাটাই অথবা কৃষক ধান কাঁটার সময় যেমন সামলাইয়া রাখে শাহাদাত আঙুল। সে যেন তোমারে ঠান্ডা মাথায় সামলাইয়া রাখে।

সবশেষে যে তোমারে পাইলো, সে যেনো বই হয়। বাংলা বই। লাল মলাট। তুমি যেনো তারে পড়তে পারো সহজেই, মুখস্থ কইরে নিবার পারো অতি দ্রুত। সে যেনো তোমার কাছে শুনতে চায় তোমার সবচেয়ে দুঃখের গল্পটা।

অনেকেইতো তোমারে পায় নাই, যেমন ইরাকের বাদশা, মন্ত্রীর চরিত্রহীন পোলা, মেম্বারের নেশাখোর পোলা, স্কুলের জুনিয়র, কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছেলেটা, ভার্সিটির বড় ভাই অথবা বাসার সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা হতভাগা এই আমি।

সবারে হারাইয়া যে তোমারে সবশেষে পাইলো, সে যেনো তোমারে পাইয়া খুশি হয়। যেমন খুশি হয় কাঙ্গাল জেলে। শুন্য জালে আটকাইয়া গেলে হঠাৎ একঝাঁক তরতাজা ইলিশ।

সবশেষে যে তোমারে পাইলো সে যেনো তোমারে কিইন্না দেয়, বাড়িতে ফেরিওয়ালা আসলে শখের কানের দুল। সে যেনো কখনোই কিছুতেই বুঝতে না দেয় ভালো থাকা আর ভালোবাসার মাঝে পার্থক্য। তোমার তো ফুল পছন্দ! সে যেনো ফুল ভালোবাসে। ভ্যানগাড়ী ভর্তি ফুল নিয়ে তোমারে সারপ্রাইজ দেয়। হুটহাট রেগে যাও তুমি, সে যেনো তোমারে সামলায় ঠান্ডা মাথায়। সে যেনো তোমারে সামলায় ঠান্ডা মাথায়।
✍️আরিফ হুসাইন

01/02/2023

শুধু মৃ'ত্যুই জীবনের সমাপ্তি ঘটায় না,
কিছু জীবনও জীবনের সমাপ্তি ঘটায়..!

~হুসনেয়ারা তাহসিনা

31/01/2023

অনেক স্নানের পর জন্মের দাগ মোছেনা যেমন,তুমিও তেমন।

~নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়~

24/01/2023

অষ্টমী'তে তোমাকে চুমু খাবো ভেবেছিলাম,
নবমী'তে এসে দেখি তোমার ঠোঁটে চেইন স্মোকারের গন্ধ।
অথচ তোমার জন্য মাস খানেক আগে "আমি সিগারেট ছেড়েছি!

~কাজল পারভেজ

03/11/2022

জানি নদী নীল সাগরও দুদণ্ডে শুকায়
চিতায় শরীর ফেলে রেখে মনও কোথায় যায়
তোমার আমার ফুরিয়ে যাবার সময় তবু নেই
জন্মে জন্মে— তবুও জন্মে জন্মে ভালোবেসে।

— জীবনানন্দ দাশ

14/09/2022

প্রিয়তম পাতাগুলি ঝরে যাবে মনেও রাখবে না
আমি কে ছিলাম, কী ছিলাম—কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরণদাহ, হয়েছি বিজনব্যথা, হয়েছি আগুন!

~
কবি আবুল হাসান (১৯৪৭–১৯৭৫)

27/04/2022

Dowa in the night of Shab-e Kadar

17/04/2022

17/04/2022

Adress

Skellefteå

Telefon

01913981496

Webbplats

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när Show Stopper postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Videor

Dela

Närliggande evenemangsplaneringstjänster


Övriga evenemangsplaneringstjänster i Skellefteå

Visa Alla