Enayet perss bd

Enayet perss bd personal Vlogs

27/04/2024

অতিরিক্ত গরমে আমাদের যেমন কষ্ট হচ্ছে। তেমন কিছু উপকার ও হয়েছে। যেমন অতি মশা এবং কিছু খারাপ বেকটুরিয়া ধংশ হচ্ছে।কারণ অতি মশা দমন করার এটাও আল্লাহর একটি উত্তম মাধ্যম। তা-ই আসেন সবাই বলি। আলহামদুলিল্লাহ

নিজের বিয়েতে ছবি তুলতে পারিনি তা-ই প্রতিশোধ নিয়েছে আমার সাথে ছিলো কলকাতার সিঙ্গার  অণুপম রায়ের মিউজিসিয়ান।
19/01/2024

নিজের বিয়েতে ছবি তুলতে পারিনি তা-ই প্রতিশোধ নিয়েছে আমার সাথে ছিলো কলকাতার সিঙ্গার অণুপম রায়ের মিউজিসিয়ান।

শুভ জন্মদিন বাবা ফি আমানিল্লাহ্
16/01/2024

শুভ জন্মদিন বাবা ফি আমানিল্লাহ্

জুম্মা মোবারক
29/09/2023

জুম্মা মোবারক

বিলের দেশি জিয়লমাছ
24/08/2023

বিলের দেশি জিয়লমাছ

পাতা গুলি চেনা চেনা লাগে কিন্তু নাম জানি না।
23/08/2023

পাতা গুলি চেনা চেনা লাগে কিন্তু নাম জানি না।

গাজীপুরের কাঁঠাল
07/07/2023

গাজীপুরের কাঁঠাল

04/07/2023

এমিকে ভালো লাগার শুরু কোপা আমেরিকা থেকেই, যেখানে সে টাইব্রেকারে দুটি গোল আটকে দিয়ে দলকে জয় এনে দিল। কত বছর পর বড় কোনও শিরোপা জিতল আর্জেন্টিনা! লিওনেল মেসিও পেল দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ। স্বাভাবিকভাবেই পাখির চোখে তাকিয়ে ছিলাম বিশ্বকাপের দিকে। কিন্তু সৌদি আরবের সাথে হেরে মনে হয়েছিল, আরেকটি বিশ্বকাপও হয়তো শেষ হবে হতাশায়। কিন্তু অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়ানো এবং পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেক দিনের লালিত স্বপ্ন পূরণের মতো।
সেই জয়ের অন্যতম নায়ক এমির সঙ্গে দেখা হল আমাদের এই ঢাকায়। খুব অল্প সময়ের জন্য দেখা, কিন্তু দারুণ এক অনুভূতি। বিশ্বকাপ জয়ী দলের গোলকিপার চোখের সামনে! সে তো জানে না, আমার এবং আমার মতো আরও কত কোটি মানুষের কত বছরের অপেক্ষা শেষ হল, যেদিন তার ঐ হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করল!
আজকে সে ইন্টার্ভিউয়ের মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে দেখাল, পায়ের ঠিক সেই জায়গায় একটি ট্যাটু করিয়েছে, বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশির ১৮ সেকেন্ড আগে কোলো মুয়ানির শটটি আটকিয়ে দিয়েছিল যে জায়গা দিয়ে। এক সেকেন্ডের জন্য মনে হল, আসলে বিশ্বকাপটা তো ওখানেই জিতে নিয়েছে।
আজকে আসলে বেশি ভালো লাগছে আমার সন্তানদের জন্য। যখন বললাম, ‘এমি আসছে, তোমাদের কি দেখা করার ইচ্ছা আছে?’ ওরা লাফাচ্ছিল। সবশেষ দুটি দিন ওরা ঠিকমতো ঘুমাতে পারছিল না এমিকে দেখবে বলে। আজকে এমির সঙ্গে দেখা হওয়ার পর বললাম, ‘বাচ্চারা তোমার অটোগ্রাফ নিতে চায়।’ সে এত আন্তরিকতা দেখাল, এক কথায় অসাধারণ। এমনকি সে ছবিও তুলে দিল ওদের সঙ্গে। এখন তারা মহা খুশি, আর ওদের খুশিতে আমিও এখন মহা খুশি।
এমি, আপনাকে স্বাগত এই বাংলার মাটিতে। এখানে আপনাদের অগুনতি ভক্ত আছে, যুগ যুগ ধরে। আশা করি, আপনারও ভালো লাগছে এই মাটিতে পা রেখে।
পাশাপাশি এটাও ভাবি, সত্যি বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করবে আর আমরা আমাদের পতাকা নিয়ে মিছিল করব, ইনশাল্লাহ। অনেকের কাছে এখন এটা অবাস্তব মনে হতে পারে। তবে আমি বিশ্বাস করি, কাজটা কঠিন, খুব কঠিন হলেও অসম্ভব নয়। স্বপ্ন পূরণের সেই দিনটির অপেক্ষায় আছি, ইনশা আল্লাহ।

04/07/2023
তোমার লক্ষ্য যদি ঠিক থাকে তুমি সফল হবে ইনশাল্লাহ।
29/04/2023

তোমার লক্ষ্য যদি ঠিক থাকে তুমি সফল হবে ইনশাল্লাহ।

ঊষার দুয়ারে হানিয়ে আঘাত আমরা আনিব রাঙ্গা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিন্দা চল🚹🚹🚹🚹🚹🚹
04/02/2023

ঊষার দুয়ারে হানিয়ে আঘাত আমরা আনিব রাঙ্গা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিন্দা চল🚹🚹🚹🚹🚹🚹

03/02/2023

আসিতেছে গরম কাল এখন থেকে পাংখা লন 🤪🤪🤪🤪🤪

20/01/2023

বিড়ালের পাগলামীর কোনো ধরণ নাই😄😄😄😄😄😄😄😄😄

অন্তরের অন্তরস্থল থেকে তোমাদেরকে আরো একবার অভিনন্দন সেরা ২ কিংবদন্তি।
19/12/2022

অন্তরের অন্তরস্থল থেকে তোমাদেরকে আরো একবার অভিনন্দন সেরা ২ কিংবদন্তি।

17/12/2022

বিড়াল আর ইঁদুরের কঠিন লড়াই।

লাল সবুজের দেশ আমার বাংলাদেশ।
20/09/2022

লাল সবুজের দেশ আমার বাংলাদেশ।

এই ফুলের নাম কি?
31/08/2022

এই ফুলের নাম কি?

হিজাব মুসলিম নারীর বড়ো ঈমান।
30/08/2022

হিজাব মুসলিম নারীর বড়ো ঈমান।

সকল দেশের সেরা সে যে মোদের জন্মভূমি।
30/08/2022

সকল দেশের সেরা সে যে মোদের জন্মভূমি।

30/08/2022

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Enayet perss bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share