এফ,এস ফাস্ট ফুড এন্ড নিউ হাজী বিরানী হাউস

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • এফ,এস ফাস্ট ফুড এন্ড নিউ হাজী বিরানী হাউস

এফ,এস ফাস্ট ফুড এন্ড নিউ হাজী বিরানী হাউস কোমার্সিয়াল জোন এ আপনাদের সাগতম

সুনামধন্য প্রতিষ্ঠান  ইলেকট্রিক পন্য বাজারজাত করণের জন্য কিছু সংখ্যক বিক্রয় প্রতিনিধি (এস আর) নিয়োগ করা হবে।অভিজ্ঞদের অগ...
20/06/2023

সুনামধন্য প্রতিষ্ঠান ইলেকট্রিক পন্য বাজারজাত করণের জন্য কিছু সংখ্যক বিক্রয় প্রতিনিধি (এস আর) নিয়োগ করা হবে।
অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ঃএইচ, এস,সি (অভিজ্ঞদের জন্য শিথিল যোগ্য ) রানিং স্টুডেন্টদের জন্য উন্মুক্ত।
বেতন ঃ আলোচনা সাপেক্ষে
কাজের ধরন ঃ part time/ full time
কাজের স্থান ঃচট্রগ্রামের বন্দর, ইপিজেড, পতেঙ্গা থানা

আগ্রহী প্রার্থীরা আগামী ৩০/০৬/২০২১ইং তারিখেরর মধ্যে সকাল ১০ টা হতে দুপুর ২ টার মধ্যে জীবনবৃত্তান্ত (সি.ভি)মোবাইল নাম্বার সহ প্রয়োজনীয় কাগজপত্র যোগাযোগ করুন

28/04/2023

বাস্তবতা 😔🙏

কারো বাসায় গেলে পাঁচ পদ নিয়ে যাওয়া এবং কেউ বাসায় এলে দশ পদ রান্না করার কালচার থেকে বের হতে না পারলে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা কঠিন।

মধ্যবিত্ত পরিবারে (পড়ুন নিম্নমধ্যবিত্ত পরিবারে) এক কেজি আঙ্গুরের চেয়ে এক ডজন ডিমের প্রয়োজনীয়তা বেশি। জাপানীরা কারো সাথে দেখা করতে গেলে এক কেজি চাল নিয়ে যায় উপহার হিসেবে। ওদের প্রধান খাদ্য ভাত, আমাদেরও ভাত। তাহলে আমরা চাল নিয়ে গেলে সমস্যা কোথায়?

যিনি বা যারা বেড়াতে যাচ্ছেন তারা যদি ঐ বেলার বাজারটাই করে নিয়ে যান সবচেয়ে ভালো হয়। সেগুলোই রান্না হবে। মেহবান এবং মেজবান কারোই সমস্যা হবে না, কষ্ট হবে না। বাসায় দুটো বাচ্চা থাকলে সাথে পাঁচ টাকা দামের দুটো চকলেট নিয়ে যান, কোনো সমস্যা নেই।

যারা দশ পদ রান্না করেন এবং যারা দশ পদের রান্না না দেখলে মনে করেন সমাদর করা হয়নি—সবারই মনে রাখা উচিত তৃপ্তি ভরে খাওয়া যায় দুই পদ। আরেকটা পদ যোগ হতে পারে আগে বা পরে সাপ্লিমেন্টারি হিসেবে।

এই কালচার প্রোমোট করার ক্ষেত্রে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। যারা একটা কালচারে তাদের জীবন শেষ করে দিয়েছেন প্রায়, তাদের পক্ষে অন্য কিছু ভাবা সম্ভব নয়।

collected

Address

Chittagong

Telephone

+8801676895219

Website

Alerts

Be the first to know and let us send you an email when এফ,এস ফাস্ট ফুড এন্ড নিউ হাজী বিরানী হাউস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category