ASB Global Trading LLC

ASB Global Trading LLC One Stop Service for Advance Business consulting in Bangladesh on Export Import, Apparel Manufacturi
(18)

Your One Stop Apparel Solution, Event Organisor, Travel Advisor & Business Consulting Firm...

   #ফিলিপাইন_ভিসা এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ফিলিপাইনের ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন  :-১ - ট্যুরিস্ট ভ...
10/09/2024


#ফিলিপাইন_ভিসা

এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ফিলিপাইনের ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন :-

১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ প্রকাশ করে ফিলিপাইন দূতাবাসে একটি ইমেল পাঠাবেন - ([email protected])

২ - ফিডব্যাক মেইলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সকল ডকুমেন্টস লাগবে তার একটি চেকলিস্ট পাবেন। এবং তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য একটি লিংক দিবে‌। ওই লিংকে গিয়ে আপনার বেসিক ইনফরমেশন গুলো দিবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে ওখানে সাবমিট করবেন।

৩ - এখন আসি আপনার যে সকল ডকুমেন্টস লাগবে -

➡️‌ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুলভাবে পূরণ করবেন

➡️২*২" সাইজের ছবি; অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।

➡️ ভিসা রিকোয়েস্ট লেটার - আপনি কে, কি করেন, কেন যেতে চান, কত দিন থাকবেন, কোন শহরগুলিতে যাবেন, আপনার সাথে পরিবারের কে কে যাচ্ছে - এসব লিখবেন, আপনার পূর্বের ট্রাভেল হিস্টোরি উল্লেখ করবেন।

➡️ ব্যাংক স্টেটমেন্ট : এক জনের জন্য মিনিমাম ৩-৫লক্ষ টাকা ব্যালেন্স সহ লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে। বিজনেস একাউন্টে অবশ্যই প্রতিমাসে ৫/১০ টা লেনদেন থাকতে হবে।
যদি ৩ জন ফ্যামিলি মেম্বার আবেদন করেন তাহলে একজনের স্টেটমেন্ট দেখালেই হবে এবং কমপক্ষে ৬-১০ লক্ষ প্লাস ব্যালেন্স দেখাতে হবে। সেই সাথে সল্ভেন্সি সার্টিফিকেট দিবেন

➡️ ফ্লাইট বুকিং: শেয়ারট্রিপ অথবা গো জায়ান থেকে নন পেইড টিকেট বুক করবেন আর পেমেন্ট মেথড দিবেন ক্যাশ অন ডেলিভারি। এটা প্রিন্ট করে নিলেই হবে। অন্যথায় কোন এজেন্সি থেকে করে নিবেন।

➡️ হোটেল বুকিং: বুকিং ডট কম অথবা অ্যাগোডা থেকে একটা ননপেইড বুকিং দিবেন; ফিল্টার থেকে বুক উইদআউট ক্রেডিট কার্ড সিলেক্ট করে।

➡️ ট্রাভেল আইটেনারি : যেহেতু আপনাকে ম্যানিলাতেই ল্যান্ড করতে হবে আপনি সহজে ভিসা পাওয়ার জন্য শুধু মাত্র ম্যানিলারই ৪/৫ দিনের ট্রাভেল আইটেনারি দিবেন। ধরেন আপনার অন্য সিটিতে যাওয়ার প্লান আছে, আপনি ট্রাভেল আইটেনারিতে উল্লেখ করলেন কিন্তু ওই সিটিতে যাওয়ার এয়ার টিকেট/বাস টিকেট দিলেন না, এ কারনেই আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। আপনি ভিসা পাওয়ার পর যেখানে মন চায় যান সমস্যা নেই।

➡️ পেশাগত প্রমান : আপনি জব হোল্ডার হলে অবশ্যই এনওসি, অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে।
আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স এর নোটারাইজড কপি এবং ভিজিটিং কার্ড ও পেড লাগবে।

➡️ সঙ্গে বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে এবং পাসপোর্ট ইনফরমেশন পেজ ফটোকপি।

➡️স্পাউস সঙ্গে থাকলে স্পাউসের নাম যদি পাসপোর্টে মেনশন না থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট নোটারাইজড কপি লাগবে।

৪- সকল ডকুমেন্টস রেডি হলে ফিলিপাইন দূতাবাসের মেইলের রিপ্লাই করবেন ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে এবং অ্যাপয়েন্টমেন্ট চাইবেন। ওরা ৭/১০ দিনের মধ্যেই আপনাকে মেইল করবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে।

৫- ফ্যামিলি হলে যে কোন একজন গিয়ে সকলের পাসপোর্ট এবং ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারবেন।

৬- ভিসা ফি: আগে ৪৬০০ ছিলো রিসেন্টলি ৫০০০ হয়েছে ।

যেকোন দেশের ভিসা প্রসেসিং নিজে নিজেই করা সম্ভব। ©Asbglobal

———————————-
ঢাকা থেকে যেকোন দেশের ভিজিট ভিসা প্রসেস ও এয়ার টিকেট করা হয়।বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে। ঢাকা - দুবাই - দিল্লী।।
================= =================
আমার প্রতিটি ক্লাইন্টের ফাইল দেখে আমরা রিসার্চ করি এবং ভিসা হওয়ার সম্ভাবনা যাচাই করে তবেই ফাইল রিসিভ করি, অন্যথায় তাকে ভালো পরামর্শ দেই, 🤝 এটাই আমাদের ভিসার সফলতার মূল মন্ত্র।।
বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
☎+1-424-427-5666 (What's App Available)
আমাদের সহযোগিতা পেতে মেসেজ বা wup করতে পারেন পেজে দেয়া নাম্বারে।।☎️📞📱📞☎️
ভিসা প্রক্রিয়াকরণের হালনাগাদ তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজ ফলো করুন।👍👍
For visa process & consultation support inbox msg us ...🙏 📞📱ধন্যবাদ।।👋👋❤️‍🩹💟

08/26/2024

প্রবাসীদের জন্য সুসংবাদ।।
তত্ত্বাবধায়ক সরকারের হস্তক্ষেপ এখন থেকে লাগেজ মিলবে ২ ঘণ্টার মধ্যেই।।

———————————-
ঢাকা থেকে যেকোন দেশের ভিজিট ভিসা প্রসেস ও এয়ার টিকেট করা হয়।বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে। ঢাকা - দুবাই - দিল্লী।।
================= =================
আমার প্রতিটি ক্লাইন্টের ফাইল দেখে আমরা রিসার্চ করি এবং ভিসা হওয়ার সম্ভাবনা যাচাই করে তবেই ফাইল রিসিভ করি, অন্যথায় তাকে ভালো পরামর্শ দেই, 🤝 এটাই আমাদের ভিসার সফলতার মূল মন্ত্র।।
বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
☎+1-424-427-5666 (What's App Available)
আমাদের সহযোগিতা পেতে মেসেজ বা wup করতে পারেন পেজে দেয়া নাম্বারে।।☎️📞📱📞☎️
ভিসা প্রক্রিয়াকরণের হালনাগাদ তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজ ফলো করুন।👍👍
For visa process & consultation support inbox msg us ...🙏 📞📱ধন্যবাদ।।👋👋❤️‍🩹💟

