Alankar

Alankar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alankar, Event Planner, .
(1)

Professional wedding album design service for professional photographers. Clean, contemporary designs with a 3 to 5 day ...
23/01/2020

Professional wedding album design service for professional photographers. Clean, contemporary designs with a 3 to 5 day delivery.

Every photo book we design is created from scratch and exactly in the style you envision it to be..!!
18/01/2020

Every photo book we design is created from scratch and exactly in the style you envision it to be..!!

We're not just limited to the design styles you see here. As custom wedding album designers, we can create any album des...
16/01/2020

We're not just limited to the design styles you see here. As custom wedding album designers, we can create any album design style that you can imagine..!!

we can create any album design style that you can imagine..!!
16/01/2020

we can create any album design style that you can imagine..!!

আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে ।পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে ।।আনন্দে তরুলতা নোয়াইছে মাথা, কুসুম ফ...
27/12/2019

আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে ।
পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে ।।
আনন্দে তরুলতা নোয়াইছে মাথা, কুসুম ফুটাইছে শত বরনে ।।

''নিখিলের সুখ, নিখিলের দুখ,নিখিল প্রাণের প্রীতি,একটি প্রেমের মাঝারে মিশেছেসকল প্রেমের স্মৃতি''
17/12/2019

''নিখিলের সুখ, নিখিলের দুখ,
নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে
সকল প্রেমের স্মৃতি''

আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি। সবাই জানুক কেউ আমাকে ভালোবেসেছিল। আমার হৃদয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিলো। শুধু এতটুকুই আম...
16/12/2019

আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি। সবাই জানুক কেউ আমাকে ভালোবেসেছিল। আমার হৃদয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিলো। শুধু এতটুকুই আমি চাই..!!

শুধু একটি বার বলো ভালোবাসি তোমাকে আর কোনদিন ভালোবাসতে হবে না। মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না। আমার জন্য তোমকে নিশি...
15/12/2019

শুধু একটি বার বলো ভালোবাসি তোমাকে আর কোনদিন ভালোবাসতে হবে না। মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না। আমার জন্য তোমকে নিশি রাতে পা ভিজাতে হবে না। আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি। সবাই জানুক কেউ আমাকে ভালোবেসেছিল। আমার হৃদয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিলো। শুধু এতটুকুই আমি চাই,

একটি প্রেমের মাঝারে মিশেছেসকল প্রেমের স্মৃতি—সকল কালের সকল কবির গীতি
04/12/2019

একটি প্রেমের মাঝারে মিশেছে
সকল প্রেমের স্মৃতি—
সকল কালের সকল কবির গীতি

চাই গো আমি তোমারে চাই তোমায় আমি চাই— এই কথাটি সদাই মনে বল‍্তে যেন পাই । আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে  মিথ্য...
02/12/2019

চাই গো আমি তোমারে চাই
তোমায় আমি চাই—
এই কথাটি সদাই মনে
বল‍্তে যেন পাই ।
আর যা কিছু বাসনাতে
ঘুরে বেড়াই দিনে রাতে
মিথ্য সে সব মিথ্যা, ওগো
তোমায় আমি চাই ।

যেদিন তোমার মনের চাতক পাখিটামুক্ত হয়ে উড়বে,ওই সাদা মেঘেদের দলে-তুমি মনে রাখবে তো আমায়!
21/11/2019

যেদিন তোমার মনের চাতক পাখিটা
মুক্ত হয়ে উড়বে,
ওই সাদা মেঘেদের দলে-
তুমি মনে রাখবে তো আমায়!

পাহাড়ী রূপসী ঝর্ণা হয়ে ঝড়ো না তুমি,এসোনা শ্রাবনের রিমঝিম ধারা হয়ে-আমি তোমার কাছে হবনা স্নিগ্ধ- স্নাত।তুমি এসো উষ্ণ প্রস্...
20/11/2019

পাহাড়ী রূপসী ঝর্ণা হয়ে ঝড়ো না তুমি,
এসোনা শ্রাবনের রিমঝিম ধারা হয়ে-
আমি তোমার কাছে হবনা স্নিগ্ধ- স্নাত।
তুমি এসো উষ্ণ প্রস্রবন হয়ে-
যে উষ্ণতায় আমি পুড়ে ছাই হব কিংবা রব তোমার খাঁটি সোনা হয়ে।

অতিদূর মায়াময়ী বধূর নূপুরেতন্দ্রার প্রত্যন্তদেশে জাগায়েছে ধ্বনিমৃদু রণরণি।
17/11/2019

অতিদূর মায়াময়ী বধূর নূপুরে
তন্দ্রার প্রত্যন্তদেশে জাগায়েছে ধ্বনি
মৃদু রণরণি।

ছন্দের লাগাল দোল আধোজাগা কল্পনার শিহরদোলায়,আঁধার-আলোর দ্বন্দ্বে যে প্রদোষে মনেরে ভোলায়,সত্য-অসত্যের মাঝে লোপ করি সীমাদেখ...
17/11/2019

ছন্দের লাগাল দোল আধোজাগা কল্পনার শিহরদোলায়,
আঁধার-আলোর দ্বন্দ্বে যে প্রদোষে মনেরে ভোলায়,
সত্য-অসত্যের মাঝে লোপ করি সীমা
দেখা দেয় ছায়ার প্রতিমা।

ভ্রমর হইল ঘটকআনি-লো পাত্র হাজার-শতক,অঞ্জন, কদম, ডালিয়া আকন্দশেষে মায়ের, পছন্দ হইল বকুল
16/11/2019

ভ্রমর হইল ঘটক
আনি-লো পাত্র হাজার-শতক,
অঞ্জন, কদম, ডালিয়া আকন্দ
শেষে মায়ের, পছন্দ হইল বকুল

