স্বাদের কিচেন

স্বাদের কিচেন গ্রাহক সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্
(5)

19/04/2023

চিকেন পাকোড়া। ❤️

26/12/2022

সুন্দরতম কোন এক সন্ধ্যায়,যদি মনে পড়ে যায় প্রিয় আমায়,
তবে হাত বাড়িয়ে দূর থেকে ডেকো আমায়।🥰

22/12/2022

দর্শন আর ভোজন যখন লোভনীয় হয়,
স্বাদ তখন অনায়াসেই দিগুন হয়ে যায়।❤️

গরুর নীহারি।

14/12/2022

ব্যস্ত এ শহরে আমার ভালো লাগে রাতের ছুটে চলা,
যান্ত্রিক এ জীবনে হাজারো জনমনের ভাবনা গুলো ছুঁয়ে দেখা,,

ভালো লাগে শীতের কুয়াশায় ভোরের সকাল দেখা,
ভালো লাগে দিগন্ত লালিমায় সূর্যের অস্ত যাওয়া দেখা,

ভালো লাগে রাতের আকাশের এক ফালি চাঁদ,,
ভালো লাগে নিঝুম রাতে ঝি ঝি পোকার ডাক,, 🥰

28/08/2022

জীবন যখন ঢাকার ইলিশের মতন স্বাদ গন্ধ বিহীন,,
তখন এটুকুতেই সুখ অন্তহীন।😛😂

ইলিশ পোলাও।❤️

বাবা মানেই শীতল এক ছায়া,, যে ছায়ায় আজীবন থেকে যাওয়া যায়।❤️❤️
19/06/2022

বাবা মানেই শীতল এক ছায়া,,
যে ছায়ায় আজীবন থেকে যাওয়া যায়।❤️❤️

নোয়াখালী জেলায় বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। এর মধ্যে নারকেল নাড়ু, ম্যাড়া পিঠা ও খোলাজা ইত্যাদি অন্যতম।আরো বিভিন্ন ধ...
12/06/2022

নোয়াখালী জেলায় বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। এর মধ্যে নারকেল নাড়ু, ম্যাড়া পিঠা ও খোলাজা ইত্যাদি অন্যতম।আরো বিভিন্ন ধরনের পিঠার জন্য নোয়াখালী বিখ্যাত। তাই, এইটাও নোয়াখালী বিখ্যাত একটা ঐতিহ্যবাহী নাড়ু হিসেবে গণ্য করতে পারি।

ছোট বেলায় নোয়াখালী দাদীর বাড়ি বেড়াতে গেলে, চাচীর কাছে বা নানীর কাছে সবচেয়ে বড় আবদার থাকতো এই মজাদার ঝালের নাড়ুর।

আজ আধুনিকতার ছোয়ায় সব কঠিন কাজ গুলো সহজ হয়ে গেছে প্রাত্যহিক জীবনে।
কিন্তু স্বাদের দিক থেকে তা যেনো আজও নানী দাদীর হাতের স্বাদেরই প্রকাশ ঘটায়।

এই নাড়ুতে আছে ২০টির ও বেশি প্রাকৃতিক উপাদান।যা কিনা সব গুলোই স্বাস্থ্য সম্মত।

এতে নেই কোন সুগার। যার কারনে ডায়াবেটিস রোগীরা মন চাইলেই খেতে পারেন যখন তখন।

এই নাড়ুর স্বাদ নেবার আমন্ত্রণ রইলো সকল শুভাকাঙ্ক্ষীদের।❤️🥰

05/06/2022

ক্যাপশন যখন মাথায় আসে না!!🤔

আজ জাতীয় চা দিবস।দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে।এবারের চা দিবসের প্রতিপাদ্য  ❝ চা দিবসের সংকল্প সমৃদ্ধ চা শি...
04/06/2022

আজ জাতীয় চা দিবস।

দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে।এবারের চা দিবসের প্রতিপাদ্য ❝ চা দিবসের সংকল্প সমৃদ্ধ চা শিল্প ❞

