BIMAN Bangladesh Airlines Ticketing

BIMAN Bangladesh  Airlines Ticketing বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রোডে আপ

♦️ ওমরাহ্ প্যাকেজে কম খরচ ও উন্নত সেবায় ট্রানজিট ফ্লাইট  এয়ার এরাবিয়া যোগে ✈ যাত্রা।===================⚛️ গ্রুপ ফেব্রুয়া...
28/01/2024

♦️ ওমরাহ্ প্যাকেজে কম খরচ ও উন্নত সেবায় ট্রানজিট ফ্লাইট এয়ার এরাবিয়া যোগে ✈ যাত্রা।
===================

⚛️ গ্রুপ ফেব্রুয়ারী ২০২৪ইং ⤵️

↪️ যাওয়া :: চট্টগ্রাম হতে মদিনা
তাং- ১৮/০২/২৪ ইং

↪️ আসা :: জেদ্দা হতে চট্টগ্রাম
তাং- ০৪/০৩/২৪ ইং
=====================

⏭️ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত :
১। এয়ার আরাবিয়া ফ্লাইটে যাওয়া-
আসা এয়ার টিকেট।
২। ওমরা ভিসা।
৩। মক্কা ও মদিনা হারাম শরীফের নিকটবর্তী উন্নতমানের হোটেলে শেয়ারিং রুম (প্রতিরুমে ৪/৫ জন)। আর এক রুমে ২ জন থাকতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ১৫ হাজার টাকা করে প্রদান করতে হবে।
৫। মদিনা শরীফে রিয়াদুল জান্নাতে প্রবেশের অনুমতি গ্রহণ।
৬। প্যাকেজের আওতাধীন সম্পুর্ন ট্রান্সপোর্ট সমূহ।
৭। মক্কার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন বা জিয়ারাহ।
৮। মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন বা জিয়ারাহ।
১১। নিজস্ব ব্যবস্থাপনায় দেশীয় ৩ বেলা খাবার (সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার )।
১২। এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ।
১৩। অভিজ্ঞ গাইড/মুয়াল্লিম সার্ভিস।

===================================
⏭️ প্যাকেজের যা অন্তর্ভূক্ত নয় :
১। প্যাকেজে উল্লেখ নেই এমন কোন আইটেম
২। অন্য কোন অতিরিক্ত জায়গায় যাতায়াত বা ভ্রমণ।
৩। প্যাকেজের বাইরে অতিরিক্ত খাবার।

⚛️ ২০২৪ ও ২০২৫ সালের হজ্জের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।

🛄 দেশ বিদেশের যে কোন বিমান টিকেট, ম্যানপাওয়ার, সৌদি আরবের যে কোন ধরনের ভিসা প্রসেসিং, ভিজিট ভিসা প্রসেসিং, মেডিকেল, ইন্ডিয়ান ভিসা, প্যাকেজ ট্যুর এবং ওমরাহ মোফা, ভিসা ও ওমরাহ প্যাকেজের জন্য এখনই যোগাযোগ করুন।

🚸 আপনার উমরাহ ও হজ্জ যাত্রা সফল করতে আমরা আপনার পাঁশেই আছি।

💠 আপনার বুকিং নিশ্চিত করতে যোগাযোগ করুন~
☎️ 01888060810
☎️ 01888060820

🈴 শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলা এন্ড ট্রাভেলস আকরাম টাওয়ার (৩য় তলা)
সিরাজুদ্দৌলা রোড, সাব-এরিয়া,
আন্দরকিল্লা, চট্টগ্রাম।

ওমরাহ প্যাকেজ যাত্রা বাংলাদেশ বিমানে সরাসরি ফ্লাইটকম খরচে ও উন্নত সেবায় ===================যাওয়া :: চট্টগ্রাম টু জেদ্দা ...
18/09/2023

ওমরাহ প্যাকেজ যাত্রা বাংলাদেশ বিমানে সরাসরি ফ্লাইট
কম খরচে ও উন্নত সেবায়
===================
যাওয়া :: চট্টগ্রাম টু জেদ্দা
তাং- ১৫/১১/২৩ ইং
____________________
আসা :: মদিনা টু চট্টগ্রাম
তাং- ২৮/১১/২৩ ইং

