Shobdo Recitation Institute & Cultural Media Inc.

Shobdo Recitation Institute & Cultural Media Inc. An institute of recitation and other performing arts where reciters, singers, dancers, anchors, musicians can learn, practice, perform and share ideas.

আজ শব্দ'র ১৩ তম জন্মদিন।২৫ মে, ২০০৬; বেশ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শব্দ'র প্রতিষ্ঠা হয়। দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূ...
05/25/2019

আজ শব্দ'র ১৩ তম জন্মদিন।

২৫ মে, ২০০৬; বেশ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শব্দ'র প্রতিষ্ঠা হয়। দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার নিমিত্তে একঝাঁক তরুণ-তরুণীর সহযোগিতা ও অংশগ্রহনের মাধ্যমে শুরু হয় শব্দ'র পথচলা। নিয়মিত আবৃত্তি অনুশীলন, প্রশিক্ষণ ও শৈল্পিক পরিবেশনই ছিল মূল লক্ষ্য। পরবর্তীতে সঙ্গীতসহ শিল্পের বিভিন্ন মাধ্যমে এর কার্যক্রম বিস্তৃতি লাভ করে।

শব্দ সক্রিয়ভাবে কার্যক্রম অব্যাহত রাখে ১১বছর। গত দু'বছর শব্দ'র কার্যক্রম স্হিত আছে। নতুনভাবে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। শব্দ'র দর্শক-শ্রোতাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আশা করছি শীঘ্রই শব্দ ফের স্বরূপে ফিরে আসবে শৈল্পিক কার্যক্রম নিয়ে।

শব্দ'র ১৩ তম বর্ষে পদার্পণের প্রাক্কালে সকল সদস্য, দর্শক- শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জানাই অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকুন সতত।

শুভেচ্ছান্তে,

ইভান চৌধুরী
পরিচালক
শব্দ রিসাইটেশন ইন্সটিটিউট এণ্ড কালচারাল মিডিয়া ইনক্

06/09/2018

শোক সংবাদ

শব্দ রিসাইটেশন ইন্সটিটিউট এণ্ড কালচারাল মিডিয়া ইনক এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জুবায়ের হোসেন এর পিতা মোহাম্মদ হোসেন চৌধুরী আজ ৯ জুন, ২০১৮ (শনিবার) চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শব্দ পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং সেই সাথে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করছে।

08/24/2017

শোক সংবাদ

শব্দ রিসাইটেশন ইন্সটিটিউট ও কালচারাল মিডিয়া ইনক এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তাসনুভা আফরিন আনিলা'র মাতা দিলরুবা বেগম আজ ২৩ আগষ্ট ২০১৭ (বুধবার) নিউইয়র্ক এর জ্যামাইকার কুইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শব্দ পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং সেই সাথে মরহুমার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করছে।

08/08/2017

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

শব্দ'র সঙ্গীরা, শব্দ'র কাঠামোগত কিছু পরিবর্তনের নিমিত্তে আমাদের সাধারণ কার্যক্রম খানিকটা ব্যাহত হয়েছে। এজন্যে আমরা আন্তরিকভাবে দু:খিত। তবে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, শব্দ'র পরবর্তী প্রযোজনার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। যথাশীঘ্র সম্ভব আমাদের কার্যক্রমের বিষয়ে সবাইকে জানানো হবে।

আপনাদের অব্যাহত সহযোগিতা ও শুভকামনা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিতে সবসময় অনুপ্রেরণা যোগায়।

সুস্হ্যতায় সুন্দরতর হোক আপনাদের নিয়ত পথচলা। সবাই ভালো থাকুন সতত।

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

----- শব্দ পরিবার

কেউ কথা রাখেনি (সুনীল করতলে)গানের কথা,সুর, কন্ঠ ও সঙ্গীত: শফিকুল ইসলামপরিকল্পনা ও আবৃত্তি: ইভান চৌধুরীভিডিও সম্পাদনা: মে...
01/20/2016

কেউ কথা রাখেনি (সুনীল করতলে)
গানের কথা,সুর, কন্ঠ ও সঙ্গীত: শফিকুল ইসলাম
পরিকল্পনা ও আবৃত্তি: ইভান চৌধুরী
ভিডিও সম্পাদনা: মেঘরোদ ক্রিয়েশনস্

Keu Kotha Rakheni (Shunil Korotole); Lirycs, tune & Vocal: Shafiqul Islam; Recitation: Evan Chowdhury গানের কথা,সুর, কন্ঠ ও সঙ্গীত: শফিকুল ইসলাম পরিকল্পনা ও ...