স্বাদের কিচেনের পক্ষ থেকে সবাইকে চা দিবসে এক কাপ গরম গরম চায়ের নিমন্ত্রণ।

ধন্যবাদ  Raka ম্যাম কে,স্বাদের কিচেনের পাশে থাকবার জন্য।❤️
02/06/2022

ধন্যবাদ Raka ম্যাম কে,স্বাদের কিচেনের পাশে থাকবার জন্য।❤️

28/05/2022

লাইন লেগে যাবে কিন্ত।😁😛

Tnx  Rokhsana khatun আপুকে।আপুর সাথে দেখা হলে খুব ভালো হতো।যদিও দেখা হয়নি।❤️মাথার উপর গুড়ি গুড়ি বৃষ্টি নিয়েই নিজ হাতে ডে...
25/05/2022

Tnx Rokhsana khatun আপুকে।
আপুর সাথে দেখা হলে খুব ভালো হতো।যদিও দেখা হয়নি।❤️
মাথার উপর গুড়ি গুড়ি বৃষ্টি নিয়েই নিজ হাতে ডেলিভারি সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ।

ফ্যাক্ট ইজ:ফুড ডেলিভারি ম্যানের বড়ই অভাব।

Special thanks to @ Chayanika  Raka mam.❤️ Cooking is basically a hobby now. People's time and position change direction...
22/05/2022

Special thanks to @ Chayanika Raka mam.❤️

Cooking is basically a hobby now. People's time and position change direction from time to time. I am involved in that trend today.

31/12/2021

বছর ঘুরে বছর আসে,শেষ হয়ে যায় ৩৬৫ দিন।
সময় ঘড়ির সাথে সাথে পরিবর্তন হয় নতুন ঋতু, দিন বদলের পালাক্রমে পালটে যাও মানুষও

অতীতকে পিছনে ফেলেই স্মৃতির এক রাশ ভালো লাগা নিয়েই ছুটে যেতে হয় সামনের পানে।🎉🎉

পার্সেলটা চলে গেলো তার নিজ গন্তব্যে।🥰
07/12/2021

পার্সেলটা চলে গেলো তার নিজ গন্তব্যে।🥰

Thnx for your order  Rima 🥰
28/09/2021

Thnx for your order Rima 🥰

09/09/2021

https://www.facebook.com/Freinds.R.A/videos/528565374867663/

নাটকের এই অংশটা যতটা মায়াবী আর অনেক বেশি সুন্দর, ঠিক শেষের অংশটুকু তার চেয়ে অনেক বেশি কঠিন ও ভয়ংকর।😍

এক কাপ চায়ে নিজেকে চাই। 😁
05/09/2021

এক কাপ চায়ে নিজেকে চাই। 😁

অনেক দিন পর নিজের শখের জায়গায় একটু হাত বুলানো। 💜💜ধন্যবাদ  Haque আপি।
27/08/2021

অনেক দিন পর নিজের শখের জায়গায় একটু হাত বুলানো। 💜💜

ধন্যবাদ Haque আপি।

শামুক পিঠা বা ঝিনুক পিঠা।🥰
24/08/2021

শামুক পিঠা বা ঝিনুক পিঠা।🥰

তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম।
20/07/2021

তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম।

টপ ফ্যানদের জন্য স্বাদের কিচেনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে অতি সামান্য ভালবাসা।শারীরিক ও মানসিক ভাবে অসুস্থতা যেনো কাটতেই চাচ...
18/07/2021

টপ ফ্যানদের জন্য স্বাদের কিচেনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে অতি সামান্য ভালবাসা।

শারীরিক ও মানসিক ভাবে অসুস্থতা যেনো কাটতেই চাচ্ছে না।তাই পেইজের একটিভিটি ও কমেছে গত কয়েক দিনে।

টপ ফ্যান ও শুভাকাঙ্ক্ষী হিসেবে যারা যারা সামান্য উপহার ও ভালবাসা গুলো পাচ্ছেন তারা হচ্ছেন:

1) Karima S.Khandaker
2) Munira Yeasmin
3) Koyel Farjana
4) Rasheda Renu
5) Tabia Ashrafi Morium
6) মরিয়ম রিদা