আপনার বুকিং নিশ্চিত করুন-
01888060810
01888060820

শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলা এন্ড ট্রাভেলস আন্দরকিল্লা, চট্টগ্রাম।

Available
21/11/2021

Available

21/11/2021

মুজিববর্ষ ও বিমানের ৫০ বছরপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ শনিবার সন্ধ্যায় বিমানের প্রধান কার্যালয় বলাকার সবুজ চত্বরে আলোচনা সভা এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ সময় আগামী ৪ জানুয়ারি, ২০২২ বিমানের সুবর্ণজয়ন্তী উদযাপনকে সামনে রেখে ৫০ বছর পূর্তির লোগো উন্মোচনও করা হবে।
মাত্র একটি এয়ারলাইন্স নিয়ে ১৯৭২ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু করা রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটির বহরে বর্তমানে ২১টি এয়ারক্রাফট রয়েছে। দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও ইউরোপেও পাড়ি জমিয়েছে বিমান।

বিমানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।

08/10/2021
04/08/2021

আরব আমিরাত ফ্লাইট পরিচালনার প্রসঙ্গে
আরব আমিরাতের ফ্লাইট চালু হচ্ছে ০৫ ই আগষ্ট ইন্ডিয়া, পাকিস্তান, সহো ০৬ টি দেশের জন্য তবে বাংলাদেশে নেই এই তালিকায়।

আরব আমিরাতের ফ্লাইট চালু হচ্ছে ০৫ আগষ্ট,জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি এবং ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, নাইজেরিয়া এবং উগান্ডা সহ নিষিদ্ধ দেশগুলো থেকে, যাদের বৈধ রেসিডেন্সি ভিসা আছে এবং ২ ডোজ টিকা আছে তাদেরকে ৫ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যাদের ২ ডোস ভ্যক্সিন কমপ্লিট করা আছে তারা আসার ক্ষেত্রে কোন সমস্যা নাই। তবে ২য় ডোস ভ্যাক্সিন এর মিনিমাম ১৪ দিন পরে ফ্লাইট এর জন্য বুকিং দেয়া যাবে।

তবে,বাংলাদেশের সাথে দুবাইয়ের ট্রানজিট ফ্লাইট পরিচালনা করবে। বাংলাদেশ থেকে দুবাই ট্রানজিট হয়ে অন্য দেশে যেতে পারবে।বাংলাদেশের সাথে ডুবাইয়ের সরাসরি ফ্লাইট চালু করে নাই।

বাংলাদেশের ফ্লাইট খোলা নিয়া সাপ আর বেজির খেলা চলতেছে। ফাইনাল নিউজের জন্য অপেক্ষা করুন। আপাততঃ ফ্লাইট বুকিং না দেয়ার জন্য অনুরোধ করছি।

জনস্বার্থে,
রিলাইবেল ইন্টারন্যাশনাল জার্নি

প্রেস রিলিজ। ১৫ এপ্রিল,২০২১।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স্ আগামী ১৭ই এপ্রিল'২১ সকাল ৬ ঘটিকা হতে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, দুবা...
16/04/2021

প্রেস রিলিজ।
১৫ এপ্রিল,২০২১।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স্ আগামী ১৭ই এপ্রিল'২১ সকাল ৬ ঘটিকা হতে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, দুবাই, আবুধাবী, মাস্কাট, দোহা ও সিংগাপুর গন্তব্যে স্পেশাল ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। উল্লেখিত গন্তব‍্যে ১৭ই এপ্রিলের সকাল ৬ ঘটিকার পরের সিডিউল ফ্লাইটে আসন সংরক্ষিত সম্মানিত যাত্রীদের করোনার নেগেটিভ সনদ সহ যাত্রার ৬ (ছয়) ঘন্টা পূর্বে বিমান বন্দরে উপস্থিত হওয়ার জন‍্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
বি:দ্র: রিয়াদগামী ১৭ই এপ্রিল এর স্পেশাল ফ্লাইট বিজি৫০৩৯ ভোর ৪ ঘটিকার পরিবর্তে সকাল ০৬:১৫ ঘটিকায় ছাড়বে।

বিস্তারিত তথ্যের জন‍্য যেকোনো বিমান সেলস্ অফিস অথবা বিমান কল সেন্টার নাম্বার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এ যোগাযোগ করার জন‍্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

প্রকাশের অনুরোধ সহ -
তাহেরা খন্দকার
উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ,
বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান ওয়েবসাইটঃ www.biman-airlines.com

Biman Bangladesh Airlines, is the national flag carrier airline of Bangladesh. The airline provides international passenger and cargo services to Asia and Europe, as well as major domestic routes inside Bangladesh. It has air service agreements with 42 countries and currently flies to 16 different c...

