Muktodhara Dakshin

Muktodhara Dakshin This paga is connected with the facebook profile of MUKTODHARA SHILPIGOSTHI,named Muktodhara Dakshin.

04/03/2024
সেই ২০১৭ থেকে চেষ্টা শুরু, পরীক্ষা দেওয়া,উত্তীর্ণ হবার খবর ও এলো ক্রমে।এরপর শুরু হলো কবে অনুষ্ঠান করার ডাক আসবে তার প্র...
09/21/2023

সেই ২০১৭ থেকে চেষ্টা শুরু, পরীক্ষা দেওয়া,উত্তীর্ণ হবার খবর ও এলো ক্রমে।এরপর শুরু হলো কবে অনুষ্ঠান করার ডাক আসবে তার প্রতীক্ষা। অনেক চড়াই উতরাই পেরিয়ে এলো ডাক INDIAN COUNCIL FOR CULTURAL RELATIONS ( ICCR) এর পক্ষ থেকে। মুক্তধারা শিল্পীগোষ্ঠী আগামী কাল, অর্থাৎ ২২শে সেপ্টেম্বর,২০২৩ অনুষ্ঠান করবে কলকাতা র ICCR প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। বন্ধু রা আসুন, আমরা খুব আনন্দিত হবো, অনুপ্রেরণা পাবো।

07/19/2023

দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে মুক্তধারার শ্রদ্ধার্ঘ্য।

জন্মদিনের শুভেচ্ছা সহ
07/12/2023

জন্মদিনের শুভেচ্ছা সহ

05/07/2023

শ্রদ্ধেয়া পূরবী মুখোপাধ্যায় এর জন্মদিন উপলক্ষ্যে মুক্তধারা সঙ্গীত পরিবেশন করবে আগামী কাল।
শরৎ বাসভবনে।

We have got the ISO CERTIFICATE
04/08/2023

We have got the ISO CERTIFICATE

06/02/2022

মুক্তধারা শিল্পীগোষ্ঠী আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন সঙ্গীতা গাঙ্গুলী, কর্মশালায় শেখানো একটি অল্পশ্রুত নজরুলগীতি তিনি আজ আমাদের গেয়ে শোনাবেন...

06/01/2022

আজ আমরা শুনবো শর্মিষ্ঠা সরকার এর কন্ঠে লোকগীতি। মুক্তধারা শিল্পীগোষ্ঠী আয়োজিত কর্মশালায় শর্মিষ্ঠা শিখেছেন নানা ধারার বাংলা গান।

05/28/2022

মুক্তধারা শিল্পীগোষ্ঠী আয়োজিত কর্মশালায় যোগদান করেছিলেন শ্রীমতী সুস্মিতা রায়। তিনি আজ শোনাবেন একটি নজরুলগীতি:--

05/25/2022

মুক্তধারা শিল্পীগোষ্ঠী আয়োজিত সঙ্গীত কর্মশালায় যোগ দিয়েছিলেন শ্রীমতী তনুতা ভট্টাচার্য্য। কর্মশালা শেষে আমরা তার গান শুনে আনন্দিত। বন্ধুরা শুনুন কর্মশালায় শিখে তার গাওয়া একখানি পুরাতনী গান, সঙ্গতে যে ছোট্ট ছেলেটি রয়েছে,সে তনুতা র ই পুত্র : --

05/25/2022

করোনা কালে মুক্তধারা শিল্পীগোষ্ঠী প্রযুক্তির সাহায্যে নিজেদের সঙ্গীতচর্চা যেমন অব্যাহত রেখেছিল, তার সাথে আমরা একটি বাংলা গানের কর্মশালার ও আয়োজন করেছিলাম প্রযুক্তি র সাহায্য নিয়েই, অর্থাৎ সবটাই বাস্তবায়িত হয়েছিল online পদ্ধতিতে। আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও খুব কম ছিল না। তার মধ্যে থেকে আমাদের বিচারে নির্বাচিত হয়েছিলেন ২৬ জন শিক্ষার্থী। এই ২৬ জন শিক্ষার্থী কে নিয়ে ২০২১ এর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের প্রতি শনিবার এই কর্মশালা চলেছে। শেখানো হয়েছে মোট ১৭টি নানা ধারার অল্পশ্রুত গান। কর্মশালা শেষে আমরা প্রত্যেকের গান শুনেছি। প্রত্যেকেই খুব আগ্রহ নিয়ে শিখেছেন, কিন্তু ৪ জনকে আমরা চিহ্নিত করেছি,যাদের গান শুনে আমরা বিশেষ আনন্দিত। আমরা চাই এদের গান আপনাদের ও শোনাতে। এক এক করে আমরা post করবো এদের গান। লক্ষ্য রাখুন আমাদের পরবর্তী post গুলিতে।

বিশেষ আকর্ষণ---- বিশিষ্ট সঙ্গীত শিল্পী Namita Banerjee ও তাঁর পরিচালনায় মুক্তধারা শিল্পীগোষ্ঠীর লাইভ অনুষ্ঠান JOYJATRA ...
04/11/2022