এবং স্পেশাল থ্যাংক্স ও ভালবাসা Nahar Rima আপুর জন্য।🥰🥰

বর্তমানে শরীরটা ভালো হবার জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো 🥰

01/07/2021

আমার বাবা গত ৬/৭ দিন ধরে গুরুতর অসুস্থ। বাবাকে দেখতেও যেতে পারিনি😭

তারই মাঝে গতকাল রাত থেকে শুরু হয়েছে আমার জ্বর, মাথা ব্যাথা,সমস্ত শরীর ব্যাথা।
চলছে সারা দেশে কঠোর লক ডাউন।
সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো।

চারিপাশের অবস্থা খুবই ভয়াবহ। সবাই ঘরে থাকার চেষ্টা করুন।😭😭

ধন্যবাদ  Rima আপুকে আমার হোম মেড শাহী মশলার ক্রেতা হবার জন্য।🥰আপু বরাবরই আমার খুব স্পেশাল একজন শুভাকাঙ্ক্ষী। যে কোন সমস্...
30/06/2021

ধন্যবাদ Rima আপুকে আমার হোম মেড শাহী মশলার ক্রেতা হবার জন্য।🥰

আপু বরাবরই আমার খুব স্পেশাল একজন শুভাকাঙ্ক্ষী। যে কোন সমস্যা হলে আপুকে জানালে আপু শান্তনার পাশাপাশি সমস্যা সমাধানের উত্তম পরামর্শ দিয়ে থাকেন।

নিজের পক্ষে যতটুকু করা সম্ভব সে চেষ্টায় কখনো ত্রুটি করেন না।এই জন্য আপুর প্রতি অনেক ভালবাসা।

ওনার অফ Feliz ❤️❤️

📣সুখবর   সুখবর   সুখবর 📣আমার পেইজের টপ ফ্যানরা রেডি হয়ে যান।আর এই পোস্টের  কমেন্ট বক্সে একটা খোঁচা দিয়ে যান।🥰
28/06/2021

📣সুখবর সুখবর সুখবর 📣

আমার পেইজের টপ ফ্যানরা রেডি হয়ে যান।
আর এই পোস্টের কমেন্ট বক্সে একটা খোঁচা দিয়ে যান।🥰

চলছে কাজ। ব্যস্ততা আমাকে দেয় না অবসর। 😊
24/06/2021

চলছে কাজ।
ব্যস্ততা আমাকে দেয় না অবসর। 😊

ধন্যবাদ  Mitu আপুকে আচারের ক্রেতা হবার জন্য।ওনার অফ Venice's merchant  ❤️
23/06/2021

ধন্যবাদ Mitu আপুকে আচারের ক্রেতা হবার জন্য।
ওনার অফ Venice's merchant ❤️

ছানার কাটলেট অর্ডার করতে ইনবক্স প্লিজ।
21/06/2021

ছানার কাটলেট
অর্ডার করতে ইনবক্স প্লিজ।

প্রতিটি পুরুষ ভালো বাবা হতে পারে, বা হবার চেষ্টা করে।কিন্তু প্রতিটি পুরুষ ভালো জীবন সংঙ্গী বা ভালো স্বামী হতে পারে না।আল...
20/06/2021

প্রতিটি পুরুষ ভালো বাবা হতে পারে, বা হবার চেষ্টা করে।কিন্তু প্রতিটি পুরুষ ভালো জীবন সংঙ্গী বা ভালো স্বামী হতে পারে না।
আলহামদুলিল্লাহ আমার বাবা আমার মায়ের স্বামী হিসেবে এবং আমাদের বাবা হিসেবে পুরোপুরি পারফেক্ট একজন মানুষ।আর সবচেয়ে বড় কথা আমার বাবা ভালো একজন মানুষ।
পৃথিবীর প্রতিটি বাবার জন্য বাবা দিবসের অগনিত শুভেচ্ছা।🥰🥰

আরেকটু পথ চলার সাহস। ❤️❤️
19/06/2021

আরেকটু পথ চলার সাহস। ❤️❤️

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাদের কিচেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Caterers in Dhaka

Show All