১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লকডাউনে বন্ধ থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।  ফলে  ১৪ থেকে ২০ এপ্রিলবাংলাদেশ থেকে ক...
12/04/2021

১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লকডাউনে বন্ধ থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। ফলে ১৪ থেকে ২০ এপ্রিলবাংলাদেশ থেকে কোন ফ্লাইট বিদেশে যাবে না, একই সঙ্গে আসবেও না।

তবে চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ অনুমতি প্রাপ্ত ফ্লাইট চলাচল এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

জরুরী পোস্টঃআগামী ১৫-ফেব্রুয়ারী রাত ১২ টা থেকে ওমানে আগত সকলের জন্য ৭ দিনের হোটেল বুকিং কনফার্ম থাকতে হবে। ওমানের যেকোনো...
12/02/2021

জরুরী পোস্টঃ

আগামী ১৫-ফেব্রুয়ারী রাত ১২ টা থেকে ওমানে আগত সকলের জন্য ৭ দিনের হোটেল বুকিং কনফার্ম থাকতে হবে। ওমানের যেকোনো হোটেল অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ওমান সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠানে যোগাযোগ করে যাত্রীরা কনফার্ম করে নিতে পারবে অথবা ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করেও যাত্রীরা হোটেল বুকিং সংক্রান্ত সেবা নিতে পারবেন।

দুবাইগামী সম্মানিত যাত্রীদের অবগতির জন্য:১) দুবাইয়ের রেসিডেন্স কার্ডধারী ব‍্যতিত অন‍্য সকল স্টেটের বা প্রদেশের রেসিডেন্স...
08/10/2020

দুবাইগামী সম্মানিত যাত্রীদের অবগতির জন্য:

১) দুবাইয়ের রেসিডেন্স কার্ডধারী ব‍্যতিত অন‍্য সকল স্টেটের বা প্রদেশের রেসিডেন্স কার্ডধারী যাত্রীদের দুবাই যাত্রার পূর্বে ICA এর মাধ‍্যেমে অনুমোদন গ্রহন করতে হবে ।

২) দুবাইয়ের রেসিডেন্স কার্ডধারী যাত্রীদের পূর্বের ন্যায় যথারীতি GDRFA এর মাধ‍্যমে অনুমোদন নিতে হবে।

Biman Call Center Everyday 08:00 AM to 08:30 PMMobile Phone: +88-0753-75 5555
06/10/2020

Biman Call Center
Everyday 08:00 AM to 08:30 PM
Mobile Phone: +88-0753-75 5555

বিমান বাংলাদেশ  এয়ারলাইনস  আগামী  ২ অক্টোবর   থেকে  ঢাকা - মাস্কাট - ঢাকা রুটে প্রতি সোমবার ও শুক্রবার  নিয়মিত     বানিজ...
28/09/2020

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২ অক্টোবর থেকে ঢাকা - মাস্কাট - ঢাকা রুটে প্রতি সোমবার ও শুক্রবার নিয়মিত বানিজ্যিক/সিডিউল ফ্লাইট পরিচালনা করবে।

বিমানের মোবাইল এ্যাপস, ওয়েব সাইট www.biman-airlines.com, ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকেট ক্রয় করা যাবে।

Biman Call Center
Everyday 08:00 AM to 08:30 PM
Mobile Phone: +88-01777715613, +88-01777715614, +88-01777715615, +88-01777715616

রিয়াদ, জেদ্দা, দাম্মাম রুটে নতুন ফ্লাইট। টিকিট সংগ্রহ করা যাবে বিমানের যে কোন কাউন্টার থেকে।  টিকেট ,পাসপোর্ট,   সৌদি আর...
28/09/2020