08/25/2024

ধন্যবাদ জানাই ভারত কে 😎😎

Hello মোদীজি,,,,
ইলিশ দিলাম,গ্যাস দিলাম, আমার দেশে চাকরিও দিলাম?এখন দিলাম কন্যা! শেষ পর্যন্ত আপারেও পাঠাইলাম, দেনমোহর হিসেবে তুমি পাঠাইলা বুঝি-বন্যা?🧐😎
২০২৪ এর এবারের রাজনৈতিক বন্যায় ২১ আগস্ট ফেনী নোয়াখালীর ১০ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছে ভারতীয় পানি।। আর অন্যদিকে শহীদ মুগ্ধর কবর বৃষ্টিতে ভিজে গেছে। সৃষ্টিকর্তা প্রবল বর্ষণের শব্দে বারবার বলেছেন, পানি লাগবে মুগ্ধ পানি?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে দেশের এই ভয়াবহ বন্যায় দেশের সর্বস্তরের মানুষের মধ্যে কি সুন্দর ইউনিটি। এমন বাংলাদেশ দেখার স্বপ্নই তো আমরা দেখেছিলাম এতো বছর। এই বাংলাদেশকে কেউ দাবায়া রাখতে পারবে না। এই বাংলাদেশ অনেক দূর যাবে।
ভারতের বন্যার রাজনীতি দেশের মানুষের ঐক্য কে আরো সমন্বিত করেছে এইজন্য ভারত কে ধন্যবাদ। বাংলাদেশী মানুষের জাতীয় ঐক্য এখন আর দৃঢ় হয়েছে।। 👋👋
সরকার china কে দিয়ে তিস্তা ওর সিলেটে বাধ নির্মাণ করুক, অর্থ ও খাটনি জনগণ দিবে।।👋 তারপরে ও ভারতের পানির কারণে যেন আর বন্যা না হয়।।🙏🙏🙏মৃত সবার প্রতি শোক সমবেদনা জানাই।।🥲🥲

আমাদের ও ভারতের যৌথ ৫৪ টি নদীর উপর ৩০ টির উপর বাধ নির্মার এখন বিবেচনায় সময় এসেছে।। হয় সেগুলি ভেঙ্গেফেলা বা বাঁধের ওপর বাধ নির্মাণ করা সময়ের দাবী।। তিনদিকে ভারত ঘিরে রাখলেও আসমানে তো তুমি আছো আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। ইয়া মাবুদ,তুমি আমাদের ক্ষমা করো, আমাদের জন্য যথেষ্ট হ'য়ে যাও।।🙏🙏
ASB Global Trading LLC

08/25/2024

আসসালামু ওয়ালাইকুম/নমষ্কার।🙏🙏
ভাই দেশের এই দুর্দিনে আমি আপনি একজন প্রবাসী হয়ে বসে থাকতে পারি না। আমাদেরকে দেশ গঠনের এইখিয়ে আসতে হবে সবার আগে।।সকল কাজে আমরাই সেরা ✌️
আমরা সবাই বাংলাদেশের বন্যা সম্পর্কে অবগত।তাদের দূর্দশার কথা হয়তো আমি আমার সামান্য লেখায় প্রকাশ করতে পারবো না।
সোশ্যাল মিডিয়ায় এমন এমন ভিডিও চোখে পড়ে যা দেখে আসলে নিজের উপর অনেক বেশি বিরক্ত আর কস্ট জন্মায় যে কিছুই করতে পারছি না আমরা।
সবকিছু ভেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু হলেও আমরা তাদের সাহায্য করবো,অন্তত নিজের উপর কিছুটা তৃপ্তি জন্মাবে যে আমরা অল্প হলেও পেরেছি। তাদের জন্য একা করার সামর্থ সৃষ্টিকর্তা আমাদের এখনও দেয়নি তাই সবার সহযোগিতা আমাদের বিশেষ ভাবে দরকার।আমরা একটি ছোটো ফান্ড খুলেছি বাংলাদেশের বন্যা কবলিত এলাকাগুলির জন্য। আমাদের এই গ্রুপে এর সকল মেম্বারদের প্রতি একটাই অনুরোধ যে যতটুকু পারেন সাহায্য করবেন!😭আমরা চাই আপনারা আমাদের পাশে থেকে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন--🙏
খুব তো বেশি না--২০/৫০/১০০/৫০০ করে যে যা
পারি সবাই সবার মত করে দেয়ার চেষ্টা করবো 💙
আপনাদের সকলের কাছে অনুরোধ বন্যার্তদের আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন প্লিজ!!
আমরা তাদের মাঝে আপনার আমানত পৌঁছে দিবো। ইনশাআল্লাহ।।
🙏👋🙏🙏🙏🙏🎯🎯🎯🙏🙏🙏
🎯🎯 বন্যায় যেকোন সাহায্য করতে (COSF fund) ফেনী/নোয়াখালী রেসপন্স টিমের ডোনেশন- 🙏📞👋(BKash) -🎯
01310674785 (Nagad) - 🎯

🙏🙏📢📢📢📢📞📞📞📢📢📢📢🙏🙏

সবাই যে যা পারবেন দিয়ে হেল্প করুন এছাড়া আমাদের ইনবক্স করতে পারেন যদি কোন এনজিও বড় ডোনেশন করতে চান। আপনার ট্রলার নিয়ে আসলে আমরা আপনাকে দুর্গত এলাকায় নিয়ে যাব।।
এই মুহূর্তে শুকনো খাবার বিস্কিট, খেজুর, স্যালাইন, মোমবাতি, এলার্জি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে পারেনঅবশ্যই যারা অর্থ পাঠাবেন আপনাদের ঠিকানা মেসেজ করে দিবেন যাতে করে আমরা আপনাদের কে ডিটেইল আপডেট দিতে পারি। সাথে সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারি।🫰🫰

Asbglobal পরিবারের পক্ষ থেকে জানাই সব বন্নাবাসী অসহায় মানুষকে সমবেদনা। আশা করি সবাই যে যার মত করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো,মানব সেবাই পরম ধর্ম)।। আমি , আমরা ও আমদের টিম চেষ্টা করছি অসহায় মানুষের কিছুটা হেল্প করার জন্য।। 👋👋🙏🙏🙏😑😑👋👋

এই জাতিকে কেমনে দমাবেন!!🧐পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির। স্পিড বোট লাগবে? কর্নফু...
08/25/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!🧐

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি। Loud and clear??

