Shayaner Pakshala - শায়ানের পাকশালা

Shayaner Pakshala - শায়ানের পাকশালা Its a platform from where people can get their food with a homely flavor . Think of Food , Think of Us..
(12)

28/10/2024

পাকশালার আজকের মেন্যু:
সাদা ভাত, খুদের ভাত, ব্রয়লার মুরগীর কারি, লাউ চিংড়ি, আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, লইট্টা শুটকি ভর্তা, টাকি মাছ ভর্তা, চিংড়ি ভর্তা, গরুর মাংস ভর্তা এবং ডাবের পুডিং।

আর মাত্র কয়েক ঘন্টা.....
17/10/2024

আর মাত্র কয়েক ঘন্টা.....

10/10/2024
08/10/2024
শুভ সকাল🙂... শায়ানের পাকশালা আবারও আসছে অর্কাস্টা ইভেন্টস আয়োজিত "Autumn Glow Festival" এ।  আগামী ১০ই অক্টোবর থেকে ১২ই অ...
04/10/2024

শুভ সকাল🙂... শায়ানের পাকশালা আবারও আসছে অর্কাস্টা ইভেন্টস আয়োজিত "Autumn Glow Festival" এ। আগামী ১০ই অক্টোবর থেকে ১২ই অক্টোবর, ২০২৪ পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকার রুপায়ন সেন্টারের দোতলায় থাকছি আমরা আমাদের নতুন সব খাবারের আয়োজন নিয়ে। আপনারা সবাই আমন্ত্রিত❤️❤️...

19/09/2024

শায়ানের পাকশালা আছে এখন ফুডপান্ডার সাথে। আপনারা যারা বসুন্ধরা আবাসিক এড়িয়াতে আছেন, তারা চট জলদি পান্ডা লিস্ট দেখে আপনাদের পছন্দসই খাবার অর্ডার করতে পারেন। হোম ডেলিভারি সম্পুর্ণ ফ্রি বসুন্ধরা আবাসিক এড়িয়াতে। আজকের মেন্যু পেয়ে যাবেন ফুডপান্ডার মেন্যু লিস্টে।

বিকেলের নাস্তায় যদি থাকে ঘরে তৈরি নিজের পছন্দের কেক গুলো, মন্দ হয় কি? শায়ানের পাকশালা আবারও আপনাদের জন্য নিয়ে এলো মজাদার...
14/07/2024

বিকেলের নাস্তায় যদি থাকে ঘরে তৈরি নিজের পছন্দের কেক গুলো, মন্দ হয় কি? শায়ানের পাকশালা আবারও আপনাদের জন্য নিয়ে এলো মজাদার সব পাউন্ড কেক। আগামীকালের জন্য অর্ডার নিচ্ছি:

১. চকলেট কেক : ২৫০ টাকা পাউন্ড।
২. ফ্রুটস কেক : ৩০০ টাকা পাউন্ড।
৩. প্লেইন কেক: ২০০ টাকা পাউন্ড।
৪. চকলেট চিপস কেক: ২৫০ টাকা পাউন্ড।

বি:দ্র: প্রয়োজনে যোগাযোগ করুন শায়ানের পাকশালার ইনবক্সে এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন।

ধন্যবাদ,
শায়ানের পাকশালা

শায়ানের পাকশালা আবারও আসছি উত্তরাতে আগামী ২১শে জুলাই,২০২৪ এ হোয়াইট হল কমিউনিটি হলে এবং থাকছি ২৪শে জুলাই,২০২৪ পর্যন্ত। উত...
10/07/2024

শায়ানের পাকশালা আবারও আসছি উত্তরাতে আগামী ২১শে জুলাই,২০২৪ এ হোয়াইট হল কমিউনিটি হলে এবং থাকছি ২৪শে জুলাই,২০২৪ পর্যন্ত। উত্তরাবাসীর সাথে থাকবো সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আশা করবো আপনারা বরাবরের মতো পাকশালার মজাদার সব আয়োজনে স্বাদ নিতে অবশ্যই চলে আসবেন। প্রতীক্ষায় থাকবো আমি আমার পাকশালাকে নিয়ে আপনাদের জন্য।

কৃতজ্ঞতায়,
সুবর্ণা- স্বত্তাধিকারী, শায়ানের পাকশালা

With ত্রিনয়নী Trinoyani – I just got recognized as one of their top fans! 🎉
30/06/2024