রিয়াদ, জেদ্দা, দাম্মাম রুটে নতুন ফ্লাইট। টিকিট সংগ্রহ করা যাবে বিমানের যে কোন কাউন্টার থেকে।

টিকেট ,পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত এ্যাপস/ লিংক থেকে অনুমোদন ইত্যাদি সহ যোগাযোগ করুন। বুকিং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হবে। পর্যায় ক্রমে অন্য যাত্রীদেরও বুকিং এর জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভীড় না করতে অনুরোধ করা যাচ্ছে।

জেদ্দাগামী যে সকল সম্মানিত যাত্রীদের নিকট বিমানের   ২১ মার্চ   তারিখের টিকেট রয়েছে সে সকল যাত্রীগণকে আগামী ৩০ সেপ্টেম্বর...
26/09/2020

জেদ্দাগামী যে সকল সম্মানিত যাত্রীদের নিকট বিমানের ২১ মার্চ তারিখের টিকেট রয়েছে সে সকল যাত্রীগণকে আগামী ৩০ সেপ্টেম্বর জেদ্দা যাওয়ার বুকিং এর জন্য আগামীকাল ২৭সেপ্টেম্বর বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। টিকেট ,পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত এ্যাপস/ লিংক থেকে অনুমোদন ইত্যাদি সহ যোগাযোগ করুন। বুকিং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হবে। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায় ক্রমে অন্য যাত্রীদেরও বুকিং এর জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভীড় না করতে অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘন্টার মধ্যে সৌদি আরব পৌছতে হবে বিধায় সকল যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে। বিস্তারিত তথ্য বিমানের ওয়েব সাইটে পাওয়া যাবে।

Biman Call Cente
Open: Everyday 08:00 AM to 08:30 PM
Mobile Phone: +88-01777715613, +88-01777715614, +88-01777715615, +88-01777715616
Email: [email protected]

বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লি: আগামি ১লা অক্টোবর''২০ থেকে প্রতি বৃহস্পতিবার ঢাকা-সিঙ্গাপুর - ঢাকা  সিডিউল ফ্লাইট পরিচালন...
25/09/2020

বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লি: আগামি ১লা অক্টোবর''২০ থেকে প্রতি বৃহস্পতিবার ঢাকা-সিঙ্গাপুর - ঢাকা সিডিউল ফ্লাইট পরিচালনা করবে। বিমানের মোবাইল এ্যাপস, ওয়েব সাhttp://xn--www-eth4j.biman-airlines.com/, ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকেট ক্রয় করা যাবে।

জেদ্দা ও রিয়াদগামী  বাংলাদেশ বিমানের সম্মানিত   যাত্রীদের  জানানো যাচ্ছে যে, বিগত   ১৬ ও ১৭মার্চের জেদ্দা ও রিয়াদের বিমা...
23/09/2020

জেদ্দা ও রিয়াদগামী বাংলাদেশ বিমানের সম্মানিত যাত্রীদের জানানো যাচ্ছে যে, বিগত ১৬ ও ১৭মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকেটধারী যাত্রীগনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা -জেদ্দা ও ২৭ সেপ্টেম্বর ঢাকা -রিয়াদে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে। ১৬ ও ১৭মার্চের ফিরতি টিকেটধারী যাত্রীদের এই ফ্লাইটে বুকিং এর জন্য বিমান সেলস অফিসে টিকেট ,পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত এ্যাপস/ লিংক থেকে অনুমোদন ইত্যাদি সহ আগামীকাল ২৪ সেপ্টেম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে । নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায় ক্রমে অন্য যাত্রীদেরও বুকিং এর জন্য অবহিত করা হবে। অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভীড় না করতে অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘন্টার মধ্যে সৌদি আরব পৌছতে হবে; বিধায় সকল যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।
বিস্তারিত তথ্য বিমানের ওয়েব সাইটে পাওয়া যাবে।
সকলের সহযোগিতা কামনা করছি।

Registration for RUH-DAC Evacuation Flight 24 September 202019 Sep 2020আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ২৪ সেপ্টেম্...
21/09/2020