ফেনী নোয়াখালী অভিমুখে সব নৌযান।
এটাই বাংলাদেশ।🇧🇩🇧🇩🫰🫰
আপনাদের সকলের কাছে অনুরোধ বন্যার্তদের আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন প্লিজ!! ।।আমরা তাদের মাঝে আপনার আমানত পৌঁছে দিবো। ইনশাআল্লাহ।।
🙏👋🙏🙏🙏🙏🎯🎯🎯🙏🙏🙏
🎯🎯 বন্যায় যেকোন সাহায্য করতে (COSF fund) ফেনী রেসপন্স টিমের ডোনেশন- 🙏📞👋
(BKash) -🎯
01310674785 (Nagad) - 🎯

🙏🙏📢📢📢📢📞📞📞📢📢📢📢🙏🙏

সবাই যে যা পারবেন দিয়ে হেল্প করুন এছাড়া আমাদের ইনবক্স করতে পারেন যদি কোন এনজিও বড় ডোনেশন করতে চান। আপনার ট্রলার নিয়ে আসলে আমরা আপনাকে দুর্গত এলাকায় নিয়ে যাব।।🙏🙏
এই মুহূর্তে শুকনো খাবার বিস্কিট, খেজুর, স্যালাইন, মোমবাতি, এলার্জি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে পারেনঅবশ্যই যারা অর্থ পাঠাবেন আপনাদের ঠিকানা মেসেজ করে দিবেন যাতে করে আমরা আপনাদের কে ডিটেইল আপডেট দিতে পারি। সাথে সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারি।🫰🫰

Asbglobal পরিবারের পক্ষ থেকে জানাই সব বন্নাবাসী অসহায় মানুষকে সমবেদনা।।আমি , আমরা ও আমদের টিম চেষ্টা করছি অসহায় মানুষের কিছুটা হেল্প করার জন্য।। 👋👋
🙏🙏

⏩ পাকিস্তান_ট্যুরের_নিয়মাবলী........ 🇧🇩✈🇵🇰পাাকিস্তান ট্যুরের জন্য প্রথমেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। ঘরে ব...
08/15/2024

⏩ পাকিস্তান_ট্যুরের_নিয়মাবলী........ 🇧🇩✈🇵🇰

পাাকিস্তান ট্যুরের জন্য প্রথমেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। ঘরে বসে অথবা যেকোনো কম্পিউটার দোকানের মাধ্যমে এই আবেদন করতে পারবেন।
পাকিস্তান সদ্য পর্যটকদের জন্য বাংলাদেশ সহ প্রায় ১৩৪ দেশের জন্য E-Visit Visa System চালু করেছে।
Pakistan Embassy Website Link
https://dgip.gov.pk/visa/fee.php
এই লিংকে গিয়ে এপ্লাই করতে পারবেন::
https://visa.nadra.gov.pk/e-visa/

এখন ভিসা ফ্রী হওয়ায় টাকা পয়সা লাগবেনা৷ ই ভিসা পেয়ে যাবেন। আগে ২৫-৩৭ ডলার খরচ হত। ভিসা আসার পর টিকেট কনফার্ম করতে হবে। পাকিস্তানের উত্তরাঞ্চল ঘুরতে চাইলে আমরা অবশ্যই লাহোরে যাবো। কারন ইসলামাবাদ বা করাচীর ভাড়া বেশি। ঢাকা-টু-লাহোর রাউন্ড টিকেট (যাওয়া-আসা) এর দাম প্রায় ৫৫ হাজার থেকে ১ লাখ অব্ধি উঠানামা করে। আপনার সুবিধামত কম খরচের একটা এয়ারলাইন্সের টিকেট বুক করে নিবেন।

এভাবে বিমান যোগে পৌছাতে হবে লাহোরে। লাহোর থেকে বাসে করে পৌছুতে হবে রাজধানী ইসলামাবাদ। লাহোর এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি বা অন্য কিছু ভাড়া নিয়ে চলে যাবেন সিটি বাস স্টেশনে (ব্যান্ড রোড)। লাহোর-টু-ইসলামাবাদ রুটের যেকোনো একটা বাসে উঠে ৫ ঘন্টা জার্নি করে চলে আসবেন ইসলামাবাদ। খরচ পরবে ১ হাজার টাকার মত।

ইসলামাবাদে অনেক ক্যাটাগরির হোটেল আছে। আপনার বাজেট অনুজায়ী একটা বেছে নিয়ে ২-১ দিন থাকতে পারেন সেখানে। আমার কাছে মনে হয়েছে ইসলামাবাদ বিশ্বের ২য় সুন্দরতম রাজধানী, তাই চাইলে কয়েকদিন সেখানে অবস্থান করে ঘুরে দেখতে পারেন অত্যন্ত সুন্দর এবং আধুনিক এই শহরটিকে।

⏩ কারেন্সি চেঞ্জিং.......

লাহোরে এসেই প্রথমে কোনো ব্যাংক বা এয়ারপোর্টের কোনো নির্দিষ্ট স্থান থেকে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করে নেবেন। নরমালী ১০০ টাকা = ১৯০ রূপি। তবে কনভার্টের সময় কিছুটা কম দেয়া হয়।

⏩ প্রাথমিক থাকা/হোটেল বুকিং....

মুল ট্যুর শুরুর পূর্বে পাকিস্তানে গিয়ে আপনাকে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে লাহোর/ইসলামাবাদ গিয়ে অথবা বাংলাদেশে থেকেই অনলাইনে হোটেল বুক করতে পারবেন। যদিও অনলাইন বুকিং দেয়া হোটেলগুলো এক্সপেন্সিভ। আপনার সাথে যদি মহিলা বা শিশু থাকে, তাহলে ১-২ দিনের আগাম হোটেল বুকিং দিয়ে রাখতে পারেন। নতুবা দরকার নেই, কারন খরচ বেড়ে যাবে।

⏩ মুল ট্যুর......

এবার ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মুল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীর প্রদেশের যেকোনো অঞ্চল ট্যুরে যেতে পারবেন এখান থেকেই।

এবার আপনি দুই পদ্ধতিতে ট্যুর করতে পারেন...

১. স্বাধীন ভাবে নিজের ইচ্ছা মত।
২. কোনো ট্রাভল এজেন্সি বুক করার মাধ্যমে।

পাকিস্তানে আপনার যদি কোনো পরিচিত ব্যাক্তি থাকে, তাহলে তাকে নিয়ে স্বাধীন ভাবে পর্যটন অঞ্চলগুলো ঘুরতে পারেন। অথবা আপনি যদি উদ্দোগী হন এবং আগে থেকেই পর্যটন স্পটগুলো সম্পর্কে ভালো ভাবে তথ্য জেনে নেন, তাহলে নিজেই উদ্দোগেই ট্যুর করতে পারেন। এতে খরচ কম হবে।

আর যদি আপনি বিদেশ ভ্রমন সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ হন বা নিজের উদ্দোগে ট্যুর করতে অপারগ হন, তাহলে একটা ট্রাভল এজেন্সির সাথে কন্টাক করতে পারেন। তারা আপনাকে জিপ গাড়ির ব্যাবস্থা করে দিবে, ড্রাইভার কাম ট্যুর গাইডও সাথে দিয়ে দিবে। এতে করে আপনার ট্যুর করা একেবারে ইজি হয়ে যাবে, যদিও খরচ একটু বেশি হবে। তবে ৪-৫ জন গ্রুপ করে ট্যুরে গেলে খরচটা পুশিয়ে যাবে।

⏩ খরচ কত হতে পারে......?

