21/04/2022
‼️আজকের সেহরির মেন্যু——
১. ভাত
২. বুটের ডাল দিয়ে লাউশাক
৩. রুই মাছের ঝোল
আর সাথে থাকছে স্পেশাল সালাদ।
এই প্যাকেজটি পাচ্ছেন মাত্র ৮০ টাকায়।।
তাহলে দেরী না করে ঝটপট এখনই আপনার অর্ডারটির জন্য যোগাযোগ করুন মেসেঞ্জারে অথবা নাম্বারে।
‼️প্রি অর্ডারের নিয়ম ----
বিকাশ ও যোগাযোগঃ 01628203002
অথবা,
01861285029
খাবার অর্ডার দেয়ার শেষ সময়
সেহেরির খাবার রাত ১২:৩০ টা
এই সময় পর্যন্ত প্রিঅর্ডার নেওয়া হয়।
🪁 অর্ডার করবেন যেভাবে :
মেসেঞ্জার অথবা নাম্বারে, আপনার অর্ডারের সাথে একটা টোকেন নাম্বার দেওয়া হবে। আপনার পিকআপ পয়েন্টটিও আমাদেরকে জানতে হবে।
( মেসেঞ্জারে যোগাযোগ করলে ভালো হয়।)
🪁 কনফার্ম করবেন যেভাবে :
বিকাশে পেমেন্ট করতে হবে সেন্ডমানি করে, রেফারেন্সে আপনার অর্ডার নাম্বারটি দিতে হবে। ফিরতি কলে বা মেসেজে আপনার অর্ডারটি কনফার্ম করা হবে।
🪁 পিকআপ পয়েন্ট:
পিকআপ পয়েন্ট থাকবে দুটি --- জিরোপয়েন্টে মসজিদের পাশে, দুই নাম্বার গেইটে রিক্সা স্ট্যান্ড।
রাত : ২:৩০-৩:৩০ টা পর্যন্ত আমাদের পিকআপ টাইম।