Registration for RUH-DAC Evacuation Flight 24 September 2020
19 Sep 2020
আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ২৪ সেপ্টেম্বর বিমান রিয়াদ থেকে ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

আগ্রহী যাত্রীদের নিচের লিংকে নাম রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfw39wzJrKe5ZCORxA_pYr-e-v3ukj2a7SyCl6NdbKAs2y0gg/closedform

অবশ্যই পাসপোর্ট ও ইকামার কপি রেজিস্ট্রেশন লিংকে আপলোড করতে হবে। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন করা হলে দুইটি রেজিট্রেশনই বাতিল বলে গণ্য হবে ।



ভাড়া:

ইকোনমি ক্লাস:

এডাল্ট - ২১৫০ সউদী রিয়াল।
চাইল্ড - (১২ বছরের নিচে ) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট - (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স

ফ্রী ব্যাগেজ - ২ পিস সর্বমোট ৪৫ কিলো, হাত ব্যাগ ১ পিস ৭ কিলো

বিশেষ এক্সেস ব্যাগেজ - ০১ পিস্ মাত্র / ২৩ কিলো - ৪০০ সৌদি রিয়াল নেট।

উল্লেখ্য যে এই ফ্লাইটে কোনো বিজনেস ক্লাস সার্ভিস থাকবে না, তবে অতিরিক্ত সৌদি রিয়াল ৩০০ দিয়ে সামনের কেবিনে সিট্ বুক করা যাবে |

শুধুমাত্র বিমান রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রারকৃত যাত্রীগণ অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকেট ক্রয় করতে পারবেন ।

যোগাযোগ - ফোন / মোবাইল:

Sales Supervisor / Ticketing Staff

Mobile: 056 752 7322,056 564 4671,054 924 4183

Land phone: 4623537, 4623376 EXT-103/102/103

সৌদি আরব ও বাংলাদেশের সকল স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে।

সৌদি আরবগামী যাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি আরব কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে সে দেশের বাণিজ্যিক ফ্লাইট পরিচ...
17/09/2020

সৌদি আরবগামী যাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি আরব কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে সে দেশের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করেন নাই। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। সৌদি গমনেচ্ছু সন্মানিত সকল যাত্রীদেরকে যাত্রার তারিখ, সময় ইত্যাদি যথাসময়ে অবহিত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com
বিমান কল সেন্টার: ০১৭৭৭৭১৫৬১৩-১৬

ডেমোক্রেটিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা। দীর্ঘ দিন ধরেই  সেখানে শান্তিরক্ষা ক...
11/09/2020

ডেমোক্রেটিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা। দীর্ঘ দিন ধরেই সেখানে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। শান্তি রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের দেশে ফিরিয়ে নিয়ে আসতে বিশেষ ফ্লাইট।

আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ০৪ সেপ্টেম্বর বিমান রিয়াদ থেকে ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।আগ্রহী যাত্রীদের নি...
31/08/2020

আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ০৪ সেপ্টেম্বর বিমান রিয়াদ থেকে ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

আগ্রহী যাত্রীদের নিচের লিংকে নাম রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।



ভাড়া:বিজনেস ক্লাস:
এডাল্ট - ৩০০০ সউদী রিয়াল।
চাইল্ড- (১২ বছরের নিচে ) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট - (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স

ফ্রী ব্যাগেজ - ২ পিস সর্বমোট ৫৫ কিলো, হাত ব্যাগ ১ পিস ৭ কিলো

ইকোনমি ক্লাস:
এডাল্ট - ২১৫০ সউদী রিয়াল।
চাইল্ড - (১২ বছরের নিচে ) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট - (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স

ফ্রী ব্যাগেজ - ২ পিস সর্বমোট ৪৫ কিলো, হাত ব্যাগ ১ পিস ৭ কিলো



বিশেষ এক্সেস ব্যাগেজ - ০১ পিস্ মাত্র / ২৩ কিলো - ৪০০ সৌদি রিয়াল নেট।



শুধুমাত্র বিমান রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রারকৃত যাত্রীগণ অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকেট ক্রয় করতে পারবেন ।