প্রথমেই বলে রাখি, পাকিস্তানে থাকা-খাওয়া এবং অভ্যন্তরিন যাতায়ত খরচ বাংলাদেশের মতই বা এর চেয়েও কম। তাই আপনি সেখানে যত দিনই থাকুন, তাতে খরচ তেমন বাড়বে না। মুল খরচটাই হলো বিমান ভাড়া।

পাকিস্তান ট্যুরের প্রধান কিছু খরচ।

▶ পাকিস্তানী ভিসার মুল্য "ফ্রি"।
▶ ঢাকা টু লাহোর বিমান ভাড়া প্রায় ৫৫ হাজার থেকে -১ লাখ।
▶ লাহোর টু ইসলামাবাদ (যাওয়া-আসা) বাস ভাড়া ২/৩ হাজার টাকা।

ধরুন পাকিস্তানে ১৫-২০ দিন অবস্থান করলে হোটেল বিল, খাবার, যাতায়ত, ঘুরাঘুরিতে খরচ হবে আনুমানিক ১৫-২৫ হাজার টাকা।

এটা হচ্ছে সিঙ্গেল ১ জনের হিসাব। কিন্তু গ্রুপ ট্যুরে গেলে খরচ অনেক কমে যাবে। ধরুন ৪ জনের একটা গ্রুপ গেলেন। তাহলে ১ টা ডবল বেডের রুম ভাড়া নিয়েই চার জন থেকে যেতে পারবেন। কিছু যায়গায় যেতে হলে গাড়ি ভাড়া নিয়ে যেতে হয়। সেসব ক্ষেত্রে ১ জনের ভাড়াতেই চারজন ঘুরতে পারবেন৷ এভাবে বিভিন্ন ক্ষেত্রে খরচ কমে আসবে। তাই অবশ্যই গ্রুপ হিসেবে ৪-৫ জন মিলে যাবেন।

⏩ কোথায় কোথায় ঘুরবেন....?

নর্থ পাকিস্তানে ঘুরার জায়গার কোনো অভাব নাই। আপনি একটানা ১ বছর ধরে ঘুরলেও আপনার স্বাদ মিটবে না। তবে আমাদের যেহেতু এত ঘুরার সামর্থ নেই তাই আমরা বেছে বেছে কিছু যায়গায় ঘুরতে পারি। যেমন.....

১. সোয়াত
২. হুনজা
৩. স্কার্দু
৪. আজাদ কাশ্মীর।

এগুলো খুবই পপুলার পর্যটন অঞ্চল। তবে এগুলোকে আবার ছোটখাটো কোনো পর্যটন স্পট ভাববেন না। কারন এগুলো একেকটাই বাংলাদেশের ২-৩ টা জেলার সমান সাইজের। এগুলোর ভেতর আবার ছোট ছোট অনেক পর্যটন স্পর্ট আছে। যেমন....

সোয়াত...; কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মালুম জব্বা রিসোর্ট, মহোদন্ড লেক, কুন্ডোল লেক ইত্যাদি....

হুনজা...; হুনজা ভ্যালি, আতাবাদ লেক, আলতিত ফোর্ট, বালতিত ফোর্ট, মাউন্ট রকাপুসি ইত্যাদি.....

স্কার্দু.....; সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, আপার কাচুরা লেক, লোয়ার কাচুরা লেক, সাতপারা লেক, স্কার্দু সিটি ইত্যাদি....

আজাদ কাম্মীর...; মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী, রাত্তি-গালি লেক, চিত্তকথা লেক, ইত্যাদি....

একটা কাজ করুন.... উপরোক্ত এই পর্যটন স্পর্ট গুলো সম্পর্কে ইউটিউব ভিডিও বা আমাদের গ্রুপের পোস্ট পড়ে অভিজ্ঞতা অর্জন করুন। এর ভেতর যেই স্পর্ট গুলো আপনার সবচেয়ে ভালো লাগে তার একটা তালিকা বানিয়ে ফেলুন। পাকিস্তান গেলে তখন সেই তালিকা অনিজায়ী ট্যুর করবেন।

⏩ থাকা/হোটেল...

উপরোক্ত সবগুলো স্থানেই আবাসিক হোটেল আছে। বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমান বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেল গুলোর লোকেশন ইন্টারনেটেই পাবেন, আগাম বুকও করতে পারবেন। এছাড়াও ওখানে যাবার পর কম খরচের স্থানীয় হোটেল পাবেন।

আরেকটা কাজ করা যেতে পারে। পোর্টেবল তাবু কিনে নিজেদের মত করে থাকা যেতে পারে। লোকালয় থেকে কাছে, তবে নিরিবিলি-মনুষ্যহীন স্থানে তাবু খাটাবেন। অনেক বিদেশি ট্রাভেলারকে দেখেছি পাকিস্তানে গিয়ে এই কাজ করতে। এর ফলে খাওয়ার খরচ ছাড়া আর কোনো খরচই হবেনা। তবে একাজ তখনই করবেন, যখন আপনারা ৪-৫ জনের গ্রুপ থাকবেন, আর সাথে একজন পরিচিত পাকিস্তানী নাগরিক থাকলে ভালো হবে। আর হ্যা, শীতকালে এই কাজ না করাই উচিত। ওখানকার প্রচন্ড ঠান্ডা সহ্য করা খুব কঠিন।

এছাড়া সবগুলো অঞ্চলেই পাকিস্তান সরকারের টুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য এবং সহায়তা পেতে পারেন।

⏩ কিছু বার্তি পাওয়া....

সোয়াত, হুনজা এবং স্কার্দু, এই তিনটি অঞ্চল মোটামোটি একই ডিরেকশনে। আর এগুলোতে যেতে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সড়ক কারাকোরাম হাইওয়ে দিয়ে। বিশ্বাস করুন, খোলা জীপে চড়ে যখন কারাকোরাম পাড়ি দেবেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না।

আর হুনজায় গেলে আরো দুটো বার্তি জিনিস পাবেন। ১ম টা হলো 'বাবুসর পাস' বিশ্বের সবচেয়ে উচু সড়ক। যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে। আর ২য়টি হলো 'পাসু কোন' যেখান গেলে মনে হবে রাস্তা বুঝি আর কখনো শেষ হবেনা, সামনের পাহাড় গুলোর কাছেও কোনোদিন পৌছানো যাবে না।

আর আজাদ কাশ্মীরে যেতে হয় পীর চিনসি রোড দিয়ে। এটাও কারাকোরাম হাইওয়ের চেয়ে কোনো অংশেই কম না। এখানেও মেঘের উপর দিয়ে গাড়ি চালাতে হবে।