With ত্রিনয়নী Trinoyani – I just got recognized as one of their top fans! 🎉

চলে এলাম পাকশালার আরেকটা নতুন অভিজ্ঞতাকে সাথে নিয়ে। এই প্রথম কোনো ইউনিভার্সিটির মেলা বা উৎসব আয়োজনে আমরা অংশগ্রহণ করলাম।...
27/06/2024

চলে এলাম পাকশালার আরেকটা নতুন অভিজ্ঞতাকে সাথে নিয়ে। এই প্রথম কোনো ইউনিভার্সিটির মেলা বা উৎসব আয়োজনে আমরা অংশগ্রহণ করলাম। দুদিনের ছিলো ইভেন্ট টা। বলা যায় জমকালো ইভেন্ট। বাইরের সাধারন জনগনের ভিতরে ঢোকার সুযোগ ছিলোনা। সেটা না থাকলে অগণিত ছাত্র-ছাত্রীদের ভীড়ে ছিলাম আমরা। একটা ভিন্ন পরিবেশ, ভিন্ন মাত্রার আমেজ। দু'দিন ছিলাম মেরুল বাড্ডা এলাকার ব্রাক ইউনিভার্সিটিতে। মাঝে মাঝে কলেজ জীবনের দিন গুলো মনে পরে যাচ্ছিলো। সময় কত দ্রুত হারিয়ে যায় জীবন থেকে🙂 এই দু'দিন বেশ অনুভব করেছি।

পাকশালা খুব অল্প সময়ে নিজেদের কে অনেক ধরনের অবস্থার সাথে খাপ খাইয়ে নিয়েছে। ভালো লাগে নতুন জায়গা আর নতুন অভিজ্ঞতা গুলোকে নিজের করে নিতে।

শায়ানের পাকশালা নিজেদের প্রসারের জন্য এবার চলে গেছে বনশ্রীতে। BH Business Club এর সহযোগিতায় বনশ্রীবাসীদের কিছুটা কাছে ছি...
27/06/2024

শায়ানের পাকশালা নিজেদের প্রসারের জন্য এবার চলে গেছে বনশ্রীতে। BH Business Club এর সহযোগিতায় বনশ্রীবাসীদের কিছুটা কাছে ছিলাম তিনদিন। অনেক নতুন মুখের সাথে দেখা হলো। মন্দ লাগেনি এ কটা দিন। নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন জায়গা সব মিলিয়ে দিন গুলো বেশ ভালোই ছিলো। এরই মাঝে নিউজ টুয়েন্টি ফোর এলো একটা ছোট্ট কাভারেজ করতে, পাকশালার কার্যক্রম নিয়ে তারা জানতেও চাইলেন, শ্যুটও করলেন। সব মিলিয়েই আলহামদুলিল্লাহ একটা অন্য রকম অভিজ্ঞতা নিয়ে ফিরলাম।

খুব অসুস্থ ছিলাম সেদিন। একই সাথে দু'টো ইভেন্ট। ত্রিনয়নির ঈদ মেলা, ধানমন্ডির মাইডাস সেন্টারে আর নারী উদ্যোক্তা ফোরামের জু...
27/06/2024

খুব অসুস্থ ছিলাম সেদিন। একই সাথে দু'টো ইভেন্ট। ত্রিনয়নির ঈদ মেলা, ধানমন্ডির মাইডাস সেন্টারে আর নারী উদ্যোক্তা ফোরামের জুসি ফেস্ট ২০২৪ মিরপুর সেতারা কনভেনশন হলে। দি জায়গাতেই কমিটমেন্ট। কিভাবে কি করবো বুঝে উঠতে পারছিলাম না। ভোর তখন ৫:২৫ মিনিট। ফজরের নামাজ শেষে গেলাম রান্না ঘরে। মিনিট পাচেক থাকা মাত্রই মনে হলো আমার পক্ষে এই মুহুর্তে কোনো কাজ করা সম্ভব না। আবার বিছানায় গিয়ে বালিশে মাথা চেপে ঘুমিয়ে পরি। প্রচন্ড মাথা ব্যাথা নিয়ে আরও কিছুক্ষন ঘুমুতে হলো। ঘুমিয়ে আবার উঠলাম বেলা ৮:২০ মিনিটে। কিন্তু শরীরের তেমন কোনো পরিবর্তন হলো না। তারপরও বাধ্য হলাম কোনো মতে কিছু বানিয়ে মেলা আর ফেস্টে অংশগ্রহণ করার। সুবর্ণার কিংবা পাকশালার যে কোনো পরিস্থিতিতেই NUF এর কোনো ইভেন্ট মিস করার ইচ্ছে কিংবা অজুহাত কোনোদিনই ছিলো না। নিজের পরিবারের বাইরে একটা জায়গা যেখানে নিশ্চিন্তে নি:শ্বাস নেয়া যায়, সেটাই আমার কাছে নারী উদ্যোক্তা ফোরাম - Women Entrepreneurs Forum.....