যোগাযোগ - ফোন / মোবাইল:

Sales Supervisor / Ticketing Staff

Mobile: 056 752 7322,056 564 4671,054 924 4183

Land phone: 4623537, 4623376 EXT-103/102/103



সৌদি আরব ও বাংলাদেশের সকল স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে।
রেজিস্ট্রেশন করুন এই লিংকে গিয়ে।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc5bUFpSnwqvGDwlUBbqzSJMeCgTeOP9lKLeP3cQ0BHMJSARg/closedform

31/08/2020

এখন পর্যন্ত বাংলাদেশ বিমান চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই এবং আবুধাবীতে ফ্লাইট পরিচালনা করছে । এছাড়া অন্য কোন বিমান সংস্থা চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার অনুমতি পায়নি। অযথা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না।

19/08/2020

নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন এয়ারপোর্টে আটকে থাকা বাংলাদেশিরা।

আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে  আগামী  ২৫  আগস্ট  বিমান  জেদ্দা থেকে ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আগ্রহী যাত্রীদের ল...
19/08/2020

আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ২৫ আগস্ট বিমান জেদ্দা থেকে ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আগ্রহী যাত্রীদের লিংকে নাম রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে:

বিমান ভাড়া:

বিজনেস ক্লাস:

এডাল্ট - ৩২০০ সৌদি রিয়াল।
চাইল্ড- (১২ বছরের নিচে ) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট - (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স

ফ্রী ব্যাগেজ -২ পিস, সর্বমোট ৫0 কিলো , হাত ব্যাগ ১ পিস ৭ কিলো

ইকোনমি ক্লাস:

এডাল্ট - ২২০০ সৌদি রিয়াল।
চাইল্ড- (১২ বছরের নিচে ) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট - (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স

ফ্রী ব্যাগেজ -২ পিস সর্বমোট 80 কিলো, হাত ব্যাগ ১ পিস ৭ কিলো ??



বিশেষ এক্সেস ব্যাগেজ - ০১ পিস্ মাত্র / ২৩ কিলো -৪০০ সৌদি রিয়াল নেট

রেজিস্ট্রারকৃত যাত্রীগণ শুধুমাত্র বিমান জেদ্দা অফিস থেকে অরিজিনাল পাসপোর্ট, ইকামা/Exit -Re entry দেখিয়ে ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’ টিকেট ক্রয় করতে পারবেন ।


যোগাযোগ:
Sales Supervisor/Ticketing Staff

+966 12 6653023

+966 12 6652733

+966 12 6652948

+966 12 6652802



* সৌদি আরব ও বাংলাদেশের সকল স্বাস্থ্য বিধি অনুসরণ করে ভ্রমণ করতে হবে

রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXB9K7JqYM5080Fn3dFKEr-dszY36T4dCyIadqdPzvFLr6Aw/closedform

এম্পলয়মেন্ট ভিসা ধারী  সন্মানিত  যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছেন না বিধায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্ত...
19/08/2020

এম্পলয়মেন্ট ভিসা ধারী সন্মানিত যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছেন না বিধায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃক আপাতত এম্পলয়মেন্ট ভিসা ধারী আবুধাবিগামী সন্মানিত যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না। একই কারনে আপাতত আবুধাবি থেকে বাংলাদেশে ফেরত আসতে আগ্রহী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩১ শে আগস্ট পর্যন্ত সপ্তাহে ছয়টির পরিবর্তে দুইটি টি ফ্লাইট পরিচালনা করবে।ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ এম্পলয়মেন্ট ভিসা ধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com

নতুন ৪ আন্তর্জাতিক রুটে ডানা মেলতে যাচ্ছে বাংলাদেশ বিমান০৯-০৮-২০২০, ০৯:২৯শীতকালীন সূচিতে টরেন্টো, টোকিও, গুয়াংজু ও চেন্ন...
09/08/2020