শব্দের পরিচালক সঙ্গীত শিল্পী শফিকুল ইসলাম রচিত ও নির্দেশিত “রং”। “রং” এর সাথে মিল রেখে সুজজ্জিত মঞ্চ,অংশগ্রহণকারীদের দৃষ...
01/13/2016

শব্দের পরিচালক সঙ্গীত শিল্পী শফিকুল ইসলাম রচিত ও নির্দেশিত “রং”। “রং” এর সাথে মিল রেখে সুজজ্জিত মঞ্চ,অংশগ্রহণকারীদের দৃষ্টিনন্দন পোশাক,চমৎকার লাইটিং পুরো হলের দৃশ্যপট বদলে দেয়।এই আয়োজনটি ছিল সঙ্গীত, আবৃত্তি আর নৃত্য দিয়ে সাজানা একটি নিখুঁত,পরিচ্ছন্ন ও সমন্বিত পরিবেশনা।

01/01/2016

Thanks "Weekly Bangla Patrika"

“রং” এর সাথে মিল রেখে সুজজ্জিত মঞ্চ,অংশগ্রহণকারীদের দৃষ্টিনন্দন পোশাক,চমৎকার লাইটিং পুরো হলের দৃশ্যপট বদলে দেয়।এই আয়োজনট...
01/01/2016

“রং” এর সাথে মিল রেখে সুজজ্জিত মঞ্চ,অংশগ্রহণকারীদের দৃষ্টিনন্দন পোশাক,চমৎকার লাইটিং পুরো হলের দৃশ্যপট বদলে দেয়।এই আয়োজনটি ছিল সঙ্গীত, আবৃত্তি আর নৃত্য দিয়ে সাজানা একটি নিখুঁত,পরিচ্ছন্ন ও সমন্বিত পরিবেশনা।

Thanks Weekly Bornomala
01/01/2016

Thanks Weekly Bornomala

Thanks Weekly Ajkal
12/31/2015

Thanks Weekly Ajkal

এ এইচ চৌধুরী: প্রিয়ার কপালের জ্বলজ্বলে লাল টিপ অথবা কপোলের কালো তিল, রঙিন প্রজাপতি অথবা কালো ভ্রমর, শুভ্র মেঘ, সবুজ প্রকৃতি অথবা সাত রঙা রংধনু কোনটাই আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন নয়, নয় জীবনের বাইরে একটি জীবনের অথবা যে কোনো সৃষ্টির প্রতিটি ধাপেই চলতে থাকে রঙের অপরূপ খেলা, অপূর্ব কারুকাজ। মানুষের আবেগ,…

12/29/2015

বাংলাদেশের আরো একটি দৈনিক পত্রিকায় শব্দ’র নিউজ

12/28/2015

“রং” এর সাথে মিল রেখে সুজজ্জিত মঞ্চ,অংশগ্রহণকারীদের দৃষ্টিনন্দন পোশাক,চমৎকার লাইটিং পুরো হলের দৃশ্যপট বদলে দেয়।এই আয়োজনটি ছিল সঙ্গীত, আবৃত্তি আর নৃত্য দিয়ে সাজানা একটি নিখুঁত,পরিচ্ছন্ন ও সমন্বিত পরিবেশনা।

বোস্টন বাংলা নিউজ - বোস্টন থেকে প্রকাশিত প্রথম এবং একমাত্র বাংলা অনলাইন পত্রিকা

রং লেগেছে আহারে, কৃষ্ণচূড়ার বাহারেমুঠোভরে সে রং নিবি কে বলচল রং এর দেশে যাই চলকথা ও সুর: শফিকুল ইসলামকন্ঠ: অজেয়, অনন্ত ও...
12/24/2015

রং লেগেছে আহারে, কৃষ্ণচূড়ার বাহারে
মুঠোভরে সে রং নিবি কে বল
চল রং এর দেশে যাই চল

কথা ও সুর: শফিকুল ইসলাম
কন্ঠ: অজেয়, অনন্ত ও অধরা
নৃত্য: ঝিলিক

A beautiful song from RONG (SHOBDO Presents) Lyrics, tune and music Shafiqul Islam

২০ ডিসেম্বর ২০১৫, শব্দ রিসাইটেশন ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল মিডিয়া ইনকের আয়োজনে মঞ্চায়িত হলো ১৯তম প্রযোজনা। সঙ্গীত, ...
12/23/2015

২০ ডিসেম্বর ২০১৫, শব্দ রিসাইটেশন ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল মিডিয়া ইনকের আয়োজনে মঞ্চায়িত হলো ১৯তম প্রযোজনা। সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য সমন্বিত পরিবেশনা ‘রং’-এর রচনা ও নির্দেশনায় ছিলেন সঙ্গীতশিল্পী শফিকুল ইসলাম।
এ ছাড়া একইদিনে পরিবেশিত হলো পারভীন সুলতানার গ্রন্থনা ও নির্দেশনায় শব্দর শিক্ষানবিশ প্রযোজনা ‘মাতে আনন্দে প্রাণ’।

২০ ডিসেম্বর ২০১৫, শব্দ রিসাইটেশন ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল মিডিয়া ইনকের আয়োজনে মঞ্চায়িত হলো ১৯তম প্রযোজনা। সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য সমন্বিত পরিবেশনা ‘রং’...

Address

Eustis, FL
32726

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shobdo Recitation Institute & Cultural Media Inc. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shobdo Recitation Institute & Cultural Media Inc.:

Videos

Share