আর আপনি যদি মনে করেন পাকিস্তান ট্যুর খরুচে হয়ে যাচ্ছে, তাহলে স্মরণ করুন... পাকিস্তানের সৌন্দর্য সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেনের মত। আর ওই দেশগুলো ট্যুরে গেলে দুই-আড়াই লাখেরও বেশি খরচ হয়। সে তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

বিঃদ্রঃ যারা নিয়মিত ভারতে ভ্রমণ করেন তাদের জন্য সতর্কবার্তা হচ্ছে আপনি যদি পাকিস্তান ভ্রমণ করে আসেন পরবর্তীতে ভারতীয় ভ্রমণ ভিসা নাও পেতে পারেন।।👋👋

তো আজ এতটুকুই .... আগামীতে আরো তথ্য জোগাড় করতে পারলে তা নিয়ে পোস্ট করা হবে। Asbglobal পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে।।🙏🙏

আজকে একটি সুসংবাদ দেই। আজ থেকে বাংলাদেশিদের জন্য পা'কিস্তানের ই-ভিসা সম্পূর্ণ ফ্রি। মাত্র ত্রিশটি তথ্যের একটি অনলাইন ফরম...
08/14/2024

আজকে একটি সুসংবাদ দেই।
আজ থেকে বাংলাদেশিদের জন্য পা'কিস্তানের ই-ভিসা সম্পূর্ণ ফ্রি। মাত্র ত্রিশটি তথ্যের একটি অনলাইন ফরম পূরণ করে সাথে সাথেই পেয়ে যাবেন তিন মাস মেয়াদী ই-ভিসা। তো ২০২৪ এর রা'জাকার ভাইলোক! পা'কিস্তান ট্যুরের জন্য রেডি তো??

[সংযুক্তি : ভিসা ফ্রি হলেও ডিরেক্ট ফ্লাইট না থাকায় এয়ার ফেয়ার তুলনামূলক বেশি। সময় নিয়ে ফাঁক ফোকর দিয়ে সস্তায় টিকেট করে ফেলতে পারলে আর ঠেকায় কে?]

এই লিংকে গিয়ে এপ্লাই করতে পারবেন।

https://visa.nadra.gov.pk/e-visa/

ধন্যবাদ সবাইকে।।🫰🫰
———————————-
যেকোন দেশের ভিজিট ভিসা প্রসেস ও এয়ার টিকেট করা হয়।বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে। ঢাকা - দুবাই - দিল্লী।।
================= =================
আমার প্রতিটি ক্লাইন্টের ফাইল দেখে আমরা রিসার্চ করি এবং ভিসা হওয়ার সম্ভাবনা যাচাই করে তবেই ফাইল রিসিভ করি, অন্যথায় তাকে ভালো পরামর্শ দেই, 🤝 এটাই আমাদের ভিসার সফলতার মূল মন্ত্র।।
বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
☎+1-424-427-5666 (What's App Available)
আমাদের সহযোগিতা পেতে মেসেজ বা wup করতে পারেন পেজে দেয়া নাম্বারে।।☎️📞📱📞☎️
ভিসা প্রক্রিয়াকরণের হালনাগাদ তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজ ফলো করুন।👍👍
For visa process & consultation support inbox msg us ...🙏 📞📱ধন্যবাদ।।👋👋❤️‍🩹💟

কানাডার ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা আবেদন করার নিয়ম!!✈️✈️🇨🇦🇨🇦✈️✈️কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন।প্রথমে ...
08/12/2024

কানাডার ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা আবেদন করার নিয়ম!!✈️✈️🇨🇦🇨🇦✈️✈️
কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন।
প্রথমে আপনাকে Immigration,Refugees and Citizenship Canada(IRCC)
ওয়েবসাইটে গিয়ে GCKey তে একাউন্ট খুলতে হবে।তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করার পর। Start an application:
এ যাবেন। Apply to come to Canada
ক্লিক করবেন। অপশন দেখাবে ভিসার ক্যাটাগরি
যেমন:
1)Visitor visa,Study and/Work permit
2)Express Entry(EE)
3)International experience Canada(IEC)
আপনি যে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চান সেই অপশনে ক্লিক করুন।
What is your current country/territory of residence? এখানে Bangladesh সিলেক্ট করুন।

তারপর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে ভিসার ক্যাটাগরী অনুযায়ী।
ঐ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে।
কানাডার ভিসার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় মোটামুটি সহজ। আবেদন ফরম ফ্যামিলি ইনফর্মেশন ফর্ম। ইলেকট্রনিক সিস্টেম। আবেদন ফরম ডাউনলোড করে। টাইপিং করে ফিলাপ করে আপলোড করে দিন।
1)Application from (IMM5257)
2)Family Information (IMM5245)
3)Schedule 1(IMM5227)
★ Required Documents:
Note It’s depends on visa catagory
1)Application from
2)Travel history visa and Immigration entry exit stamps.
3)Passport copy
4)Bank statement bank solvency.
If student Certificate of enrollment and Student ID card.
Certificate of employee.Satff ID card,NOC
5)Digital photo.
6)Purpose of Travel/flight booking,hotel reservation/Travel itinerary
If invitation or sponsorship
7)family information
8)Schedule 1 from
9)Client information/Cover lettter

সবগুলা ডকুমেন্টস।স্ক্যান কপি আপলোড করতে হবে অরজিনাল কোন ডকুমেন্টস লাগবে না। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে।ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আবেদন ফি::
100 CAD Biometrics fee (VFS) global 85 CAD total 185 CAD
পেমেন্ট করার পর biomimetic request
আসবে। তারপর VFS global এ ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে।অরজিনাল পাসপোর্ট বায়োমেট্রিক্স নেওয়ার পর সাথে সাথেই রিটার্ন করবে।
প্রসেসিং টাইম:
কারও ক্ষেত্রে দেখা যায় 10 দিনের মধ্যে রেজাল্ট আবার কারো দুই মাস সময় লেগে যায়।মোটামুটি ভাবে তিন সপ্তাহের মত সময় লাগে।।
———————————-
যেকোন দেশের ভিজিট ভিসা প্রসেস ও এয়ার টিকেট করা হয়।বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে। ঢাকা - দুবাই - দিল্লী।।
================= =================
আমার প্রতিটি ক্লাইন্টের ফাইল দেখে আমরা রিসার্চ করি এবং ভিসা হওয়ার সম্ভাবনা যাচাই করে তবেই ফাইল রিসিভ করি, অন্যথায় তাকে ভালো পরামর্শ দেই, 🤝 এটাই আমাদের ভিসার সফলতার মূল মন্ত্র।।
বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
☎+1-424-427-5666 (What's App Available)
আমাদের সহযোগিতা পেতে মেসেজ বা wup করতে পারেন পেজে দেয়া নাম্বারে।।☎️📞📱📞☎️
ভিসা প্রক্রিয়াকরণের হালনাগাদ তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজ ফলো করুন।👍👍
For visa process & consultation support inbox msg us ...🙏 📞📱ধন্যবাদ।।👋👋❤️‍🩹💟

