04/06/2024
ঈদের খুশিতে বিয়ে হোক জমজমাট!
যাদের বিয়ের ডেট অলরেডি ফিক্সড তারা আর দেরি না করে আপনার আয়োজনটা আলাদা করতে একটু সময় নিয়ে এবং আপনার বাজেটের মধ্যে ফিক্সড করে ফেলুন। আপনার বাজেট বা ভেন্যু যেমনই থাকুক না কেন আমরা আপনার জন্য বাজেট এবং ভেন্যু অনুযায়ী বেস্ট প্ল্যান করে দিব। কারণ ক্লায়েন্টদের বাজেট অনুযায়ী আমাদের কাছে সব ধরনের বাজেটের সার্ভিস আছে। সাথে থাকছে প্যাকেজ কাস্টমাইজ করে নিবার পূর্ণ স্বাধীনতা।
প্রোগ্রাম ইন্ডোর (ঘরোয়া পরিবেশ) কিংবা আউটডোর (কমিউনিটি সেন্টারে/খোলা ময়দানে) হোক না কেনো। বিয়ের প্রোগ্রামকে রঙের ছোঁয়ায় প্রাণবন্ত করতে আপনার পছন্দমতো স্টেজ ডেকোরেশনের সকল সুবিধা পাচ্ছেন আমাদের কাছে। আপনাদের বাজেটের মধ্যে নিজেদের পছন্দমত ডিজাইন নিয়ে সাশ্রয়ী মূল্যে সবচেয়ে ভালো প্যাকেজের অর্ডার চূড়ান্ত করতে যোগাযোগ করুন -স্বপ্নের ছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট 01400353955+ 01830-373055
✅বিয়ের প্যাকেজে রয়েছে -
১. রিসিপশন স্টেজ + সোফা + লাইটিং।
২. ওয়েলকাম গেট + লাইটিং।
৩. ফটোবুথ + লাইটিং।
৪. ওয়েলকাম ব্যানার।
৫. এন্ট্রি গেট + লাইটিং।
৬. স্টেজ কার্পেট (লাল/সবুজ)
✅হলুদের প্যাকেজে রয়েছে -
১. গায়ে হলুদের স্টেজ + লাইটিং + সোফা + টি-টেবল
২. এন্ট্রি গেট + লাইটিং।
৩. ওয়েলকাম ব্যানার
৪. স্টেজ কার্পেট (লাল/সবুজ)
বিঃ দ্রঃ - প্যাকেজ কাস্টমাইজের সাথে সাথে ফুলের ধরন, রং, কাপরের ধরন, রং ও সোফার ডিজাইন পরিবর্তনের সুযোগ রয়েছে।
আপনার ইভেন্ট প্লানিং এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
হট লাইনঃ 01400353955+01830373055