নতুন ৪ আন্তর্জাতিক রুটে ডানা মেলতে যাচ্ছে বাংলাদেশ বিমান

০৯-০৮-২০২০, ০৯:২৯
শীতকালীন সূচিতে টরেন্টো, টোকিও, গুয়াংজু ও চেন্নাইসহ নতুন চারটি আন্তর্জাতিক রুটে ডানা মেলতে চায় বাংলাদেশ বিমান। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের মধ্যেই এসব ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ অঞ্চলের দেশগুলোর ট্রানজিট যাত্রী পরিবহনে নতুনভাবে সাজানো হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট সূচি। বিশ্লেষকদের মতে, যাত্রী খরা থাকায় কোভিড পরবর্তী সময়ে নতুন রুট চালুর সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে।

গেল দু্ বছরে বাংলাদেশ বিমানের বহরে ছয়টি অত্যাধুনিক উড়োজাহাজ যোগ হলেও রুট বেড়েছে মাত্র তিনটি। চলতি বছর একাধিক নতুন রুটে যাত্রার উদ্যোগও পিছিয়ে পড়েছে করোনা মহামারীতে। বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা না তোলায় বিদ্যমান ১৭টি রুটের মধ্যে বর্তমানে মাত্র চারটি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। এর মধ্যেই টোকিও, টরন্টোসহ নতুন চারটি রুটে যাত্রার প্রস্তুতি নিচ্ছে বিমান। টরন্টো ছাড়া বাকি তিনটি রুটে ফ্লাইট চালুর প্রস্তুতিও শেষ হয়েছে।

বিমান বাংলাদেশ এমডি মোকাব্বির হোসেন বলেন, কমার্শিয়াল অপারেশন শুরু হলেই এই ৪টি রুট আমরা শুরু করবো।

বিশ্লেষকের মতে, কোভিড পরিস্থিতিতে সাশ্রয়ী ভাড়া নির্ধারণ ও ট্রানজিট যাত্রীদের জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা না গেলে দুরপাল্লার নতুন রুট চালু করলে লোকসান হতে পারে।

এভিয়েশন খাত বিশ্লেষক ওয়াহিদুল আলম বলেন, অনেক বিদেশি এয়ারলাইন্স এখান থেকে অপারেট করছে। তাই ভাড়া নির্ধারণ ও ট্রানজিট যাত্রীদের জন্য সুবিধা না থাকলে তো আমরা যাত্রী পাব না।

আন্তর্জাতিক রুটে বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় এয়ারলাইন্সগুলোর সঙ্গে বিমানকে চুক্তি করার পরামর্শ দিয়েছেন সাবেক কর্মকর্তা।

বিমান সাবেক পরিচালক নাফিস ইমতিয়ায উদ্দিন বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় এয়ারলাইন্সগুলোর সঙ্গে বিমানকে চুক্তি করতে পারলে তাহলে ভাল সুবিধা পাওয়া যাবে।

কোভিডের কারণে ২০১৮-১৯ অর্থ বছরের চেয়ে ২০১৯-২০ অর্থ বছরে সাত লাখ যাত্রী কম পরিবহন হয়েছে বিমানের। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আয়েটার হিসাবে আকাশপথে ভ্রমণ স্বাভাবিক পর্যায়ে আসতে দু বছর লাগবে।

আগামী  আাগস্ট  থেকে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সপ্তাহে ০১ দিন প্রতি মঙ্গলবার সিডিউল ফ্লাইট পরিচালন...
26/07/2020

আগামী আাগস্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সপ্তাহে ০১ দিন প্রতি মঙ্গলবার সিডিউল ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া এখন হতে ঢাকা-দুবাই- ঢাকা রুটে প্রতি সপ্তাহে ০৩ টির পরিবর্তে ০৫ টি সিডিউল ফ্লাইট পরিচালিত হবে। সম্মানিত যাত্রীগন বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্ট এর মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com
বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬

21/07/2020

সংযুক্ত আরব আমিরাত সরকার নিবন্ধনের মাধ্যমে করোনায় আটকে পড়া বাংলাদেশিদের দ

Address

Akram Tower 2nd Floor, Sirajuddaula Road, Saberia, Anderkilla, Chattogram. Bangladesh
Chittagong
4000

Telephone

+8801840110919

Website

Alerts

Be the first to know and let us send you an email when BIMAN Bangladesh Airlines Ticketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BIMAN Bangladesh Airlines Ticketing:

Videos

Share

Category



You may also like