💟Free Consultation।। নো হিডেন সার্ভিস চার্জ।।📢🔥🔥অফার valid only ১৫-৩০ আগস্ট ২০২৪ 🎯👋🇱🇷 USA নাকি 🇨🇦 CANADA কোথায় যাবেন?✈️...
08/12/2024

💟Free Consultation।। নো হিডেন সার্ভিস চার্জ।।📢
🔥🔥অফার valid only ১৫-৩০ আগস্ট ২০২৪ 🎯👋
🇱🇷 USA নাকি 🇨🇦 CANADA কোথায় যাবেন?✈️✈️

নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদার হতে আমারও আছি আপনার পাশে।। স্বপ্ন এবার সত্যি করুন। আপনার পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে আসুন গুলশান Vfs সেন্টারে, আমরা আপনাকে তথ্য ও ফরম পূরণ সহযোগিতা করব একদম ফ্রি। এই অফার মাত্র ১৫ দিনের জন্য প্রযোজ্য, এই আগস্ট মাসকে আমরা উৎসব ও আনন্দের মাস হিসেব পালন করতে চাই। নতুন বাংলাদেশ আমাদের সবার।।🇧🇩🇧🇩

স্বপ্নের দেশ কানাডা বা আমেরিকায় ইনভাইটেশন দিয়ে কম খরচে (যদি লাগে) মাল্টিপল ভিজিট ভিসা প্রসেসিং করতে আগ্রহীরা যোগাযোগ করুন ।। ———————————-------------------------+++
যেকোন দেশের ভিজিট ভিসা প্রসেস ও এয়ার টিকেট করা হয়।বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে। ঢাকা - দুবাই - দিল্লী।।
================= =================
আমার প্রতিটি ক্লাইন্টের ফাইল দেখে আমরা রিসার্চ করি এবং ভিসা হওয়ার সম্ভাবনা যাচাই করে তবেই ফাইল রিসিভ করি, অন্যথায় তাকে ভালো পরামর্শ দেই, 🤝 এটাই আমাদের ভিসার সফলতার মূল মন্ত্র।।
বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
☎+1-424-427-5666 (What's App Available)
আমাদের সহযোগিতা পেতে মেসেজ বা wup করতে পারেন পেজে দেয়া নাম্বারে।।☎️📞📱📞☎️
ভিসা প্রক্রিয়াকরণের হালনাগাদ তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজ ফলো করুন।👍👍
For visa process & consultation support inbox msg us ...🙏 📞📱ধন্যবাদ।।👋👋❤️‍🩹💟

খুব সহজে বিদেশ ভ্রমণ করতে চাচ্ছেন?🧐🧐বিদেশি ভ্রমণ ভিসা ও ওয়ার্ক পারমিট সহজে পেতে চাচ্ছেন কিন্তু আপনার পাসপোর্ট নেই !!  আ...
08/10/2024

খুব সহজে বিদেশ ভ্রমণ করতে চাচ্ছেন?🧐🧐
বিদেশি ভ্রমণ ভিসা ও ওয়ার্ক পারমিট সহজে পেতে চাচ্ছেন কিন্তু আপনার পাসপোর্ট নেই !! আপনার কাছে একটি ইন্ডিয়ান পাসপোর্ট থাকা মানেই অল্প খরচে বিদেশ যেতে পারছেন।। আপনার আমাদের সহযোগিতা ও পরামর্শ নিতে পারেন।।👍👍

আপনি কি ইন্ডিয়ান পাসপোর্ট আধার কার্ড পান কার্ড বানাতে চাচ্ছেন?? আমরা আপনাকে স্বল্প সময়ে docs পেতে হেল্প করতে পারি, আমাদের ইন্ডিয়ান এজেন্ট আপনাদের সেবায় নিয়োজিত আছে আন্তরিকভাবে।

বিস্তারিত জানতে আমাদের wup করতে পারেন।।
ঢাকা - দুবাই - দিল্লী 📱📱+1-424427-5666 ☎️☎️

✈️✈️ ভারত ভ্রমণ  ✈️✈️ ভিসা আবেদন 📢📢ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ: 🚧🚧১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্য...
08/10/2024

✈️✈️ ভারত ভ্রমণ ✈️✈️ ভিসা আবেদন 📢📢
ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ: 🚧🚧

১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।
২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল।
৩)সিঙ্গেল নামের পাসপোর্ট ।
৪)অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প ।
৫)পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।
৬)এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া ।
৭)এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব , সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা।
৮)পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন।
৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।
১০ ) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া ( মেডিক্যাল ভিসা তে প্রয়োজন হয়। )
১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে , VFS Global Appointment ছাড়া সাবমিট করা।
১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।
১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া। ( সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ)
১৪) পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।
১৫ ) সব পুরানো পাসপোর্ট ( অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।
১৬ ) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।
১৭) বাংলাদেশের কোর্টে , ক্রিমিনাল মামলা থাকলে।
১৮ ) যে হসপিটালের নাম মেডিক্যাল ভিসায় উল্লেখ আছে FRRO চেঞ্জ অফ্ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে, পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হবে।

আপনার বিদেশ যাত্রা আরও নিরাপদ ও সহজ করতে পাশে আছে বাংলাদেশ সরকারের প্রবাসী হেল্পডেস্ক।।


এছাড়াও আমরা asbglobal আছি আপনার পাশে সবসময়।।🫰🫰 যেকোনো প্রয়োজনে মেসেজ wup করুন পেজের দিয়া নাম্বারে।।👍👍

———————————-
যেকোন দেশের ভিজিট ভিসা প্রসেস ও এয়ার টিকেট করা হয়।বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে। ঢাকা - দুবাই - দিল্লী।।
For visa process & consultation support inbox msg us ...🙏ভিসা প্রক্রিয়াকরণের হালনাগাদ তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজ ফলো করুন।👍👍
================= =================
আমার প্রতিটি ক্লাইন্টের ফাইল দেখে আমরা রিসার্চ করি এবং ভিসা হওয়ার সম্ভাবনা যাচাই করে তবেই ফাইল রিসিভ করি 🤝 অন্যথায় তাকে ভালো পরামর্শ দেই, এটাই আমাদের ভিসার সফলতার মূল মন্ত্র।।
বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
☎+1-424-427-5666 (What's App Available)

08/10/2024

অতি লোভে তাতি নষ্ট।। অসৎ পথে কোন কিছুই ভালো না।।সবাই একটু সাবধান থাকতে হবে।।

ব্রাজিল নাকি আর্জেন্টিনা নাকি মেক্সিকো??কোথায় যাবেন?? কোন দেশ কেমন এমএমবিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।।✈️✈️✈️✈️✈️✈️...
08/10/2024