সভাকক্ষে হাজার দীপালোকেমণিমালায় ঝিলিক হানে চোখে--সভার মাঝে হঠাৎ এল ও কে,বাহির-দ্বারে বেজে উঠল ভেরী!চমকে ওঠে সভার যত লোকউ...
15/11/2019

সভাকক্ষে হাজার দীপালোকে
মণিমালায় ঝিলিক হানে চোখে--
সভার মাঝে হঠাৎ এল ও কে,
বাহির-দ্বারে বেজে উঠল ভেরী!
চমকে ওঠে সভার যত লোক
উঠে দাঁড়ায় বর-কনেরে ঘেরি।

বিবাহের রঙ্গে রাঙ্গা আজ সব, রাঙ্গা মন, রাঙ্গা আভরণ, বলো নারী- 'এই রক্ত- আলোকে আজ মম নব জাগরণ!'
14/11/2019

বিবাহের রঙ্গে রাঙ্গা আজ সব,
রাঙ্গা মন, রাঙ্গা আভরণ,
বলো নারী- 'এই রক্ত- আলোকে
আজ মম নব জাগরণ!'

চাই না আমি, জোছনা প্রহর মধুর,তোর পাশে ভালোলাগে রোদ্দুর …চাই না আমি ঢেউ ভাঙা সমুদ্দুর,তোর চোখেতে খুঁজে বেড়াই সপ্নপুর …
09/11/2019

চাই না আমি, জোছনা প্রহর মধুর,
তোর পাশে ভালোলাগে রোদ্দুর …
চাই না আমি ঢেউ ভাঙা সমুদ্দুর,
তোর চোখেতে খুঁজে বেড়াই সপ্নপুর …

"আমার হৃদয় নিয়ে আর কতকাল বলোকাছে এসে দূরে দূরে থাকবে"
09/11/2019

"আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো
কাছে এসে দূরে দূরে থাকবে"

এতদিন ছিলে ভূবনের তুমিআজ ধরা দিলে ভবনে,নেমে এলে আজ ধরার ধূলাতেছিলে এতদিন স্বপনে!
09/11/2019

এতদিন ছিলে ভূবনের তুমি
আজ ধরা দিলে ভবনে,
নেমে এলে আজ ধরার ধূলাতে
ছিলে এতদিন স্বপনে!

বিবাহের রঙ্গে রাঙ্গা আজ সব,রাঙ্গা মন, রাঙ্গা আভরণ,বলো নারী- "এই রক্ত- আলোকেআজ মম নব জাগরণ!"
08/11/2019

বিবাহের রঙ্গে রাঙ্গা আজ সব,
রাঙ্গা মন, রাঙ্গা আভরণ,
বলো নারী- "এই রক্ত- আলোকে
আজ মম নব জাগরণ!"

প্রভাতে ঊষা কুমারী, সেজেছেসন্ধ্যায় বধূ ঊষসী,চন্দন- টোপা- তারা- কলঙ্কেভ'রেছে বে-দাগ- মু'শশী।
08/11/2019

প্রভাতে ঊষা কুমারী, সেজেছে
সন্ধ্যায় বধূ ঊষসী,
চন্দন- টোপা- তারা- কলঙ্কে
ভ'রেছে বে-দাগ- মু'শশী।

হাতের কাছে তারার মতো,আমার করে তোমায় পাওয়া।
08/11/2019

হাতের কাছে তারার মতো,
আমার করে তোমায় পাওয়া।

আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখেভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ।
08/11/2019

আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ।

হালকা হালকা শীতের ধকল:আমার বিরহকাতর প্রাণ!একটু একটু উষ্ণতার মহল:আমার মিলন ঐক্যতান।
05/11/2019

হালকা হালকা শীতের ধকল:
আমার বিরহকাতর প্রাণ!
একটু একটু উষ্ণতার মহল:
আমার মিলন ঐক্যতান।

"আজি সেই চিরদিবসের প্রেম"
01/11/2019

"আজি সেই চিরদিবসের প্রেম"

"কালের তিমিররজনী ভেদিয়াতোমারি মুরতি এসে,চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।"
01/11/2019

"কালের তিমিররজনী ভেদিয়া
তোমারি মুরতি এসে,
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।"

"সঞ্চিত হয়ে আছে এই চোখেকত কালে কালে কত লােকে লােকেকত নব নব আলােকে আলোকে"
31/10/2019

"সঞ্চিত হয়ে আছে এই চোখে
কত কালে কালে কত লােকে লােকে
কত নব নব আলােকে আলোকে"

"জানি জানি কোন আদিকাল হতেভাসালে আমারে জীবনের স্রোতেসহসা হে প্রিয় কত গৃহে পথেরেখে গেছ প্রাণে কত হরষন.."
31/10/2019

"জানি জানি কোন আদিকাল হতে
ভাসালে আমারে জীবনের স্রোতে
সহসা হে প্রিয় কত গৃহে পথে
রেখে গেছ প্রাণে কত হরষন.."

"কতবার তুমি মেঘের আড়ালেএমনি মধুর হাসিয়া দাঁড়ালে,অরুণকিরণে চরণ বাড়ালে,ললাটে রাখিলে শুভ পরশন।"
31/10/2019

"কতবার তুমি মেঘের আড়ালে
এমনি মধুর হাসিয়া দাঁড়ালে,
অরুণকিরণে চরণ বাড়ালে,
ললাটে রাখিলে শুভ পরশন।"

– হ্যাঁ, এটা হৃদয়। যেখানে তুমি আছো অসীম মমতায়, চিরন্তন ভালোবাসায়।
30/10/2019

– হ্যাঁ, এটা হৃদয়। যেখানে তুমি আছো অসীম মমতায়, চিরন্তন ভালোবাসায়।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Alankar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share