11/07/2024
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস
নাছরুল্লাহ
নাছরুল্লাহ › বিস্তারিত পোস্টঃ
সবুজ পৃথিবী
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩
আমরা চাই একটা সুন্দর সবুজ পৃথিবী ,দিন দিন পৃখথবীর উপরিভাগের সবুজত্ব হারাচ্ছে ।ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে । ফলে মাটি পানি বায়ু
দুষিত হচ্ছে । রোগ শোক বেড় যাচেছ ,মানুয়ের আয়ু কমে যাচ্ছে ,পরিবেশের ভারসাম্য হারাচ্ছে । বিশেষ করে ঢাকা শহরের যে ভাবে যানবাহন
মানুষ বেডে যাচ্ছে তাতে করে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর জন্য আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং ঢাকার বাইরে জেলা গোলোতে শিল্প কারখানা করতে হবে ঢাকা শহর আর তার যানজট অতিরিক্ত মানুষ অতিরিক্ত অট্রালিকা ভার ভার সইতে পারছে না । ঢাকা শহরে যে হারে কার্বন গ্যাস নিগ্রত হচ্ছে এই গ্যাস বিশেষ করে শিশুদের বেশি ক্ষতি গ্রস্ত হচ্ছে । শিশুদের বৃদ্ধি কম হচ্ছে ।পৃথিবীর যত জনবহুল শহর আছে তার মধ্যে ঢাকা অন্যতম জনবহুল শহর ।বিকল্প ঢাকা শহরের চিন্তা ভাবনা করতে হবে । মানুষ কেন ঢাকা যায় সেটা চিন্হিত করতে হবে । বিশেষ করে গার্মেন্ট গোলোতে অধিকাংশ লোক চাকরি করে ।এই গার্মেন্ট গোলো যদি ঢাকার বাইরে জেলা শহরে স্থানান্তরিত করা য়ায় তাহলে বিরাট র্অংশের লোক ঢাকা থেকে বাইরে আসবে ,ফলে চাকা শহরের উপর চাপ কমবে ,এবং মানুষ ভালো থাকবে এবং বাইরের জেলা শহর গোলো শিল্প সমৃদ্ধ হবে ।
মন্তব্য ২ টি রেটিং +১/-০
মন্তব্য (২) মন্তব্য লিখুন
১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০
জাহিদ নীল বলেছেন: আমরা চাই একটা সুন্দর সবুজ পৃথিবী
২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
অন্ধবিন্দু বলেছেন:
নাছরুল্লাহ,
এত কিপ্টেমি করে লিখে কি আর সবুজ পৃথিবী পাওয়া যাবে! সুন্দর করে তথ্য-টথ্য দিয়ে একটি লেখা পোস্ট করলে না হয় পড়ে আমরা সচেতন হতে পারি। যাহোক, আশাকরি সামনে নিশ্চয়ই লিখবেন।
সবুজ পৃথিবীর প্রতি আপনার সচেতনতায় ভাললাগা জানাচ্ছি। :)
আপনার মন্তব্য লিখুনঃ
মন্তব্য করতে লগ ইন করুন
আলোচিত ব্লগ
ফানপোস্ট: ব্লগার সোনাগাজীর ফ্রন্ট পেইজে ফেরা উপলক্ষে ব্লগে সামান্য খানা পিনার আয়োজন।
"সুপার কপ" মাশরুফ হোসেন এখন ভাইরাল
শেষ যাত্রার সময়
আমার বাবা যখন ছোটো : ইশকুলে যাবার আগে বাবার পেট কামড়াতো।
গুমনামী বাবা: ~ এই সাধু কি আসলেই 'নেতাজী' সুভাষ চন্দ্র বোস ছিলেন? (২)
অনলাইনে আছেনঃ ১৫ জন ব্লগার ও ৭৭৫ জন ভিজিটর (৭৪৯ জন মোবাইল থেকে)
সাম্প্রতিক মন্তব্য
নোটিশবোর্ড ব্লগ
full version
©somewhere in net ltd.