ব্রাজিল নাকি আর্জেন্টিনা নাকি মেক্সিকো??
কোথায় যাবেন?? কোন দেশ কেমন এমএম
বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।।
✈️✈️✈️✈️✈️✈️❤️‍🩹❤️‍🩹❤️‍🩹✈️✈️✈️✈️✈️
কেমন দেশ মেক্সিকো?
--------------------------
নক আউট পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে ‘ফিফা বিশ্বকাপ ২০১৮’। ম্যাচগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুটবলপ্রেমীরা। আজ রাত ৮টায় রয়েছে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ। মেক্সিকো দলটির খেলোয়াড় ও তাদের খেলা সম্পর্কে অনেকেই জানি। কিন্তু মেক্সিকো দেশটি সম্পর্কে আমরা কতটুকু জানি? আজ আমরা জানাবো ‘মেক্সিকো’ দেশটি কেমন:
উত্তর আমেরিকার একটি দেশ মেক্সিকো। সরাকরিভাবে এটি যুক্তরাষ্ট্রীয় মেক্সিকান প্রজাতন্ত্র নামে পরিচিত। এই দেশের উত্তর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পূর্বে গুয়াতেমালা, বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত।
দেশটি প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আয়তনের বিচারে দুই আমেরিকার ৫ম বৃহত্তম তথা বিশ্বের মধ্যে ১৫তম স্বাধীন দেশ এটি। দেশটির জনসংখ্যা ১২ কোটি ৭৫ লাখেরও অধিক। জনসংখ্যার বিচারে মেক্সিকো বিশ্বের ১১তম জনবহুল দেশ। ৩১টি রাজ্য ও একটি রাজধানী শহর নিয়ে মেক্সিকো দেশটি গঠিত।
মেক্সিকোর জাতীয় ভাষা স্প্যানিশ। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেখা গেছে, দেশটির ৯৯ শতাংশ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। তবে এই ভাষার পাশাপাশি প্রায় ৬ শতাংশ মানুষ অন্যান্য ভাষায়ও কথা বলে। এছাড়া মেক্সিকানরা তাদের দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষাও ব্যবহার করে।
মেক্সিকোতে ইউরোপীয়দের আগমনের পূর্বেই ওলমেক, তোলতেক, তেওতিউয়াকান, মায়া ও আজটেক সভ্যতার মতো একাধিক উন্নত সভ্যতা বিকাশ লাভ করেছিল। এরও পরে ১৫২১ সালে স্পেন নিউ স্পেন প্রতিষ্ঠা করে। এই দেশটিই পরে মেক্সিকো উপনিবেশে পরিণত হয়। ১৮২১ সালে যুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীনতা অর্জন করে। মেক্সিকোর স্বাধীনতাত্তর পর্যায় ছিল অর্থনৈতিক অস্থিরতা, অঞ্চল হস্তচ্যুত হওয়া, গৃহযুদ্ধ এবং বৈদেশিক হস্তক্ষেপ, দুটি সাম্রাজ্য ও দুটি দীর্ঘ অভ্যন্তরীণ একনায়কতন্ত্রের ইতিহাস। সর্বশেষ একনায়কতান্ত্রিক শাসনের শেষে ১৯১০ সালে সংঘটিত হয় মেক্সিকান বিপ্লব। এই বিপ্লবের ফলে ১৯১৭ সালের সংবিধান এবং দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার উত্থান হয়।
একটি আঞ্চলিক শক্তি এবং ১৯৯৪ সাল থেকে অর্গ্যানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের একমাত্র লাতিন আমেরিকান দেশ মেক্সিকো। এটি উচ্চ মধ্য-আয়ের দেশ হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। তাছাড়া মেক্সিকোকে সদ্য শিল্পায়িত দেশ হিসেবেও অভিহিত করা হয়। জিডিপির বিচারে মেক্সিকো বিশ্বের একাদশ বৃহত্তম অর্থব্যবস্থা। এছাড়াও আন্তর্জাতিক অর্থ তহবিলের হিসেবে মাথাপিছু জিডিপির বিচারে লাতিন আমেরিকার বৃহত্তম রাষ্ট্র।
মেক্সিকোতে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। এখানকার আইনসভা দ্বিকাক্ষিক। নিম্নকক্ষের নাম ফেডারেল চেম্বার অভ ডেপুটিজ, যার সদস্য সংখ্যা ৫০০। উচ্চকক্ষের নাম সিনেট, যার সদস্য সংখ্যা ১২৮। ভোটাধিকারের বয়স ১৮। বর্তমান সংবিধান ১৯১৭ সালের ৫ই ফেব্রুয়ারি প্রণয়ন করা হয়। সুপ্রিম কোর্ট দেশেটির সর্বোচ্চ বিচারালয়।
বিশ্বের কয়েকটি পর্যটন জনপ্রিয় দেশের মধ্যে মেক্সিকো অন্যতম। মেসোআমেরিকান দেশটির এমন একটি অঞ্চল এবং সংস্কৃতি এলাকা যেখানে লাখ লাখ দর্শণার্থী প্রতি বছর ঘুরতে আসেন। ওয়ার্ল্ড ট্রাভেল এবং ট্রুরিজম ২০১৭ সালের রিপোর্ট অনুযায়ী, দেশটি বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষের কাছে ২২তম।
মেক্সিকোতে ৮৩ শতাংশ মানুষ খ্রিষ্টান ধর্ম পালন করেন। অন্যান্য আরও বেশ কিছু ধর্ম এবং ধর্ম পালন করে না এমন মানুষও এখানে বসবাস করেন। এছাড়াও মেক্সিকানদের চিত্রশিল্প, ভাস্কর্য এবং সাহিত্যেও দীর্ঘ ঐতিহ্য রয়েছে।
মেক্সিকানরা গান শোনা ও সিনেমা দেখতে ভালোবাসে। দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এছাড়া ফ্যামেন্ডো ভ্যালেনজুয়েলা তাদের অন্যতম প্রিয় খেলা। অলিম্পিক গেমসেও দেশটির সুনাম রয়েছে।🫰🫰

কেমন দেশ ব্রাজিল?
---------------------------------------
ব্রাজিল শব্দটি শুনলে প্রথমেই মনে আসে ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলের কথা। সেই সাথে ভেসে ওঠে চোখ ধাঁধানো নান্দনিক ফুটবল ম্যাচ। এরপর সামনে আসে সবুজ আর হলুদের মিশ্রণে অপূর্ব সুন্দর এক পতাকার রঙ। ব্রাজিলীয় গান ও নৃত্যের একটি ধরণ ‘সাম্বা’র নামটিও উঠে আসে। এই জানার বাইরেও রয়েছে ব্রাজিলের ঐতিহ্য আর সংস্কৃতির দীর্ঘ ইতিহাস।
দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র ব্রাজিল। দেশটির সাংবিধানিক নাম সংযুক্ত প্রজাতন্ত্রী ব্রাজিল। পর্তুগিজ শব্দ ‘হেপুব্লিকা ফ়েদেরাচিভ়া দু ব্রাজ়িউ’ নামেও এটি পরিচিত। জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। ৮,৫১৪,৮৭৭ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় ১৯ কোটি। এটি আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজ ভাষী রাষ্ট্র।