অনেকদিন পাকশালার কার্যক্রম এর কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসার সুযোগ হয় না আমার। বলতে পারেন একটা লেখা লিখতে হলে সেটার ...
27/06/2024

অনেকদিন পাকশালার কার্যক্রম এর কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসার সুযোগ হয় না আমার। বলতে পারেন একটা লেখা লিখতে হলে সেটার জন্য পর্যাপ্ত মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়, আর সেই প্রস্তুতিটা নিতে একটু বেশি সময় নিয়ে ফেলমাম এবার আমি😔। খুবই দু:খিত।

শায়ানের পাকশালা বিগত কয়েক মাস যাবত বিভিন্ন এড়িয়াতে তাদের কার্যক্রমকে প্রচারের জন্য কাজ করে যাচ্ছে। আর সেটা করছে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে। লাস্ট কয়েক মাসে পাকশালা LORDS - An English Medium School এর গুলশান এবং উত্তরা ব্রাঞ্চের আয়োজিত দু'টো মেলাতেই অংশগ্রহণ করেছে। আর আনন্দের সাথে বলতে পারছি যে উত্তরা ব্রাঞ্চ পাকশালার খাবার নিয়ে এতোটাই সন্তুষ্টি জানিয়েছেন যে আগামীতে তাদের সাথে খানিকটা বড় পরিসরে কাজের একটা সুযোগও হতে চলেছে। যেটা পাকশালার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার কাছে, এবং একই সাথে স্কুলের অথোরিটির কাছে, যারা পাকশালাকে এতো বড়ো সুযোগ করে দিয়েছেন।

সবাই শায়ানের পাকশালার জন্য দোয়া করবেন। সততার সাথে যেনো আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি।

ধন্যবাদ,
সুবর্ণা, সত্তাধিকারী শায়ানের পাকশালা

পাকশালার নতুন সংযোগ কাউ ফলের জুস😁😁😁.... যারা এই ফল দেখেন নি কিংবা যারা চিনেও কখনো খান নি, তাদের জন্য বলছি, একবার পাকশালা...
27/06/2024

পাকশালার নতুন সংযোগ কাউ ফলের জুস😁😁😁.... যারা এই ফল দেখেন নি কিংবা যারা চিনেও কখনো খান নি, তাদের জন্য বলছি, একবার পাকশালার এই জুস মুখে দিয়ে দেখবেন, ফলের স্বাদ নিতে বারবার ফিরে চাইবেন😋😋😋

22/06/2024

এতোদিন শুধু মেলা কিংবা ইভেন্টেই আমাদের জুস নিয়ে আমরা হাজির হতাম। আজ ভাবলাম ফ্রেশ জুস শুধু কোনো অকেশনে কেনো, এর বাইরেও তো আপনাদের খেতে ইচ্ছে হয়। তাই এবার পাকশালার এই উদ্যোগ😁😁😁

22/06/2024

😍😍কেমন হয়!! যদি এবার পাকশালা আপনাদের সামনে দেশী ফলের মজাদার সব জুস নিয়ে হাজির হয়😜😜😜???

Address

Dhaka
1229

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801716379814

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shayaner Pakshala - শায়ানের পাকশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shayaner Pakshala - শায়ানের পাকশালা:

Videos

Share

Here We Are

I was always love to cook. Cooking is like a passion for me from the beginning. In 2018, suddenly i was thinking that, if i can convert this passion to a source of earning which can be helpful for me. Its also can be a way to introduce with a large platform, where i can explore my creativity . I hope this initiative will take me at a perfect place and will give me a genuine platform.


Other Dhaka event planning services

Show All