বিশেষ আকর্ষণ----
বিশিষ্ট সঙ্গীত শিল্পী Namita Banerjee ও তাঁর পরিচালনায় মুক্তধারা শিল্পীগোষ্ঠীর লাইভ অনুষ্ঠান JOYJATRA (A cultural platform) এর পেজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখে ঠিক রাত আটটার সময়। অনুষ্ঠানের বিষয় "ঋতুপত্রে রবীন্দ্রনাথ" অর্থাৎ কবিগুরু বিভিন্ন ঋতুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে করে গেছেন তাঁর অমর সৃষ্টি তাঁর প্রিয়জনকে প্রেরিত পত্রের মাধ্যমে। সেই বিষয়ে বিশেষ অনুষ্ঠান 9 th May 2022 ঠিক রাত আটটার সময়। আপনাদের সকলের সহযোগিতায় উপস্থিতি ও মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো লাইভ অনুষ্ঠানে এই বিশেষ দিনটিতে। লাইভ অনুষ্ঠানে সকল এসে উপস্থিত থেকে এই প্রচেষ্টা কে সার্থক করে তুলবেন এই আশা রাখি। 🙏

আজ মুক্তধারার অনেকগুলি গানের video shoot  হল। ধন্যবাদ স্বরূপ, নারায়ণও Music 2000 team।খুব আনন্দ করে কাজ হয়েছে ।।
03/27/2022

আজ মুক্তধারার অনেকগুলি গানের video shoot হল। ধন্যবাদ স্বরূপ, নারায়ণও Music 2000 team।
খুব আনন্দ করে কাজ হয়েছে ।।

নবরবিকিরণের  উদ্যোগে মুক্তধারা র পরিবেশনায় এই নিবেদন । ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কর্যকর  হয়ছিল। দীর্ঘ  প্রতিবাদ আন্দোলনের ফলে ব...
12/12/2021

নবরবিকিরণের উদ্যোগে মুক্তধারা র পরিবেশনায় এই নিবেদন ।
১৯০৫ সালে বঙ্গভঙ্গ কর্যকর হয়ছিল। দীর্ঘ প্রতিবাদ আন্দোলনের ফলে বৃটিশ রা বাংলা কে আবার একত্রিত করেন এই ১২ই ডিসেম্বর,১৯১১ তে।
বন্ধুরা উপস্থিত থাকুন আজ ।
সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অলক রায় চৌধুরী ও
কোয়েল অধিকারী র পরিচালনায় নবরবিকিরণের ছাত্রীরা।

07/13/2021

দিল্লির প্রবাসী বাঙালি কণ্ঠশিল্পী শ্রীমতী ইন্দ্রা মুখোপাধ্যায় এর শুভেচ্ছা বার্তা মুক্তধারা র জন্য ।
আমরা আনন্দিত ।

07/13/2021

নান্দনিক সঙ্গীত সংস্থার কর্ণধার সঙ্গীত শিল্পী শ্রী তপন দে র পাঠানো শুভেচ্ছা বার্তা মুক্তধারা র জন্য ।
আমরা আনন্দিত ।

07/13/2021

বিশিষ্ট কবি ও গীতিকার শ্রী মোহিনী চৌধুরীর পুত্র শ্রী দিগ্বিজয় চৌধুরীর শুভেচ্ছা বার্তা মুক্তধারা র জন্য ।
আমরা আনন্দিত ।

07/13/2021

আনন্দবাজার পত্রিকার প্রাক্তন Deputy News Editor -- শ্রী শম্ভু সেন মহাশয়ের শুভেচ্ছা বার্তা মুক্তধারা র জন্য । বর্তমানে তিনি khabor online এর কর্ণধার ।
আমরা আনন্দিত ।

07/13/2021

শ্রদ্ধেয় সুভাষ চৌধুরীর কন্যা শ্রীমতি শ্রীনন্দা মুখোপাধ্যায় এর শুভেচ্ছা বার্তা মুক্তধারা র জন্য ।
আমরা আনন্দিত ।

Donated money and 100 pcs sweets  to The Missionaries of Charities on this occasion.
07/12/2021

Donated money and 100 pcs sweets to The Missionaries of Charities on this occasion.

07/12/2021

বিশিষ্ট বাচিক শিল্পী অমিত রায় এর শুভেচ্ছা বার্তা ।

07/12/2021

প্রখ্যাত বাচিক শিল্পী শ্রীমতি রত্না মিত্র র বার্তা ।

07/12/2021

সঙ্গীত পরিচালক শ্রী কল্যাণ সেন বরাট । তাঁর পাঠানো শুভেচ্ছা বার্তা ।

07/12/2021

আজ জন্মদিনের প্রথম উপহার --যুগ্ম সম্পাদক দেবব্রত বর এর তৈরি এই অভিনন্দন বার্তা ।

Address

Sacramento, CA

Telephone

+19163969672

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muktodhara Dakshin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Performance & Event Venues in Sacramento

Show All

You may also like