ব্রাজিলে পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত। ব্রাজিলের উত্তরে রয়েছে ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ও ফ্রান্সের সামুদ্রিক দেপার্ত্যমঁ ফরাসি গায়ানা। এছাড়াও এর উত্তর-পশ্চিমভাগে কলম্বিয়া, পশ্চিমে বলিভিয়া ও পেরু, দক্ষিণ-পশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এবং সর্ব-দক্ষিণে দক্ষিণে উরুগুয়ে অবস্থিত। ব্রাজিলীয় সীমানায় আটলান্টিক মহাসাগরের বেশকিছু দ্বীপপুঞ্জ অবস্থিত। তাছাড়া ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েডর ব্যতীত দক্ষিণ আমেরিকার সকল দেশেরই সীমান্ত-সংযোগ রয়েছে।
১৫০০ সালে পর্তুগিজ অভিযাত্রী পেদ্রু আলভারেজ কাবরাউয়ের ব্রাজিলে এসে পৌঁছানোর পর থেকে ১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রাজিল ছিলো একটি পর্তুগিজ উপনিবেশ। এরপর বিভিন্ উত্থান পতনের মধ্য দিয়ে ১৮২২ সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। প্রাথমিক ভাগে এটি ব্রাজিলীয় সাম্রাজ্য হিসেবে সার্বভৌমত্ব অর্জন করলেও ১৮৮৯ সাল থেকে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে শাসিত হয়ে আসছে। ১৮২৪ সালে ব্রাজিলের প্রথম সংবিধান পাশ হওয়ার পর থেকে দেশটিতে দুই কক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থা চলে আসছে, যা বর্তমানে কংগ্রেস নামে পরিচিত। বর্তমান সংবিধান অনুযায়ী ব্রাজিল একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র।
ক্রয়ক্ষমতা সমতা ও মোট অভ্যন্তরীণ উৎপাদনের ভিত্তিতে ব্রাজিলের অর্থনীতি বর্তমানে বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতি। তাছাড়া ব্রাজিল জীববৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশের দিকে বিশ্বের অন্যতম প্রধান একটি দেশ হিসেবে বিবেচিত। ব্রাজিলে বিভিন্ন প্রকারের প্রকৃতি সংরক্ষণকেন্দ্র ও অভয়ারণ্য বিদ্যমান। এছাড়াও দেশটি সমৃদ্ধ খনিজ সম্পদের অধিকারী, যা বিভিন্ন সময়ে এর অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।
ব্রাজিলে বিভিন্ন জাতির লোকের বসবাস। আদিবাসী আমেরিকান, পর্তুগিজ বসতিস্থাপক এবং আফ্রিকান দাসদের মধ্যে আন্তঃসম্পর্ক ব্রাজিলের জাতিসত্তাকে দিয়েছে বহুমুখী রূপ। ১৯ শতকের শেষ দিকে ও ২০ শতকের গোড়ার দিকে ব্রাজিলে আগমনকারী অন্যান্য ইতালীয়, জার্মান, স্পেনীয়, আরব, ও জাপানি অভিবাসীরাও ব্রাজিলের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। মিশ্র সংস্কৃতির দেশ হলেও তাঁরা নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি ধরে রেখেছে। পর্তুগিজ এখানকার প্রধান ভাষা এবং রোমান ক্যাথলিক প্রধান ধর্ম।

১৬ শতকের পর থেকে ব্রাজিলীয় চিত্রকলা বিভিন্ন ধারায় বিস্তৃত হতে থাকে। পূর্বে ব্রাজিলের চিত্রকলায় বারুকি ধারার প্রভাব ছিল খুব বেশি। তবে ১৬ শতকের পর বারুকি থেকে তা রোমান্টিকতা, আধুনিকতা, অভিব্যাক্তিবাদ, কিউবিজম, পরাবাস্তবাদ, বিমূর্তবাদ প্রভৃতি দিকে ছড়িয়ে পড়তে থাকে।
ব্রাজিলীয় চলচ্চিত্রের গোড়াপত্তন হয় ১৯ শতকের শেষ দিকে। অনেক অভ্যন্তরীণ চড়াই-উৎরাই পেরিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের চলচ্চিত্র দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করতে শুরু করেছে।

ফুটবল খেলাই ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া হিসেবে পরিচিত। ব্রাজিল জাতীয় ফুটবল দল ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষস্থানীয় দল হিসেবে চিহ্নিত। দলটি এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জয়লাভ করেছে যা একটি রেকর্ড। এছাড়াও দেশটিতে ভলিবল, বাস্কেটবল, অটো রেসিং এবং মার্শাল আর্ট ক্রীড়াও ব্যাপকভাবে দর্শকপ্রিয়।

বাংলাদেশে ব্রাজিল এম্বাসির ঠিকানা- ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়---🇧🇷🇧🇩
---------------------------------------------------------
Embaixada do Brasil em Dhaka / Embassy of Brazil in Dhaka
Address

Bay's Edgewater (Ground and 1st Floor)
NE(N) 12, North Avenue
Gulshan-2, Dhaka, Bangladesh – 1212.

Contacts
Phones: +88 02 55052126-29 and +88 02 55052133
Fax: +88 02 55052130
E-mail: [email protected]
Consular Sector: [email protected]
Trade Sector: [email protected]
Admin: [email protected]

For file submission prior appointment is necessary.
For appointment call:
+88 02 55052126 or +88 02 55052127.
Sunday to Tuesday, Time: 9:30 am-10:00 am.

📢📢📢📞📞📞📞📢📢📢
আর্জেন্টিনাসহ ল্যাটিন আমেরিকার দেশসমূহ ভ্রমণ ও ভিসা প্রসেস সহযোগিতা পেতে আমাদের মেসেজ করতে পারেন বা wup করতে পারেন পেজে দেয়া নাম্বারে ।। ইনবক্স করুন আপনার মতামত।।🫰🫰
———————————-
যেকোন দেশের ভিজিট ভিসা প্রসেস ও এয়ার টিকেট করা হয়।বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে। ঢাকা - দুবাই - দিল্লী।।
For visa process & consultation support inbox msg us ...🙏ভিসা প্রক্রিয়াকরণের হালনাগাদ তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজ ফলো করুন।👍👍
================= =================
আমার প্রতিটি ক্লাইন্টের ফাইল দেখে আমরা রিসার্চ করি এবং ভিসা হওয়ার সম্ভাবনা যাচাই করে তবেই ফাইল রিসিভ করি 🤝 অন্যথায় তাকে ভালো পরামর্শ দেই, এটাই আমাদের ভিসার সফলতার মূল মন্ত্র।।
বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
☎+1-424-427-5666 (What's App Available)

Address

New York, NY

Telephone

+971542635108

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASB Global Trading LLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ASB Global Trading LLC:

Videos

Share

Nearby event planning services